নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান কোষ বিভাজন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর

0
623

নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান কোষ বিভাজন এর

বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর

এস.এস.সি জীববিজ্ঞান এর ৩য় অধ্যায় কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর

১. জীবদেহে কত প্রকার কোষ বিভাজন হয়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : খ. ৩

২. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস কতটি অংশে ভাগ হয়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক. ২

৩. অ্যামাইটোসিস কোষ বিভাজনের শুরুতে কোনটি ঘটে?

ক. কোষের বিভাজন ঘটে

খ. নিউক্লিয়াস লম্বা হয়

গ. নিউক্লিয়াসের দুই প্রান্ত মোটা হয়

ঘ. নিউক্লিয়াসের মাঝের অংশ সরু হয়

উত্তর : খ. নিউক্লিয়াস লম্বা হয়

৪. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ তৈরি হয়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক. ২

৫. অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে নিচের কোনটিতে?

ক. ব্যাকটেরিয়ায়

খ. শৈবালের জননকোষে

গ. প্রাণীর জননকোষে

ঘ. উদ্ভিদের পাতায়

উত্তর : ক. ব্যাকটেরিয়ায়

৬. উদ্ভিদের তৃণমূল ও ভ্রুণমুকুল এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

ক. মাইটোসিস

খ. মিয়োসিস

গ. অ্যামাইটোসিস

ঘ. দ্বিবিভাজন

উত্তর : ক. মাইটোসিস

৭. মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে কোনটি ঘটে?

ক. সাইটোপ্লাজমের বিভাজন

খ. প্রোটোপ্লাজমের বিভাজন

গ. নিউক্লিয়াসের বিভাজন

ঘ. সেন্ট্রোমিয়ারের বিভাজন

উত্তর : গ. নিউক্লিয়াসের বিভাজন

৮. কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. সাইটোকাইনেসিস

ঘ. ইন্টারফেজ

উত্তর : ঘ. ইন্টারফেজ

৯. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কী?

ক. এনজাইম

খ. হরমোন।

গ. মাইটোসিস

ঘ. মিয়োসিস

উত্তর : গ. মাইটোসিস

১০. মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে?

ক. ৩

খ. 8

গ. ৫

ঘ. ৬

উত্তর : গ. ৫

১১. মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?

ক. ইন্টারফেজ

খ. প্রোফেজ

গ. প্রোমেটাফেজ

ঘ. এনাফেজ

উত্তর : খ. প্রোফেজ

১২. ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে কোন ধাপে?

ক. মেটাফেজ

খ. এনাফেজ

গ. প্রোফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : গ. প্রোফেজ

১৩. ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. এনাফেজ

উত্তর : ক. প্রোফেজ

১৪. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?

ক. প্রোফেজ

খ. প্রো-মেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. অ্যানাফেজ

উত্তর : গ. মেটাফেজ

১৫. প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় কোন ধাপে?

ক. মেটাফেজ

খ. এনাফেজ

গ. প্রোফেজ

ঘ. প্রোমেটাফেজ

উত্তর : গ. প্রোফেজ

১৬. কোষ বিভাজনের কোন ধাপে স্পিডল যন্ত্রের সৃষ্টি হয়?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. অ্যানাফেজ

উত্তর : খ. প্রোমেটাফেজ

১৭. স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়?

ক. বিষুবীয় অঞ্চল

খ. মেরু অঞ্চল

গ. প্রান্তীয় অঞ্চল

ঘ. মধ্যবর্তী অঞ্চল

উত্তর : ক. বিষুবীয় অঞ্চল

১৮. অ্যাস্টার-রে কোষ বিভাজনের কোন ধাপে বিচ্ছুরিত হয়?

ক. প্রোফেজ

খ. প্রো-মেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. অ্যানাফেজ

উত্তর : খ. প্রো-মেটাফেজ

১৯. প্রোমেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার মেরুতে অবস্থানকালীন সময়ে কী বিচ্ছুরিত করে?

ক. স্পিন্ডল তন্তু

খ. আকর্ষণ তন্তু

গ. ক্রোমোজোমাল তন্তু

ঘ. অ্যাস্টার তন্তু

উত্তর : ঘ. অ্যাস্টার তন্তু

২০. কোষের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : খ. প্রোমেটাফেজ

২১. ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. অ্যানাফেজ

উত্তর : গ. মেটাফেজ

২২. ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় কোন ধাপে?

ক. টেলোফেজ

খ. অ্যানাফেজ

গ. প্রোমেটাফেজ

ঘ. মেটাফেজ

উত্তর : ঘ. মেটাফেজ

২৩. কোন পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?

ক. প্রোফেজ

খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : ঘ. টেলোফেজ

২৪. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় কোন ধাপে?

ক. প্রোফেজ

খ. প্রোমেটাফেজ

গ. মেটাফেজ

ঘ. অ্যানাফেজ

উত্তর : ঘ. অ্যানাফেজ

২৫. ক্রোমোসোমের আলাদা ক্রোমাটিড দু’টি দু মেরুর দিকে অগ্রসর হয় কোন ধাপে?

ক. প্রোফেজ

খ. এনাফেজ

গ. মেটাফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : এনাফেজ

২৬. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?

ক. আকর্ষণ বেড়ে যাওয়ায়

খ. বিকর্ষণ বেড়ে যাওয়ায়

গ. সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়

ঘ. ক্রোমাটিড তৈরি হওয়ায়

উত্তর : খ. বিকর্ষণ বেড়ে যাওয়ায়

২৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি V.L.J বা I এর মতো আকার ধারণ করে?

ক. মেটাফেজ

খ. এনাফেজ

গ. প্রোফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : খ. এনাফেজ

২৮. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘V’ আকার ধারণ করা ক্রোমোসোমকে কী বলে?

ক. মেটাসেন্ট্রিক

খ. সাব মেটাসেন্ট্রিক

গ. অ্যাক্রোসেন্ট্রিক

ঘ. টেলোসেন্ট্রিক

উত্তর : ক. মেটাসেন্ট্রিক

২৯. সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকার কেমন হয়?

ক. ‘V’

খ. ‘L’

গ. ‘J’

ঘ. ‘I’

উত্তর : খ. ‘L’

৩০. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?

ক. V

খ. L

গ. J

ঘ. I

উত্তর : গ. J

৩১. মাইটোসিসের শেষ পর্যায় কোনটি?

ক. মেটাফেজ

খ. অ্যানাফেজ

গ. টেলোফেজ

ঘ. ইন্টারফেজ

উত্তর : গ. টেলোফেজ

৩২. মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে কোন পর্যায়ে?

ক. প্রোমেটাফেজ

খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : ঘ. টেলোফেজ

৩৩. ক্রোমোজোমে পানি যোজন ঘটে কোন পর্যায়ে?

ক. প্রোমেটাফেজ

খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ

ঘ. টেলোফেজ

উত্তর : ঘ. টেলোফেজ

৩৪. কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোধন করে সরু ও লম্বা হয়?

ক. প্রোফেজ

খ. প্রো-মেটাফেজ

গ. টেলোফেজ

ঘ. মেটাফেজ

উত্তর : গ. টেলোফেজ

৩৫. নিউক্লিয়াসের পুনঃআবির্ভাব ঘটে কোন ধাপে?

ক. টেলোফেজ

খ. অ্যানাফেজ

গ. মেটাফেজ

ঘ. প্রোফেজ

উত্তর : ক. টেলোফেজ

৩৬. বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়ায়?

ক. অ্যামাইটোসিস

খ. মাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

উত্তর : খ. মাইটোসিস

৩৭. সব বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে?

ক. জনন মাতৃকোষ

খ. অপত্যকোষ

গ. জাইগোট

ঘ. স্নায়ুকোষ

উত্তর : গ. জাইগোট

৩৮. সে সব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট তারা বিনষ্ট হলে কোষবিভাজন দ্বারা তা পূরণ হয়?

ক. মাইটোসিস

খ. অ্যামাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

উত্তর : ক. মাইটোসিস

৩৯. টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে?

ক. মাইটোসিস

খ. অ্যামাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

উত্তর : অনিয়ন্ত্রিত মাইটোসিস

৪০. জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের ফলে?

ক. মাইটোসিস

খ. অ্যামাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

উত্তর : ক. মাইটোসিস

৪১. মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে কতটি অপত্য কোষ তৈরি হয়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : গ. ৪

৪২. নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন প্রক্রিয়ায়?

ক. অ্যামাইটোসিস

খ. মাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. দ্বিবিভাজন

উত্তর : গ. মিয়োসিস

৪৩. হ্রাসমূলক বিভাজন বলা হয় কোন প্রক্রিয়াকে?

ক. অ্যামাইটোসিস

খ. মাইটোসিস

গ. মিয়োসিস

ঘ. দ্বিবিভাজন

উত্তর : গ. মিয়োসিস

৪৪. একটি প্রাণীর মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা ৮ হলে, মিয়োসিস-১ এ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?

ক. ৪

খ. ৮

গ. ১২

ঘ. ১৬

উত্তর : ক. ৪

৪৫. যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের কোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে?

ক. দুই গুণ

খ. তিন গুণ

গ. চার গুণ

ঘ. আট গুণ

উত্তর : ক. দুই গুণ

৪৬. কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে?

ক. জাইগোট

খ. ক্রোমোজম

গ. নিউক্লিয়াস

ঘ. মাইটোকন্ড্রিয়া

উত্তর : ক্রোমোজম

৪৭. যখন দুটি কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?

ক. হ্যাপ্লয়েড

খ. ডিপ্লয়েড

গ. ট্রিপ্রয়েড

ঘ. টেট্রাপ্লয়েড

উত্তর : খ. ডিপ্লয়েড

৪৮. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?

ক. অ্যামাইটোসিস

খ. মাইটোসিস

গ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

ঘ. মিয়োসিস

উত্তর : ঘ. মিয়োসিস

৪৯. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?

ক. মাইটোসিস

খ. মিয়োসিস

গ. অ্যামাইটোসিস

ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

উত্তর : খ. মিয়োসিস

৫০. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে কোনটি?

ক. ক্লোরোপ্লাস্ট

খ. ক্রোমোজম

গ. লাইসোজোম

ঘ. নিউক্লিয়াস

উত্তর : খ. ক্রোমোজম

PDF Detail  

Titleনবম-দশম জীব বিজ্ঞান
Author
Size4.19 MB
Number of Pages19
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 4.19 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 19

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।