নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবনীশক্তি এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর

0
339

নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবনীশক্তি এর বহুনির্বাচনি

ও সৃজনশীল প্রশ্ন উত্তর

  এস.এস.সি জীববিজ্ঞান এর ৪র্থ অধ্যায়  জীবনীশক্তি MCQ প্রশ্ন উত্তর

১. জীবের দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের প্রধান কৌশলকে কী বলে?

ক. জৈবশক্তি

খ. জীবনীশক্তি

গ. রাসায়নিক শক্তি

ঘ. সৌর শক্তি

উত্তর : খ. জীবনীশক্তি

২. শক্তির মূল উৎস কী?

ক. বায়োএনার্জি

খ. শর্করা

গ. ATP

ঘ. সূর্য

উত্তর : ঘ. সূর্য

৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?

ক. ATP

খ. ADP

গ. AMP

ঘ. CO2

উত্তর : ক. ATP

৪. জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়?

ক. সৌরশক্তি

খ. রাসায়নিক শক্তি

গ. জীবনীশক্তি

ঘ. জৈবশক্তি

উত্তর : গ. জীবনীশক্তি

৫. নিচের কোনটিকে জৈবমুদ্রা বলা হয়?

ক. ATP

খ. GTP

গ. NAD

ঘ. NADP

উত্তর : ক. ATP

৬. সালোকসংশ্লেষণের সময় নিচের কোনটি সৌরশক্তি গ্রহণ করে ATP তে পরিণত হয়?

ক. ADP

খ. NADP

গ. GTP

ঘ. AMP

উত্তর : ক. ADP

৭. ADP থেকে সৌরশক্তির প্রভাবে ATP উৎপন্ন হবার প্রক্রিয়াকে কী বলে?

ক. ফটোসিনথেসিস

খ. রেসপাইরেশন

গ. ফটোলাইসিস

ঘ. ফটোফসফোরাইলেশন

উত্তর : ঘ. ফটোফসফোরাইলেশন

৮. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP এর তৃতীয় কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়?

ক. 3700

খ. 3800

গ. 7200

ঘ. 7300

উত্তর : ঘ. 7300

৯. ATP ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. GTP

খ. NAD

গ. NADP

ঘ. APD

উত্তর : ঘ. APD

১০. কোন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত দ্রব্য বিপাকীয় ক্রিয়া শেষে উদ্ভিদের ফল, মূল, কাণ্ড ও পাতায় সজ্জিত হয়?

ক. শ্বসন

খ. সালোকসংশ্লেষণ

গ. প্রস্বেদন

ঘ. অভিস্রবন

উত্তর : অভিস্রবন

১১. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫ টি

উত্তর : গ. ৪টি

১২. নিচের কোনটি সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই-অক্সাইড

গ. হাইড্রোজেন

ঘ. নাইট্রোজেন

উত্তর : খ. কার্বন ডাই-অক্সাইড

১৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?

ক. পাতার মেসোফিল টিস্যু

খ. মূলের জাইলেম টিস্যু

গ. কাণ্ডের কচি শাখা

ঘ. পাতার ফ্লোয়েম টিস্যু

উত্তর : ক. পাতার মেসোফিল টিস্যু

১৪. কোন অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে CO2 শোষিত হয়?

ক. কাণ্ড

খ. পত্ররন্ধ্র

গ. মূল

ঘ. শীর্ষমুকুল

উত্তর : খ. পত্ররন্ধ্র

১৫. স্থলজ উদ্ভিদ কীভাবে CO2 গ্রহণ করে?

ক. মূলের মাধ্যমে

খ. কাণ্ডের মাধ্যমে

গ. মেসোফিল টিস্যুর মাধ্যমে

ঘ. পত্ররন্ত্রের মাধ্যমে

উত্তর : ঘ. পত্ররন্ত্রের মাধ্যমে

১৬. বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ কত?

ক. ০.০১%

খ. ০.০২%

গ. ০.৩%

ঘ. ০.৪%

উত্তর : গ. ০.৩%

১৭. পানিতে CO2 এর পরিমাণ কত?

ক. ০.০১%

খ. ০.০২%

গ. ০.৩%

ঘ. ০.৪%

উত্তর : গ. ০.৩%

১৮. সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?

ক. প্রশমন

খ. দ্বি-বিভাজন

গ. প্রতিস্থাপন

ঘ. জারণ-বিজারণ

উত্তর : ঘ. জারণ-বিজারণ

১৯. ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটি পর্যায়ে ভাগ করেন?

ক. ১৮০৪ সালে

খ. ১৮০৫ সালে

গ. ১৯০৪ সালে

ঘ. ১৯০৫ সালে

উত্তর : ঘ. ১৯০৫ সালে

২০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?

ক. আলেকজান্ডার ফ্লেমিং

খ. ব্ল্যাকম্যান

গ. হ্যাচ ও স্ন্যাক

ঘ. ক্লেবস

উত্তর : খ. ব্ল্যাকম্যান

২১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে বিভক্ত?

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

উত্তর : ক. দুইটি

২২. আলোক নির্ভর পর্যায়ে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে

খ. তাপশক্তি রাসায়নিক শক্তিতে

গ. আলোক শক্তি তাপ শক্তিতে

ঘ. রাসায়নিক শক্তি আলোক শক্তিতে

উত্তর : ক. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে

২৩. সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?

ক. শর্করা

খ. কার্বন ডাই-অক্সাইড

গ. ATP

ঘ. ফসফোগ্লিসারিক এসিড

উত্তর : গ. ATP

২৪. নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন বলা হয় কোনটিকে?

ক. ANDPH₂

খ. ADP

গ. FADH₂

ঘ. ATP

উত্তর : ক. ANDPH₂

২৫. ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?

ক. প্রোটন

খ. নিউট্রন

গ. ফোটন

ঘ. পজিট্রন

উত্তর : গ. ফোটন

২৬. সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়?

ক. ফটোফসফোরাইলেশন

খ. ফটোলাইসিস

গ. ফটোসিনথেসিস

ঘ. ফসফোরাইলেশন

উত্তর : খ. ফটোলাইসিস

২৭. কোন অঙ্গানুটি NADP কে বিজারিত করে ANDPH₂ উৎপন্ন করে?

ক. ইলেক্ট্রন

খ. প্রোটন

গ. ফোটন

ঘ. নিউট্রন

উত্তর : ক. ইলেক্ট্রন

২৮. কোন প্রক্রিয়ায় Assmilatory power উৎপন্ন হয়?

ক. Respiration

খ. Photophosphorylation

গ. Photolysis

ঘ. Photosynthesis

উত্তর : ঘ. Photosynthesis

২৯. সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?

ক. এটিপি

খ. অক্সিজেন

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. কার্বোহাইড্রেট

উত্তর : ঘ. কার্বোহাইড্রেট

৩০. সবুজ উদ্ভিদে CO₂ বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর : খ. ৩টি

৩১. ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বন বিশিষ্ট?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর : খ. ৩টি

৩২. রাইবুলোজ ১, ৫-ডাইফসফেট কত কার্বন বিশিষ্ট?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর : ঘ. ৫টি

৩৩. কোনটি ভেঙ্গে 3PGA উৎপন্ন হয়?

ক. ফসফোগ্লিসারিক এসিড

খ. কিটো এসিড

গ. রাইবুলোজ ১, ৫ ডাইফসফেট

ঘ. ফসফোগ্লিসারাল্ডিহাইড

উত্তর : খ. কিটো এসিড

৩৪. ছয় অণু CO₂ থেকে এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কতবার ঘুরবে?

ক. ৩ বার

খ. ৬ বার

গ. ৯ বার

ঘ. ১২ বার

উত্তর : খ. ৬ বার

৩৫. ক্যালভিন কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?

ক. ১৮৬১

খ. ১৮৬২

গ. ১৯৬২

ঘ. ১৯৬১

উত্তর : ঘ. ১৯৬১

৩৬. কত সালে হ্যাচ ও স্ন্যাক চক্র আবিষ্কৃত হয়?

ক. ১৯৫৯ সালে

খ. ১৯৬১ সালে

গ. ১৯৬৬ সালে

ঘ. ১৯৬৮ সালে

উত্তর : গ. ১৯৬৬ সালে

৩৭. হ্যাচ ও স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. কিটো এসিড

খ. অক্সালো এসিটিক এসিড

গ. ফসফোগ্লিসারিক এসিড

ঘ. পাইরুডিক এসিড

উত্তর : খ. অক্সালো এসিটিক এসিড

৩৮. অক্সালো এসিটিক এসিড কত কার্বনবিশিষ্ট?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তর : খ. ৪

৩৯. যৌগিক খাদ্যদ্রব্য জারিত হয়ে সরণ দ্রব্যে পরিণত করে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. সালোকসংশ্লেষণ

খ. অভিস্রবণ

গ. শ্বসন

ঘ. প্রস্বেদন

উত্তর : গ. শ্বসন

৪০. সজীব কোষের সাইটোপ্লাজন ও মাইটোকপ্রিয়াতে কোন প্রক্রিয়া সম্পন্ন হয়?

ক. সালোকসংশ্লেষণ

খ. অভিস্রবণ

গ. শ্বসন

ঘ. প্রস্বেদন

উত্তর : গ. শ্বসন

৪১. উদ্ভিদের কোন অঙ্গে শ্বসন ক্রিয়ার হার বেশি?

ক. বাকলে

খ. ফলে

গ. পাতায়

ঘ. বর্ধিষ্ণু অঞ্চলে

উত্তর : ঘ. বর্ধিষ্ণু অঞ্চলে

৪২. অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কতভাগে ভাগ করা যায়?

ক. ১

খ. ২

গ. ৫

ঘ. ৬

উত্তর : খ. ২

৪৩. গ্লুকোজ + অক্সিজেন → কার্বন ডাই-অক্সাইড + A + শক্তি। বিক্রিয়াটির A স্থানে কী উৎপন্ন হয়?

ক. হাইড্রোজেন

খ. এনজাইম

গ. পানি

ঘ. ATP

উত্তর : গ. পানি

৪৪. সবাত শ্বসনে নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. ল্যাকটিক এসিড

খ. পানি

গ. ইথাইল অ্যালকোহল

ঘ. মিথানল

উত্তর : খ. পানি

৪৫. সবাত শ্বসন প্রক্রিয়ায় কত কিলোক্যালরি শক্তি উৎপপন্ন হয়?

ক. ৫৬

খ. ৫৬৬

গ. ৬৮৮

ঘ. ৭৬৬

উত্তর : ঘ. ৭৬৬

৪৬. সবাত শ্বসনে সর্বমোট কতটি ATP উৎপন্ন হয়?

ক. ৩৮ টি

খ. ৩২ টি

গ. ১৮ টি

ঘ. ১৬ টি

উত্তর : ক. ৩৮ টি

৪৭. অবাত শ্বসন কোনটির অনুপস্থিতিতে হয়?

ক. গ্লুকোজ

খ. অক্সিজেন

গ. হাইড্রোজেন

ঘ. জৈব এসিড

উত্তর : খ. অক্সিজেন

৪৮. কোন জৈব যৌগটি অবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়?

ক. মিথাইল অ্যালকোহল

খ. ল্যাকটিক এসিড

গ. পিকরিক এসিড

ঘ. কিটো এসিড

উত্তর : খ. ল্যাকটিক এসিড

৪৯. অবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙ্গে সবাত শ্বসনের চেয়ে কত কিলোক্যালরি কম শক্তি উৎপন্ন হয়?

ক. ৫৬ K/cal

খ. ৫৬৬ K/cal

গ. ৬৩২ K/cal

ঘ. ৬৮৮ K/cal

উত্তর : গ. ৬৩২ K/cal

৫০. কোনটিতে অবাত শ্বসন হয়?

ক. ঈস্ট

খ. গরু

গ. নারিকেল

ঘ. শৈবাল

উত্তর : ক. ঈস্ট

PDF Detail  

Titleনবম-দশম জীব বিজ্ঞান
Author
Size6.71 MB
Number of Pages29
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 6.71 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 29

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।