প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অফিস
সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
০১. নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দিনঃ-
ক) ‘গণতন্ত্র’ এর ব্যাসবাক্যসহ সমাস কী হবে?
উত্তরঃ- গণের তন্র (ন্তী তৎপুরুষ সমাস)/ গণ নিয়ন্ত্রিত তন্ত্র (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
খ) ‘যারা দেশ প্রেমিক, তারা দেশকে ভালোবাসে বাক্যটিতে সরল বাক্যে রূপান্তর করুন।
উত্তরঃ- দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে |
গ) ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ- আরবি
ঘ) বসন্তে কোকিল ডাকে – এ বাক্যে বসন্ত কোন কারক?
উত্তরঃ- অধিকরণ কারক
ঙ) ‘সঞ্চয়’ এর সন্ধিবিচ্ছেদ করুন।
উত্তরঃ- সম্ + চয়
০২. মুক্তিযুদ্ধের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কয়টি ও কী কী?
উত্তরঃ- ৪টি । যথা; বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
০৩. সংক্ষেপে বর্ণনা করুন- ‘মুজিব জন্মশতবার্ষিকী’
উত্তরঃ- মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ । বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। [১]২] বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে গোপালগঞ্জ জেলা) টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে উপজেলা) ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৭ই মার্চ তার জন্মের ১০০ বছর পূর্তি হয়। তাই তার এই জন্মশতবার্ধিকী উদযাপনের জন্যই ‘মুজিববর্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করে। তাই ২০২০ ও ২০২১ সাল দুটি বাঙালির জাতীয় জীবনের দুটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।
ইংরেজী প্রশ্ন সমাধানঃ-
৪. নিম্ন লিখিত প্রশ্নসমূহের উত্তর দিন:
ক) Overseas শব্দের অর্থ কী?
উত্তরঃ- বিদেশ
খ) ‘Null and Void’ af অর্থ কী?
উত্তরঃ- বাতিল
গ) Fill in the gap:
- a) This is —- useful book for research. Ans: a
- b) He is senior — me. Ans: to
Translate into English:
- a) মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
Ans: Freedom fighters are the best children of the nation.
- b) তোমার ঘড়িতে কয়টা বাজে?
Ans. What is the time by your watch?
৫. Please write shortly about ‘METRO RAIL’
Ans: Metro Rail is a rapid railway system. It saves time and money for passengers living in big cities. Passengers can travel about 20 km in 40 minutes because this rail runs very fast. Steel or concrete is used to make a metro rail system. The government of Bangladesh has started building a metro rail system in Dhaka city. The aim is to save people from traffic jams. This “project is a remarkable work of the current government. The construction work is going on, and it will end by 2022. Dhaka is a populated city, and traffic jams have become unbearable. It was a significant demand of people, and their dream will come true. This metro rail can carry more than 60,000 passengers at a time. The length of the Dhaka metro rail is 20 km, with 16 stations from Uttara to Motijheel. Still, the initial plan is to finish the 10 km long metro rail from Uttara to Agargaon. The metro rail has a significant impact on the economy of Bangladesh because it will save Tk 200 billion every year. Mero rail is an environment-friendly transport system as it is run by electricity. The Dhaka metro rail is a dream project for Dhaka city dwellers. The construction work is hampering their daily lives, but they are happy about this metro rail project. It will save time and money and free them from the hectic traffic jams of Dhaka city. The Dhaka Metro Rail is one of the most important projects in the history of Bangladesh. It will provide convenience to millions of commuters who live in the capital city.
গণিত প্রশ্ন সমাধানঃ-
৬. নিম্ন লিখিত প্রশ্নসমূহের উত্তর দিন
ক) কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ৫/৬, ১১/১৫, ১১/১৪, ১৭/২১
উত্তর|- ১১/১৫
খ) ১ মাইল = কত কিলোমিটার?
উত্তরঃ ১.৬০৯ কিলোমিটার
গ) ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
সমাধান সমষ্টি = পদসংখ্যা (শেষ পদ + প্রথম পদ)/২ = = = ৪৯৫০
সুতরাং গড় = = = ৫০
উত্তরঃ- ৫০
ঘ) কোণের পূরক কোণ কত?
উত্তরঃ- ২৫ ডিগ্রি (৯০-৬৫=২৫)
৮. মান নির্ণয় করুনঃ- (a+b) (a+c) (b+c) a=0.5,b=1 হলে c=0
সমাধান: (a+b) (a+c) (b+c)
= (0.5+1) (0.5+0) (1+0)
=1.5×0.5×1
=75 Ans
০৯. আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ-
আয়তক্ষেত্র | বর্গক্ষেত্র |
১. চারটি বাহু সমান | ১. বিপরীত বাহুগুলো সমান। |
২. কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে না | ২. কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। |
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১০. নিম্ন লিখিত প্রশ্নসমূহের উত্তর দিন:
ক) “সিত্রাং’ শব্দের অর্থ কী?
উত্তরঃ- পাতা
খ) পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ উপজেলাসমূহের নাম কী?
উত্তরঃ- লৌহজং ও জাজিরা
গ) মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে?
উত্তরঃ- সব্যসাচী হাজরা
ঘ) MRT পূর্ণরূপ কী?
উত্তরঃ- Mass Rapid Transit
ঙ) ‘কাঞ্চনজঙ্ঘা’ কোথায়?
উত্তরঃ- কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত ।
চ) যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ- ঋষি সুনাক (ভারতীয় বংশোদ্ভূত)
ছ) ASEAN এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ- জাকার্তা, ইন্দোনেশিয়া
জ) সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ বাংলাদেশ দলের অধিনায়ক কে?
উত্তরঃ- সাবিনা খাতুন
ঝ) বাংলাদেশে COVID-19 আক্রান্ত রোগী প্রথম কবে শনাক্ত হয়?
উত্তরঃ- ৮ মার্চ ২০২০
ঞ) CPS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Central Processing Unit
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপ-সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০১৭
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২