ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) ব্যক্তিগত সহকারী প্রশ্ন সমাধান-২০২৩

0
17

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) ব্যক্তিগত সহকারী

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ব্যক্তিগত সহকারী

পরীক্ষার তারিখঃ- ০৭-১০-২০২৩

১। ‘War and peace’? উপন্যাসের রচিয়তা কে?

উত্তরঃ- Leo Tolstoy.

২। Make Passive ‘Give me your watch’.

উত্তরঃ- Let your watch be given to me.

৩। Translate in English: সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

উত্তরঃ- It has been drizzling since morning.

৪। Translate in English: সে চা পান করে।

উত্তরঃ- He takes tea.

৫।Make Passive ‘Do the Sum’.

উত্তরঃ- Let the sum be done.

৬। A person who writes about his own life which is called —?

উত্তরঃ- An autobiography

৭। What is verb form of the word ‘Act’?

উত্তরঃ- Enact

৮। What type of gender is the word ‘Orphan’?

উত্তরঃ- Common gender

৯। Write a sentence with the word: ‘put on’.

উত্তরঃ- Put on your shoes.

১০। What is the antonym for the word ‘foreign’?

উত্তরঃ- Native

১১। Who is the author of ‘Paradise Lost’ ?

উত্তরঃ- John Milton

১২। What is the noun form of the word ‘Laugh’?

উত্তরঃ- Laughter

১৩। The Phrase 000 days’ means?

উত্তরঃ- Hot weather

১৪। Who is the author of the novel ‘The God of small things’?

উত্তরঃ- Arundhati Roy

১৫। He is good….. Cricket.

উত্তরঃ- at

১৬। Shakespeare is Known mostly for his————

উত্তরঃ- plays/dramas

১৭। He is studying in ………… University.

উত্তরঃ- a

১৮। It takes two……… make a quarrel.

উত্তরঃ- to

১৯। You must adhere ———— your principal.

উত্তরঃ- to

২০। If a ruby is heated, it ——— temporarily lose its color.

উত্তরঃ- will

২১। বাংলা এক কথায় প্রকাশ করুন: যার চক্ষু লজ্জা নাই

উত্তরঃ- চশমখোর

২২। ‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?

উত্তরঃ- শামসুর রাহমান

২৩। “লালসালু’ উপন্যাসের লেখক কে?

উত্তরঃ- সৈয়দ ওয়ালীউল্লাহ।

২৪। শব্দের ক্ষুদ্রতম একক কী?

উত্তরঃ- ধ্বনি।

২৫। “কারাগারের রোজনামচা” গ্রন্থের লেখক কে ?

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান।

২৬। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?

উত্তরঃ- চর্যাপদ।

২৭। “ভানুসিংহ’ কার ছদ্মনাম?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

২৮। গুরুচণ্ডালী দোষ কী?

উত্তরঃ- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।

২৯। “একাত্তরের দিনগুলি” কার লেখা?

উত্তরঃ- জাহানারা ইমাম

৩০। বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?

উত্তরঃ- হা ডু ডু (কাবাডি)।

৩১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?

উত্তরঃ- ২১শে ফেব্রুয়ারি।

৩২। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায।

৩৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ টানেল কোন নদীর তলদেশে অবস্থিত?

উত্তরঃ- কর্ণফুলী নদী

৩৪। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ- ৬.১৫ কি.মি.।

৩৫। “ভিখারিকে ভিক্ষা দিন’ বাক্যে ভিখারিকে কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ- সম্প্রদানে ৪ র্থী।

৩৬। ‘সঞ্চিতা’ কার লেখা?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।

৩৭। ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?

উত্তরঃ- বর্মি।

৩৮। ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

উত্তরঃ- ইতি+আদি

৩৯। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

উত্তরঃ- ২১

৪০। প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছেন”?-বাক্যটি সঠিক করুন।

উত্তরঃ- প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

৪১। 28° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

উত্তরঃ- 76°

৪২। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?

উত্তরঃ- 90°

৪৩। চক্রবৃদ্ধি মুনাফার সুত্র কী?

উত্তরঃ- P×(1+r÷100)^n–P.

৪৪। ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩ সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ- ৯

৪৫। 60 জন ছাত্রের মধ্যে 18 জন ফেল করলে পাশের হার কত?

উত্তরঃ- 70%

৪৬। বৃত্তের কোণ কত ডিগ্রি?

উত্তরঃ- 360°

৪৭। ৪০,৬০ এবং ৮৮ এর গ. সা. গু কত?

উত্তরঃ- ৪

৪৮। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 17 হবে?

উত্তরঃ- 64

৪৯। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায় তবে তেল বাবদ খরচ শতকরা কত কমালে ব্যায় বৃদ্ধি পাবে না?

উত্তরঃ- তেলের পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মুল্য ৮০ টাকা

৫০। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেল বাবদ খরচ শতকরা কত কমালে ব্যায় বৃদ্ধি পাবে না?

উত্তরঃ- ২০%

৫১। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?

উত্তরঃ- সেন্টমার্টিন।

৫২। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তরঃ- ২৬ মার্চ।

৫৩।  ছয় দফা দাবি কে, কোথায় উত্থাপন করেন?

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান, লাহোরে।

৫৪। মুক্তিযুদ্ধের সময বাংলাদেশকে কযুটি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ- ১১টি।

৫৫। ঢাকা বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?

উত্তরঃ- ১৩টি।

৫৬। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?

উত্তরঃ- চন্দ্র।

৫৭। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি?

উত্তরঃ- বীরশ্রেষ্ঠ।

৫৮। বাংলাদেশে ভোটাধিকার অর্জনের সর্বনিয় বযস কত?

উত্তরঃ- ১৮ বছর।

৫৯। SDG এর পূর্ণরূপ কী ?

উত্তরঃ- Sustainable Development Goals

৬০। A Long Walk to Freedom গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ- নেলসন ম্যান্ডেলা ।

৬১। বিশ্বে Internet কোন সালে চালু হয?

উত্তরঃ- ১৯৬৯ সালে।

৬২। Wifi- এর পূর্ণরূপ কী ?

উত্তরঃ- Wireless Fidelity

৬৩। Ai এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- Artificial intelligence.

৬৪। Computer-4a প্রধান ২টি অংশ কী কী?

উত্তরঃ- হার্ডওয্যার ও সফটওয্যার।

৬৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ- ১২ মে ২০১৮

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download