জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডাটা এন্ট্রি
অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২৪
DNCRP Data Entry/Control Operator Question Solution 2024
পদের নামঃ- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১৩-০১-২০২৪
১। সন্ধি বিচ্ছেদ করুন-
ক) মহর্ষি = মহা + ঋষি
খ) শীতার্ত = শীত + ঋত
২। কারক ও বিভক্তি নির্ণয় করুন –
ক) ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
উত্তর: করণ কারকে তৃতীয়া বিভক্তি [নবম দশম শ্রেণির বই]
ঘ) বাবা বাড়ি নেই।
উত্তর: অধিকরণ কারকে শূণ্য বিভক্তি
৩। বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন-
ক) লেফাফা দুরস্ত (বাইরের ঠাঁট বজায় রেখে চলা): সজলের এমন বড়লোকের মত চলাফেরা করে যাতে তার লেফাফা দুরস্ত অবস্থা বোঝায় যায় না।
খ) অহি-নকুল (ভীষণ শত্রুতা): শিকদার বা তরফদার পরিবারের মধ্যে অহি-নকুল সম্পর্ক।
৪। এক কথায় প্রকাশ করুন।
ক) যিনি প্রথম পথ দেখান।
উত্তর: পথিকৃৎ
খ) ভিক্ষার অভাব।
উত্তর: দুর্ভিক্ষ
৫। শুদ্ধ বানান লিখুন
ক) মুমুর্ষ
সঠিক বানান: মুমূর্ষু
খ) দ্রবিভূত
সঠিক বানান: দ্রবীভূত
৬। বিপরীত শব্দ- ক) উৎকর্ষ ঘ) স্মৃতি গ) অনুগ্রহ
উত্তর: ক) উৎকর্ষ বিপরীত শব্দ অপকর্ষ
খ) স্মৃতি বিপরীত শব্দ বিস্মৃতি
গ) অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ নিগ্রহ
৭। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন –
ক) মায়ে ঝিয়ে
উত্তর: মায়ে ও ঝিয়ে = অলুক দ্বন্দ্ব সমাস
খ) কাজলকালো
উত্তর: কাজলের ন্যায় কালো। = উপমান কর্মধারায়
৮। বাংলা বাক্যের কয়টি অংশ?
প্রতিটি বাক্যে ২টি অংশ থাকে: উদ্দেশ্য ও বিধেয়।
৯। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
উত্তর: রাজা রামমোহন রায়
১০। অনুচ্ছেদ লিখুন- “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”
১১। Translate into English:
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ?
Answer: Have you finished reading the book.
(b) সে কেবল ঘুমাত আর কিছুই করত না।
Answer: He did nothing but sleep.
(C) দয়া করে বারই জুন সোমবার বিকাল পাঁচটার সময় আসবেন।
Answer: Please come on Monday 12th June at 5pm.
(d) সে আড়াইটার গাড়িতে গিয়েছিল।
Answer: He went by train of 2.30.
১৩। Fill in the blanks:
The issue——–food adulteration has drawn the attention———general people.
Answer: of, of
(b) Government has directed——mobile court to look ———the matter—-food adulteration.
Answer: a, into, of
(c) A true friend is ——– asset.
Answer: an
- d) My son is—-apple of my eye.
Answer: an
১৪। Write sentences of the following Phrase and Idioms with their meaning
(a) Once in a blue moon. (Rarely-কালেভদ্রে): He comes here once in blue moon. সে এখোনে কালে ভদ্রে আসে। [রপ্তানি উন্নয়ন ব্যুরো:কম্পিউটার অপারেটর-২৩]
(b) Piece of cake (easy task সহজ কাজ): This math solution is a piece of cake to me. (এই অঙ্কটার আমার কাছে খুবই সহজ)
১৫। Change sentences according to direction
(a) Being sick, I went to doctor. (Compound)
Answer: I was sick and I went to doctor.
(b) People hate a corrupted man. (Passive)
Answer: A corrupted man is hated by people.
১৬। Write a paragraph on “Smart Bangladesh”.
২০। দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হয় কবে?
উত্তর: ২৮ ডিসেম্বর ২০২২ খ্রি.
২১। সার্কের বর্তমান চেয়ারপার্সন কে?
উত্তর: গোলাম সারোয়ার
২২। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৩৷ বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী ?
উত্তর: ময়মনসিংহ ও সিলেট
২৪। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত
২৫। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: যুক্তরাজ্যের ওল্ডহ্যামে ১৯৯৭ সালে
২৬। দুর্ভিক্ষের উপর “ম্যাডনা-৪৩” ছবিটি কে এঁকেছেন?
উত্তর: জয়নুল আবেদীন
২৭। ৬৯ এর গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কি?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, শেখ মুজিবুর রহমানের মুক্তি ও আইয়ুব খানের পতন
২৮। ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈঘ্য চলচ্চিত্র এর নাম কি?
উত্তর: চিরঞ্জীব মুজিব
২৯। MTBF এর পূর্ণরূপ কি?
উত্তর: Mean time between failure
৩০. কী বোর্ডের সেভ বাটন কোনটি?
উত্তর: Ctrl+S
৩১। ওয়েবের ঠিকানাকে কী বলে?
উত্তর: Uniform Resource Locator (URL)
৩২। WWW এর জনক কে?
উত্তর: টিম বার্নাস লি
৩৩। Wifi এর পূর্ণরূপ কী?
উত্তর: Wireless Fidelity
৩৪। LAN এর পূর্ণরূপ কী?
উত্তর: Local Area Network