নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান রেচন প্রক্রিয়া এর
বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
জীববিজ্ঞান M.C.Q. রেচন প্রক্রিয়া
১। মানবদেহে প্রায় মোট কতটি নেফ্রন থাকে?
(ক) ৮-১০ লক্ষ
(খ) ১০-১২ লক্ষ
(গ) ১৬-২০ লক্ষ
(ঘ) ২০-২৪ লক্ষ
২। নেফ্রনের অংশ হল-
i. মালপিজিয়ান অঙ্গ
ii. রেনাল টিউব্যুল
iii. রেনাল করপাসল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কী পরিমাণ মূত্র ত্যাগ করে?
(ক) ১০০০ মিলিলিটার
(খ) ১২০০ মিলিলিটার
(গ) ১৫০০ মিলিলিটার
(ঘ) ২০০০ মিলিলিটার
৪। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
(ক) মূত্রথলি
(খ) মূত্রনালি
(গ) বৃক্ক
(ঘ) ইউরেটার
৫। মূত্রের শতকরা ৯০ ভাগ উপাদান হচ্ছে-
(ক) ইউরিয়া
(খ) পানি
(গ) ক্রিয়েটিনিন
(ঘ) ইউরিক এসিড
৬। বৃক্ক অবস্থান করে-
i. উদরগহ্বরের পিছনের অংশে
ii. মেরুদন্ডের দুদিকে
iii. বক্ষপিঞ্জরের নিচে পিঠ-সংলগ্ন অবস্থায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৭। বৃক্ক যে তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে তা হল-
(ক) রেনাল ক্যাপসুল
(খ) রেনাল করপাসল
(গ) রেনাল টিউবিউল
(ঘ) পেরিটোনিয়াম
৮। বৃক্কের মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
(ক) ৫-৬ টি
(খ) ৭-৮ টি
(গ) ৮-১২ টি
(ঘ) ১২-১৫ টি
৯। বৃক্কের হাইলামের ভিতর থেকে-
i. রেনাল শিরা বের হয়
ii. রেনাল ধমনি বের হয়
iii. ইউরেটার বের হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। কিডনি মানবদেহ থেকে প্রধানত কোন ধরনের বর্জ্যপদার্থ অপসারণ করে?
(ক) সোডিয়াম জাতীয়
(খ) নাইট্রোজেন জাতীয়
(গ) কার্বনডাইঅক্সাইড জাতীয়
(ঘ) ক্যালসিয়াম জাতীয়
১১। নেফ্রনের কোন অংশটি দেখতে পেয়ালার মতো?
(ক) বোম্যান্স ক্যাপসুল
(খ) গ্লোমেরুলাস
(গ) হেনলির লুপ
(ঘ) সংগ্রাহক নালিকা
১২। রেনাল টিউব্যুল এর অংশ হল-
i. হেনলির লুপ
ii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
iii. নিকটবর্তী প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৩। কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়?
(ক) ইউরিয়া
(খ) ক্রিয়েটিনিন
(গ) ইউরোক্রোম
(ঘ) ইউরিক এসিড
১৪। বৃক্কের অ্যাফারেন্ট আর্টারিওল থেকে প্রায় কতটি কৈশিকনালিকা তৈরি হয়?
(ক) ২০ টি
(খ) ৩০ টি
(গ) ৫০ টি
(ঘ) ৮০ টি
১৫। বৃক্ক মানবদেহে-
i. সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে
ii. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
iii. পানি ও অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৬। কাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা তুলনামূলক বেশি থাকে?
(ক) মেয়েদের
(খ) পুরুষদের
(গ) উভয়েরই
(ঘ) কোনটিই নয়
১৭। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কোনটি পরিশোধিত করা হয়?
(ক) রক্ত
(খ) মূত্র
(গ) লসিকা
(ঘ) বর্জ্যপদার্থ
১৮। নিচের কোনটিকে বৃক্কের একক বলা হয়?
(ক) গ্লোমেরুলাস
(খ) নেফ্রন
(গ) হেনলির লুপ
(ঘ) রেনাল পিরামিড
১৯। ক্ষারীয় মূত্র তৈরি হয়-
i. তরিতরকারি খেলে
ii. ফলমূল খেলে
iii. আমিষজাতীয় খাদ্য খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। বৃক্কের রং কীরূপ?
(ক) হালকা হলুদ
(খ) গাঢ় বাদামী
(গ) লালচে
(ঘ) কালচে-ধূসর
২১। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলা হয়?
(ক) কর্টেক্স
(খ) মেডুলা
(গ) নেফ্রন
(ঘ) হাইলাম
২২। বৃক্কের আকৃতি কীরূপ?
(ক) গোলাকার
(খ) ডিম্বাকার
(গ) শিমবিচির মতো
(ঘ) ফানেল আকৃতি
২৩। বৃক্কের-
i. বাইরের পার্শ্ব অবতল
ii. বাইরের পার্শ্ব উত্তল
iii. ভিতরের পার্শ্ব অবতল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। একটি বৃক্ক থেকে কয়টি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) একটিও নয়
২৫। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কী বলা হয়?
(ক) রেনাল ক্যাপসুল
(খ) রেনাল প্যাপিলা
(গ) রেনাল পেলভিস
(ঘ) রেনাল পিরামিড
২৬। রেনাল প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
(ক) রেনাল মেডুলায়
(খ) রেনাল কর্টেক্সে
(গ) রেনাল পিরামিডে
(ঘ) রেনাল পেলভিসে
২৭। বৃক্কের কর্টেক্সটি-
i. ক্যাপসুল সংলগ্ন অংশ
ii. যোজক কলা দিয়ে গঠিত
iii. রক্তবাহী নালি দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৮। বৃক্কের কোন অংশটি ছাঁকনির মতো কাজ করে পরিস্রুত তরল উৎপন্ন করে?
(ক) বোম্যান্স ক্যাপসুল
(খ) গ্লোমেরুলাস
(গ) হেনলির লুপ
(ঘ) সংগ্রাহী নালিকা
২৯। কিডনি বিকল হলে-
i. মূত্রের পরিমাণ বেড়ে যাবে
ii. মূত্রের পরিমাণ কমে যাবে
iii. রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩০। ডায়ালাইসিস টিউবের প্রাচীর কীরূপ হয়?
(ক) অভেদ্য
(খ) সমভেদ্য
(গ) আংশিক বৈষম্যভেদ্য
(ঘ) কোনটিই নয়
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। ঘ ১১। ক ২১। ঘ
২। ঘ ১২। ঘ ২২। গ
৩। গ ১৩। গ ২৩। গ
৪। গ ১৪। গ ২৪। ক
৫। খ ১৫। ঘ ২৫। গ
৬। ঘ ১৬। খ ২৬। ঘ
৭। ক ১৭। ক ২৭। ঘ
৮। গ ১৮। খ ২৮। খ
৯। খ ১৯। ক ২৯। গ
১০। খ ২০। গ ৩০। গ
PDF Detail
Title | নবম-দশম জীব বিজ্ঞান |
Author | |
Size | 3.81 MB |
Number of Pages | 17 |
Categories | PDF Download |
Downloading status | FREE |
সাইজঃ- 3.81 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 17
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
আরো পড়ুনঃ-
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবে পরিবহন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান খাদ্য পুষ্টি এবং পরিপাক এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবনীশক্তি এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবন পাঠ এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান গ্যাসীয় বিনিময় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান কোষ বিভাজন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান সমন্বয় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান দৃঢ়তা প্রদান ও চলন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবকোষ ও টিস্যু এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।