প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
215

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  কম্পিউটার অপারেটর

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ- ১৮-১১-২০২২

১. সন্ধি বিচ্ছেদ করন:

চতুর্দিক              = চতু: + দিক

উচ্ছ্বাস               = উৎ + শ্বাস

প্রিয়ংবদা             = প্রিয়ম্ + বদা।

পর্যালোচনা         = পরি + আলোচনা

লঘুর্মি                 = লঘু + উর্মি

২. এক কথায় প্রকাশ করুন:

তুলার তৈরি                               = তুলোট

ফল পাকলে যে গাছ মরে যায়         = ওঘধি

শোভন হৃদয় যার                        = সুহৃদ

মৃতের মতো অবস্থা যার                 = মুমূর্ষু

যে বিদেশে                                = প্রবাসী

৩. শুদ্ধ করে লিখুন:

দারিদ্র                = দারিদ্র্য

সবিনয় পূর্বক       = সবিনয় / বিনয় পূর্বক

আকাঙখা           = আকাঙ্ক্ষা

বিভিষিকা            = বিভীষিকা

অনুসঙ্গিক           = আনুষঙ্গিক

৪. সংক্ষেপে উত্তর লিখুন:

ক. কাজী নজরজ্ল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি এবং এটি কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ও গল্পগ্রন্থ – “ব্যাথার দান”(১৯২২)। কিন্তু তার প্রকাশিত প্রথম রচনা ও গল্প হলো – “বাউন্ডুলের আত্মকাহিনী” যা ১৯১৯ সালে “সওগাত ” পত্রিকায় প্রকাশিত হয় । “অগ্নিবীণা” তার প্রথম কাব্যগ্রন্থ এবং “রাজবন্দীর জবানবন্দি” তার প্রবন্ধগ্রন্থ। আর “নবযুগ” তার সম্পাদিত পত্রিকা।

খ. “সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই”- উক্তিটি কার?

উত্তরঃ- বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত কবি চক্ডীদাস এর।

গ. “মুজিব-লেনিন-ইন্দিরা” কোন ধরনের প্রশ্ন এবং এর লেখক কে?

উত্তরঃ- নির্মলেন্দু গুণ।

৫. Make Sentence with idioms and phrases:

White elephant (মূল্যবান কিন্তু অকেজো, A very costly or troublesome possession) : He is a white elephant in this office.

Bread and Butter (জীবিকা): It was a question of bread and butter.

For good (চিরতরে, Permanently): He has left the country for good.

Out break (প্রাদুর্ভাব): The cholera outbreak continued to spread.

Make good (ক্ষতিপূরণ করা, compensation): You should try to make good your loss.

৬. ইংরেজিতে অনুবাদ করুন:

ক) ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না     = Look before you leap.

খ) আমি তাকে কাঁদতে শুনলাম                   = I heard him crying.

গ) নদীটি কানায় কানায় পূর্ণ                       = The river is full to the brim.

ঘ) এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম = The struggle this time is for freedom.

ঙ) আমি অর্থের চেয়ে সম্মান পছন্দ করি        = I prefer honour to money

৭. Fill in the blanks with appropriate prepositions:

  1. a) Fortune smiles ……. the brave. (upon)
  2. b) The man died ……. over eating. (from)
  3. c) Our servant is blind ……. one eye. (in)

d)He is named ……. his father. (after)

  1. e) First five-year plan of Bangladesh was prepared ……. the guidance and leadership of Bangabandhu. (under)

৮. Change the voice:

  1. a) Do not laugh at the poor.

Ans. Let not the poor be laughed at.

  1. b) Take care of your health.

Ans. Let the care of your health is taken by you.

  1. c) He killed himself.

Ans. He was killed by himself.

  1. d) He is going to attend an exam.

Ans. An exam is going to be attended by him.

  1. e) He was made president by us.

Ans. We made him president.

৯. ১০০ টাকায় ১৫ টি কমলা কিনে ১০০ টাকায় ১২ টি বিক্রয় করলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?

উত্তরঃ- লাভ ২৫%

১০. “ক” একটি কাজ ১৫ দিনে, ‘খ’ তা ২০ দিনে এবং ‘গ’ তা ১২ দিনে করতে পারে । তিন

জনে একত্রে কাজটি কত দিনে করতে পারে?

সমাধানঃ

ক ১ দিনে করে কাজের ১/১৫ অংশ

খ ১ দিনে করে কাজের ১/২০ অংশ

গ ১ দিনে করে কাজের ১/১২ অংশ

ক,খ ও গ একত্রে ১ দিনে করে কাজের (১/১৫ + ১/২০ + ১/১২) অংশ

= (৪+ ৩+৫)/৬০=১২/ ৬০ = ১/৫ অংশ

এখন,

১/৫ অংশ করে ১ দিনে

:. ১ অংশ করে ৫ * ১= ৫ দিনে।

১১. দুই অংক বিশিষ্ট সংখ্যার একটি অংক অপরটি অপেক্ষা ৫ বেশি। অংকদ্বয় স্থান বিনিময় করলে তা পূর্বের সংখ্যার ৩/৮ হয়। সংখ্যাটি কত?

সমাধানঃ ধরি,

দশক স্থানীয় অঙ্ক x

একক স্থানীয় অঙ্ক y

:. সংখ্যাটি ১০ + y

প্রশ্নমতে,

X=y=5

আবার, অঙ্কদয় স্থান পরিবর্তন করলে দাঁড়ায় 10y +x

10y + x= (10x+y) এর ৩/৮

বা, ৮০y+৮x=৩০ x+৩y

বা, ২২x – ৭৭y =০

বা, ২x-৭y = ০

বা, ২(y+5) – ৭y=0

বা, ২y+10 = ৭y=0

বা, 10- ৫y =0

বা, ৫y=১০

বা, y= ২

X = 2+5 =7

সুতারাং সংখ্যাটি ১০*৭+২=৭২

১২. 4 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:

4

=

= (2x-+1(x-3)

= 4(x-3)(x-3)+1(x-3)

= (x-3) {4(x-3)+1}

= (x-3){4x-12+1}

= (x-3)(4x-11) Ans

১৩. সংক্ষেপে উত্তর দিন:

ক) এক ন্যানোমিটার = কত মিটার?

উত্তরঃ- ০.০০০০০০০০১ মিটার

খ) Unicode এর পূর্ণ নাম কি?

উত্তরঃ- Universal Character Encoding

গ) ব্লু-টুথ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?

উত্তর: এরিকসন।

ঘ) 7) এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- NWD = National Wide Dialing

ঙ) বাংলাদেশে ছাপিত প্রথম কম্পিউটারের নাম কি?

উত্তরঃ- বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সুচনা হয় ষাটের দশকে এবং. নববই – এর দশকে তা ব্যাপকতা লাভ করে । দশকের মধ্যভাগ থেকে এ দেশে তথ্য প্রযুক্তি ব্যাপক পরিচিতি লাভ করতে শুরু করে । পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা – তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) পথম কম্পিউটার। এটি ছিল (International Business Machines –IBM) কোম্পানির ১৬২০ সিরিজের একটি মেইনফ্রেম (Mainframe Computer)। যন্ত্রটির প্রধান ব্যবহার-ছিল জটিল গবেষণা কাজে গাণিতিক হিসাব সম্পনকরণ।

চ) বাইনারী ১০০১০১১ সংখ্যাটি ডেসিমেলে কত?

উত্তরঃ- ৭৫

১৪. দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন ।

উত্তরঃ- ফেসবুক ও টুইটার

১৫. কম্পিউটার মেমোরি বলতে কি বুঝায়? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় উদাহরণসহ লিখুন ।

উত্তর হার্ডডিস্ক। কম্পিউটারে সাধারণত ৩ ধরনের মেমোরি থাকে। এগুলো হলোঃ Main. Memory Or Primary Memory (প্রধান মেমোরি), Auxiliary Memory Or Secondary Memory (সহায়ক বা গৌণ মেমোরি) এবং Cache Memory  (ক্যাশ মেমোরি)। কম্পিউটারের মেমোরি পরিমাপের একক হলো বিট ।

১৬. ‘ফাংশন কী’ বলতে কি বোঝায়? “ফাংশন কী’ কয়টি ও কি কি?

F5 নামক ‘ফাংশন কী’ এর ব্যবহার লিখুন ।

উত্তরঃ ১২টি । F1-F2

F5 নামক ‘ফাংশন কী’ এর ব্যবহার: মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামকে Refresh করা হয়। F5 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন, পাওয়ার পয়েন্টের সাইড শো শুরু করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে find, replace go to উইন্ডো খোলা হয়।

১৭. Projector ও Scanner কি ধরণের ডিভাইস?

উত্তর:

Projector আউটপুট ধরণের ডিভাইস ।

Scanner ইনপুট ধরণের ডিভাইস ।

১৮. পূর্ণ রূপ লিখুনঃ

উত্তরঃ

HTTP = Hypertext Transfer Protocol

OMR = Optical mark reader

LAN = Local Area Network

ROM = Read-Only Memory

১৯. কম্পিউটার হার্ডওয়ার বলতে কি বোঝায়? কম্পিউটারের হার্ডওয়ারকে কয়ভাগে ভাগ করা যায়? কি কি?

উত্তরঃ হার্ডওয়্যার: কম্পিউটারের যে অংশগ্লো সাধারণত -হাতে ছোয়া বা দেখা যায় তাদেরকে হার্ডওয়্যার বলে। সার্বিক অর্থে কম্পিউটারের বাহ্যিক অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রপাতি বা যন্ত্রাংশের সমষ্টিকে হার্ডওয়্যার বলে। উদাহরণস্বরূপ বলা যায় – Keyboard, Mouse, Printer, Hard Disk, Monitor ইত্যাদি একটি হার্ডওয়্যার।

কম্পিউটার হার্ডওয়ারের ৩টি অংশ । যথা- ইনপুট যন্ত্রপাতি, সিস্টেম ইউনিট, আউটপুট যন্ত্রপাতি ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download