ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯-২০২০
- 70° কোণের সম্পূরক কোণ কোনটি?
ক) 210°
খ) 20°
গ) 110°✔
ঘ) 200°
- সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
ক) বিকিরণ✔
খ) পরিচলন
গ) পরিবহন
ঘ) শোষণ
- ডেঙ্গু রোগ নিচের কোনটি দিয়ে ছড়ায়?
ক) তেলাপোকা
খ) মশা✔
গ) মাছি
ঘ) মৌমাছি
- ‘অন্ধজনে দেহ আলো’ এখানে ‘অন্ধজনে’ শব্দটি কোন কারকে কোন ভিত্তি?
ক) কর্মে সপ্তমী
খ) কর্তৃকারকে শূন্য
গ) সম্প্রদানে সপ্তমী✔
ঘ) অপাদানে সপ্তমী
- ‘জায়া ও পতি’ সমাস করলে কী হয়?
ক) জায়া-পতি
খ) দম্পতি✔
গ) স্বামী ও স্ত্রী
ঘ) পতি-পত্নী
- রক্তের রং লাল, কারণ রক্তে আছে-
ক) হিমোগ্লোবিন✔
খ) গ্লুকোজ
গ) প্রোটিন
ঘ) ভিটামিন
- বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক) জীবনানন্দ দাশ
খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
- রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক) ভিটামিন ই
খ) ভিটামিন বি
গ) ভিটামিন এ✔
ঘ) ভিটামিন সি
- মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ?
ক) শ্বসনতন্ত্র
খ) পেশিতন্ত্র
গ) স্নায়ুতন্ত্র✔
ঘ) রেচনতন্ত্র
- পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়?
ক) যকৃৎ✔
খ) অগ্ন্যাশয়
গ) লালাগ্রন্থি
ঘ) পাকস্থলী
- আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
ক) ডায়াবেটিস
খ) গলগন্ড✔
গ) রক্তশূন্যতা
ঘ) রিকেটস
- The train will leave the station _2 PM.
ক) on
খ) by
গ) in
ঘ) at✔
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নৃন্যতম বয়স কত?
ক) ৩০ বছর
খ) ৪৫ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩৫ বছর✔
- মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ?
ক) নিম্ন মধ্যম আয়ের✔
খ) উন্নত আয়ের
গ) উচ্চ মধ্যম আয়ের
ঘ) নিম্ন আয়ের
- The word ‘genocide’ means —
ক) mass grave
খ) mass gathering
গ) mass killing✔
ঘ) mass attendance
- আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) গিরিশচন্দ্র সেন
গ) জীবনানন্দ দাশ✔
ঘ) কাজী নজরুল ইসলাম
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের দিনগুলি’ এর রচয়িতা কে?
ক) শাহরিয়ার কবির
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) শওকত ওসমান✔
ঘ) জাহানারা ইমাম
- মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক) মেহেরপুর✔
খ) রাজবাড়ী
গ) যশোর
ঘ) ফরিদপুরে
- 5% হার সুদে 1000 টাকা 10 বছরে সুদে আসলে কত টাকা হবে?
ক) 900
খ) 1200
গ) 1320
ঘ) 1500✔
- নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়?
ক) পাকস্থলী
খ) যকৃৎ
গ) বৃক্ক✔
ঘ) অগ্ন্যাশয়
- বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) আশুলিয়া
খ) সিদ্ধিরগঞ্জ
গ) কাপ্তাই✔
ঘ) ঘোড়াশাল
- “বিদ্যালয়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বিদ্যা + অলয়
খ) বিদ্যুৎ + আলয়
গ) বিদ্যা + আলয়✔
ঘ) বিদ+আলয়
- Which one is the superlative form of ‘easy”?
ক) much more easy
খ) easiest✔
গ) more easy
ঘ) easier
- বৃত্তের সবচেয়ে বড়ো জ্যা কোনটি?
ক) লম্ব
খ) ব্যাসার্ধ
গ) ব্যাস✔
ঘ) স্পর্শক
- সে স্কুলে যায়না বললেই চলে। Which translation is correct?
ক) He never goes to school
খ) He hardly goes to school. ✔
গ) He often goes to school.
ঘ) He goes to school regularly.
- ‘বন্ধুর’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) বন্ধু
খ) মসৃণ✔
গ) শত্রু
ঘ) কণ্টক
- কোন হরমোনটি ডায়াবিটিস রোগের সাথে সংশ্লিষ্ট?
ক) প্রোল্যাকটিন
খ) ইনসুলিন✔
গ) থাইরক্সিন
ঘ) অ্যাড্রিনালিন
- The passive form of “Open the door.” is-
ক) Do the door be opened
খ) The door is opened.
গ) The door has opened.
ঘ) Let the door be opened. ✔
- সাপ শুনতে পায় কোন অঙ্গের মাধ্যমে?
ক) কান
খ) চোখ
গ) জিহ্ববা✔
ঘ) মুখ
- Y−7=12হয়, তবে Y+19=কত?
ক) 42
খ) 19
গ) 28✔
ঘ) 38
- কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে ছিলেন?
ক) নিতুন কুণ্ডু
খ) জয়নুল আবেদিন✔
গ) কামরুল হাসান
ঘ) হামিদুর রহমান
- খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি?
ক) NaCl✔
খ) HCI
গ) CaSO4
ঘ) Na2SO4
- 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে?
ক) 50 টাকা
খ) 60 টাকা
গ) 45 টাকা✔
ঘ) 40 টাকা
- এইডস কী কারণে হয়?
ক) ভাইরাস
খ) বংশগত✔
গ) ব্যাকটেরিয়া
ঘ) প্যারাসাইট
- কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনভূমি প্রয়োজন।
ক) ৫
খ) ২৫✔
গ) ১০
ঘ) ৫০
- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক) 98.4° F✔
খ) 100.0°F
গ) 95.6° F
ঘ) 92.6°F
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক) ১০টি
খ) ১১ টি✔
গ) ১৩ টি
ঘ) ১২ টি
- মা ও শিশু স্বাস্থ্যের সেবার প্রতীক নিচের কোনটি?
ক) দোয়েল পাখি
খ) সূর্যের হাসি✔
গ) রংধনু
ঘ) শাপলা
- একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
ক) 120/80 mm Hg✔
খ) 60/40 mm Hg
গ) 70 / 50 mm Hg
ঘ) 160/100 mm Hg
- দুধ থেকে দই হয় নিচের কোনটির কারণে?
ক) প্রোটোজোয়া
খ) ভাইরাস
গ) ব্যাকটেরিয়া✔
ঘ) ছত্রাক
- ‘খোদা আপনার মঙ্গল করুন’ কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ক) বিধান
খ) উপকার
গ) অপকার
ঘ) প্রার্থনা✔
- ‘ব্যাঙের সর্দি অর্থ কী?
ক) সম্ভাব্য ঘটনা
খ) প্রতারণা
গ) রোগ বিশেষ
ঘ) অসম্ভব ঘটনা✔
- It since morning.
ক) has been raining✔
খ) had been raining
গ) is raining
ঘ) is rained
- ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বর্তমান সভাপতি কে?
ক) সৌরভ গাঙ্গুলী✔
খ) ব্রিজেশ প্যাটেল,
গ) শারদ পাওয়ার
ঘ) জগমোহন ডালমিয়া
- কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
ক) অ্যান্টিমনি✔
খ) তামা
গ) সোনা
ঘ) লোহা
- Which one is the negative form of ‘I l ways support him.”
ক) I never support him.
খ) I never against him.
গ) I am never against him. ✔
ঘ) I do not support him.
- My brother has no interest music.
ক) at
খ) for
গ) with
ঘ) in✔
- Everybody should their parents.
ক) look after✔
খ) look into
গ) look at
ঘ) look up
- বাংলাদেশে “শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ১৪ ডিসেম্বর✔
গ) ৩ নভেম্বর
ঘ) ২৬ মার্চ
- Which one is the English form of “জাতীয় সংগীত”?.
ক) National anthem✔
খ) National lyric
গ) National music
ঘ) Jatio Songeeta
- রক্তের সার্বজনীন গ্রহীতা হলো-
ক) AB✔
খ) B
গ) 0
ঘ) A
- ২০১৯ সালে “ভ্যাকসিন হিরো” পুরস্কার কে পেয়েছেন?
ক) শেখ হাসিনা✔
খ) নরেন্দ্র মোদী
গ) এঞ্জেলা মার্কেল
ঘ) রনিল বিক্রমাসিংহে
- All are common gender except-
ক) orphan
খ) child
গ) student
ঘ) boy✔
- অপলাপ শব্দের অর্থ কী?
ক) অস্বীকার✔
খ) অসদালাপ
গ) মিথ্যা
ঘ) প্রলাপ
- Find out the synonym of the word ‘brittle’
ক) Strong
খ) Soft
গ) Hard
ঘ) Fragile✔
- কৈ মাছের প্রাণ” বলতে কী বোঝায়?
ক) সঠিক জিনিস
খ) স্বল্পভুক
গ) সর্বভুক
ঘ) দীর্ঘজীবী✔
- রোহিঙ্গাদের কক্সবাজার হতে বাংলাদেশের অন্য কোথায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে?
ক) হাইমচর
খ) চলনবিল
গ) ভাষানচর✔
ঘ) কুলিয়ারচর
- ২১ ফেব্রুয়ারি বাংলা সালের সাধারণত কত তারিখ
ক) ৮ ফাল্গুন✔
খ) ২৫ বৈশাখ
গ) ১০ শ্রাবণ
ঘ) ১ ফাল্গুন
- The Passive form of “He teaches us English” is-
ক) English was taught us by him.
খ) English was teaching us by him.
গ) English is teaching us by him.
ঘ) English is taught us by him. ✔
- Which one is the English form of “বিজয় দিবস”?
ক) Freedom day
খ) Victory day✔
গ) Liberty day
ঘ) Independence day
- কোন ধরনের খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
ক) আমিষ✔
খ) শর্করা
গ) ভিটামিন
ঘ) স্নেহ
- মানবদেহে কয়টি অস্থি থাকে?
ক) 216
খ) 226
গ) 306
ঘ) 206✔
- মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?
ক) ভাষা✔
খ) আচরণ
গ) চিত্র
ঘ) ইঙ্গিত
- খাবার স্যালাইন এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
ক) আইসিডিডিআর,
খ) ব্র্যাক
গ) আইপিএইচ
ঘ) গণস্বাস্থ্য কেন্দ্র✔
- “সে ফল খায়। ” Which translation is correct?
ক) He eats fruits. ✔
খ) He is eating fruits.
গ) He will eat fruits.
ঘ) He ate fruits.
- বর্তমানে বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটিকত মাস?
ক) ৩ মাস
খ) ২ মাস
গ) 8 মাস
ঘ) ৬ মাস✔
- মানবদেহে কয়টি বৃক্ক আছে?
ক) ১টি
খ) ৩টি
গ) ২টি✔
ঘ) ৪টি
- ‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) অলৌকিক
খ) অবাস্তব
গ) বাস্তব✔
ঘ) লৌকিক
- পূর্ণবয়স্ক স্বাভাকি মানুষের হৃদস্পন্দন সাধারণত মিনিটে কতবার হয়?
ক) ৭২✔
খ) ১৪
গ) ৫২
ঘ) ১৪০
- “Does she go to school” The affirmative form is-
ক) She does go to school.
খ) She go to school.
গ) She has gone to school.
ঘ) She goes to school.✔
- What is the antonym of “gentle”?
ক) modest
খ) rude✔
গ) clever
ঘ) harsh
- চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে, তখন কী হয়?
ক) চন্দ্রগ্রহণ
খ) অমাবস্যা
গ) পূর্ণিমা
ঘ) সূর্যগ্রহণ✔
- মানুষের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
ক) ৩টি
খ) ৬টি
গ) ২ টি
ঘ) ৪ টি✔
- কোন শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাঁদের বয়সের গড় ১২ বছর হলে, উক্ত শিক্ষকের
বয়স কত?
ক) ৫২ বছর✔
খ) ৪২ বছর
গ) ৬২ বছর
ঘ) ৩২ বছর
- ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক) ইসমাইল হোসেন সিরাজী
খ) কায়কোবাদ
গ) মোজাম্মেল হক
ঘ) মীর মশাররফ হোসেন✔
- জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয়-
ক) শিক্ষা দিবস
খ) স্বাস্থ্য দিবস
গ) নারী দিবস
ঘ) শিশু দিবস✔
- He divided the money.——two children.
ক) among
খ) in between
গ) over
ঘ) between✔
- What is the time—–your watch?
ক) by
খ) in✔
গ) with
ঘ) at
- কত জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে?
ক) ১৫০০০ জন
খ) ২৫০০০ জন
গ) ৬০০০ জন✔
ঘ) ১০০০০ জন
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
ক) আগরতলা
খ) ঢাকা
গ) কোলকাতা
ঘ) মেহেরপুর✔
- বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
ক) কাবাডি✔
খ) ক্রিকেট
গ) ফুটবল
ঘ) হকি
- বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
ক) চাকমা✔
খ) সাঁওতাল
গ) গারো
ঘ) মারমা
- আয়রনের অভাবে কী হয়?
ক) রাতকানা
খ) বেরিবেরি
গ) অ্যানিমিয়া✔
ঘ) ম্যারাসমাস:
- ১ মাইলে কত কিলোমিটার?
ক) ১.৮
খ) ১.৬✔
গ) ১.০
ঘ) ২.০
- বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) ভাষা
খ) ধ্বনি
গ) বর্ণ
ঘ) শব্দ✔
- ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
খ) শেরে বাংলা এ কে ফজলুল হক✔
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) সরত
খ) শড়ত
গ) শরত
ঘ) শরৎ✔
- মুসলমান নারী জাগরণের পথিকৃৎ কে?
ক) ফয়জুন্নেসা
খ) সামসুন্নাহার
গ) বদরুন্নেসা
ঘ) বেগম রোকেয়া✔
- ইউনেস্কো নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ক) সুন্দরবন✔
খ) ভাওয়াল
গ) সেন্টমার্টিন
ঘ) শালবন
- ‘উত্তম’ এর সমার্থক শব্দ কোনটি?
ক) দীনতা
খ) বিভু
গ) বিকাশ
ঘ) প্রধান✔
- লেবুর রসে কোন এসিড থাকে?
ক) সাইট্রিক এসিড✔
খ) ল্যাকটিক এসিড
গ) হাইড্রোক্লোরিক এসিড
ঘ) সালফিউরিক এসিড
- ‘বনস্পতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বন + স্পতি
খ) বন্ + পতি✔
গ) বনঃ + পতি
ঘ) বনস + পতি
- একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 160° হলে, তৃতীয় কোণটির মান কত?
ক) 20°✔
খ) 25°
গ) 40°
ঘ) 30°
- কোনটি ঠিক শব্দ?
ক) আপদমস্তক
খ) আপাদমস্তক
গ) আপাদমস্তক✔
ঘ) অপাদমস্তক
- সম্প্রতি কোন স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়েছে?
ক) সোনারবাংলা স্যাটেলাইট
খ) বেঙ্গল স্যাটেলাইট
গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট✔
ঘ) বাংলা স্যাটেলাইট
- বাংলাদেশে একলক্ষ শিশুর জন্ম দিতে কতজন মা প্রতিবছর মৃত্যুবরণ করেন?
ক) ১৬৫✔
খ) ২৭৬
গ) ৩৫০
ঘ) ৪৫০
- Correct spelling is-
ক) Psykology
খ) Sycology
গ) Sychology
ঘ) Psychology✔
- বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী এদেশের মানুষের গড় আয়ু কত বছর?
ক) ৮১. ৬
খ) ৫৬.৪
গ) ৯২.৬✔
ঘ) ৬৫.৪