বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইন্সপেক্টর/সিনিয়র অফিসার/ নিরাপত্তা কর্মকর্তা প্রশ্ন সমাধান-২০২৪

0
113

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইন্সপেক্টর পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪

পদের নামঃ- ইন্সপেক্টর / সিনিয়র অফিসার / নিরাপত্তা কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ- ২৪-০২-২০২৪

  1. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?

ক) ১৮

খ) ১৭

গ) ১৯✔️

ঘ) ২০

  1. চর্যাপদ’ এর প্রাপ্তিস্থান কোথায়?

ক) বাংলাদেশ

খ) নেপাল✔️

গ) উড়িষ্যা

ঘ) ভুটান

  1. ‘মর্সিয়া’ কি?

ক) আনন্দ গীতি

খ) চমাক গীতি

গ) শোক গীতি✔️

ঘ) পল্লী গীতি

  1. ‘লিপিমালা’ রচনা করেছেন কে?

ক) কাশীরাম দাস

খ) রামরাম বসু✔️

গ) দ্বিজরামাদেব

ঘ) মুক্তরাম সেন

  1. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ-

ক) প্রকৃত

খ) যথার্থ

গ) যা করা হয়েছে

ঘ) স্বাভাবিক✔️

  1. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?

ক) উষ্ম বর্ণ

খ) স্বরবর্ণ✔️

গ) ব্যঞ্জন বর্ণ

ঘ) ঘোষ বর্ণ

  1. দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ?

ক) সংজ্ঞাবাচক

খ) গুণবাচক✔️

গ) ভাববাচক

ঘ) জাতিবাচক

  1. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

ক) পরা

খ) ইতি✔️

গ) অধি

ঘ) পরি

  1. ‘ফোঁড়ন’ শব্দটি গঠিত হয়েছে-

ক) প্রত্যয়যোগে✔️

খ) সমাসযোগে

গ) উপসর্গযোগে

ঘ) সন্ধিযোগে

  1. কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?

ক) এর

খ) এরা✔️

গ) দিগকে

ঘ) দিগের

  1. ‘বঙ্গীয় শব্দকোষ’ এর প্রণেতা-

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ) মুহম্মদ হাবিবুর রহমান

গ) হরিচরণ বন্দ্যোপাধ্যায়✔️

ঘ) ফাদার ম্যানুএল

  1. ‘Amplitude’ বাংলা পরিভাষা কোনটি?

ক) বিস্তৃত

খ) বিস্তার✔️

গ) প্রসার

ঘ) প্রসারিত

  1. ‘দেশান্তর’ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি

খ) কর্মধারয়

গ) নিত্য সমাস✔️

ঘ) অলুক তৎপুরুষ সমাস

  1. ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অহ-রহ

খ) অহঃ+রহ

গ) অহঃ+অহ✔️

ঘ) অহ-অহ

  1. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?

ক) ৭টি

খ) ৯টি

গ) ৮টি

ঘ) ১০টি✔️

  1. ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ?

ক) নির্বোধ✔️

খ) প্রভা

গ) মনন্বিতা

ঘ) স্থিরতা

  1. শব্দ ও ধাতুর মূলকে বলে-

ক) বিভক্তি

খ) ধাতু

গ) প্রকৃতি✔️

ঘ) কারক

  1. কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?

ক) খুব শীত লাগছে।

খ) মনটা ভালো নেই আমার।

গ) করিম স্কুলে যায়।

ঘ) আজ প্রচণ্ড গরম।✔️

সাধারণ বিজ্ঞান

  1. ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে কি বলে?

ক) অয়নবায়ু

খ) প্রত্যয়ন বায়ু

গ) মৌসুমী বায়ু✔️

ঘ) স্থানীয় বায়ু

সাধারণ জ্ঞান

  1. বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে?

ক) ৮ জুলাই, ২০১৮✔️

খ) ১২ জুলাই, ২০১৮

গ) ৮ আগস্ট, ২০১৮

ঘ) ১২ আগস্ট, ২০১৮

  1. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়?

ক) আব্দুল মতিন

খ) গাজীউল হক✔️

গ) কাজী গোলাম মাহবুব

ঘ) অলি আহাদ

  1. বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বই মেলা আয়োজন করে আসছে?

ক) ১৯৭২

খ) ১৯৭৭

গ) ১৯৭৮

ঘ) ১৯৮৩✔️

  1. বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ?

ক) ৩৪

খ) ৩৮

গ) ৪৮✔️

ঘ) ৪৯

  1. সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?

ক) পূর্ণ✔️

খ) বর্ণ

গ) উচ্চারণ

ঘ) কথা

  1. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল?

ক) ১৯২০

খ) ১৯৫০

গ) ১৯৭০✔️

ঘ) ২১২৩

  1. এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?

ক) ৩ নভেম্বর

খ) ৪ নভেম্বর

গ) ৫ নভেম্বর✔️

ঘ) ৭ নভেম্বর

  1. International Civil Aviation Organization প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৪৫

খ) ১৯৪৭✔️

গ) ১৯৫০

ঘ) ১৯৬১

  1. কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না?

ক) গড়ান

খ) গামার✔️

গ) বাইন

ঘ) পশুর

  1. বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?

ক) ১২

খ) ১৩

গ) ১৫

ঘ) ১৯✔️

  1. দেশের প্রথম নারী উপাচার্য কে?

ক) আনোয়ারা বেগম

খ) ফারজানা ইসলাম✔️

গ) খালেদা একরাম

ঘ) সাদেকা হালিম

  1. বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক) হল্যান্ড

খ) ব্রাজিল

গ) চীন✔️

ঘ) যুক্তরাষ্ট্র

  1. কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?

ক) চীন

খ) যুক্তরাজ্য

গ) যুক্তরাষ্ট্রে✔️

ঘ) রাশিয়া

  1. সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণিকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের?

ক) গায়ানা

খ) জর্ডান✔️

গ) ইন্দোনেশিয়া

ঘ) এল সালভাদর

  1. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি?

ক) গ্রামীণ ফোন

খ) রবি✔️

গ) বাংলালিংক

ঘ) টেলিটক

  1. ‘পারকি’ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?

ক) কক্সবাজার

খ) পটুয়াখালী

গ) চট্টগ্রাম✔️

ঘ) ভোলা

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে?

ক) ১৮৬৩✔️

খ) ১৮৭২

গ) ১৮৭৭

ঘ) ১৮৮৩

  1. কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রঙ তৈরি হয়?

ক) লাল ও আকাশী✔️

খ) নীল ও সাদা

গ) সবুজ ও নীল

ঘ) সাদা ও আকাশী

  1. বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি?

ক) সুরমা

খ) সাঙ্গু

গ) কর্ণফুলী

ঘ) হালদা✔️

  1. ৫০ বছর পর কোন দেশ চাঁদে মাহাকাশযান প্রেরণ করেছে?

ক) চীন

খ) রাশিয়া

গ) যুক্তরাষ্ট্র✔️

ঘ) ফ্রান্স

গণিত

  1. xyz = 280 হলে কোনটি y এর মান হতে পারে না?

ক) 0✔️

খ) 5

গ) 3

ঘ) 2

  1. x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?

ক) xy

খ) x + y✔️

গ) x + y +1

ঘ) xy + 4

  1. ০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-

ক) ০.০০০০৯✔️

খ) ০.০০০১

গ) ০.০০১৮

ঘ) ০.০০০১৮

  1. একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?

ক) ১৪: ১৫

খ) ১৬: ২৫✔️

গ) ১৩: ২৫

ঘ) ১২: ২৪

  1. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

ক) ৩৪০

খ) ৩৪২

গ) ৩৪৪

ঘ) ৩৪১✔️

  1. তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল ২০, ২৭ এবং ২৩ হয়। সংখ্যা তিনটি কত?

ক) ৬, ৪ এবং ১৫

খ) ৯, ১১ এবং ১৪

গ) ১০, ৮ এবং ১৭

ঘ) ৮, ১২ এবং ১৫✔️

  1. √2 সংখ্যাটি একটি-

ক) স্বাভাবিক সংখ্যা

খ) মূলদ সংখ্যা

গ) অমূলদ সংখ্যা✔️

ঘ) পূর্ণ সংখ্যা

  1. দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে, সংখ্যাটি কত হবে?

ক) ৩৯✔️

খ) ৫৭

গ) ৯৩

ঘ) ৭৫

  1. একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যায়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?

ক) ৬✔️

খ) ৭

গ) ৫

ঘ) ৯

  1. দুটি সংখ্যার অনুপাত ৫ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২: ৩ হয়। সংখ্যা দুটি কি কি?

ক) ৭ ও ১১

খ) ১২ ও ১৮

গ) ১০ ও ২৪

ঘ) ১০ ও ১৬✔️

  1. ২৫০ মি.লি আয়তনের পানির ওজন কত কেজি?

ক) ২৫০

খ) ০.২৫

গ) ২.৫০✔️

ঘ) ২৫.০০

  1. ১৮ কেজি ভরের বস্তুর ওজন চাঁদে কত নিউটন হবে?

ক) ২৯.৪✔️

খ) ১৯.৪

গ) ৩৯.৪

ঘ) ৪৯.৪

  1. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

ক) ৩১৪৭

খ) ২২৮৭

গ) ২৯৮৭

ঘ) ২১৮৭✔️

  1. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

ক) ১০৫

খ) ৫৩✔️

গ) ২১

ঘ) ১২৪

  1. ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

ক) ১৫.৫ সে.মি.

খ) ১৫.৪ সে.মি.

গ) ১৫.৯৫ সে.মি. ✔️

ঘ) ১৬.৫৫ সে.মি.

  1. ১ + ৫ + ৯ + ১৩….. ধারাটির ১৫তম পদ হবে-

ক) ৫৭✔️

খ) ৬১

গ) ৪৭

ঘ) ৬৫

  1. দুটি সংখ্যার অনুপাত ৫ ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, ল.সা.গু কত?

ক) ২০০

খ) ২২৪

গ) ২৪৮

ঘ) ২৪০✔️

  1. আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লোকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?

ক) ২৮৮

খ) ২৪৩✔️

গ) ২৭৬

ঘ) ৩১০

English

  1. Choose the appropriate pronoun: Any of you may take it; I don’t care-

ক) which

খ) what

গ) who✔️

ঘ) whom

  1. The plural number of ‘Oasis’ is-

ক) oasies

খ) oasises

গ) oases✔️

ঘ) oasisees

  1. Which expression is correct?

ক) Ten cattles

খ) One cattles

গ) Ten head of cattle✔️

ঘ) Ten heads of cattle

  1. …. of what he said was very sensible.

ক) Many

খ) Much✔️

গ) A few

ঘ) Few

  1. The pen is inferior … your pen.

ক) than

খ) that

গ) to✔️

ঘ) from

  1. Can this machine be adapted farm … work?

ক) in

খ) to✔️

গ) into

ঘ) for

  1. I shall ring you up as soon as ….

ক) I will arrive

খ) I shall arrive

গ) I arrive✔️

ঘ) I shall be arriving

  1. All the books have been sold. There ____left

ক) are none✔️

খ) is none

গ) none

ঘ) not any

  1. অন্ধজনে দেহ আলো- Translate into English:

ক) The body of the blind gives light.

খ) The blind holds the light.

গ) Give light to the body of the blind.

ঘ) Give light to the blind. ✔️

  1. The idiomatic expression ‘hold good’ means-

ক) respectable

খ) praiseworthy

গ) up-to-date

ঘ) valid✔️

  1. Choose the correct spelling:

ক) aumature

খ) ammateur

গ) amatear

ঘ) amateur✔️

  1. Antonym of word ‘native’ is-

ক) alien✔️

খ) congeuial

গ) inborn

ঘ) local

  1. ‘Come to light’ means-

ক) to publish✔️

খ) in danger

গ) valid

ঘ) lighting

  1. ‘Theology’ is a term related to-

ক) study of education

খ) study of vote

গ) study of religion✔️

ঘ) study of politics

  1. The young man seems very-

ক) sensible✔️

খ) sensibly

গ) sensiblely

ঘ) sensitively

  1. He is a man______letters.

ক) about

খ) off

গ) of✔️

ঘ) in

  1. The judge ______my objection.

ক) set forth

খ) set down✔️

গ) set in

ঘ) set off

  1. Sweet _______ the uses of adversity.

ক) is

খ) are✔️

গ) has

ঘ) have

  1. Neither Bulbul nor his parents______ come.

ক) have✔️

খ) has

গ) has to

ঘ) have to

  1. She told that she (visit) London next month.

ক) visited

খ) will visit

গ) had visited

ঘ) would visit✔️

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download