সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী/পরিসংখ্যানবিদ/স্টোর
কিপার পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২৪
পদের নামঃ- স্বাস্থ্য সহকারী/পরিসংখ্যানবিদ/স্টোর কিপার
পরীক্ষার তারিখঃ- ২৯ মার্চ ২০২৪
পূর্ণমানঃ- ৮০
সময়ঃ- ৯০ মিনিট
১। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন।
ক) ছায়ানট কোন ধরনের সাহিত্য কর্ম?
উত্তরঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ
খ) সন্ধি বিচ্ছেদ করুন: i) সংবাদ (ii) দেবর্ষি
সংবাদ = সম্ + বাদ
দেবর্ষি = দেব + ঋষি
গ) এক কথায় প্রকাশ করুন:
যা পোঁতা হয়েছে = প্রোথিত
যা বলার যোগ্য না = অকথ্য
ঘ) অর্থ লিখুন: ননীর পুতুল
উত্তরঃ- শ্রমবিমুখ।
ঙ) বিপরীত শব্দ লিখুনঃ i) অগ্রজ ii) সুন্দর
অগ্রজ এর বিপরীত শব্দ অনুজ
সুন্দর এর বিপরীত শব্দ কুৎসিত
চ) কারক ও বিভক্তি নির্ণয় করুন: কুকর্মে বিরত হও।
উত্তরঃ- অপাদানে ৭মী
ছ) সংশপ্তক উপন্যাসের লেখক কে?
উত্তরঃ- শহীদুল্লাহ কায়সার
জ) রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ- রেস্তোরা ফরাসি শব্দ, হরতন- ওলন্দাজ
ঝ) ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন:
নির্জলা = নাই জল যাহাতে = বহুবীহি সমাস
রাষ্ট্রপতি = রাষ্ট্রের পতি = ৬ষ্ঠী তৎপুরুষ
ঞ) শুদ্ধ করে লিখুন। ছেলেটি ভয়ানক মেধাবী।
উত্তরঃ- ছেলেটি খুব/ অত্যন্ত মেধাবী
২। টীকা লিখুন: পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ
৩। Translate into English:
ক) ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
Answer: Smoking is harmful for health.
খ) সে হাসতে হাসতে।
Answer: He went away laughing
গ) মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
Answer: Freedom fighters are the best children of the nation.
ঘ) দশদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।
Answer: It has been raining for ten days
ঙ) বারটা বাজতে পনের মিনিট বাকি।
Answer: It is quarter to twelve.
৪। Fill in the blanks:
a) Don’t run……. the road. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিও না।
Answer: across
b) He comes ……. . . noble family. সে মহৎ পরিবার থেকে এসেছে।
Answer: of
c) He is proud…….. his blue blood. সে তার আভিজাত্য নিয়ে গর্ব করে।
Answer: of
d) Who were you talking……….? তুমি কার সাথে কথা বলছো?
Answer: to/about
e) Don’t smile…….. the poor. গরীবদের উপহাস করিও না।
Answer: at
৫। Make sentences with the followings:
Blue blood (আভিজাত্য) He is proud of his blue blood.
At sixes and sevens (এলোমেলো): The books are at sixes and sevens on the table.
Burning question (তীব্র বিতর্কের বিষয়): Female education is the burning question now.
White elephant (অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো): Railway department is a white elephant of the government.
By and by (শীঘ্রই): He will come here by and by.
৬। Make five sentences on EPI
৭। পূর্ণরূপ লিখুন: WHO, CHCP LDC, SDG MBBS
উত্তর: WHO = World Health Organization
CHCP = Certification of Health Care Provider
LDC = Least Developed Countries
SDG = Sustainable Development Goals
MBBS = Bachelor of Medicine, Bachelor of Surgery
সাধারণ জ্ঞান
৮। সংক্ষেপে উত্তর করুন:
ক) পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কি.মি.
খ) বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
উত্তর: ভোলা
গ) বাংলাদেশের সাদা সোনা কি?
উত্তর: চিংড়ি
ঘ) বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
উত্তর: ৩ টি
ঙ) রাশিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: রুবল
চ) তরল পদার্থের ওজনের একক কি?
উত্তর: লিটার
ছ) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কিন্তু
উত্তর: সুন্দরবন
জ) wi-fi এর অর্থ কি?
উত্তর: Wireless Fidelity
ঝ) পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর: সূর্য
ঞ) বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি?
উত্তর: জামদানি
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ঠাকুরগাঁও সিভিল সার্জনের কার্যালয় ।। স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান-২০২৪
- সিভিল সার্জনের কার্যালয় মাগুরা পরিসংখ্যানবিদ/স্বাস্থ্য সহকারী/স্টোর কিপার প্রশ্ন সমাধান ২০২৪
- কুমিল্লা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪
- সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী এর স্বাস্থ্য সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪