প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০১৭

0
373

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী

পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০১৭

পদের নামঃ-উপ-সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ-০৪/১১/২০১৭

বাংলা প্রশ্ন সমাধান

১. ”লেজে খেলানো” বাগধারাটির অর্থ কী?

ক) ভয়ংকর কিছু করা

খ) সতর্কতার সাথে কাজ করা

গ) গুরুত্বহীন কর্ম

ঘ) বশীভূত করে রাখা✔

২. ”টপ্পা” কী?

ক) বিশেষ ধরনের নৃত্য

খ) বিশেষ ধরনের গান✔

গ) বিশেষ ধরনের বাদ্যাযন্ত্র

ঘ) বিশেষ ধরনের পোশাক

৩. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

ক) সংস্কৃত লিপি

খ) চীনা লিপি

গ) আরবি লিপি

ঘ) ব্রাহ্মী লিপি✔

৪. কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?

ক) আইন

খ) দাখিল

গ) এজেন্ট✔

ঘ) মুচলেকা

৫. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?

ক) ১৯০০

খ) ১৮০০

গ) ১৯৫২

ঘ) ১৬৮২✔

৬. চর্যাপদের আবিষ্কারক কে?

ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

খ) হরপ্রসাদ শাস্ত্রী✔

গ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ) ডক্টর সুকুমার সেন

৭. মধ্যযুগের প্রথম কবি কে?

ক) চন্ডীদাস

খ) বিদ্যাপতি

গ) দৌলত কাজী

ঘ) বডু চন্ডীদাস✔

৮. কোন জোড়টি “ঊর্মি” শব্দের সমার্থক —-

ক) তরঙ্গ,তুঙ্গ

খ) ঢেউ, পৃথ্বীশ

গ) কল্লোল, মনোজ

ঘ) বীচি, হিল্লোর✔

৯. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

ক) রূপসী বাংলা

খ) ঝরা পালক✔

গ) ধূসর পান্ডুলিপি

ঘ) বনলতা সেন

১০. ”ভানুসিংহ ঠাকুরের পদাবলী”র রচয়িতা কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

ঘ) বিদ্যাপতি

১১. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

ক) ভারতচন্দ্র রায়✔

খ) বিজয় গুপ্ত

গ) মুকুন্দরাম চক্রবর্তী

ঘ) কানা হরিদত্ত

১২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?

ক) বেতালপঞ্চবিংশতি

খ) সীতার বনবাস

গ) অতি অল্প হইল✔

ঘ) শকুন্তলা

১৩. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?

ক) পিপীলিকা, নির্নিমেষ✔

খ) পিপিলিকা, নির্নিমেস

গ) পিপীলিকা, নির্ণিমেষ

ঘ) পিপিলিকা, নির্নিমেশ

১৪. বাংলা ভাষার প্রথম ঔপান্যাসিক কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) প্যারীচাঁদ মিত্র✔

১৫. সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?

ক) কালকূট

খ) অনিলা দেবী

গ) মজলুম আদিব

ঘ) মৈনাক

১৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?

ক) শ্রীকান্ত

খ) গৃহদাহ

গ) পথের দাবী✔

ঘ) শেষ প্রশ্ন

১৭. ”শেষের কবিতা” কোন ধরনের রচনা?

ক) নাটক

খ) উপন্যাস✔

গ) ছোটগল্প

ঘ) কবিতা

১৮. ”জঙ্গম” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অরণ্য

খ) পর্বত

গ) সমুদ্র

ঘ) স্থাবর✔

১৯. ”অক্ষির সমীপে”-এর সংক্ষেপণ হলো–

ক) সমক্ষ✔

খ) প্রত্যক্ষ

গ) নিরপেক্ষ

ঘ) পরোক্ষ

২০. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?

ক) চক্রবাক

খ) মৃত্যুক্ষধা✔

গ) আলেয়া

ঘ) সাম্যবাদী

২১. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?

ক) ভারতী

খ) যুগান্তর

গ) সবুজপত্র✔

ঘ) সওগাত

২২. ”Annexe” শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক) গ্রন্থপঞ্জি

খ) নির্ঘন্ট

গ) ক্রোড়পত্র✔

ঘ) পরিশিষ্ট

২৩. রামায়ণের অনুবাদক নয় কে?

ক) কবীন্দ্র পরমেশ্বর✔

খ) কৃত্তিবাস

গ) নিত্যানন্দ আচার্য

ঘ) চন্দ্রাবতী

২৪. আরাকান রাজসভার কবি ছিলেন—

ক) দৌলত উজির বাহরাম খান

খ) দোনাগাজী

গ) আলাওল✔

ঘ) ফকির গরীবুল্লাহ

২৫. মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?

ক) যাত্রা

খ) দুই সৈনিক

গ) রাইফেল রোটি আওরাত

ঘ) নীল ময়ূরের যৌবন✔

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Which of the following is not the synonym of “friendly”?

ক) amicable

খ) intimate

গ) hostile✔

ঘ) close

  1. To complete the sentence.This an exception—the rule, we need

ক) to✔

খ) for

গ) on

ঘ) at

  1. The verb from of the word “danger” is—

ক) indanger

খ) endanger✔

গ) andanger

ঘ) misdanger

  1. Fill up the blank of the appropriate sentence.My mother gave me—one taka note.

ক) a✔

খ) an

গ) the

ঘ) not article

  1. The synonym of “active” is—-

ক) mature

খ) passive

গ) busy✔

ঘ) averse

  1. The opposite word of “violence” is—

ক) discord

খ) harmony✔

গ) sympathy

ঘ) conflict

  1. To complete the sentence “Call —- a doctor”, we need

ক) for

খ) at

গ) in✔

ঘ) by

  1. The adjective form of the word “agree” is—

ক) agree

খ) disagree

গ) agreement

ঘ) agreeable✔

  1. In the sentence “copying is prohibited in the examination.” “copying” is a/an—

ক) noun✔

খ) adjective

গ) adverb

ঘ) verb

  1. To complete the sentence “I was there that time” we need

ক) in

খ) at✔

গ) by

ঘ) on

  1. The drama “Macbeth” was written by —-

ক) G.B. Shaw

খ) William Shakespeare✔

গ) Ben Jonson

ঘ) Christopher Marlowe

  1. Who of the following is not a poet?

ক) William Wordsworth

খ) Charles Dickens✔

গ) John keats

ঘ) Alfred Tennyson

  1. Which of the following words is not related to crying?

ক) weeping

খ) stinking✔

গ) lamenting

ঘ) screaming

  1. The phrase “out a out” means —

ক) thoroughly✔

খ) not at all

গ) at the end

ঘ) always

  1. People from all walks of life all ended the meaning. The “walks” words is a/an—

ক) adjective

খ) verb

গ) noun✔

ঘ) adverb

  1. The word “solar” is related to —-

ক) earth

খ) moon

গ) star

ঘ) sun✔

  1. Oncology means a doctor who treats—

ক) kidney diseases

খ) stomach diseases

গ) cancer✔

ঘ) brain diseases

  1. Find out the correct sentence.

ক) It is raining since four days

খ) It has been raining for four days✔

গ) It is raining for our days

ঘ) It has been raining since four days

  1. The correct translation of the sentence “সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল” is—

ক) He found himself at his witt’s end

খ) He found himself at his wit’s end✔

গ) He found himself at witt’s end

ঘ) He found himself at wit’s end

  1. Choose the correct sentence?

ক) The woman did a suicide

খ) The woman committed suicide✔

গ) The woman has done suicide

ঘ) The woman got a suicide

  1. Which of the following is a singular number?

ক) cliffs

খ) index✔

গ) crises

ঘ) mice

  1. Find out the feminine gender.

ক) Tutor

খ) Duck✔

গ) Bachelor

ঘ) Prince

  1. Choose the word correctly spelt.

ক) Collulor

খ) Cellular✔

গ) Cellolur

ঘ) Cellolor

  1. In the sense of dead body, we may use the word —

ক) Corps

খ) Corpse✔

গ) Crops

ঘ) Cropse

  1. Which of the following is a correct sentence?

ক) One of my friends are a lawyer

খ) One of my friends is a lawyer✔

গ) One of my friend is a lawyer

ঘ) One of my friends are lawyer

গণিত প্রশ্ন সমাধান

১. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

ক) ১০২✔

খ) ১০৪

গ) ১০৬

ঘ) ১০৮

২. একটি ভগ্নাংশটি ক্ষুুদ্রতম?

ক) ১১/১৪✔

খ) ৫/৬

গ) ১২/১৫

ঘ) ১৭/২১

৩. কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?

ক) ৫✔

খ) ১০

গ) ১২

ঘ) ১৫

৪. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬ :১। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

ক) ৩:১✔

খ) ৪:১

গ) ৫:২

ঘ) ৭:২

৫. ২-৫-১২-১৯ ……….. ধারাটির ১২তম পদ?

ক) -৬০

খ) -৬৫

গ) -৭০

ঘ) -৭৫✔

৬. ০. ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

ক) ২৪৪৭

খ) ২৩৪৭

গ) ২১৮৭✔

ঘ) ২১৪৭

৭. টাকায় ৩টি করে বরই কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক) ২০%

খ) ৩০%

গ) ৪০%

ঘ) ৫০%✔

৮. একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?

ক) ২ লিটার✔

খ) ৪ লিটার

গ) ৬ লিটার

ঘ) ৮ লিটার

৯. ৩,৪,৯ এর চতুর্থ সমানুপাতিক কোনটি?

ক) ৬

খ) ৮

গ) ১০

ঘ) ১২✔

১০. অপু,দীপু,নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?

ক) ১২ দিন

খ) ৯ দিন

গ) ৬ দিন

ঘ) ৩ দিন✔

১১. ৬০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?

ক) ০২

খ) ১৪

গ) ১৬

ঘ) ১৮✔

১২. একটি ক্লাসের ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে, ৫ জন কোনটিই খেলে না। কতজন উভয় খেলাই খেলে?

ক) ৩ জন

খ) ৫ জন

গ) ৭ জন

ঘ) ৯ জন

১৩. একটি সংখ্যা ৩০১ হতে যত বড়, ৩৮১ হতে তত ছোট, সংখ্যা কত?

ক) ৩৪০

খ) ৩৪১✔

গ) ৩৪২

ঘ) ৩৪৩

১৪. কোনটি মৌলিক সংখ্যা?

ক) ৪৯

খ) ৫১

গ) ৫৭

ঘ) ৫৯✔

১৫. খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?

ক) ১৫%

খ) ২০%

গ) ২৫%✔

ঘ) ৩০%

১৬. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০: তাদের সমষ্টি কত?

ক) ১৪

খ) ১৫✔

গ) ১৬

ঘ) ১৭

১৭. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, ছোট সংখ্যাটি কত?

ক) ৯৯✔

খ) ৯৮

গ) ১০০

ঘ) ১০১

১৮. যে চতুর্ভুজের কোণগুলোর পরিমানের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ তার বৃহত্তম কোণের পরিমাপ।

ক) ১৩৫ ডিগ্রি✔

খ) ১৩০ ডিগ্রি

গ) ১২৫ ডিগ্রি

ঘ) ১২০ ডিগ্রি

১৯. যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৮ ডিগ্রি , তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?

ক) ৪১ ডিগ্রি✔

খ) ৪০ ডিগ্রি

গ) ৩৯ ডিগ্রি

ঘ) ৩৮ ডিগ্রি

২০. যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩০ ডিগ্রি ও ৬০ ডিগ্রি সেটি কোণ ধরনের ত্রিভুজ ?

ক) সমকোণী✔

খ) সূক্ষকোণী

গ) সমদ্বিবাহু

ঘ) সমবাহু

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন?

ক) ১ জানুয়ারি ২০১৭✔

খ) ১০ জানুয়ারি ২০১৭

গ) ২৩ জানুয়ারি ২০১৭

ঘ) ২৬ জানুয়ারি ২০১৭

২. কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?

ক) ২৫ নভেম্বর ২০১৬✔

খ) ২৬ ডিসেম্বর ২০১৬

গ) ২৯ নভেম্বর ২০১৬

ঘ) ৩০ ডিসেম্বর ২০১৬

৩. জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো–

ক) ইংরেজি ও চীনা

খ) ইংরেজি ও রুশ

গ) ইংরেজি ও স্প্যানিশ

ঘ) ইংরেজি ও ফরাসি✔

৪. নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?

ক) সিলেট

খ) বান্দরবান✔

গ) রাঙামাটি

ঘ) টেকনাফ

৫. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?

ক) সুমিত্রা দেবী

খ) তারামন বিবি

গ) ইলা মিত্র✔

ঘ) মহাশ্বেতা দেবী

৬. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

ক) পুন্ড্র✔

খ) রূপনগর

গ) গৌড়

ঘ) হরিকেল

৭. ”হাড়িভাঙ্গা” নাম কোন ফলের?

ক) কলা

খ) পেঁপে

গ) আম✔

ঘ) লিচু

৮. জুলিয়াস সীজার কেন বিখ্যাত?

ক) রোমান সম্রাট হিসেবে✔

খ) বর্ণবাদ বিরোধী হিসেবে

গ) ব্রিটেনের রাজা হিসেবে

ঘ) আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

৯. ”মনপুরা-৭০” কী?

ক) একটি উপজেলা

খ) একটি চিত্রকর্ম✔

গ) একটি উপন্যাস

ঘ) একটি নদী বন্দর

১০. গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

ক) বৃষ্টিপাত হবে না

খ) নিম্নভূমি নিমজ্জিত হবে✔

গ) মেঘ-রৌদ্রের লুকোচুরি হবে না

ঘ) সাইক্লোন হবে

১১. রেড ইন্ডিয়ান কারা?

ক) ইন্ডিয়ার আদি অধিবাসী

খ) আমেরিকায় আগত ভারতবাসী✔

গ) অমেরিকার আদি অধিবাসী

ঘ) সব কয়টি

১২. “Stop Genocide” (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে?

ক) চাষী নজরুল ইসলাম

খ) জহির রায়হান✔

গ) খান আতাউর রহমান

ঘ) তারেক মাসুদ

১৩. UNDP’র সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জেনেভা

খ) ওয়াশিংটন

গ) রোম

ঘ) নিউইয়র্ক✔

১৪. ”র‌্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?

ক) জার্মানি-ফ্রান্স

খ) ভারত-পাকিস্তান✔

গ) ভারত-চীন

ঘ) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া

১৫. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

ক) রাঙামাটি

খ) খাগড়াছড়ি

গ) বান্দরবান✔

ঘ) সিলেট

১৬. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদীন

খ) কামরুল হাসান✔

গ) এস. এম. সুলতান

ঘ) রফিকুন্নবী

১৭. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?

ক) ২০১৫-২০১৮

খ) ২০১৬-২০২০✔

গ) ২০১৭-২০২১

ঘ) ২০১৮-২০২২

১৮. ম্যানগ্রোভ কী?

ক) কেওড়া বন

খ) উপকূলীয় বন✔

গ) শালবন

ঘ) চিরহরিৎ বন

১৯. ”মংডু” কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

ক) বাংলাদেশ-মিয়ানমার✔

খ) বাংলাদেশ-ভারত

গ) মিয়ানমার-চীন

ঘ) ভারত-মিয়ানমার

২০. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

ক) রাজশাহী

খ) নওগাঁ

গ) বগুড়া

ঘ) নাটোর✔

২১. বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে?

ক) দ্বিতীয় ভাগে

খ) তৃতীয় ভাগে✔

গ) চতুর্থ ভাগে

ঘ) নবম ভাগে

২২. বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে?

ক) রাষ্ট্রপতি

খ) প্রধানমন্ত্রী✔

গ) স্পিকার

ঘ) প্রধান বিচারপতি

২৩. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করতে পারেন?

ক) ৪৮

খ) ৯৩✔

গ) ৬৫

ঘ) ১৪১

২৪. জাতীয় সংসদের মূল নকশা কে তৈরি করেন?

ক) লই আই কান✔

খ) জন স্টুয়ার্ট

গ) মাজহারুল ইসলাম

ঘ) জয়নুল আবেদিন

২৫. ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয়?

ক) দিল্লি

খ) কলকাতা

গ) বেঙ্গালুরু✔

ঘ) জয়পুর

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. সকালে রংধনু সৃষ্টির কারণ–

ক) বায়ুস্তর

খ) ধূলিকণা

গ) বায়ুমন্ডল

ঘ) বৃষ্টির কণা✔

২. শব্দের উৎপত্তির কারণ?

ক) শব্দ তরঙ্গ

খ) প্রতিধ্বনি

গ) বস্তুর কম্পন✔

ঘ) বস্তুর তাপমাত্রা

৩. কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী ?

ক) অগ্ন্যাশয়

খ) আড্রিনালিন গ্রস্থি

গ) পিটুইটারী গ্রস্থি

ঘ) থাইরয়েড গ্রস্থি

৪. দুধে বিদ্যমান শর্করা কোনটি ?

ক) এলাকটোজ

খ) ফ্রুকটোজ

গ) গ্যালাকটোজ

ঘ) ল্যাকটোজ✔

৫. রক্তের লোহিত কণিকার কাজ —

ক) রোগ প্রতিরোধ করা

খ) কার্বন ডাই-অক্সিজের বহন করা

গ) নাইট্রোজেন বহন করা

ঘ) অক্সিজের বহন করা✔

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download