নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবে পরিবহন এর বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর

0
651

নবম-দশম শ্রেণির জীব বিজ্ঞান জীবে পরিবহন এর

বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর

SSC জীববিজ্ঞান এর ৬ষ্ঠ অধ্যায় জীবে পরিবহন MCQ প্রশ্ন উত্তর

১. জীবদেহের ভৌত ভিত্তি কোনটি?

ক. প্রোটোপ্লাজম

খ. সাইটোপ্লাজম

গ. এন্ডোপ্লাজম

ঘ. নিউক্লিওপ্লাজম

উত্তর : ক. প্রোটোপ্লাজম

২. প্রোটোপ্লাজমের শতকরা কতভাগ পানি?

ক. ৬০

খ. ৭০

গ. ৮০

ঘ. ৯০

উত্তর : ঘ. ৯০

৩. ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে?

ক. এন্ডোপ্লাজম

খ. প্রোটোপ্লাজম

গ. পানি

ঘ. সাইটোপ্লাজাম

উত্তর : গ. পানি

৪. পানির পরিমাণ কমে গেলে কোন অঙ্গানুটি সংকুচিত হয়ে মরে যেতে পারে?

ক. সাইটোপ্লাজম

খ. নিউক্লিওপ্লাজম

গ. প্রোটোপ্লাজম

ঘ. এন্ডোপ্লাজম

উত্তর : গ. প্রোটোপ্লাজম

৫. নিচের কোনটি গুরুত্বপূর্ণ দ্রাবক?

ক. বেনজিন

খ. ইথিলিন

গ. পানি

ঘ. এলকোহল

উত্তর : গ. পানি

৬. কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ তরল শুষে নেয় কোন প্রক্রিয়ায়?

ক. অভিস্রবণ

খ. ব্যাপন

গ. ইমবাইবিশন

ঘ. প্রস্বেদন

উত্তর : গ. ইমবাইবিশন

৭. কোনটি হাইড্রোফিলিক পদার্থ?

ক. সেলুলোজ

খ. লিগনিন

গ. ট্যানিন

ঘ. কাইটিন

উত্তর : ক. সেলুলোজ

৮. কতটি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষন কাজ সম্পাদন করে?

ক ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর : খ. ৩টি

৯. কোষ্প্রাচীর পানি শোষণ করে স্ফীত হয় কোন প্রক্রিয়ায়?

ক. গাটেশন

খ. বহিঃঅভিস্রবণ

গ. ইমবাইবিশন

ঘ. প্রস্বেদন

উত্তর : গ. ইমবাইবিশন

১০. ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

ক. ভৌত

খ. জৈব

গ. জৈবরাসায়নিক

ঘ. রাসায়নিক

উত্তর : ক. ভৌত

১১. বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোন পদার্থের অণু ছড়িয়ে পড়াকে কী বলে?

ক. অভিস্রবণ

খ. ব্যাপন

গ. ইমবাইবিশন

ঘ. প্রস্বেদন

উত্তর : খ. ব্যাপন

১২. ব্যাপন কোন চাপের ফলে ঘটে?

ক. বায়ুচাপ

খ. ব্যাপন চাপ

গ. মূলজ চাপ

ঘ. অভিস্রবনিক চাপ

উত্তর : খ. ব্যাপন চাপ

১৩. একই বায়ুচাপে কোন একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য হয় তাকে কী বলে?

ক. বায়ুচাপ ঘাটতি

খ. ব্যাপন চাপ ঘাটতি

গ. মূলজ চাপ ঘাটতি

ঘ. অভিস্রবণিক চাপ ঘাটতি

উত্তর : খ. ব্যাপন চাপ ঘাটতি

১৪. মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?

ক. প্রস্বেদন

খ. ব্যাপণ

গ. অভিস্রবণ

ঘ. ইমবাইবিশন

উত্তর : গ. অভিস্রবণ

১৫. উদ্ভিদে শোষণ কতটি উপায়ে হয়ে থাকে?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর : খ. ২

১৬. উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিজ শোষণ করে কোন প্রত্যক্ষ শোষণ প্রক্রিয়ায়?

ক. সক্রিয় শোষণ

খ. পরোক্ষ শোষণ

গ. প্রত্যক্ষ শোষণ

ঘ. নিস্ক্রিয় শোষণ

উত্তর : ঘ. নিস্ক্রিয় শোষণ

১৭. যে প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে?

ক. সক্রিয় শোষণ

খ. নিষ্ক্রিয় শোষণ

গ. ইমাবাইবিশন

ঘ. ব্যাপন

উত্তর : ক. সক্রিয় শোষণ

১৮. কোন প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির সাহায্যে কোষপর্দার মাধ্যমে খনিজ আয়নের চলাচল হয়?

ক. নিস্ক্রিয় শোষণ

খ. সক্রিয় শোষণ

গ. প্রত্যক্ষ শোষণ

ঘ. পরোক্ষ শোষণ

উত্তর : খ. সক্রিয় শোষণ

১৯. কোষরসের আরোহন কীসের মাধ্যমে হয়?

ক. ভেসেল

খ. ট্রাকিড

গ. সিভনল

ঘ. ফ্লোয়েম ফাইবার

উত্তর : ক. ভেসেল

২০. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?

ক. জাইলেম

খ. ভাজক টিস্যু

গ. পত্ররন্ধ্র

ঘ. ফ্লোয়েম

উত্তর : ঘ. ফ্লোয়েম

২১. বড় উদ্ভিদের পাতায় পানি পৌছায় কিসের মাধ্যমে?

ক. ট্রাকিড

খ. ভেসেল

গ. সিভনল

ঘ. সঙ্গী কোষ

উত্তর : গ. সিভনল

২২. উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

ক. ট্রাকিড

খ. সিভনল

গ. ভেসেল

ঘ. প্যারেনকাইমা

উত্তর : খ. সিভনল

২৩. মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?

ক. প্রস্বেদন

খ. ব্যাপন

গ. অভিস্রবণ

ঘ. ইমবিবিশন

উত্তর : গ. অভিস্রবণ

২৪. কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?

ক. কোষরস

খ. প্লাজমা রস

গ. প্লাজমালেমা

ঘ. প্রোটোপ্লাজম

উত্তর : ক. কোষরস

২৫. কোসরসের পরিবহনকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

উত্তর : ক. ২

২৬. সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌছায় কীসের মাধ্যমে?

ক. ট্রাকিড

খ. ভেসেল

গ. সিভনল

ঘ. সঙ্গীকোষ

উত্তর : খ. ভেসেল

২৭. রক্তে উপযুক্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে কোনটি দেখা দেয়?

ক. লিউকোমিয়া

খ. অ্যাপেন্ডিসাইটিস

গ. ব্লাড ক্যান্সার

ঘ. রক্তাল্পতা

উত্তর : ঘ. রক্তাল্পতা

২৮.বাংলাদেশে কত ভাগ লোক এনিমিয়া নামক রোগে ভুগে?

ক. এক তৃতীয়াংশ

খ. এক চতুর্থাংশ

গ. দুই তৃতীয়াংশ

ঘ. অর্ধেক

উত্তর : গ. দুই তৃতীয়াংশ

২৯. মানুষের শরীরে প্রতি ঘনমিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?

ক. ১-৫ হাজার

খ. ৫-১০ হাজার

গ. ১০ – ১৫ হাজার

ঘ. ১৫-২০ হাজার

উত্তর : খ. ৫-১০ হাজার

৩০. শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়?

ক. যকৃত

খ. লাল অস্থিমজ্জা

গ. অস্থির সংযোগস্থল

ঘ. বৃদ্ধ

উত্তর : খ. লাল অস্থিমজ্জা

৩১. কোনটি আকার বদলাতে পারে?

ক. লোহিত রক্তকণিকা

খ. অনুচক্রিকা

গ. শ্বেত রক্তকণিকা

ঘ. স্নায়ুকোষ

উত্তর : গ. শ্বেত রক্তকণিকা

৩২. শ্বেত রক্তকণিকা কী সৃষ্টির মাধ্যমে জীবাণু ভক্ষণ করে?

ক. ক্ষণপদ

খ. গহ্বর

গ. পাদ চাকতি

ঘ. কর্ষিকা

উত্তর : ক. ক্ষণপদ

৩৩. শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে কী বলে?

ক. ফটোলাইসিস

খ. অস্টিওসাইটোসিস

গ. অটোলাইসিস

ঘ. ফ্যাগোসাইটোসিস

উত্তর : ঘ. ফ্যাগোসাইটোসিস

৩৪. মৃত শ্বেতকণিকা কীসে পরিণত হয়?

ক. রক্তরস

খ. পুঁজ

গ. টিউমার

ঘ. অনুচক্রিকা

উত্তর : খ. পুঁজ

৩৫. রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?

ক. এনিমিয়া

খ. ব্লাড ক্যান্সার

গ. লিউকেমিয়া

ঘ. হার্ট এটাক

উত্তর : গ. লিউকেমিয়া

৩৬. দেহে প্রহরীর মত কাজ করে নিচের কোনটি?

ক. লোহিত রক্তকণিকা

খ. অনুচক্রিকা

গ. শ্বেত রক্তকণিকা

ঘ. লসিকা

উত্তর : গ. শ্বেত রক্তকণিকা

৩৭. দেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি?

ক. থ্রম্বোপ্লাস্টিন

খ. লোহিত রক্তকণিকা

গ. শ্বেত রক্তকণিকা

ঘ. অনুচক্রিকা

উত্তর : গ. শ্বেত রক্তকণিকা

৩৮. অনুচক্রিকার আকার কেমন?

ক. গোলাকার

খ. ছোট

গ. বড়

ঘ. মাঝারি

উত্তর : খ. ছোট

৩৯. মানবদেহে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত?

ক. ১ লক্ষ

খ. ১ লক্ষ ৫০ হাজার

গ. ২ লক্ষ

ঘ. ২ লক্ষ ৫০ হাজার

উত্তর : ঘ. ২ লক্ষ ৫০ হাজার

৪০. অনুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?

ক. লসিকায়

খ. হৃৎপিণ্ডে

গ. অস্থিমজ্জায়

ঘ. মস্তিষ্কে

উত্তর : গ. অস্থিমজ্জায়

৪১. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

ক. লোহিত রক্তকণিকা

খ. অনুচক্রিকা

গ. শ্বেত রক্তকণিকা

ঘ. রক্তরস

উত্তর : খ. অনুচক্রিকা

৪২. হৃৎপিণ্ডের প্রাচীর কৃতস্তর বিশিষ্ট?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর : গ. ৩

৪৩. হৃৎপিণ্ডের বহিঃস্তর কী দ্বারা গঠিত?

ক. আবরণী কলা

খ. যোজক কলা

গ. পেশী কলা

ঘ. ঐচ্ছিক পেশী

উত্তর : খ. যোজক কলা

৪৪. হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর : ঘ. ৪

৪৫. ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে যে ভালভ থাকে তাকে কী বলে?

ক. মনোকাসপিড ভালভ

খ. বাইকাসপিড ভালভ

গ. ট্রাইকাসপিড ভালভ

ঘ. ট্রেটাকাসপিড ভালভ

উত্তর : গ. ট্রাইকাসপিড ভালভ

৪৬. বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে কোন ভালভ দ্বারা সুরক্ষিত থাকে?

ক. মনোকাসপিড ভালভ

খ. বাইকাসপিড ভালভ

গ. ট্রাইকাসপিড ভালভ

ঘ. ট্রেটাকাসপিড ভালভ

উত্তর : খ. বাইকাসপিড ভালভ

৪৭. মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখে কোন আকারের কপাটিকা থাকে?

ক. তারকাকার

খ. জালিকাকার

গ. অর্ধচন্দ্রাকার

ঘ. গোলাকার

উত্তর : গ. অর্ধচন্দ্রাকার

৪৮. হৃৎপিণ্ডের সংকোচনকে কী বলে?

ক. সিস্টোল

খ. ডায়াস্টোল

গ. কম্প্রেশন

ঘ. কন্ট্রাকশন

উত্তর : ক. সিস্টোল

৪৯. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?

ক. সিস্টোল

খ. ডায়াস্টোল

গ. কম্প্রেশন

ঘ. কন্ট্রাকশন

উত্তর : খ. ডায়াস্টোল

৫০. হৃৎপিণ্ডের একবার সিস্টোল-ডায়াস্টোলকে একত্রে কী বলে?

ক. Heart attack

খ. Heart failure

গ. Heart beat

ঘ. Heart block

উত্তর : গ. Heart beat

PDF Detail  

Titleনবম-দশম জীব বিজ্ঞান
Author
Size6.94 MB
Number of Pages30
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 6.94 MB

পৃষ্ঠা সংখ্যাঃ 30

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।