প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
পদের নামঃ-সহকারী পরিচালক
পরীক্ষার তারিখঃ-১১/০৫/২০১২
বাংলা প্রশ্ন সমাধান
১. ”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
ক) ইতোপূর্বে
খ) ইতঃপূর্বে✔
গ) ইতোঃপূর্বে
ঘ) ইতপূর্বে
২. ”হরতন” শব্দটি-
ক) আরবি
খ) ফারসি
গ) ওলন্দাজ✔
ঘ) পর্তুগিজ
৩. শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি?
ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) স্বরবৃত্ত✔
ঘ) কোনটিই নয়
৪. মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
ক) ব
খ) ট
গ) ঝ✔
ঘ) খ
৫. তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক) ড়
খ) ঢ়✔
গ) ল
ঘ) র
৬. মাইকেল মধুসূদনের নাটক কোনটি ?
ক) শকুন্তলা
খ) শর্মিষ্ঠা✔
গ) ভদ্রার্জুন
ঘ) রাবণবধ
৭. বিভীষণের স্ত্রীর নাম কি?
ক) ঊর্মিলা
খ) মন্দোদরী
গ) চিত্রঙ্গদা
ঘ) সরমা✔
৮. ”যুগলাঙ্গরীয়” গ্রন্থের রচিয়তা কে?
ক) প্যারিচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔
গ) মোশাররফ হোসেন
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯. মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
ক) জমিদার দর্পণ
খ) বসন্তকুমারী
গ) রত্নবতী✔
ঘ) বিষাদসিন্দু
১০. রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
ক) আলমাহমুদ
খ) আব্দুল করিম সাহিত্য বিশারদ
গ) আবুল মনসুর আহমদ✔
ঘ) আব্দুল কাদের
১১. ”তিথিডোর” গ্রন্থের রচয়িতা –
ক) বিহারীলাল চক্রবর্তী
খ) বিষ্ণদে
গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু✔
১২. আক্তারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি?
ক) খোঁয়ারি
খ) খোয়াবনামা✔
গ) দুধে ভাতে উৎপাত
ঘ) দোযখের অম
১৩. ”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক-
ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ✔
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) অতীশ দীপঙ্কর
ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১৪. ”পদ্মরাগ” গ্রন্থের রচয়িতা কে?
ক) ফজিলাতুন্নেসা
খ) নবাব ফয়জুন্নেসা
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন✔
ঘ) বেগম সুফিয়া কামাল
১৫. ”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-
ক) কবি ইশ্বর গুপ্ত✔
খ) রাজা রামমোহন রায়
গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) জন ক্লার্ক মার্শম্যান
১৬. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
ক) গৌর দাশ
খ) চার্লস উইলকিন্স✔
গ) পঞ্চানন কর্মকার
ঘ) গঙ্গা কিশোর ভট্টাচার্য
১৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-
ক) অবাগীর স্বর্গ
খ) মামলার ফল
গ) মন্দির✔
ঘ) মহেশ
১৮. কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি-
ক) কাব্য
খ) নাটক✔
গ) উপন্যাস
ঘ) সংগীত
১৯. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন?
ক) স্মরণ✔
খ) উৎসর্গ
গ) নৈবেদ্য
ঘ) খেয়া
২০. ”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে?
ক) আলতাফ মাহমুদ✔
খ) সমরদাশ
গ) আব্দুল লতিফ
ঘ) আব্দুল আলিম
২১. আলাদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?
ক) আর্তনাদ
খ) তেইশ নম্বর তৈলচিত্র✔
গ) নিরন্তর ঘন্টা ধ্বনি
ঘ) চিলেকৌঠার সেপায়
২২. ”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?
ক) বদরুদ্দিন উমর
খ) মাসুদা ভাট্টি
গ) এম.আর. আখতার মুকুল✔
ঘ) মেজর রফিকুল ইসলাম
২৩. ”বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন?
ক) রাবেয়া খাতুন
খ) রাজিয়া খান✔
গ) রিজিয়া রহমান
ঘ) আনোয়ারা সৈয়দ হক
২৪. বুলবুল চৌধুরী খ্যাত-
ক) অভিনয়ের জন্য✔
খ) নৃত্যের জন্য
গ) ছবি আঁকার জন্য
ঘ) লেখক হিসাবে
২৫. জীবনানন্দ দাশের জন্ম স্থান-
ক) বরিশাল✔
খ) ফরিদপুর
গ) খুলনা
ঘ) সাতক্ষীরা
ইংরেজি প্রশ্ন সমাধান
- Fill in the blank: What is the time _____ your watch?
ক) with
খ) by✔
গ) in
ঘ) at
- William Shakespeare is a famous ______
ক) Dramatist✔
খ) novelist
গ) essayist
ঘ) critic
- Debut means ____
ক) conclusion
খ) contradiction
গ) gracious response
ঘ) first appearance✔
- We observed our ______ language movement day on 21st Feb 2012
ক) 56th
খ) 60th✔
গ) 50th
ঘ) 58th
- A sonnet is a lyric poem of ____
ক) 12 lines
খ) 24 lines
গ) 14 lines✔
ঘ) 10 lines
- What is the verb form of the word “beautiful”?
ক) beauty
খ) beautifully
গ) beauties
ঘ) beautify✔
- Which one is the correct passive form of the sentence ____ “Open the door”?
ক) The door is opened
খ) The door should
গ) Let the door be opened✔
ঘ) Let me open the door
- What is the antonym of “Expel”?
ক) Banish
খ) Dismiss
গ) Eject
ঘ) Admit✔
- Which one is the correct spelling?
ক) Comity
খ) Committe
গ) committee✔
ঘ) Comitee
- “Do or die” is a ______Sentence.
ক) Simple
খ) Exclamatory
গ) Complex
ঘ) Compound✔
- time and tide ______for none.
ক) wait✔
খ) waits
গ) waiting
ঘ) will wait
- What is the feminine gender of the word “tiger”?
ক) tigress✔
খ) tigers
গ) tigres
ঘ) tigrres
- Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue.
ক) thunder
খ) bolt✔
গ) lightning
ঘ) bullet
- De facto means______
ক) as per facts
খ) in reality✔
গ) by rights
ঘ) evidence
- Complete the sentence with the right form of verb: “She was (wake) by the alarm clock.”
ক) woken✔
খ) awaked
গ) awoked
ঘ) awakened
- Identify the poet of the verse: “Our sweetest songs are those that tell of saddest thought”.
ক) John Keats
খ) P.B. Shelley✔
গ) Lord Byron
ঘ) william Wordsworth
- The antonym of “Hostile” is ______
ক) Friendly✔
খ) cruel
গ) Dangerous
ঘ) Alarming
- Who among the following is a dramatist?
ক) George Bemard Shaw✔
খ) E.M. Forster
গ) t.S. Eliot
ঘ) Stephen Spender
- Anthropology is ______
ক) Study of human origin and culture✔
খ) a disease of animals
গ) ancient historyu
ঘ) legendary
- Sine die Means ______
ক) immediately
খ) on his death
গ) closed for the day
ঘ) adjourned indefinitely✔
- To raise one’s brows shows:
ক) irritation
খ) surprise✔
গ) anxiety
ঘ) indifference
- Who is the composer of “Paradise Lost”?
ক) John Keats
খ) Lord Byron
গ) S.T. Coleridge
ঘ) John Milton✔
- English is our _______
ক) 1st language
খ) 2nd language
গ) forenign language✔
ঘ) official language
- Fill in the blank: Qamran is good ______ Mathematics.
ক) at✔
খ) in
গ) with
ঘ) for
- Find out the correct sentence:
ক) Bangalees are a brave nation
খ) The Bangalees are a brave nation
গ) The Bangalee is a brave nation✔
ঘ) The Bangaless are brave nation
গণিত প্রশ্ন সমাধান
১. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক) ২৫%
খ) ২৮%
গ) ৩০%✔
ঘ) ৩২%
২. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
ক) ৭ ও ১১
খ) ১২ ও ১৮
গ) ১০ ও ২৮
ঘ) ১০ ও ১৬✔
৩. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
ক) দ্বিগুণ
খ) তিনগুণ
গ) চারগুণ✔
ঘ) পাঁচগুণ
৪. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক) ৩
খ) ২২/৭✔
গ) ২৫/৯
ঘ) প্রায় ৫
৫. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮৯
খ) ১৪১✔
গ) ২৪৮
ঘ) ১৭০
৬. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যা কত?
ক) ২০✔
খ) ২৫
গ) ১৮
ঘ) ৩০
৭. ১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
ক) ৩০০ টাকা
খ) ৪০০ টাকা
গ) ৩৫০ টাকা✔
ঘ) ৪৫০ টাকা
৮. ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
ক) ২০
খ) ২৫
গ) ৩০
ঘ) ৩৫✔
৯. মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে?
ক) Z
খ) Q✔
গ) P
ঘ) N
১০. একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
ক) ৪টি
খ) ১টি
গ) ৩টি
ঘ) ২টি✔
১১. প্রতি ১ ঘন্টায় ঘড়ির মিনিটের এবং ঘন্টা কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করে?
ক) ১ বার
খ) ২ বার✔
গ) ৩ বার
ঘ) ৪ বার
১২. দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় ১০ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
ক) শতকরা ১ ভাগ লাভ
খ) শতকরা ২ ভাগ লাভ
গ) শতকরা ২ ভাগ ক্ষতি
ঘ) শতকরা ১ ভাগ ক্ষতি✔
১৩. ৯, ৩৬, ৮১, ১৪৪, ……. এর পরবর্তী সংখ্যা কত?
ক) ১৬৯
খ) ২২৫✔
গ) ২৫৬
ঘ) ২৭২
১৪. পরপর ১০টি সংখ্যা প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ পাঁচটির যোগফল কত?
ক) ৫৮৫✔
খ) ৫৮০
গ) ৫৭৫
ঘ) ৫৭০
১৫. x+5y=16 এবং x=-3y হলে, y-এর মান কত?
ক) 24
খ) -2
গ) 8✔
ঘ) 2
১৬. বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
ক) ১৬.৬৬%✔
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ১৮%
২৪. একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°২৮০° হলে চতুর্থ কোণটির মান কত?
ক) ৮০°✔
খ) ৯০°
গ) ১২০°
ঘ) ৬০°
তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান
১. কয়টি BIT মিলে এক BYTE হয়?
ক) ০-৮✔
খ) ৭-৬৪
গ) ৮-৬৪
ঘ) ০-৬৪
২. http এর পূর্ণরুপ কী বোঝায়?
ক) Hypertext Transfer Protocol✔
খ) High Task Termination Procedure
গ) Harvard Teletext Proof
ঘ) Times Technical Professionals
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
খ) তাজদ্দীন আহমদ✔
গ) ক্যাপটেন মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
২. মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
ক) চুয়াডাঙ্গা
খ) মেহেরপুর✔
গ) কুষ্টিয়া
ঘ) ঝিনাইদহ
৩. বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন কোনটি?
ক) এফবিসিসিআই✔
খ) বিজিএমইএ
গ) বিকেএমইএ
ঘ) ডিসিসিআই
৪. ২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
ক) ৬.০%
খ) ৭.০%✔
গ) ৮.২%
ঘ) ৮.৫%
৫. ”মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ?
ক) জহির রায়হান
খ) আলমগীর কবির
গ) গীতা মেহতা
ঘ) তারেক মাসুদ✔
৬. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
ক) বাংলাদেশ ব্যাংক গর্ভনরের
খ) অর্থমন্ত্রীর
গ) বাংলাদেশ ব্যাংকের যেকোন পরিচালকের
ঘ) অর্থসচিবের✔
৭. ”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) ব্রাজিল
গ) কানাডা✔
ঘ) ইন্দোচি
৮. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে?
ক) সালাম মুর্শেদী
খ) কুতুব উদ্দিন আহম্মেদ
গ) মোস্তফা কামাল
ঘ) কাজী সালাউদ্দিন✔
৯. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
ক) মালেশিয়া
খ) থাইল্যান্ড
গ) ফিলিপাইন
ঘ) ইন্দোনেশিয়া✔
১০. কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫২সালে
গ) ১৯৫৫ সালে✔
ঘ) ১৯৬৯ সালে
১১. ”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ?
ক) নিউইর্য়ক✔
খ) ওয়াসিংটন
গ) চীন
ঘ) লন্ডন
বিজ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
ক) Taenia saginata
খ) Tanualosa ilisha
গ) Capsychus saularis✔
ঘ) Panthera tigris
২. থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
ক) গ্লসাইটিস
খ) পারনিসিয়াস অ্যানিমিয়া
গ) স্টোমাটাইটিস
ঘ) বেরিবেরি✔
৩. কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
ক) ক্রিটেসাস যুগে✔
খ) ট্রায়াসিক যুগে
গ) প্রোটেরোজোয়িক যুগে
ঘ) সিনোজোয়িক যুগে
৪. পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
ক) ৭০৭০ কিলোমিটার
খ) ১২১০০০ কিলোমিটার
গ) ৮৩৩২ কিলোমিটার
ঘ) ৬৩৭১ কিলোমিটার✔
৫. কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ-
ক) এর মধ্যাকর্ষণ শক্তি খুবই বেশি
খ) এতে ভাসমান ধুলিকণা খুবই বেশি
গ) এর মহাকর্ষ শক্তি খুবই বেশি✔
ঘ) এদের কোনটাই নয়
৬. এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
ক) ৫%✔
খ) ৮%
গ) ৭%
ঘ) ৪%
৭. কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ?
ক) মাটি
খ) পানি✔
গ) খাদ্য
ঘ) গ্যাস
৮. আনারস কোন জাতীয় ফল?
ক) যৌগিক ফল✔
খ) গুচ্ছ ফল
গ) সরল ফল
ঘ) রসাফল
৯. পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
ক) Pt
খ) Pa
গ) K✔
ঘ) Po
১০. পেন্সিলের শিশে প্রধানত থাকে-
ক) কার্বন ব্লেক
খ) লেড
গ) প্লাস্টিক
ঘ) গ্রাফাইট✔
১১. কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজী পতিশব্দ কি?
ক) Embryology
খ) Mycology
গ) Microbiology
ঘ) Entomology✔
১২. মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি রাজ্য রয়েছে?
ক) ৪৮
খ) ৪৬
গ) ৫০✔
ঘ) ৫৪
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০১৭
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপ-সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭