নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান খাদ্য পুষ্টি এবং পরিপাক এর
বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
SSC জীববিজ্ঞান এর ৫ম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক MCQ প্রশ্ন উত্তর
১. উদ্ভিদের কতটি খনিজ পুষ্টি উপাদান শনাক্ত করা সম্ভব হয়েছে?
ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
উত্তর : গ. ৬০
২. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কতটি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলে?
ক. ১২
খ. ১৬
গ. ৩৫
ঘ. ৬০
উত্তর : খ. ১৬
৩. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি?
ক. ১২
খ. ১৬
গ. ৩৫
ঘ. ৬০
উত্তর : খ. ১৬
৪. নিচের কোনটি উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে?
ক. ম্যাক্রোউপাদান
খ. মাইক্রোউপাদান
গ. শ্বেতসার
ঘ. গ্লাইকোজেন
উত্তর : ক. ম্যাক্রোউপাদান
৫. কয়টি অজৈব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর : ঘ. ৯
৬. উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি পরিমাণের ওপর ভিত্তি করে উদ্ভিদের খনিজ পুষ্টিকে কতভাগে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : ক. ২
৭. উদ্ভিদের মাইক্রো উপাদান কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর : খ. ৭
৮. কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান?
ক. কার্বন
খ. সালফার
গ. ফসফরাস
ঘ. লৌহ
উত্তর : ঘ. লৌহ
৯. উদ্ভিদ কোনটি বায়ুমণ্ডল হতে গ্রহণ করে?
ক. কার্বন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. সালফার
উত্তর : ক. কার্বন
১০. নিচের কোনটি উদ্ভিদ পানি থেকে গ্রহণ করে?
ক. কার্বন
খ. পটাসিয়াম
গ. হাইড্রোজেন
ঘ. ক্লোরিন
উত্তর : গ. হাইড্রোজেন
১১. উদ্ভিদ মাটি থেকে কী হিসেবে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. লবণ
খ. আয়ন
গ. জৈব সার
ঘ. অজৈব সার
উত্তর : খ. আয়ন
১২. উদ্ভিদ কোন উপাদানটি আয়ন হিসেবে মাটি থেকে গ্রহণ করে?
ক. Mg
খ. C
গ. H
ঘ. Cl
উত্তর : ক. Mg
১৩. কোনটির অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. ফসফরাস
উত্তর : গ. নাইট্রোজেন
১৪. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. অক্সিজেন
গ. পটাসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : গ. পটাসিয়াম
১৫. কোনটি কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?
ক. পটাসিয়াম
খ. নাইট্রোজেন
গ. ফসফরাস
ঘ. অক্সিজেন
উত্তর : ক. পটাসিয়াম
১৬. উদ্ভিদের মূল, ফুল ও ফল উৎপাদন ও বর্ধনে কোনটির ভূমিকা রয়েছে?
ক. সোডিয়াম
খ. ক্যালসিয়াম
গ. পটাসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : গ. পটাসিয়াম
১৭. উদ্ভিদের মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সালফার
খ. ম্যাগনেসিয়াম
গ. পটাসিয়াম
ঘ. ফসফরাস
উত্তর : ঘ. ফসফরাস
১৮. DNA, RNA, ATP প্রভৃতির গাঠনিক উপাদান কোনটি?
ক. সালফার
খ. ম্যাগনেসিয়াম
গ. ফসফরাস
ঘ. ক্যালসিয়াম
উত্তর : গ. ফসফরাস
১৯. উদ্ভিদে কোনটির অভাব হলে শীর্ষ ও পার্শ্ব মুকুল মারা যায়?
ক. সালফার
খ. ফসফরাস
গ. পটাসিয়াম
ঘ. লোহ
উত্তর : গ. পটাসিয়াম
২০. প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
ক. ক্লোরিন
খ. সালফার
গ. নাইট্রোজেন
ঘ. ফসফরাস
উত্তর : গ. নাইট্রোজেন
২১. উদ্ভিদের কোষ কলার পানির পরিমাণ বৃদ্ধি করে কোনটি?
ক. ফসফরাস
খ. সালফার
গ. নাইট্রোজেন
ঘ. পটাসিয়াম
উত্তর : গ. নাইট্রোজেন
২২. নিউক্লিক এসিড, বিভিন্ন ফসফোলিপিড, NADP, ATP-এর সাংগঠনিক উপাদান কোনটি?
ক. ফসফরাস
খ. পটাশিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. সালফার
উত্তর : ক. ফসফরাস
২৩. কোনটি উদ্ভিদে পানি পরিশোষণে সাহায্য করে?
ক. পটাসিয়াম
খ. সালফার
গ. নাইট্রোজেন
ঘ. ফসফরাস
উত্তর : ক. পটাসিয়াম
২৪. উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে কে?
ক. ফসফরাস
খ. পটাসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. মলিবডেনাম
উত্তর : গ. ম্যাগনেসিয়াম
২৫. সাইটোক্রোমের গাঠনিক উপাদান কোনটি?
ক. বোরন
খ. ফসফরাস
গ. নাইট্রোজেন
ঘ. আয়রন
উত্তর : ঘ. আয়রন
২৬. বায়বীয় শ্বসনের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
ক. বোরন
খ. ম্যাগনেসিয়াম
গ. আয়রন
ঘ. পটাসিয়াম
উত্তর : গ. আয়রন
২৭. নিচের কোনটি ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণে প্রয়োজন?
ক. ম্যাগনেসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. ক্যাডমিয়াম
ঘ. ম্যাংগানিজ
উত্তর : ঘ. ম্যাংগানিজ
২৮. কোন উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে তামা প্রয়োজন?
ক. আলু
খ. টমেটো
গ. গাজর
ঘ. শসা
উত্তর : খ. টমেটো
২৯. নিচের কোনটির উদ্ভিদে চিনি পরিবহণে পরোক্ষ প্রভাব রয়েছে?
ক. বোরন
খ. আয়রন
গ. পটাসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : ক. বোরন
৩০. অ্যামাইনো এসিড সংশ্লেষণে কোনটি দরকার?
ক. দস্তা
খ. বোরন
গ. লৌহ
ঘ. তামা
উত্তর : ক. দস্তা
৩১. কোনটির অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়?
ক. পটাশিয়াম
খ. ফসফরাস
গ. সালফার
ঘ. নাইট্রোজেন
উত্তর : ঘ. নাইট্রোজেন
৩২. উদ্ভিদে কোনটির অভাবে কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়?
ক. নাইট্রোজেন
খ. বোরন
গ. লৌহ
ঘ. ক্যালসিয়াম
উত্তর : ক. নাইট্রোজেন
৩৩. উদ্ভিদে নিচের কোনটির অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে?
ক. পটাসিয়াম
খ. ফসফরাস
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : খ. ফসফরাস
৩৪. পাতায় মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. সালফার
খ. লৌহ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস
উত্তর : ঘ. ফসফরাস
৩৫. কোনটির অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে?
ক. লৌহ
খ. সালফার
গ. ফসফরাস
ঘ. পটাসিয়াম
উত্তর : গ. ফসফরাস
৩৬. উদ্ভিদে কোনটির অভাব হলে এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়?
ক. ফসফরাস
খ. সালফার
গ. লৌহ
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : ক. ফসফরাস
৩৭. উদ্ভিদে ফসফরাসের অভাব হলে কোনটি ঘটবে?
ক. খর্বকায় উদ্ভিদ
খ. ক্লোরোসিস
গ. ডাইব্যাক
ঘ. বিকৃত পাতা
উত্তর : ক. খর্বকায় উদ্ভিদ
৩৮. নিচের কোনটির অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়ে যায়?
ক. ফসফরাস
খ. পটাসিয়াম
গ. লৌহ
ঘ. বোরন
উত্তর : খ. পটাসিয়াম
৩৯. কচি পাতায় ক্লোরোসিসের জন্য নিচের কোনটি দায়ী?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ক্যালসিয়াম
উত্তর : ঘ. ক্যালসিয়াম
৪০. উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যায় কেন?
ক.ক্যালসিয়ামের অভাবে
খ. ফসফরাসের অভাবে
গ. ম্যাগনেসিয়ামের অভাবে
ঘ. বোরনের অভাবে
উত্তর : ক.ক্যালসিয়ামের অভাবে
৪১. ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় কোনটির অভাবে?
ক. ম্যাগনেসিয়াম
খ. লৌহ
গ. সালফার
ঘ. ক্যালসিয়াম
উত্তর : ঘ. ক্যালসিয়াম
৪২. নিচের কোনটির অভাবে উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে?
ক. ম্যাগনেসিয়াম
খ. লৌহ
গ. ক্যালসিয়াম
ঘ. সালফার
উত্তর : গ. ক্যালসিয়াম
৪৩. নিচের কোনটির অভাবে পাতার সবুজ রং হালকা হয়ে যায়?
ক. ফসফরাস
খ. পটাসিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : ঘ. ম্যাগনেসিয়াম
৪৪. কোনটির অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়?
ক. ফসফরাস
খ. পটাসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. লৌহ
উত্তর : গ. ম্যাগনেসিয়াম
৪৫. পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে ক্লোরোসিসের জন্য কোনটি দায়ী?
ক. ফসফরাস
খ. পটাসিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : ঘ. ম্যাগনেসিয়াম
৪৬. উদ্ভিদে কোনটির অভাব হলে সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যেতে পারে?
ক. ক্যালসিয়াম
খ. লৌহ
গ. সালফার
ঘ. বোরন
উত্তর : খ. লৌহ
৪৭. উদ্ভিদে আয়রনের অভাব হলে কোনটি ঘটতে পারে?
ক. দুর্বল ও ছোট কাণ্ড
খ. বিকৃত পাতা
গ. ডাইব্যাক
ঘ. কাডের শীর্ষ মরে যায়
উত্তর : ক. দুর্বল ও ছোট কাণ্ড
৪৮. কোনটির অভাবে পাতায় লাল ও বেগুনী দাগ দেখা যায়?
ক. বোরন
খ. সালফার
গ. ফসফরাস
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : খ. সালফার
৪৯. কোনটির অভাবে কাণ্ডের শীর্ষ মরে যায়?
ক. ক্যালসিয়াম
খ. লৌহ
গ. সালফার
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর : গ. সালফার
৫০. উদ্ভিদে সালফারের অভাবে কোনটি দেখা দেয়?
ক. ফুল ঝরে যায়
খ. ডাইব্যাক
গ. বিবর্ণ পাতা
ঘ. মৃত কুড়ি
উত্তর : খ. ডাইব্যাক
PDF Detail
Title | নবম-দশম জীব বিজ্ঞান |
Author | |
Size | 5.20 MB |
Number of Pages | 24 |
Categories | PDF Download |
Downloading status | FREE |
সাইজঃ- 5.20 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 24
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
আরো পড়ুনঃ-
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবে পরিবহন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবনীশক্তি এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবন পাঠ এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান গ্যাসীয় বিনিময় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান রেচন প্রক্রিয়া এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান কোষ বিভাজন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান সমন্বয় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান দৃঢ়তা প্রদান ও চলন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবকোষ ও টিস্যু এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।