প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপ-সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭

0
328

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপ-সহকারী

পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৭

পদের নামঃ-উপ-সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ-১২/০১/২০০৭

বাংলা প্রশ্ন সমাধান

১. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) চম্বাবতী

খ) বিরহ বিলাপ✔

গ) গঙ্গামনি

ঘ) লাজুকলতা

২. ‘চিন্তাতরঙ্গিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) বিহারীলাল

গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়✔

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৩. বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়?

ক) ১৮৫৯ সাল

খ) ১৮৪৭ সাল✔

গ) ১৮৮৯ সাল

ঘ) ১৯২৩ সাল

৪. বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক কাকে বলে?

ক) লুই পা✔

খ) কাহ্ন পা

গ) বড়ু চন্ডীদাস

ঘ) শরি পা

৫. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) হরপ্রসাদ শাস্ত্রী

খ) মোহিতলাল মজমদার

গ) রাজা রামমোহন রায়✔

ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

৬. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?

ক) মহাকাব্য রচনা

খ) দেশপ্রেম বিষয়ক চরনা

গ) সনেট – এর প্রবর্তন✔

ঘ) প্রহসন রচয়িতা

৭. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?

ক) সৈয়দ হামজা

খ) শাহ মুহম্মদ সগীর

গ) মীর মশাররফ হোসেন

ঘ) ফকির গরিবুল্লাহ

৮. ‘ময়নামতির চর’ কাব্যটি কে লিখেছেন?

ক) সৈয়দ ওয়ালিউল্লাহ

খ) বন্দে আলী মিয়া✔

গ) সুকান্ত ভট্টাচার্য

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

৯. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) বনলতা সেন

খ) ঝরা পালক✔

গ) ধূসর পাণ্ডূলিপি

ঘ) বেলা-অবেলা- কালবেলা

১০. কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত?

ক) লক্ষ্মীন্দর দেবী

খ) পদ্মাবতী দেবী

গ) মনসা দেবী✔

ঘ) বেহুলা ও চাঁদসুন্দর

১১. ‘আদিষ্ট’- এর বিপরীত শব্দ কোনটি?

ক) নির্দেশিত

খ) উপেক্ষিত

গ) নিষিদ্ধ✔

ঘ) সিদ্ধ

১২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

ক) আলালের ঘরের দুলাল✔

খ) মৃত্যুক্ষুধা

গ) ফুলমণি ও করুণার বিবরণ

ঘ) দুর্গেশনন্দিনী

১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-কে?

ক) আবদুল হাকিম

খ) দৌলত কাজী✔

গ) ভারতচন্দ্র রায়

ঘ) সৈয়দ হামজা

১৪. কোনটি নাটক?

ক) কর্তার ইচ্ছা কর্ম

খ) পল্লীসমাজ

গ) গড্ডলিকা প্রবাহ

ঘ) সাজাহান✔

১৫. ‘বনফুল’ কার ছদ্মনাম?

ক) প্রমথ চৌধুরী

খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়✔

গ) যতীন্দ্রমোহন বাগচী

ঘ) মোহিতলাল মজুমদার

১৬. ‘ঠক চাচা’- চরিত্রটি কোন উপন্যাসের-

ক) মৃত্য্যক্ষুধা

খ) হাজার বছর ধরে

গ) জোহরা

ঘ) আলালের ঘরের দুলাল✔

১৭. ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’-এর রচয়িতা-

ক) রজনীকানাত সেন

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ) মধুসূদন দত্ত

ঘ) অতুলপ্রসাদ সেন✔

১৮. ‘কবর’ নাটকটি কার লেখা?

ক) জসীমউদদীন

খ) কাজী নজরুল ইসলাম

গ) মুনীর চৌধুরী✔

ঘ) উৎপল দত্ত

১৯. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

ক) সংস্কৃত

খ) প্রাকৃত✔

গ) বিদেশী

ঘ) বঙ্গকামরূপী

২০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) বলাকা

খ) পূরবী

গ) গীতাঞ্জলি

ঘ) বনফুল✔

২১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-

ক) কৃষ্ণকুমারী✔

খ) বসন্ত কুমারী

গ) জমিদার দর্পন

ঘ) শর্মিষ্ঠা

২২. ‘স্বাধীনতা’ কবিতাটি কার লেখা?

ক) শামসুর রাহমান✔

খ) রফিক আজাদ

গ) সৈয়দ শামসুল হক

ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

২৩. বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?

ক) মাগধী

খ) মিথিলা

গ) ব্রজবুলি✔

ঘ) আসমিয়া

২৪. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ) সুনিতকুমার চট্টোপাধ্যায়

গ) দীনেশচন্দ্র সেন

ঘ) সুকুমার সেন✔

২৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?

ক) বেঙ্গল গেজেট

খ) বঙ্গদর্শনসমাচার দর্পণ✔

গ) দিগদর্শন

ঘ)

ইংরেজী প্রশ্ন সমাধান 

  1. ___discovery of insulin , it was not possible to treat diabetes

ক) Prior

খ) To priror

গ) Prior to the✔

ঘ) The Prior

  1. He complained that the food tasted-

ক) badly

খ) bad✔

গ) worser

ঘ) worsely

  1. Shakespeare’s plays are as alive and_______ today as these were in his lifetime.

ক) appealing✔

খ) appeal

গ) appealed

ঘ) the appeal of

  1. I saw_____ beggar.

ক) an one_eyed

খ) an one_eye

গ) a one_eye

ঘ) a one_eyed✔

  1. Choose the correct sentence:

ক) I, you and he are Present

খ) You, he and I are present✔

গ) You, he and I am Present

ঘ) He, you and I are present

  1. ____ in this display is on sale.

ক) Each furnitures

খ) Each pieces of furniture

গ) Each piece of furniture✔

ঘ) Each furniture

  1. Leo Tolstoy is a _____ novelist.

ক) British

খ) German

গ) French

ঘ) Russian✔

  1. Antonym of ‘ harmony’ is-

ক) admiration

খ) discord✔

গ) co-operation

ঘ) co-ordination

  1. I am not used to ____ at this time of the day.

ক) Walking✔

খ) walk

গ) walked

ঘ) have walked

  1. He will compensate you______ the loss.

ক) of

খ) to

গ) for✔

ঘ) with

  1. No sooner had he reached the station____ the train left.

ক) when

খ) then

গ) than✔

ঘ) while

  1. ‘A dark horse’ means-

ক) a horse black in color

খ) a man who does not talk much but surprises others by his qualities✔

গ) a man who has dark hair, eyes, etc

ঘ) an ignorant and unpleasant person

  1. synonym of’ belligerent’ is

ক) hostile✔

খ) hospitable

গ) amicable

ঘ) friendly

  1. Who wrote ‘ The Wast Land’?

ক) W.B Yeats

খ) Robert Frost

গ) W.H Auden

ঘ) T. S. Eliot✔

  1. It was estimated that______ one lakh people would participates in the meeting.

ক) as much as

খ) as many as✔

গ) more

ঘ) approximate

  1. Choose the correct sentence:

ক) One’ s fingerprints are different from those of any person✔

খ) One’ s fingerprints are different from any person

গ) One’ s fingerprints are differ from another person

ঘ) One’ s fingerprints are differ from any other person

  1. Which one of the following is a simple sentence?

ক) Reading is agood habit. ✔

খ) I know that he will come here soon

গ) My younger brother and his friends play football in the national team

ঘ) I know the house where he lives

  1. A person Who studies the scientific development of language is a_______

ক) Philateslist

খ) Philanthropist

গ) Pharmacologist

ঘ) Philologist✔

  1. The first English novel, pamela has been written by-

ক) Daniel Defoe

খ) Henry Fielding

গ) Samuel Richardson✔

ঘ) Sir Walter Scott

  1. They had to call ____ the match as the ground was wet.

ক) on

খ) off✔

গ) in

ঘ) up

  1. I saw him in the market but he______ having been there.

ক) refused

খ) forbade

গ) turned down

ঘ) denied✔

  1. Nobody _____ Alam kenw the way.

ক) wirhout

খ) but✔

গ) that

ঘ) beside

  1. Choose the correct answer. Technically, glass is a mineral and_____

ক) so is water✔

খ) water is so

গ) so water is

ঘ) water so

  1. Which one of the following has the correct spelling?-

ক) Millionire

খ) Milionair

গ) Millionaire✔

ঘ) Millionnir

  1. We have had tasty and _____ meals.

ক) nutritious✔

খ) nutritonal

গ) nutritive

ঘ) nutriennt

  1. ___discovery of insulin , it was not possible to treat diabetes

ক) Prior

খ) To priror

গ) Prior to the✔

ঘ) The Prior

  1. He complained that the food tasted-

ক) badly

খ) bad✔

গ) worser

ঘ) worsely

  1. Shakespeare’s plays are as alive and_______ today as these were in his lifetime.

ক) appealing✔

খ) appeal

গ) appealed

ঘ) the appeal of

  1. I was_____ beggar.

ক) an one_eyed

খ) an one_eye

গ) a one_eye

ঘ) a one_eyed✔

  1. Choose the correct sentence:

ক) I, you and he are Present

খ) You, he and I are present✔

গ) You, he and I am Present

ঘ) He, you and I are present

  1. ____ in this display is on sale.

ক) Each furnitures

খ) Each pieces of furniture

গ) Each piece of furniture✔

ঘ) Each furniture

  1. Leo Tolstoy is a _____ novelist.

ক) British

খ) German

গ) French

ঘ) Russian✔

  1. Antonym of ‘ harmony’ is-

ক) admiration

খ) discord

গ) co-operation

ঘ) co-ordination

  1. I am not used to ____ at this time of day.

ক) Walking✔

খ) walk

গ) walked

ঘ) have walked

  1. He will compensate you______ to loss

ক) of

খ) to

গ) for✔

ঘ) with

  1. No sooner had he reached the station____ the train left.

ক) when

খ) then

গ) than✔

ঘ) while

  1. ‘A dark horse’ means-

ক) a horse black in color

খ) a man who does not talk much but surprises others by his qualities✔

গ) a man who has dark hair, eyes, etc

ঘ) an ignorant and unpleasant person

  1. synonym of’ belligerent’ is

ক) hostile✔

খ) hospitable

গ) amicable

ঘ) friendly

  1. Who wrote ‘ The Wast Land’?

ক) W.B Yeats

খ) Robert Frost

গ) W.H Auden

ঘ) T. S. Elito✔

  1. IT was estimated that______ one lakh people would participates in the meeting.

ক) as much as

খ) as many as✔

গ) more

ঘ) approximate

  1. Choose the correct sentence:

ক) One’ s fingerprints are different from those of any person

খ) One’ s fingerprints are different from any person

গ) One’ s fingerprints are differ from another person

ঘ) One’ s fingerprints are differ from any other person

  1. Which one of the following is a simple sentence?

ক) Read✔

খ) I know that he will come here soon

গ) My younger brother and his friends play football in the national team

ঘ) I know the house where he lives

  1. A person Who studies the scientific development of language is a_______

ক) Philateslist

খ) Philanthropist

গ) Pharmacologist

ঘ) Philologist✔

  1. The first English novel, pamela has been written by-

ক) Daniel Defoe

খ) Henry Fielding

গ) Samuel Richardson✔

ঘ) Sir Walter Scott

  1. They had to call ____ the match as the ground was wet.

ক) on

খ) off✔

গ) in

ঘ) up

  1. I saw him in the market but he______ having been there.

ক) refused

খ) forbade

গ) turned down

ঘ) denied✔

  1. Nobody _____ Alam kenw the way.

ক) wirhout

খ) but✔

গ) that

ঘ) beside

  1. Choose the correct answer. Technically, glass is a mineral and_____

ক) so is water✔

খ) water is so

গ) so water is

ঘ) water so

  1. Which one of the following has the correct spelling?-

ক) Millionire

খ) Milionair

গ) MIllionaire✔

ঘ) Millionnir

  1. We have had tasty and _____ meals.

ক) nutritions✔

খ) nutritonal

গ) nutritive

ঘ) nutriennt

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান 

১. কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৯০

খ) ১৯৯২

গ) ১৯৯২✔

ঘ) ১৯৯৩

২. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে?

ক) জকিগঞ্জে

খ) জামালগঞ্জে✔

গ) রানীগঞ্জে

ঘ) বিজয়পুরে

৩. মুক্তিযুদ্ধে স্বারক ভাস্কর্য ‘বিজয়-৭১’কোথায় অবস্থিত?

ক) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়✔

খ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়

৪. পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশিত হয়েছে?

ক) গোয়ালন্দ

খ) আরিচা

গ) চাঁদপুরে✔

ঘ) মুন্সিগঞ্জে

৫. কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?

ক) এপিপি

খ) এ এফপি

গ) ইএন এ✔

ঘ) ইউএনআই

৬. বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?

ক) কক্সবাজার

খ) বান্দরবন

গ) খাগড়াছড়ি

ঘ) রাঙামাটি✔

৭. বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক) জেলা

খ) উপজেলা

গ) থানা

ঘ) ইউনিয়ন✔

৮. ‘মারমা’ উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?

ক) চিম্বুক পাহাড়✔

খ) লালমাই পাহাড়

গ) গারো পাহাড়

ঘ) কুলাউড়া পাহাড়

৯. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) লালমনিরহাট✔

খ) পঞ্চগড়

গ) কুড়িগ্রাম

ঘ) জয়পুরহাট

১০. বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) ফরিদপুর

খ) কুষ্টিয়া

গ) ঈশ্বরদী✔

ঘ) নাটোর

১১. সবচেয় বড় দেশ কোনটি?

ক) রুশ ফেডারেশন✔

খ) মার্কিন যুক্তরাষ্ট্র

গ) ভারত

ঘ) ব্রাজিল

১২. কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করে?

ক) ইউনেস্কো✔

খ) ইউনেফ

গ) ডব্লিউ ডব্লিউ এফ

ঘ) ওয়ার্ল্ড ট্যুরিজম

১৩. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

ক) ৭ টি

খ) ৬ টি✔

গ) ৫ টি

ঘ) ৩ টি

১৪. ‘বাম’ কোথায় অবস্থিত?

ক) ইরান✔

খ) সিরিয়া

গ) পেরু

ঘ) কলম্বিয়া

১৫. সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমন করে?

ক) ফেব্রুয়ারি,২০০৩

খ) মার্চ,২০০৩✔

গ) এপ্রিল,২০০৩

ঘ) মে, ২০০৩

১৬. কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত?

ক) হংকং

খ) তাইপে

গ) দুবাই✔

ঘ) সিঙ্গাপুর সিটি

১৭. পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত

ক) কায়রো

খ) কাসাব্লাঙ্কা

গ) প্যারিস

ঘ) ইস্তাম্বুল✔

১৮. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম-

ক) ভিক্টোরিয়া প্যালেস

খ) বাকিংহাম প্যালেস✔

গ) এলিজাবেথ প্যালেস

ঘ) এডোয়ার্ড প্যালেস

১৯. ম্যাকমোহন লাইন বিভক্ত করে-

ক) বাংলাদেশ- মিয়ানমার

খ) ভারত-চীন✔

গ) উত্তর ভিয়েতনাম-দক্ষিণ ভিয়েতনাম

ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা

২০. ব্রডওয়ে অবস্থিত-

ক) লন্ডনে

খ) সানফ্রান্সিসকোতে

গ) নিউইয়র্কে✔

ঘ) মস্কোতে

২১. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

ক) মৃদু রঞ্জনরশ্মি✔

খ) গামা রাশ্মি

গ) বিটা রশ্মি

ঘ) কসমিক রশ্মি

২২. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

ক) ডিজিটাল টেলিফোনে বার্তা প্রেরণ✔

খ) বোতাম টিপে ডায়াল করা

গ) অপটিক্যাল ফাইবারের ব্যবহার

ঘ) নতুন ধরনের মাইক্রোফোন

২৩. ভুমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়,কারণ-

ক) উপরে বায়ুর চাপ বেশি

খ) উপরে বায়র চাপ কম✔

গ) উপরে বায়ুতে ওজন কম

ঘ) খ ও গ উভয়টি ঠিক

২৪. গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-

ক) কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর

খ) কালো কাপড় তাপ শোষণ করে✔

গ) কালো কাপড় শরীরের তাপকে বাহিরে যেতে দেয় না

ঘ) কালো কাপড় চামড়ার ক্ষতি করে

২৫. ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান-

ক) বাতাস কে ঠান্ডা করে

খ) ঠান্ডা বাতাস তৈরী করে

গ) ঘাম কমিয়ে দেয়

ঘ) শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়✔

২৬. একখন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-

ক) বাড়বে

খ) কমবে✔

গ) প্রথমে কমবে পরে বাড়বে

ঘ) একই থাকবে

২৭. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

ক) অক্সিজেন✔

খ) কার্বন

গ) হাইড্রোজেন

ঘ) নাইট্রোজেন

২৮. টুথপেস্টের প্রধান উপাদান-

ক) জেলি ও মসলা

খ) ভোজ্য তেল ও সোডা

গ) সাবান ও পাউডার✔

ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল

২৯. আয়নার পশ্চাতে_______ ধাতুটি ব্যবহৃত হয় ।

ক) কপার

খ) সিলভার

গ) মার্কারি✔

ঘ) জিঙ্ক

৩০. কোনটি হৃদরোগের কারণ?

ক) পরমিত ঘুম

খ) ধূমপান✔

গ) সুষম খাদ্য

ঘ) রক্তপাত

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download