স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকশাকার (ড্রাফটসম্যান) পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- নকশাকার (ড্রাফটসম্যান)
পরীক্ষার তারিখঃ- ০৯-০৩-২০২২
বাংলা প্রশ্ন সমাধান
- বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) কবিতা✔
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) ছোট গল্প
- ৭-ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
ক) ’বাতাসে লাশের গন্ধ’ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
খ) ‘ স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’- নির্মলেন্দু গুণ✔
গ) ’ বুক তার বাংলাদেশের হৃদয়’ – শামসুর রাহমান
ঘ) ‘ আমার পরিচয়’ সৈয়দ শামসুল হক
- চন্দ্রাবতী কে?
ক) ‘পদ্মাবতী’ কাব্যের চরিত্র
খ) বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার
গ) ‘কঙ্কাবতী’ নাটকের চরিত্র
ঘ) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি✔
- কোন বানানটি শুদ্ধ?
ক) পিপীলিকা✔
খ) পিপিলীকা
গ) পিপীলীকা
ঘ) পিপিলিকা
- কোনটি বিদেশি শব্দ নয়?
ক) আদালত
খ) চিনি
গ) পাউরুটি
ঘ) সূর্য✔
- শরণার্থীদের দুঃখ দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যের নোবেল পেয়েছেন-
ক) লুইজ গ্লিক
খ) বব ডিলান
গ) আবদুল রাজ্জাক গুরনাহ✔
ঘ) গুন্টার গ্রাস
- কোনটি বিরাম চিহ্ন নয়?
ক) –
খ) ,
গ) ঃ✔
ঘ) ;
- উপসর্গ সাধারনত কোথায় বসে?
ক) বাক্যের শেষে খ) শব্দের শেষে
গ) শব্দের পূর্বে✔
ঘ) শব্দের মাঝে
- ‘মেঘে মেঘে’ শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ক) ব্যাপ্তি
খ) বহুত্ব
গ) প্রকর্ষ
ঘ) ঈষৎ✔
- `পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়✔
গ) অচিন্ত্যকুমার সেন গুপ্ত
ঘ) সত্যজিৎ রায়
- কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন?
ক) ১৯২১✔
খ) ১৯২০
গ) ১৯২২
ঘ) ১৯১৯
- ‘প্রাচুর্য’ এর প্রকৃতি ও প্রত্যয় –
ক) প্রচুর+ ্য
খ) প্রচুর + অ
গ) প্রচুর + য✔
ঘ) প্রচুর +য্য
- তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে ‘কী’ কোন পদ?
ক) সর্বনাম✔
খ) অব্যয়
গ) ক্রিয়া
ঘ) বিশেষণ
- ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ-
ক) দলপতি
খ) একগুঁয়ে✔
গ) কপট ব্যক্তি
ঘ) সৎ মানুষ
- ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?
ক) প্রত্যয়
খ) ধাতু✔
গ) অনুসর্গ
ঘ) বিভক্তি
- ‘পাখি’ এর সমার্থক শব্দ-
ক) বিটপী
খ) বিগ্রহ
গ) বিজরী
ঘ) বিহগ✔
- ‘পুতুল নাচের ইতিকথা’ গ্রন্থের রচয়িতা-
ক) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
গ) মানিক বন্দোপাধ্যায়✔
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
- আদর্শ বাক্যের গুণ কয়টি?
ক) চারটি
খ) পাঁচটি
গ) তিনটি✔
ঘ) ছয়টি
- `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা –
ক) আব্দুল লতিফ
খ) আলতাফ মাহমুদ
গ) আব্দুল গাফফার চৌধুরী✔
ঘ) শামসুর রাহমান
- কোন লেখক ‘ জননী সাহসিকা’ বলে পরিচিত?
ক) সেলিনা হোসেন
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) জাহানারা ইমাম
ঘ) সুফিয়া কামাল✔
- সৈয়দ শামসুল হক রচিত নাটক-
ক) পরাণের গহীন ভিতর
খ) নিষিদ্ধ লোবান
গ) নূরলদীনের সারা জীবন✔
ঘ) প্রণীত জীবন
- ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়?
ক) ভাষাতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে✔
ঘ) রূপতত্ত্বে
ইংরেজি প্রশ্ন সমাধান
- Please, stop _____so many mistakes.
ক) to make
খ) make
গ) making✔
ঘ) makes
- Please, do not laugh ______those beggars.
ক) for
খ) against
গ) at✔
ঘ) from
- ‘ A barking dog seldom bites’ Here barking’ is a/an______.
ক) intransitive verb
খ) present participle✔
গ) verbal noun
ঘ) gerund
- He failed (keep ) his promise . Choose the right form of verb;
ক) in keeping✔
খ) keeping
গ) kept
ঘ) to keep
- `Please don’t disturb me’. Select the correct passive form of the sentence:
ক) I should not be disturbed✔
খ) Let not I disturbed
গ) I might not be disturbed
ঘ) I may not please be disturbed
- The teacher infused a new spirit __________the students.
ক) in
খ) to
গ) at
ঘ) into✔
- The phrase `over head and ears’ means-
ক) emotionally
খ) easily
গ) critically
ঘ) completely✔
- He got too tired _____ over work.
ক) Because of✔
খ) became off
গ) on
ঘ) for
- Which of the following is spelt incorrectly?
ক) aggravation
খ) air freshner✔
গ) bougeois
ঘ) maintenance
- Find out the correct sentence-
ক) Two- third of the apple is rotten
খ) Two- thirds of the apple is rotten.✔
গ) Two – third of the apple are rotten
ঘ) Two- thirds of the apple are rotten
- `He went a hunting’ Here ‘a’ used as a/an_____.
ক) determiner✔
খ) preposition
গ) indefinite article
ঘ) modifier
- Choose the correct sentence :
ক) Cows are sold dear
খ) He gave me many good advices.
গ) They want your reply✔
ঘ) I live here for five days.
- Which one is the antonym of ` gallant’?
ক) Valiant
খ) Naive
গ) Coward✔
ঘ) Gullible
- Please come ______the bathroom.
ক) out of✔
খ) over
গ) on
ঘ) in
- My father is ___________ F.R.C.S.
ক) an✔
খ) the
গ) a
ঘ) no article
- Fill in the blank : He takes a lot of interest _____game.
ক) for
খ) in✔
গ) at
ঘ) with
- Our Teacher teaches Mathematics______English.
ক) across
খ) besides✔
গ) beside
ঘ) both
- Which one is a simila word to ‘ levity’?
ক) Lewdness
খ) Frivolity✔
গ) Modesty
ঘ) Stupidity
- Identify the correct singular form-
ক) lice
খ) agenda
গ) alumnus✔
ঘ) antennae
- What is the masculine form of ` bee’?
ক) drone✔
খ) colt
গ) stag
ঘ) beetle
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
- শালবন বিহার কি?
ক) বৌদ্ধ মন্দির
খ) বৌদ্ধ বিহার✔
গ) হিন্দু মন্দির
ঘ) হিন্দু মঠ
- মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
ক) গ্রিস
খ) বাংলাদেশে
গ) ইংল্যান্ড
ঘ) ইতালি✔
- বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
ক) উত্তর✔
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম
- Doric Order কারা বেশি ব্যবহার করেছিল?
ক) বাইজেনটাইনর
খ) রোমান
গ) গ্রিক✔
ঘ) জার্মান
- নীচের কোনটি বাফার স্টেট?
ক) পাকিস্তান
খ) আফগানিস্তান
গ) বেলজিয়াম✔
ঘ) ফ্রান্স
- ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
ক) বাংলাদেশ✔
খ) ভারত
গ) শ্রীলংকা
ঘ) থাইল্যান্ড
- বাংলাদেশের ‘ Mud Architecture ‘ কোথায় বেশি দেয়া যায়?
ক) উত্তরবঙ্গে✔
খ) পাহাড়ী এলাকায়
গ) কোন্টাল এলাকায়
ঘ) হাওড় এলাকায়
- পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত
ক) এশিয়া
খ) উত্তর আমেরিকা✔
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) ইউরোপ
- বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
ক) বৌদ্ধ
খ) মোঘল
গ) সুলতানি✔
ঘ) ভিক্টোরিয়ান
- শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরষ্কার পান-
ক) ১৯৭৩ সালে ২৩ মে✔
খ) ১৯৭০ সালের ২৪ মে
গ) ১৯৭২ সালের ২৩ জুন
ঘ) ১৯৭৩ সালের ২৬ জুন
- ‘নাসা’ কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র✔
গ) ভারত
ঘ) চীন
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে?
ক) ১৫
খ) ১৬
গ) ১৭✔
ঘ) ১৮
- রূপকল্প – ২০৪১ বাস্তবায়নের সময়কাল-
ক) ২০১০- ২০৪১
খ) ২০২০-২০৪১
গ) ২০২২-২০৪১
ঘ) ২০২১-২০৪১✔
- কোন শহরটি ‘বিগ আপেল’ নামে পরিচিত?
ক) প্যারিস
খ) নিউইয়র্ক✔
গ) সিঙ্গাপুর
ঘ) ‘লন্ডন
- ‘নালন্দা মহাবিহার’ কি?
ক) বিখ্যাত বাজার
খ) হাসপাতাল
গ) কমিউনিটি সেন্টার
ঘ) প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়✔
- আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
ক) ১৯ এপ্রিল
খ) ৮ মার্চ✔
গ) ১৭ মার্চ
ঘ) ৯ ডিসেম্বর
- ‘Pantheon’ (প্যান্থিয়ন) কোন দেশের একটি গোলাকার মন্দির?
ক) বাইজেনটাইন
খ) রোমান✔
গ) গ্রীক
ঘ) জার্মান
- রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
ক) গ্রীস
খ) রোম
গ) ইতালী✔
ঘ) ফ্রান্স
- শিখাড়া ( Sikhara ) কিসের অংশ?
ক) হিন্দু মন্দির✔
খ) বাংলা কুড়েঘর
গ) মসজিদ
ঘ) নৌকা
- বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি?
ক) Frank Lloyd Wright
খ) Charles Correa
গ) Le Corbusier
ঘ) Lois I. Kahn✔
- ঢাকার আর্ট কলেজের ( Institute ) স্থপতি কে?
ক) রবিউল হুসাইন
খ) মাজহারুল ইসলাম✔
গ) সামসুল ওয়াবেস
ঘ) রফিক আজম
- ‘Falling water’ এর স্থপতি কে?
ক) Louis I Khan
খ) Frank LIoyd Wright✔
গ) Charles Correa
ঘ) Le corbusier
- `Hagia Sophia’ এর স্থাপত্য শৈলী হচ্ছে-
ক) রোমান স্থাপত্য
খ) ভারতীয় স্থাপত্য
গ) বাইজেন্টাইন স্থাপত্য✔
ঘ) বেঙ্গল স্থাপত্য
- ভাসানচর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত ?
ক) রবিশাল
খ) চট্টগ্রাম
গ) নোয়াখালী✔
ঘ) লক্ষ্মীপুর
- প্রাচীন শহর পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ✔
ঘ) থাইল্যান্ড
- ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত ?
ক) হিন্দু রীতি
খ) মোঘল
গ) সুলতানী✔
ঘ) আধুনিক
- স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক) নেপাল
খ) সোভিয়েত রাশিয়া
গ) ভারত✔
ঘ) ভুটান
- অটিজম কোন ধরনের সমস্যা?
ক) মস্তিষ্কের বৃদ্ধিজনিত সমস্যা
খ) মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যা
গ) শ্রবনশক্তির ঘাটতি জনিত সমস্যা
ঘ) মস্তিস্কের বিকাশ জনিত সমস্যা✔
- ‘Less is more ‘ এটি কোন স্থপতির দর্শন?
ক) Frank Lioyd Wright
খ) Mies Van Der Rohe✔
গ) Mahjhurul Islam
ঘ) Richard Vrooman
- বাংলাদেশের সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
ক) ৭ টি
খ) ৯টি
গ) ৮টি✔
ঘ) ৬টি
- একটি Office building এ প্রবেশের পর কি দেখতে চান?
ক) লবি
খ) লিফট✔
গ) লাইজ
ঘ) রিসিপশন
- লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
ক) আদি মুসলিম
খ) সুলতানি
গ) মুঘল✔
ঘ) ব্রিটিশ
- গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক) দক্ষিণ✔
খ) উত্তর
গ) দক্ষিণ – পূর্ব
ঘ) দক্ষিণ- পশ্চিম
সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান
- কোন দেশ থেকে সর্ব প্রথম ভাইরাসের ‘ ওমিক্রন ভ্যারিয়েন্ট’ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?
ক) ভারত দক্ষিণ
খ) দক্ষিণ আফ্রিকা✔
গ) ইটালি
ঘ) চীন
- বাংলাদেশের আবহাওয়া হলো-
ক) ট্রপিক্যাল✔
খ) ওয়ার্ম হিউমিড
গ) শুষ্ক
ঘ) শীতল
- তিন মৌলিক রং হলো-
ক) লাল, সবুজ, পার্পেল
খ) নীল, সবুজ , লাল✔
গ) লাল, হলুদ, নীল
ঘ) হলুদ, লাল, সবুজ
- ‘সবুজ গ্রহ’ বলা হয় কোনটিকে?
ক) মঙ্গল
খ) নেপচুন
গ) প্লুটো
ঘ) ইউরেনাস✔
- রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল?
ক) ক্যালসিয়াম✔
খ) ম্যাগনেসিয়াম
গ) সালফার
ঘ) ফসফরাস