ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮-২০১৯

0
18

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি

ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮-২০১৯

নার্সিং(Nursing) ভর্তি পরীক্ষা || 2018

  1. কাজী নজরুল সম্পাদিত পত্রিকা কোনটি?

ক) কল্লোল

খ) ধূমকেতু✔

গ) সবুজপত্র

ঘ) সমকাল

  1. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের মূল বিষয়বস্তু-

ক) প্রাকৃতিক

খ) অর্থনৈতিক

গ) রাজনৈতিক✔

ঘ) সামাজিক

  1. কত বছর বয়সে কবি সুকান্ত চট্টাচার্যের মৃত্যু হয়েছিল?

ক) উনিশ

খ) কুড়ি

গ) একুশ✔

ঘ) বাইশ

  1. নিচের কোনটি উপন্যাস নয়?

ক) জীবন থেকে নেয়া✔

খ) আরেক ফাল্গুন

গ) হাজার বছর ধরে

ঘ) পান্নামতি

  1. বাংলা সাহিত্য ‘বীরবল’ কার ছদ্মনাম?

ক) শামসুর রাহমান

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) প্রমথ চৌধুরী✔

  1. ‘সমস্ত দোষ হৈমর’ এখানে হৈমর দোষ কী?

ক) নৈতিকতার✔

খ) শিক্ষার

গ) স্বভাবের

ঘ) সমাজের

  1. কোনটি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক) নৈতিকতার

খ) শিক্ষার

গ) স্বভাবের✔

ঘ) সমাজের

  1. যে সকল শব্দ সংস্কৃত ভাষা হতে প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তিত রূপে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাকে বলে-

ক) তৎসম

খ) দেশি শব্দ

গ) মৌলিক শব্দ

ঘ) তদ্ভব শব্দ✔

  1. নিচের কোন বানানটি ভুল?

ক) মুখস্ত

খ) দুস্থ

গ) ভূগর্ভস্থ

ঘ) দূরস্থ✔

  1. ‘গৃহকর্মী’ কোন সমাসের উদাহরণ?

ক) ষষ্ঠী তৎপুরুষ✔

খ) তৃতীয়া তৎপুরুষ

গ) চতুর্থী তৎপুরুষ

ঘ) দ্বিতীয়া তৎপুরুষ

  1. ‘মতৈক্য’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) সতা+এক্য

খ) মত+ঐক্য✔

গ) মতা+ঐক্য

ঘ) মতা+ঐক্য

  1. ‘অম্বু’ শব্দের অর্থ কী?

ক) পানি✔

খ) সাগর

গ) আকাশ

ঘ) আগুন

  1. ‘সোনার তরী” বিষের বাঁশি, ‘নকশীকাঁথার মাঠ’ এগুলো কোন শ্রেণির বিশেষ্য?

ক) নামবাচক✔

খ) গুণবাচক

গ) বাস্তুবাচক

ঘ) ভাববাচক

  1. ‘এক থালাতে খাব মোরা’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী✔

খ) কর্মে ১মা

গ) করণে ৭মী

ঘ) অপাদানে ৭মী

  1. ‘ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেনা নয়, অন্য কোথা/অন্য কোথা, অন্য কোনখানে, কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতাংশ অংশ?

ক) স্বপ্ন

খ) উদ্বোধন

গ) বলাকা✔

ঘ) পৃথিবী

  1. “সেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাক্যটি গঠন অনুসারে-

ক) যৌগিক বাক্য

খ) সরল বাক্য

গ) জটিল বাক্য✔

ঘ) আশ্রিত বাক্য,

  1. ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি?

ক) হরতাল

খ) পাদ্রি

গ) কুপন✔

ঘ) তোপ

  1. ‘তিরিশ বসন্তের ফুল’ কাব্যগ্রন্থেটির রচয়িতাঃ

ক) হুমায়ুন আহম্মেদ

খ) আশরাফ সিদ্দিকী✔

গ) সৈয়দ মুজতবা আলী

ঘ) আল মাহমুদ

  1. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?

ক) নিকর

খ) মালা

গ) দাম✔

ঘ) রাজি

  1. ‘Manifesto’ এর বাংলা প্রতিশব্দ:

ক) শ্বেতপত্র

খ) ইশতেহার

গ) প্রকল্প

ঘ) অভিজ্ঞান✔

  1. কার ছোটগল্পে ‘হাতি’ একটি গুরুত্বপূর্ণ চরিত্র?

ক) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়✔

খ) প্রভাতকুমার মুখোপাধ্যায়

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

  1. কোনটি করিতা বিশ্লেষণে প্রাসঙ্গিক নয়?

ক) স্তব

খ) চরণ✔

গ) পতি

ঘ) ছন্দ

  1. ‘পরধন লোভে মত্ত’ কবিতাংশটি কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?

ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ) নবীনচন্দ্র সেন

গ) মাইকেল মধুসূদন দত্ত✔

ঘ) কাজী নজরুল ইসলাম

  1. ‘চৌহদ্দি শব্দের অর্থ কী?

ক) চালক

খ) সীমানা✔

গ) শকট

ঘ) চার কোনা

  1. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ পঙক্তিদ্বয় কোন কবির রচনা?

ক) কুসুমকুমারী দাশ✔

খ) বিহারীলাল চক্রবর্তী

গ) জসীমউদ্দীন

ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

  1. Merchant of Venice’ is a play written by-

ক) George Bernard Shaw

খ) William Shakespeare✔

গ) William Somerset Maugham

ঘ)

  1. The poem The Schoolboy’ is written by-

ক) William Shakespeare

খ) Anne Frank

গ) William Blake✔

ঘ) Samuel Taylor

  1. We submitted out proposal in-

ক) blue and red

খ) black and white✔

গ) black and blue

ঘ) black and red

  1. Find out the correct sentence

ক) He ended up in jail after stealing goods from his neighbour’s house✔

খ) He played football across the year

গ) He bored others through his acts

ঘ) He is a guy with plentiful

  1. Active form of the sentence “The ship ws burnt’ is-

ক) Burn a ship

খ) Fire burnt hte ship✔

গ) Burnt the ship

ঘ) Burning a ship

  1. Some of the boys-did not come.

ক) invited✔

খ) whom I invited them.

গ) whose I invited

ঘ) I invited them

  1. The verb form of Population’ is-

ক) Popular

খ) Popularity

গ) Populate✔

ঘ) Popularize

  1. The antonym of the word’ Transparent’ is-

ক) Clear

খ) Lucid

গ) Crystalline✔

ঘ) Opaque

  1. Which of the following words is not the synonym of ‘Vulnerability”?

ক) Susceptibility

খ) Weakness

গ) Resistance✔

ঘ) Exposure

  1. Which one is correct?

ক) What kind of a man is he?

খ) What kind of man is he? ✔

গ) What kind of man he is?

ঘ) What kind of the man is he?

  1. People believe that honey is a panacea- all diseases.

ক) to

খ) for✔

গ) again

ঘ) upon

  1. ‘Swamp’ never means-

ক) Marshy

খ) Boggy

গ) Dry✔

ঘ) Muddy

  1. Which of following is the correct spelling?

ক) excessive✔

খ) excessive

গ) axcessive

ঘ) excessive

  1. One-third of our work-finished.

ক) have been

খ) had

গ) has been✔

ঘ) were

  1. The correct spelling is-

ক) Voraciously✔

খ) Voraciusly

গ) Voracisively

ঘ) Vorily

  1. The antonym of ‘Frugal’ is-

ক) economic

খ) economical

গ) extravagant✔

ঘ) close-fisted

  1. My mother forbad me-“

ক) to keep association with bad boys. ✔

খ) to not keep associatikon with bad boys.

গ) not to kept association with bad boys..

ঘ) not to keep association with bad boys,

  1. In linguistics, ‘Collocation’ means-

ক) words that have the same root

খ) words that go together✔

গ) words that do not go together

ঘ) words that give the same meaning

  1. Although it cannot be proven, – the expansion of the universe will slow down as it approaches a critical readius.

ক) presumably✔

খ) presumption

গ) presumed

ঘ) presumable

  1. My half brother visited Cox’s Bazar a couple of weeks ago, and,

ক) so I did

খ) so I was

গ) so I had

ঘ) so did I✔

  1. The Taj is-

ক) so a majestic building that we simply marvel at it. ✔

খ) so majestic a building that we simply marvel at it.

গ) so majestic building that we simply marvel at it.

ঘ) a so majestic a building that we simply marvel at is.

  1. The synonym of ‘conducive’ is-

ক) helpful✔

খ) hostile

গ) favourable

ঘ) genuine

  1. Which one is a plural number?

ক) basis

খ) formula

গ) arms✔

ঘ) dwarf

  1. What do you mean by the word’ Gesture”?

ক) style

খ) walking

গ) body movement✔

ঘ) talking

  1. Last night I watched a-

ক) touchy movie✔

খ) touching movie

গ) touchable movie.

ঘ) touch movie

  1. ২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে কতজন বিজ্ঞানী নোবেল পুরষ্কার লাভ করেন?

ক) ৫জন

খ) 3 জন

গ) 2 জন✔

ঘ) ৪ জন

  1. FAO ঘোষিত International Year of Soils কোনটি?

ক) ২০০৫

খ) ২০০৭

গ) ২০০৯

ঘ) ২০১৫✔

  1. বাংলাদেশ -ভারত এর অভিন্ন নদীর সংখ্যা-

ক) ৫৯

খ) ৫৪✔

গ) ৫১

ঘ) ৫২

  1. বর্তমানে সার্কের সভাপতি রাষ্ট্র কোনটি?

ক) ভারত

খ) ভুটান

গ) নেপাল✔

ঘ) শ্রীলঙ্কা

  1. United National Environment Program (UNEP) এর সদর কোন দেশে অবস্থিত?

ক) ইতালি

খ) ইন্দোনেশিয়া

গ) নিউজিল্যান্ড

ঘ) কেনিয়া✔

  1. সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেন?

ক) EEA

খ) UNEP✔

গ) IPCC

ঘ) IUCN

  1. বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান-

ক) মেহরাব হোসেন অপি

খ) নাইমুর রহমান দুর্জয়

গ) আশরাফুল ইসলাম

ঘ) আমিনুল ইসলাম বুলবুল✔

  1. ‘এনটোমোলজি’ কোন বিষয়ের অধ্যয়ন?

ক) পানি

খ) কীট-পতঙ্গ✔

গ) সরীসৃপ

ঘ) মাছ

  1. সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ-এর অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা?

ক) UNICEF

খ) UNEP

গ) UNESCO✔

ঘ) UNDP

  1. বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এ পর্যন্ত কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

ক) ৩ বার

খ) ৪ বার

গ) ৫ বার✔

ঘ) ৬ বার

  1. গ্রিনহাউজ ইফেক্টোর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

ক) বৃষ্টিপাত কমে যাবে

খ) উত্তাপ বেড়ে যাবে

গ) নিম্নভূমি নিমজ্জিত হবে✔

ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে

  1. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল-

ক) লালাখাল

খ) লালপুর✔

গ) শ্রীমঙ্গল

ঘ) লালমাই

  1. এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস কোথায় ছিল?

ক) ভারতের অন্ধ্র উপকূলে

খ) থাইল্যান্ডের ফুকেটে

গ) ইন্দোনেশিয়ার বালিতে

ঘ) ইন্দোনেশিয়ার আচেহতে✔

  1. ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান কিরূপ?

ক) প্রবল ঝুঁকিপূর্ণ

খ) কম ঝুঁকিপূর্ণ

গ) ক্রমেই ঝুঁকিপূর্ণ হচ্ছে✔

ঘ) ভূমিকম্প প্রবণ

  1. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র-

ক) ব্যারোমিটার

খ) সিসমোগ্রাফ

গ) ম্যানোমিটার✔

ঘ) গ্যাসকোমিটার

  1. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক) 0°C

খ) 10°C

গ) 4°C✔

ঘ) 100°C

  1. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

ক) স্থায়ী চুম্বক✔

খ) অস্থায়ী চুম্বক

গ) সংকর চুম্বক

ঘ) প্রাকৃতিক চুম্বক

  1. সোডিয়াম -এর (23Na) একটি পরমানুতে রয়েছে-

ক) 10 টি প্রোটন ও 13 টি নিউট্রন

খ) 11টি প্রোটন ও 12টি নিউট্রন✔

গ) 12 টি প্রোটন ও 11টি নিউট্রন

ঘ) 13 টি প্রোটন ও 10টি নিউট্রন

  1. সিমেন্টে জিপসা যোগ করা হয় কেন?

ক) ঘনত্ব বাড়ানোর জন্য

খ) ওজন বাড়ানোর জন্য

গ) দ্রুত জমাট রোধ করার জন্য✔

ঘ) দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য

  1. মানুষের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি✔

ঘ) অসংখ্য

  1. খাবার সোডার সংকেত কোনটি?

ক) Na2CO3

খ) NaHCO3✔

গ) HCL

ঘ) ZnSO4

  1. নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়?

ক) ঢোলকলমি

খ) বাবলা

গ) গর্জন✔

ঘ) নিশিন্দা

  1. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-

ক) গ্লাইকোজেন✔

খ) গ্লুকোজ

গ) ফ্রুক্টোজ

ঘ) সুক্রোজ

  1. হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র-

ক) কম্পাস

খ) স্টেথোস্কোপ

গ) গ্যালভানোমিটার

ঘ) কার্ডিওগ্রাফ✔

  1. কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?

ক) পৃথিবী

খ) নেপচুন

গ) শুক্র✔

ঘ) শনি

  1. কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলে-

ক) পূর্ব দিগন্ত

খ) পশ্চিম দিগন্ত

গ) আদিগন্ত

ঘ) ঘটনা দিগন্ত✔

  1. জন্ডিসে আক্রান্ত হয়-

ক) যকৃৎ✔

খ) কিডনি

গ) পাকস্থলী

ঘ) হৃৎপিণ্ড

  1. অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে?

ক) রেডিওথেরাপি

খ) আলট্রাসনোগ্রাফি

গ) কোমোথেরাপি✔

ঘ) হাইড্রোথেরাপি

  1. জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

ক) অমাবস্যায়✔

খ) একাদশীতে

গ) অস্টমীতে

ঘ) পঞ্চমীতে

  1. লেবুতে কোন এসিড থাকে?

ক) সাইট্রিক এসিড✔

খ) অ্যাসকরবিক এসিড

গ) টারটারিক এসিড

ঘ) অক্সালিক এসিড

  1. শিশুদের পোলিও রোগের জন্য কয়টি ডোজ টিকা দেয়া হয়?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি✔

  1. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

ক) শূন্য

খ) বায়বীয়

গ) কঠিন✔

ঘ) ভরল

  1. বিড়াল কোন রোগ ছড়ায়?

ক) হুপিং কফ

খ) ডিপথেরিয়া✔

গ) ধনুষ্টংকার

ঘ) ডায়াবেটিস

  1. ভিটামিন ‘ই’- এর অভাবে কোন রোগ হয়?

ক) বেরিবেরি

খ) স্কার্ভি

গ) হৃদরোগ

ঘ) বন্ধ্যাত্ব✔

  1. সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-

ক) ব্যারোমিটার

খ) ক্রোনোমিটার✔

গ) গ্যালভানোমিটার

ঘ) ম্যানোমিটার

  1. একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-

ক) উভয়টিই একসাথে✔

খ) লোহার বলটি আগে পড়বে

গ) পালকটি আগে পড়বে

ঘ) আদৌও পড়বে না

  1. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?

ক) বাড়ে✔

খ) সামান্য কমে

গ) কমে যায়

ঘ) অপরিবর্তিত থাকে

  1. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-

ক) হেস✔

খ) আইনস্টাইন

গ) টলেমি

ঘ) হাবল

  1. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?

ক) গামা রশ্মি

খ) অবলোহিত বিকিরণ

গ) আলোকে তরঙ্গ

ঘ) মাইক্রোওয়েভ✔

  1. ভারী পানির রাসায়নিক সংকেত-

ক) H2O

খ) H2SO4

গ) NH4

ঘ) D2O✔

  1. মঙ্গল গ্রহে অবতরণকাল মহাকাশযানের নাম কি?

ক) পাথফাইন্ডার✔

খ) ক্যাসিনি

গ) সোজার্নার

ঘ) ইয়োগি

  1. ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-

ক) প্রাকৃতিক গ্যাস✔

খ) বর্জ পদার্থ

গ) কাঠ

ঘ) বায়োগ্যাস

  1. কৃত্ৰিমক জিন আবিষ্কার করেন-

ক) হরগোবিন্দ খোরানা✔

খ) বেন ল্যায়েনেক

গ) হ্যানিম্যান

ঘ) ক্রিশ্চিয়ান বার্নার্ড

  1. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

ক) সাইট্রিক অ্যাসিড

খ) নাইট্রিক অ্যাসিড✔

গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

ঘ) টারটারিক অ্যাসিড

  1. এক অণু সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে?

ক) 3

খ) 5

গ) 7✔

ঘ) 9

  1. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম-

ক) ট্রাপোমণ্ডল

খ) আয়নোমণ্ডল

গ) স্ট্রাটোমণ্ডল✔

ঘ) এক্সোমণ্ডল

  1. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?

ক) গাউস

খ) গে লুস্যাক

গ) জন ডাল্টন✔

ঘ) ডোমোক্রিটাস

  1. হোমিওপ্যাথিক আবিষ্কারক হচ্ছেন-

ক) উইলিয়াম কনরাড রনজেন

খ) এসসিএফ হ্যানিমেন✔

গ) চন্দ্রশেখর ভেক্টরমণ

ঘ) আব্দুস সালাম

  1. কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?

ক) গনোরিয়া

খ) পারকিনসন

গ) ডায়রিয়া

ঘ) এইডস্✔

  1. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

ক) কিডনির পাথর গলাতে

খ) পিত্তপাথর গলাতে

গ) গলগণ্ড রোগ নির্ণয়ে

ঘ) নতুন পরমাণু তৈরিতে

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download