ICT Division Office Assistant Cum Computer Typist Exam Question Solution-2022

0
267

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস সহাকারী-কাম-কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

Department of Information and Communication Technology Question Solution-2022

পদের নামঃ- অফিস সহাকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ- ২৩ সেপ্টেম্বর ২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। অনুচ্ছেদ লিখুন: পদ্মা সেতু

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। ২৬ জুন ২০২২ থেকে আনুষ্ঠানিকভাবে সেতু দিয়ে সর্বসাধারণের চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ হয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু দেশের ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। ৪২টি পিলার ও ৪১টি স্প্যান দিয়ে ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থের পরিকল্পনায় নির্মিত দেশের সবচেয়ে বড় সেতু।  স্বপ্নের পদ্মা সেতু চালুর ফলে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হচ্ছে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার। একই সঙ্গে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে এ অঞ্চলের মানুষের। এছাড়া এ  অঞ্চল সবচেয়ে বেশি লাভবান হয়েছে। সেতু তৈরির সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে জিডিপি বাড়বে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। মোংলাবন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সব মিলিয়ে পদ্মা সেতু অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে, সহজ হবে মানুষের চলাচলও। পদ্মা সেতু চালুর ফলে খুলনা তথা দক্ষিণ অঞ্চলের  কৃষিপণ্যের পরিবহন সহজ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এই জনপদের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট সুযোগ সৃষ্টি করেছে পদ্মা সেতু।

২। অর্থসহ বাক্য রচনা করুন:

  • কেউকেটা = বিশিষ্ট ব্যক্তি = সমাজে কেউকেটার অভাব নেই।
  • ফোড়ন দেয়া = টিপ্পনী করা = ভাল কথার মধ্যে ফোড়ন দেয়া সুমনের অভ্যাস।
  • আক্কেল সেলামি = বোকামির দন্ড = বেশি দামে পিঁয়াজ কিনে আক্কেল সেলামি দিতে হলো।
  • অথৈ জল = ভীষণ বিপদ = হঠাৎ চাকরি হারিয়ে সুমন অথৈ জলে পড়েছে ।
  • বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু = কাজল যে বসন্তের কোকিল ছিল এখন বুঝতে পারতেছি।

৩। এক কথায় প্রকাশ করুন:

  • জেনেও যে পাপ করে = জ্ঞানপাপী
  • দিনের শেষ ভাগ = অপরাহ্ন
  • দমন করা যায় না যাকে = অদম্য
  • যা স্থলে চলে = স্থলচর
  • অল্প কথা বলে যে = অল্পভাষী

৪। সন্ধি বিচ্ছেদ করুন:

  • সংলাপ = সম্‌ + লাপ
  • পদ্ধতি = পদ্‌ + হতি
  • ইতোমধ্যে = ইতঃ+মধ্যে
  • গবেষণা = গো + এষণা
  • ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত

৫। শুদ্ধ করে লিখুন:

  • মুমুর্ষু = মুমূর্ষু
  • সমিচিন = সমীচীন
  • ভূল = ভুল
  • সৌজন্যতা = সৌজন্য
  • খ্রীষ্টাব্দ = খ্রিস্টাব্দ

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৬। Write a paragraph on ‘Fourth Industrial Revolution’

The Fourth Industrial Revolution, 4IR, or Industry 4.0, conceptualizes rapid change to technology, industries, and societal patterns and processes in the 21st century due to increasing interconnectivity and smart automation. The term has been used widely in scientific literature, and in 2015 was popularized by Klaus Schwab, the World Economic Forum Founder and Executive Chairman. It is characterized by the convergence and complementarity of emerging technology domains, including nanotechnology, biotechnology, new materials and advanced digital production (ADP) technologies. The latter includes 3D printing, human-machine interfaces (HMIs) and artificial intelligence, and is already transforming the global industrial landscape. Incorporating ADP technologies into industrial production processes has given rise to the concept of Industry 4.0, also known as the Smart Factory – one that learns as it works, continuously adapting and optimizing its own processes accordingly. The impact of 4IR on global value chains (GVCs) is another interesting route of inquiry. On the one hand, the 4IR’s innovations can improve trade logistics and lower transaction costs, making it cheaper and easier to ‘offshore’ certain aspects of production.

৭। ইংরেজিতে অনুবাদ করুন:

ক. সকাল থেকে গা গুড়ি বৃষ্টি হচ্ছে  = It has been drizzling since morning.

খ. আয় বুঝে ব্যয় করো =  Cut your coat according to your cloth.

গ. সে গত কাল স্কুলে যায়নি = He didn’t go to school yesterday.

ঘ. আমার লেখার কলম নেই = I have no pen to write with.

ঙ. ডাক্তার আসার পর রোগী মারা গেল = The patient died after the doctor had arrived.

৮।  Make a sentence with the following Idioms & Phrases:

Fish out of water = অস্বস্তিকর অবস্থা = Jakir just always felt like a fish out of water.

A Red letter day = স্মরণীয় দিন = The 21 February is a red letter day in the history of Bangladesh.

Palmy days = সুসময়  =  Marzia was born in the palmy days of peace.

In lieu of = পরিবর্তে = Sumon will not receive any compensation package or payment in lieu of notice.

Black and blue = প্রহার করা = The man beat his own mother black and blue!

৯। Fill in the blanks:

  1. a) He died …….. cholera. Ans: of
  2. b) The boy is deficient ……. English. Ans: in
  3. c) He is engaged …. writing a book. Ans: in
  4. d) The criminal was convicted ….murder. Ans: of
  5. e) Mr. Jalil is expert ….. English. Ans: in

১০। Correct the following sentence:

  1. a) I (meet) you long ago. Ans: I met you long ago.
  2. b) I (see) him recently. Ans: I have seen him recently.
  3. c) It (rain) since morning. Ans: It has been raining since morning.
  4. d) The price of rice (be) costly. Ans: The price of rice is costly.
  5. e) There (be) a high school in our village. Ans: There is a high school in our village.

গণিত প্রশ্ন সমাধানঃ- 

১১। ৮টি শার্টের বিক্রয়মূল্য ১০টি শার্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ?

উত্তরঃ ২৫%

১২। বার্ষিক ৯% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৫০০ টাকা হবে?

উত্তরঃ ৫ বছরে

১৩। পিতা ও পুত্রের বয়সের যােগফল ৮০, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?

উত্তরঃ পিতার বয়স ৬০ বছর

১৪। উৎপাদকে বিশ্লেষন করুন: x3+3x+36

উত্তরঃ (x+3) (x2-3x+12)

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১৫। উত্তর দিন:

ক) টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?

উত্তরঃ ড. স্যামুয়েল হার্স্ট

খ) পূর্ণরূপ লিখন: WWW, HTML

উত্তরঃ  WWW = World Wide Web

HTML = Hypertext Markup Language

গ) সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ নির্দেশ করা হয় কোন বর্ণ দ্বারা?

উত্তরঃ C বর্ণ

ঘ) বিশ্বের কোন প্রতিষ্ঠানকে ‘বিগ ব্ল’ বলা হয়?

উত্তরঃ আইবিএম (IBM)

গু) আমার দেখা নয়াচীন’ কার লেখা?

উত্তরঃ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান

চ) বাংলাদেশ কোন সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত?

উত্তরঃ সি-মি-উই ৪ এবং সি-মি-উই ৫  কনসোর্টিয়ামে যুক্ত

ছ) সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন কে?

উত্তরঃ আইজ্যাক আশিমো

জ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ৬ দফা ঘােষণা করেন?

উত্তরঃ লাহোরে

ঝ) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুই জন নারীর নাম লিখুন?

উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি

ঞ) কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download