নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবকোষ ও টিস্যু এর বহুনির্বাচনি
ও সৃজনশীল প্রশ্ন উত্তর
এস.এস.সি জীববিজ্ঞান এর ২য় অধ্যায়। জীবকোষ ও টিস্যু MCQ প্রশ্ন উত্তর
১. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
ক. প্রোটিন ও লিগনিন
খ. প্রোটিন ও লিপিড
গ. চর্বি ও গ্লাইকোজেন
ঘ. কাইটিন ও সুবেরিন
উত্তর : খ. প্রোটিন ও লিপিড
২. প্রাথমিক কোষপ্রাচীর কয়স্তর বিশিষ্ট?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : ক. ১
৩. কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় তাকে কী বলে?
ক. ভিলাই
খ. রন্ধ্র
গ. গহ্বর
ঘ. কূপ
উত্তর : ঘ. কূপ
৪. কোষপ্রাচীর কী সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে?
ক. কোষরথ্র
খ. মাইক্রোভিলাই
গ. প্লাজমোডেজমাটা
ঘ.প্লাজমালেমা
উত্তর : গ. প্লাজমোডেজমাটা
৫. জীব কোষের কোন অঙ্গাণুটি মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত?
ক. কোষ প্রাচীর
খ. কোষঝিল্লি
গ. সাইটোপ্লাজমিয় অঙ্গাণু
ঘ. মাইটোকন্ড্রিয়া
উত্তর : ক. কোষ প্রাচীর
৬. প্লাজমালেমার স্তর কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : খ. ২
৭. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
ক. প্রোটিন ও কাইটিন
খ. লিগনিন ও সুবেরিন
গ. লিপিড ও প্রোটিন
ঘ. কাইটিন ও লিপিড
উত্তর : গ. লিপিড ও প্রোটিন
৮. কোষের প্রোটোপ্লাজমের বাইরের পর্দাকে কী বলে?
ক. প্লাজমোডেজমাটা
খ. প্লাজমাপোর
গ. প্লাজমাল্যামেলা
ঘ. প্লাজমালেমা
উত্তর : ঘ. প্লাজমালেমা
৯. সর্বাধিক শক্তি উৎপাদিত হয় কোনটিতে?
ক. ক্রেবস চক্রে
খ. অরনিথিন চক্রে
গ. পানিচক্রে
ঘ. রজঃচক্রে
উত্তর : ক. ক্রেবস চক্রে
১০. কোষঝিল্লীর ভাঁজকে কী বলে?
ক. মাইক্রোভিল্লি
খ. ভিলাস
গ. মাইক্রোটিউব্যুল
ঘ. রাইবোসোম
উত্তর : ক. মাইক্রোভিল্লি
১১. কোষঝিল্পী প্রধানত কী দ্বারা গঠিত?
ক) লিপিড ও পেকটিন
খ. কাইটিন ও প্রোটিন
গ. লিপিড ও প্রোটিন
ঘ. সুবেরিন ও কাইটিন
উত্তর : গ. লিপিড ও প্রোটিন
১২. কোষের ভেতরের থকথকে, অর্ধস্বচ্ছ জেলীর ন্যায় বস্তুকে কী বলে?
ক. প্রোটোপ্লাজম
খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিওপ্লাজম
ঘ. এন্ডোপ্লাজম
উত্তর : ক. প্রোটোপ্লাজম
১৩. প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কী?
ক. নিউক্লিওপ্লাজম
খ. সাইটোপ্লাজম
গ. ক্রোমোজোম
ঘ. এন্ডোপ্লাজম
উত্তর : খ. সাইটোপ্লাজম
১৪. মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?
ক. রবার্ট হুক
খ. রবার্ট ব্রাউন
গ. বেনডা
ঘ. ওয়াটসন
উত্তর : গ. বেনডা
১৫. কতসালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?
ক. ১৮৯৫
খ. ১৮৯৬
গ. ১৮৯৭
ঘ. ১৮৯৮
উত্তর : ঘ. ১৮৯৮
১৬. কোষের পাওয়ার হাউজের ঝিল্লীর স্তর কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : খ. ২
১৭. মাইটোকড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?
ক. ভিলাই
খ. ম্যাট্রিক্স
গ. ক্রিস্টি
ঘ. অক্সিজোম
উত্তর : গ. ক্রিস্টি
১৮. মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে যে বৃহতযুক্ত গোলাকার বস্তু থাকে তাকে কী বলে?
ক. ভিলাই
খ. অক্সিজোম
গ. গ্রানা
ঘ. স্ট্রোমা
উত্তর : খ. অক্সিজোম
১৯. মাইটোকন্ড্রিয়নের ভেতরে কী থাকে?
ক. ম্যাট্রিক্স
খ. ভেসিকল
গ. গ্রানা
ঘ. স্ট্রোমা
উত্তর : ক. ম্যাট্রিক্স
২০. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
ক. প্রজননে সাহায্য করা
খ. শ্বসনে সাহায্য করা
গ. খাদ্য সঞ্চয় করা
ঘ. কোষ বিভাজনে সাহায্য করা
উত্তর : খ. শ্বসনে সাহায্য করা
২১. শ্বসনের প্রধান ধাপ কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : খ. ২
২২. শ্বসনের ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. গলজি বস্তু
গ. প্লাস্টিড
ঘ. রাইবোসোম
উত্তর : ক. মাইটোকন্ড্রিয়া
২৩. কোষের পাওয়ার হাউস কোনটি?
ক. প্লাস্টিড
খ. মাইটোকন্ড্রিয়া
গ. গলজি বস্তু
ঘ. ক্রোমোজোম
উত্তর : খ. মাইটোকন্ড্রিয়া
২৪. প্লাস্টিড কত ধরনের হতে পারে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : গ. ৩
২৫. ক্লোরোপ্লাস্টের বর্ণ কীরূপ?
ক. বর্ণহীন
খ. সবুজ
গ. লাল
ঘ. হলুদ
উত্তর : সবুজ
২৬. প্লাস্টিডের কোন অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?
ক. ক্রিস্টি
খ. গ্রানা
গ. স্ট্রোমা
ঘ. ল্যামেলী
উত্তর : গ্রানা
২৭. প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?
ক. ক্রিস্টি
খ. স্ট্রোমা
গ. গ্রানা
ঘ. ল্যামেলী
উত্তর : খ. স্ট্রোমা
২৮. সবুজ রঙের প্লাস্টিডকে কি বলে?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট
ঘ. টনোপ্লাস্ট
উত্তর : ক. ক্লোরোপ্লাস্ট
২৯. ক্লোরোফিল পাওয়া যায় কোনটিতে?
ক. লিউকোপ্লাস্ট
খ. ক্লোরোপ্লাস্ট
গ. ক্রোমোপ্লাস্ট
ঘ. ইলায়োপ্লাস্ট
উত্তর : খ. ক্লোরোপ্লাস্ট
৩০. ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও আর কোনটি পাওয়া যায়?
ক. অ্যান্থোসায়ানিন
খ. ফাইকোসায়ানিন
গ. ক্যারোটিনয়েড
ঘ. নিকোটিন
উত্তর : গ. ক্যারোটিনয়েড
৩১. কোন গ্লাস্টিড পরাগায়নে ভূমিকা রাখে?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. স্ক্লেরেনকাইমা
ঘ. ক্লোরোফিল
উত্তর : খ. ক্রোমোপ্লাস্ট
৩২. বংশগতির বৈশিষ্ট্য নিহিত কোন কোষ অঙ্গাণুটিতে?
ক. নিউক্লিয়াসে
খ. লাইসোজোমে
গ. সেন্ট্রিওলে
ঘ. রাইবোজোমে
উত্তর : ক. নিউক্লিয়াসে
৩৩. লিউকোপ্লাস্টের বর্ণ কী রকম?
ক. সবুজ
খ. হলুদ
গ. লাল
ঘ. বর্ণহীন
উত্তর : ঘ. বর্ণহীন
৩৪. উদ্ভিদের মূল ও ভূণে কোন ধরনে প্লাস্টিড দেখা যায়?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট
ঘ. টনোপ্লাস্ট
উত্তর : গ. লিউকোপ্লাস্ট
৩৫. রঞ্জক পদার্থহীন প্লাস্টিডের প্রধান কাজ কী?
ক.খাদ্য সঞ্চয়
খ. খাদ্য উৎপাদন
গ. খাদ্য পরিবহন
ঘ. পরাগায়নে সহায়তা
উত্তর : ক. খাদ্য সঞ্চয়
৩৬. ফুলের বর্ণ সবাইকে আকৃষ্ট করে। নানা বর্ণের ফুলগুলো সত্যিই সুন্দর ফুল বর্ণময় ও সুন্দর করে কোনটি?
ক. লিউকোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট
ঘ. ক্রোমাটোপ্লাস্ট
উত্তর : খ. ক্রোমোপ্লাস্ট
৩৭. সেন্ট্রিওল যে সাইটোপ্লাজম দ্বারা আবৃত তাকে কী বলে?
ক. সেন্টোপ্লাজম
খ. সেন্ট্রোজোম
গ. সেন্ট্রোস্ফিয়ার
ঘ. রাইবোজোম
উত্তর : খ. সেন্ট্রোজোম
৩৮. প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণুকে কী বলে?
ক. স্ট্রোমিয়ার
খ. গলজি
গ. সেন্ট্রিওল
ঘ. লাইসোজোম
উত্তর : গ. সেন্ট্রিওল
৩৯. কোনটিতে সেন্ট্রিওল পাওয়া যায়?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. মস
ঘ. ফার্ণ
উত্তর : খ. ছত্রাক
৪০. আমিষ সংশ্লেষ করে কোষের কোন অঙ্গাণু?
ক. লাইসোজোম
খ. রাইবোজোম
গ. সেন্ট্রোজোম
ঘ. ক্রোমোজোম
উত্তর : খ. রাইবোজোম
৪১. কোষের কোন অঙ্গানুটি কোষরস ধারণ করে?
ক. সাইটোপ্লাজম
খ. কোষগহ্বর
গ. লাইসোজোম
ঘ. কোষপ্রাচীর
উত্তর : খ. কোষগহ্বর
৪২. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?
ক. সেন্ট্রোজোমে
খ. লাইসোজোমে
গ. রাইবোজোমে
ঘ. ক্রোমোজমে
উত্তর : গ. রাইবোজোমে
৪৩. সিস্টারনি ভেসিকল নিয়ে কোন অঙ্গাণুটি গঠিত?
ক. সেন্ট্রিওল
খ. মাইটোকন্ড্রিয়া
গ. গলজি বস্তু
ঘ. লাইসোজোম
উত্তর : গ. গলজি বস্তু
৪৪. কোষে উৎপাদিত পদার্থসমূহের প্রবাহ পথ কোনটি?
ক. গলজি বস্তু
খ. রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর : ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
৪৫. কোষ বিভাজনের সময় এস্টার-রে উৎপাদন করে কোনটি?
ক. লাইসোজোম
খ. ক্রোমোজম
গ. সেন্ট্রোজোম
ঘ. গলজি বস্তু
উত্তর : গ. সেন্ট্রোজোম
৪৬. বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে অংশ গ্রহণ করে কোনটি?
ক. রাইবোজোম
খ. সেন্ট্রোজোম
গ. নিউক্লিওলাস
ঘ. লাইসোজোম
উত্তর : খ. সেন্ট্রোজোম
৪৭. কোষরস ধারণ করে কোনটি?
ক. লাইসোজোম
খ. কোষ গহ্বর
গ. সাইটোপ্লাজম
ঘ. প্রোটোপ্লাজম
উত্তর : খ. কোষ গহ্বর
৪৮. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি?
ক. লাইসোজোম
খ. সেন্ট্রোজোম
গ. রাইবোজোম
ঘ. ক্রোমোজোম
উত্তর : ক. লাইসোজোম
৪৯. দেহে অক্সিজেনের অভাব হলে কোন পর্দা ক্ষতিগ্রস্থ হয়?
ক. টনোপ্লাস্ট পর্দা
খ. প্লাজমা মেমব্রেনের পর্দা
গ. লাইসোজোমের পর্দা
ঘ. নিউক্লিয়াসের পর্দা
উত্তর : গ. লাইসোজোমের পর্দা
৫০. কোনটিতে বিভিন্ন এনজাইম একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে?
ক. সেন্ট্রোসোম
খ. ক্রোমোসোম
গ. নিউক্লিয়াস
ঘ. লাইসোজোম
উত্তর : ঘ. লাইসোজোম
PDF Detail
Title | নবম-দশম জীব বিজ্ঞান |
Author | |
Size | 4.27 MB |
Number of Pages | 19 |
Categories | PDF Download |
Downloading status | FREE |
সাইজঃ- 4.27 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 19
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
আরো পড়ুনঃ-
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবে পরিবহন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান খাদ্য পুষ্টি এবং পরিপাক এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবনীশক্তি এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবন পাঠ এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান গ্যাসীয় বিনিময় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান রেচন প্রক্রিয়া এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান কোষ বিভাজন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান সমন্বয় এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান দৃঢ়তা প্রদান ও চলন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।