Sunday, September 8, 2024
Homeবাংলা সাহিত্য ও ব্যাকরণচন্ডীমঙ্গল কাব্যের প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

চন্ডীমঙ্গল কাব্যের প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

চন্ডীমঙ্গল কাব্যের প্রশ্ন ও উত্তর

পিডিএফ ডাউনলোড

আরো পড়ুনঃ- চন্ডীমঙ্গল কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র ফুল্লরা সম্পর্কে আলোচনা 

 . কোন পুরানে দেবী চন্ডীর উল্লেখ আছে ?

উত্তরঃ মার্কান্ডেয় পুরানে ।

. চন্ডীমঙ্গলের আরাধ্য দেবতা কে ?

উত্তরঃ দেবী চন্ডী

. চন্ডী শব্দটি কী জাতীয় ?

উত্তরঃ দ্রাবিড়

. কখন থেকে দেবী চন্ডীর মূর্তির পাশে গোধিকা মূর্তির স্থান লাভ হয়েছে ?

উত্তরঃ দ্বাদশ শতাব্দী থেকে

. কালকেতু , ফুল্লরা , শ্রীমন্ত , খুল্লনার পূর্ব পরিচয় লেখ ।

উত্তরঃ কালকেতু – ইন্দ্রপূত্র নীলাম্বর

Ø  ফুল্লরা – নীলাম্বর পত্নী ছায়া

Ø  শ্রীমন্ত- মালাধর

Ø  খুল্লনা- রত্নমালা

. চন্ডীমঙ্গলের কয়টি কাহিনী ও কী কী ?

উত্তরঃ ২ টি।

. আখেটিক খন্ড – কালকেতু ও ফুল্লরার কাহিনী

. বনিক খন্ড – ধনপতি , শ্রীমন্ত ও খুল্লনার কাহিনী

. দেবী চন্ডী কোন সম্প্রদায়ের দ্বারা পূজিত হন ?

উত্তরঃ ওঁরাও সম্প্রদায়

কবি মানিক দত্ত

. কবির জন্মস্থান কোথায় ?

উত্তরঃ মালদহের ফুলবাড়ি ( কবি কথিত – ফুলুড়া )

. চন্ডীমঙ্গলের আদি কবি যে মানিক দত্ত তা কীভাবে জানা যায় ?

উত্তরঃ কবি মুকুন্দরামের অভয়ামঙ্গলের থেকে জানা যায় –

” মানিক দত্তরে আমি করিয়ে বিনয়

   যাহা হৈতে হৈল গীত পথ পরিচয় ।।”

. কোন কবি প্রথম যৌবনে কালা ও খোঁড়া ছিলেন ?

উত্তরঃ মানিক দত্ত।

. কোন কবির কাব্য ধর্মমঙ্গলের কাহিনীর দ্বারা প্রভাবিত ?

উত্তরঃ মানিক দত্ত।

. কোন কবির কাব্য ছড়ার লক্ষনাক্রান্ত ?

উত্তরঃ মানিক দত্ত।

 আরো পড়ুন ঃ নৈতিকতা,মূল্যবোধ সুশাসন সর্ম্পকিত গুরুত্বপূর্ণ ১৬০টিMCQ প্রশ্নোত্তর

দ্বিজ মাধব বা মাধবাচার্য

. কার কাব্যে প্রথম পূর্নাঙ্গ চন্ডীমঙ্গলের কাহিনী আছে ?

উত্তরঃ দ্বিজ মাধব

. কবির জন্মস্থান কোথায় ?

উত্তরঃ সপ্তগ্রাম বা নবদ্বীপ

. কবির পিতার নাম কী ?

উত্তরঃ পরাশর

. কাব্যটি কখন রচিত ? রচনাকাল জ্ঞাপক শ্লোকটি কী ?

উত্তরঃ ১৫০১ শকাব্দ বা ১৫৭৯ খ্রী :

“ইন্দু  বিন্দ  বাণ  ধাতা  শক  নিয়োজিত।

দ্বিজমাধব  গায়ে সারদাচরিত ।।”

. কাব্যর নাম কী ?

উত্তরঃ ” সারদাচরিত ” বা “সারদামঙ্গল “।

. কাব্যটির মৌলিকতা কী ?

উত্তরঃ গতানুগতিক হর-পার্বতির কাহিনীর বদলে কবি মঙ্লাসুর নামক বধের কাহিনীর সংযোজন ।

. মঙ্গলচন্ডীর গীত কী ?

উত্তরঃ দ্বিজ মাধবের কাব্যটি মঙ্গলচন্ডীর গীত নামে পরিচিত ।

এর কারন কাব্যে দেবী চন্ডীর দ্বারা মঙ্গল নামক অসুর বধের কাহিনী আছে । তাই এরূপ নামকরণ।

. কার সম্পাদনায় মঙ্গলচন্ডীর গীত প্রকাশিত হয় ?

উত্তরঃ সূধীভূষণ ভট্টাচার্যের সম্পদনায় ।

. জাগরন কী ? এরূপ নামকরনের কারন কী ?

উত্তরঃ দ্বিজ মাধবের সারদাচরিত চট্টগ্রামে জাগরন নামে পরিচিত।

আটদিন ধরে রাত জেগে লোকে মঙ্গলচন্ডীর গীত শুনত বলে এরূপ নামকরণ।

১০. কোন কবি তার কাব্যে বিষ্ণুপদ যোগ করেছেন ?

উত্তরঃ দ্বিজ মাধব

১১. দ্বিজ মাধবের নামে আর কোন কাব্য প্রচলিত ?

উত্তরঃ গঙ্গামঙ্গল

১২. কৃষ্ণমঙ্গল কাব্যটি কার ?

উত্তরঃ নবদ্বীপবাসী মাধবাচার্যের । এই মাধবাচার্য ও দ্বিজ মাধব একই ব্যক্তি কি না তা বলা যায় না ।

১৩. কবির কাব্য কোথায় প্রচলিত ?

উত্তরঃ পূর্ববঙ্গের চট্টগ্রাম , নোয়াখালি ও রঙপুর অঞ্চলে।

১৪. ” মাধুর ভাড়ুদত্ত কবিকঙ্কনের ভাড়ুদত্ত হইতে শঠতায় প্রধান ” – কে মন্তব্যটি করেন ?

উত্তরঃ আচার্য দীনেশচন্দ্র সেন ।

 

মুকুন্দরাম চক্রবর্তী

. চন্ডীমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ট কবি কে ?

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী।

. কবির জন্মস্থান কোথায় ?

উত্তরঃ বর্ধমান জেলার দামুন্যা বা দামিন্যা গ্রামে ।

. কবির পিতা ও মাতার নাম কী ?

উত্তরঃ পিতা – হৃদয় মিশ্র

মাতা – দৈবকী

. কবি স্বগ্রাম ত্যাগ করলেন কেনো ? ত্যাগ করে কবি কোথায় গেলেন ?

উত্তরঃ ডিহিদার মাহমুদ বা মামুদ শরিফের অত্যাচারের জন্য।

কবি স্বগ্রাম থেকে উৎখাত হয়ে যান মেদিনীপুরের আরড়া গ্রামের জমিদার বাকুরা রায়ের আশ্রয়ে ।

. কার নির্দেশে কবি কাব্য রচনা করেন ?

উত্তরঃ বাকুরা রায়ের পূত্র ও একদা তার ছাত্র রঘুনাথ রায়ের নির্দেশে ।

. কাব্যের নাম কী ?

উ: অভয়ামঙ্গল , অম্বিকামঙ্গল , চন্ডীকামঙ্গল

. কবির কাব্যটি কটি খন্ডে বিভক্ত ?

উত্তরঃ ৩ টি ।

. দেবখন্ড

. আখেটিক খন্ড

. বনিক খন্ড

. ” পিপীড়ার পাখা ওঠে মরিবার তরে” – প্রবাদটি কার কাব্যে আছে ?

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী।

. কে দুঃখবাদী কবি নামে পরিচিত ?

উত্তরঃ মুকুন্দরাম

১০. ” এ যুগে জন্মগ্রহন করিলে ▪▪▪একজন স্বার্থক উপন্যাসিক হইতেন ” – কে কোথায় কার সম্পর্কে এই মন্তব্যটি করেছেন ?

উত্তরঃ ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার ” বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা ” গ্রন্থে কবি মুকুন্দরাম সম্পর্কে এই মন্তব্য করেছেন ।

১১. কাব্যটি কখন রচিত হয় ? শ্লোকটি লেখ ।

উত্তরঃ এ নিয়ে মতভেদ আছে । করো মতে ১৫৪৪-৪৫ খ্রি: । আবার কারো মতে ১৫৭৭ খ্রী:।

” শাকে রস রস বেদ শশাঙ্ক গনিতা

  কত দিনে দিলা গীত হরের বনিতা ।”

১২. কাব্যটি কার সম্পদনায় কবে প্রথম প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৮২৩-২৪ খ্রী: রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কাব্যটি প্রথম প্রকাশিত হয় ।

 

দ্বিজ রামদেব

. কোথাকার কবি ?

উত্তরঃ চট্টগ্রামের

. কবির পিতার নাম কী ?

উত্তরঃ কবিচন্দ্র

. কাব্যের নাম কী ?

উত্তরঃ ” অভয়ামঙ্গল “

. কাব্যটি কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

উত্তরঃ আশুতোষ দাসের।

. কবি কোন শতকের ?

উত্তরঃ সপ্তদশ শতকের ।

. কোন কবির কাব্যে বৈষ্ণব পদ আছে ?

উত্তরঃ দ্বিজ রামদেব

দ্বিজ জনার্দণ

. কাব্যের নাম কী ?

উত্তরঃ “চন্ডীমঙ্গল “

. কোন শতকের কবি ?

উত্তরঃ ষোড়শ শতকের।

 

হরিরাম

. কাব্যের নাম কী ?

উত্তরঃ চন্ডীমঙ্গল

. কোথাকার অধিবাসী?

উত্তরঃ মেদিনীপুরের ।

 

মুক্তারাম সেন

. কোথাকার অধিবাসী ?

উত্তরঃ চট্টগ্রামের

. কাব্যের নাম কী ?

উত্তরঃ সারদামঙ্গল

. কাব্যটি কখন রচিত ?

উত্তরঃ ১৬৬৯ শকাব্দে বা ১৭৪৭ খ্রী :।

. কবির কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

উত্তরঃ মুন্সী আবদুল করিম সাহিত্য বিশারদের সম্পদনায় ১৩২৪ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ।

 আরো পড়ুনঃ বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা বানানের বাইবেল পিডিএফ ডাউনলোড

ভবানী শঙ্কর দাস

. কাব্যের নাম কী ?

উত্তরঃ মঙ্গলচন্ডীর পাঞ্চালিকা।

. কাব্যটি কখন রচিত ?

উত্তরঃ ১৭০১ শকাব্দে বা ১৭৭৯-৮০ খ্রী:।

 

দ্বিজ মুকুন্দ

. কাব্যের নাম কী ?

উত্তরঃ বাশুলীমঙ্গল।

 

কৃষ্ণ জীবন

. কাব্যের নাম কী ?

উত্তরঃ ” অম্বিকামঙ্গল ” বা ” অভয়ামঙ্গল “।

 

রামানন্দ যতি

. চন্ডীমঙ্গলের কোন কবি মুকুন্দরামের কাব্যের গ্রাম্যভাবের (অশ্লীলতার ) সমালোচনা করেছেন ?

উত্তরঃ রামানন্দ যতি।

. কোন বৈষ্ণব কবি চন্ডীমঙ্গল কাব্য রচনা করেন ?

উত্তরঃ রামানন্দ যতি।

আলোচক : কপিল বৈদ্য

 

                    ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
 
 

প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে 

ক্লিক করুন
 
 
 
 
 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!