এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ
প্রশ্ন সমাধান দিনাজপুর বোর্ড ২০২৪
- আমাদের দেশ পরিচালনার মূল দলিলের বৈশিষ্ট্য-
i. এটি লিখিত ও দুষ্পরিবর্তনীয়
ii. মৌলিক অধিকার স্বীকৃত
iii. স্ব-স্ব ধর্ম অনুশীলনের অধিকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি?
ক) সার্বভৌমত্ব✔
খ) সরকার
গ) নির্দিষ্ট ভূ-খণ্ড
ঘ) জনসমষ্টি
- আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস কোনটি?
ক) আইনসভা
খ) বিচারকের ন্যায়বোধ
গ) ধর্ম
ঘ) প্রথা✔
- জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্য কত?
ক) ৩০ জন
খ) ৫০ জন✔
গ) ৩০০ জন
ঘ) ৩৫০ জন
- মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা-
ক) মন্ত্রী
খ) সচিব✔
গ) অতিরিক্ত সচিব
ঘ) যুগ্ম সচিব
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন সভায়-
i. অধিকাংশের মতামত গৃহীত হয়
ii. জনগণের স্বার্থ সংরক্ষিত হয়
iii. নীতি বিবর্জিত প্রতিনিধির প্রতিনিধিত্বের সুযোগ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৯৬
খ) ২০০১
গ) ২০০৮✔
ঘ) ২০১৩
- জাতিসংঘ আত্মপ্রকাশ করে কত সালে?
ক) ১৯১৮
খ) ১৯২০
গ) ১৯৩৯
ঘ) ১৯৪৫✔
- মি. ‘P’ N নামক একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। তিনি মহিলাদের অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। মি. ‘P’ কোন ধরনের সংস্থায় কাজ করেন?
ক) CEDAW✔
খ) UNICEF
গ) FAO
ঘ) UNFPA
- টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রয়োজন-
i. সমগ্র জাতিকে নিয়ে একত্রে কাজ করা
ii. বৈশ্বিক সম্পর্ক উন্নয়ন করা
iii. বিক্ষিপ্তভাবে পরিচালিত কর্ম তৎপরতা সমন্বয় করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- ‘T’ দেশের প্রবৃদ্ধির হার ৭% এবং জনসংখ্যা বৃদ্ধির হার ৫% হলে দেশটির অর্থনীতির গতি প্রকৃতি কেমন হবে?
ক) অনুন্নত হবে
খ) অপরিবর্তিত থাকবে
গ) মাথাপিছু আয় কমবে
ঘ) উন্নতির দিকে যাবে✔
- নিচের কোনটি উন্নত দেশ?
ক) মালয়েশিয়া
খ) কানাডা✔
গ) তুরস্ক
ঘ) ইরান
- স্বাস্থ্য ঝুঁকি আছে এমন দ্রব্যের ভোগ কমানোর জন্য কোন শুল্ক আরোপ করা হয়?
ক) বাণিজ্য
খ) সম্পূরক
গ) আবগারি✔
ঘ) মাদক শুষ
- নিচের কোনটি পারিবারিক দূরত্ব বাড়িয়ে দিয়েছে?
ক) যোগাযোগ ও প্রযুক্তি
খ) শিল্পায়ন ও নগরায়ন✔
গ) শিক্ষা ও প্রযুক্তি
ঘ) যাতায়াত ও নগরায়ন
- অধিকাংশ মহিলা প্রায়শই সংসারে অত্যাচার ও অবহেলা মোকাবেলা করে থাকেন। এটিকে কী বলে?
ক) বৈবাহিক সহিংসতা
খ) মানসিক সহিংসতা
গ) সামাজিক সহিংসতা
ঘ) পারিবারিক সহিংসতা✔
- বিশ্বে প্রথম HIV রোগী শনাক্ত হয় কত সালে?
ক) ১৯৮১✔
খ) ১৯৮৯
গ) ১৯৯৫
- মাতৃত্বজনিত ছুটি ৬ মাস কার্যকর করা হয় কখন?
ক) ৩০ ডিসেম্বর ২০০২
খ) ১৭ নভেম্বর ২০০৫
গ) ৯ জানুয়ারি ২০১১✔
ঘ) ১১ জানুয়ারি ২০১২
- “কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি” শীর্ষক কবিতার রচয়িতা কে?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) আবদুল গফ্ফার চৌধুরী
গ) মাহবুব-উল-আলম চৌধুরী✔
ঘ) ড. মুনীর চৌধুরী
- তমদ্দুন মজলিশ কী ধরনের সংগঠন?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) সাংস্কৃতিক✔
ঘ) অর্থনৈতিক
- বাংলাদেশ সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন কত সালে?
ক) ১৯৯৭ সালে
খ) ২০১০ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ২০১৬ সালে✔
- কোন গ্রহে বছরে দুইবার সূর্য উদিত হয় ও অস্ত যায়?
ক) বুধ
খ) শুক্র✔
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি
- সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়-
i. ২১ মার্চ
ii. ২১ জুন
iii. ২৩ সেপ্টেম্বর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii✔
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
- একে অপরের প্রতিপাদ বিন্দুতে—
i. ১২ ঘণ্টার ব্যবধান থাকে
ii. দুটির অবস্থান দুই গোলার্ধে
iii. বিপরীত ঋতু বিরাজমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- বাংলাদেশে শীতলতম মাস কোনটি?
ক) ডিসেম্বর
খ) জানুয়ারি✔
গ) মার্চ
ঘ) সেপ্টেম্বর
নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও :
- চিত্র অনুযায়ী বাংলাদেশের প্লাবণ সমভূমির পরিমাণ কত শতাংশ?
ক) ৬৫%
খ) ৭০%
গ) ৭৫%
ঘ) ৮০%✔
- উক্ত প্লাবণ সমভূমি সৃষ্টি হয় কীভাবে?
ক) বন্যায় ভেসে আসা মাটি জমা হয়ে✔
খ) আন্তঃ বরফ গলা পানিতে
গ) ভূমিকম্পের ফলে
ঘ) হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়ে
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সুনীল অনেক পরিশ্রম করে স্বাধীনভাবে ড্রাগন ফল উৎপাদনে সফল হয়েছে। উৎপাদিত ফল বিক্রি করে সে প্রচুর মুনাফা অর্জন করেছে।
- সুনীলের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন রয়েছে?
ক) পুঁজিবাদী✔
খ) সমাজতান্ত্রিক
গ) মিশ্র
ঘ) ইসলামী
- উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. ভোক্তা প্রয়োজন মতো দ্রব্য ক্রয় করতে পারবে
ii. প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা
iii. স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
রাকিব মা-বাবার একমাত্র সন্তান। মা-বাবার যত্নে সে পড়ালেখায় ভালো। প্রতিবেশি, সহপাঠী এবং বন্ধুদের সাথেও সে প্রত্যাশিত আচরণ করে।
- উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা নিচের কোন প্রক্রিয়াটি নির্দেশ করে?
ক) সামাজিকীকরণ✔
খ) পারিবারিক আদর্শ
গ) সামাজিক প্রগতি
ঘ) সামাজিক আদর্শ
- রাকিবের অর্জিত হবে-
i. সামাজিক গুণাবলি
ii. মানুষের সাথে মেলামেশার দক্ষতা
iii. পরমত সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔