অষ্টম শ্রেণির সাধারণ গণিত সেট
অধ্যায়ের সমাধান
অনুশীলনী-৭ সেট
সেটঃ
১. সেট প্রকাশের পদ্ধতি কতটি?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
উত্তরঃ খ
২. নিচের কোনটি যে কোন সেটের উপসেট?
ক) {0} খ) {∅} গ) ∅ ঘ) (∅)
উত্তরঃ গ
৩. {0} সেটের উপাদান সংখ্যা কয়টি?
ক) 0 খ) 1 গ) 2 ঘ) 3
উত্তরঃ খ
৪. S={x:x জোড় সংখ্যা এবং 1≤x≤7} সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?
ক) {2,3,4} খ) {2,4,6} গ) {1,3,5} ঘ) {3,5,7}
উত্তরঃ খ
৫. নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করঃ
ক) {x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}
খ) {x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}
গ) {x:x, 3-এর গুণিতক এবং x<36}
ঘ) {x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}
—————————————————-
ক) {x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}
সমাধানঃ
ধরি, A={x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}
A সেটটির উপাদান বিজোড় সংখ্যাসমূহ যা 3 এর চেয়ে বড় এবং 15 এর ছোট।
∴ 3 এর চেয়ে বড় এবং 15 এর ছোট বিজোড় সংখ্যাসমূহ 5,7,9,11,13
∴ নির্ণেয় সেট A={5,7,9,11,13}
খ) {x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}
সমাধানঃ
ধরি, A={x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}
∴ A সেটটি 48 এর মৌলিক গুণনীয়কসমূহ।
এখানে,
48
=1✕48
=2✕24
=3✕16
=4✕12
=6✕8
∴ 48 এর গুণনীয়ক হল 1,2,3,4,6,8,12,24,48
এবং 48 এর মৌলিক গুণনীয়কসমূহ 2,3
∴ নির্ণেয় সেট A={2,3}
গ) {x:x, 3-এর গুণিতক এবং x<36}
সমাধানঃ
ধরি, A={x:x, 3-এর গুণিতক এবং x<36}
∴ A সেটটি 3 এর গুনীতকসমূহ যাদের মান 36 এর চেয়ে ছোট।
এখন, 3 এর গুণীতক এবং 36 এরর চেয়ে ছোট সংখ্যা সমূহ 3,6,9,12,15,18,21,24,27,30,33
∴ নির্ণেয় সেট A={3,6,9,12,15,18,21,24,27,30,33}
ঘ) {x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}
সমাধানঃ
ধরি, A={x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}
∴ A সেটটি পূর্ণসংখ্যার যাদের বর্গের মান 10 এর চেয়ে ছোট।
পূর্ণসংখ্যা যাদের বর্গের মান 10 এর চেয়ে ছোট তা হলোঃ -3,-2,-1,0,1,2,3
∴ নির্ণেয় সেট A={-3,-2,-1,0,1,2,3}
৬.নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করঃ
ক) {3,4,5,6,7,8}
খ) {4,8,12,16,20,24}
গ) {7,11,13,17}
——————————————-
ক) {3,4,5,6,7,8}
সমাধানঃ
প্রদত্ত সেটের উপাদানসমুহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা।
ধরি, যেকোন চলক x
∴ নির্ণেয় সেট {x:x স্বাভাবিক সংখ্যা এবং 2<x<9}
খ) {4,8,12,16,20,24}
সমাধানঃ
প্রদত্ত সেটের উপাদান সমূহ 4 এর গুণিতকসমূহ এবং এদের মান 24 থেকে বড় নয়।
ধরি যেকোনো চলক x
∴ নির্ণেয় সেট {x:x, 4 এর গুণিতক এবং x≤24}
গ) {7,11,13,17}
সমাধানঃ
প্রদত্ত সেটের উপাদানসমূহ মৌলিক সংখ্যা যাদের মান 5 এর চেয়ে বড় এবং 19 এর চেয়ে ছোট।
ধরি, যেকোন চলক x
∴ নির্ণেয় সেট {x:x মৌলিক সংখ্যা এবং 5<x<19}
৭. নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করঃ
ক) C={m,n}
খ) D={5,10,15}
————————————
ক) C={m,n}
সমাধানঃ
C সেটের উপসেট হবে এর উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট।
∴ C সেটের উপসেটগুলো হলঃ ∅, {m}, {n}, {m,n}
∴ নির্ণেয় উপ্পসেটগুলো=∅, {m}, {n}, {m,n} এবং উপসেটের সংখ্যা=4টি।
খ) D={5,10,15}
সমাধানঃ
D সেটের উপসেট হবে এর উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট।
∴ D সেটের উপসেটগুলো হলঃ ∅, {5}, {10}, {15}, {5,10}, {5,15}, {10,15}, {5,10,15}
∴ নির্ণেয় উপসেটগুলো ∅, {5}, {10}, {15}, {5,10}, {5,15}, {10,15}, {5,10,15} এবং উপসেটের সংখ্যা=8টি।
৮. A={2,3,4} এবং B={5,7} হলে A∩B নিচের কোনটি?
ক) ∅ খ) {0} গ) {5,7} ঘ) {2,3,4,5,7}
উত্তরঃ ক
৯. A={x:x, জোড় সংখ্যা এবং 4<x<16} এর তালিকা পদ্ধতি কোনটি?
ক) {5} খ) {4,6} গ) {4,5,6} ঘ) ∅
উত্তরঃ ঘ
১০. P={x,y,z} হলে, নিচের কোনটি P-এর উপসেট নয়?
ক) {x,y} খ) {x,w,z} গ) {x,y,z} ঘ) ∅
উত্তরঃ খ
১১. 10 এর গুণনীয়কসমূহের সেট কোনটি?
ক) {1,2,5,10} খ) {1,10} গ) {10} ঘ) {10,20,30}
উত্তরঃ ক
১২. A={1,2,3}, B={2,a}, C={a,b} হলে, নিচের সেটগুলো নির্ণয় করঃ
ক) A∪B
সমাধানঃ
দেওয়া আছে, A={1,2,3} এবং B={2,a}
∴ A∪B={1,2,3}∪{2,a}
={1,2,3,a}
খ) B∩C
সমাধানঃ
দেওয়া আছে,
B={2,a}, C={a,b}
∴ B∩C={2,a}∩{a,b}
={2,a,b}
গ) A∩(B∪C)
সমাধানঃ
দেওয়া আছে,
A={1,2,3}, B={2,a}, C={a,b}
এখন, B∪C={2,a}∪{a,b}
={2,a,b}
∴ A∩(B∪C)={1,2,3}∩{2,a,b}
={2}
ঘ) (A∪B)∪C
সমাধানঃ
দেওয়া আছে,
A={1,2,3}, B={2,a}, C={a,b}
এখন, A∪B={1,2,3}∪{2,a}={1,2,3,a}
∴ (A∪B)∪C={1,2,3,a}∪{a,b}={1,2,3,a,b}
ঙ) (A∩B)∪(B∩C)
সমাধানঃ
দেওয়া আছে,
A={1,2,3}, B={2,a}, C={a,b}
এখন,
A∩B={1,2,3}∩{2,a}={2}
আবার,
B∩C={2,a}∩{a,b}={a}
∴ (A∩B)∪(B∩C)={2}∪{a}={2,a}
১৩. যদি U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, B={2,4,7} এবং C={4,5,6} হয়, তবে নিন্মলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করঃ
ক) A∩B=B∩A
সমাধানঃ
দেওয়া আছে,
A={1,2,5}, B={2,4,7}
এখন,
A∩B={1,2,5}∩{2,4,7}={2}
আবার,
B∩A={2,4,7}∩{1,2,5}={2}
∴ A∩B=B∩A সত্য।
খ) (A∩B)’=A’∪B’
সমাধানঃ
দেওয়া আছে,
U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, B={2,4,7}
এখন,
A∩B={1,2,5}∩{2,4,7}={2}
∴ (A∩B)’=U-(A∩B)={1,2,3,4,5,6,7}-{2}={1,3,4,5,6,7}
আবার,
A’=U-A={1,2,3,4,5,6,7}-{1,2,5}={3,4,6,7}
B’=U-B={1,2,3,4,5,6,7}-{2,4,6}={1,3,5,6}
∴ A’∪B’={3,4,6,7}∪{1,3,5,6}={1,3,4,5,6,7}
তাহলে,
(A∩B)’=A’∪B’ সত্য।
গ) (A∪C)’=A’∩C’
সমাধানঃ
দেওয়া আছে,
U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, C={4,5,6}
এখন,
A∪C={1,2,5}∪{4,5,6}={1,2,4,5,6}
∴ (A∪C)’=U-(A∪C)={1,2,3,4,5,6,7}-{1,2,4,5,6}={3,7}
আবার,
A’=U-A={1,2,3,4,5,6,7}-{1,2,5}={3,4,6,7}
C’=U-A={1,2,3,4,5,6,7}-{4,5,6}={1,2,3,7}
∴ A’∩C’={3,4,6,7}∩{1,2,3,7}={3,7}
তাহলে,
(A∪C)’=A’∩C’ সত্য।
১৪. P এবং Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, P∪Q নির্ণয় কর।
সমাধানঃ
21 এর গুণনীয়ক=1,3,7,21
∴P={1,3,7,21}
35 এর গুণনীয়ক=1,5,7,35
∴Q={1,5,7,35}
∴P∪Q={1,3,7,21}∪{1,5,7,35}={1,3,5,7,21,35}
১৫.A={2,3,5} হলে-
- A={x∈N: 1<x<6 এবং x মৌলিক সংখ্যা}
- A={x∈N: 2≤x<7 এবং x মৌলিক সংখ্যা}
iii. A={x∈N: 2≤x≤5 এবং x মৌলিক সংখ্যা}
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
# নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
U={2,3,5,7}, A={2,5}, B={3,5,7}
১৬. Ac কোনটি?
ক) {2,5} খ) {3,5} গ) {3,7} ঘ) {2,7}
উত্তরঃ গ
১৭. A∩Bc কোনটি?
ক) {2} খ) {5} গ) {2,5} ঘ) {3,7}
উত্তরঃ ক
নিচের ভেনচিত্রের আলোকে ১৮ থেকে ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৮. সার্বিক সেট কোনটি?
ক) A খ) B গ) A∪B ঘ) U
উত্তরঃ ঘ
১৯. কোনটি Bc সেট?
ক) {5,6,7,8} খ) {2,3,5,6} গ) {1,4,7,8} ঘ) {3,6}
উত্তরঃ গ
২০. কোনটি A∩B সেট?
ক) {2,3} খ) {2,3,5,6} গ) {3,4,6,7} ঘ) {2,3,4,5,6,7}
উত্তরঃ ক
২১. কোনটি A∪B সেট?
ক) {1,2,3,4,5,6} খ) {5,6,7} গ) {8} ঘ) {3}
উত্তরঃ ক
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- প্যাটার্ন || অষ্টম শ্রেনী গণিত || প্রথম অধ্যায়
- অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী-৮.২|| চতুর্ভুজ অঙ্কন
- অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী-১০.১ বৃত্ত
- অষ্টম শ্রেণির গণিত || অনুশীলনী: ৪.১ || বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ সমাধান
- অষ্টম শ্রেণির গণিত || ৩য় অধ্যায় || পরিমাপ সমাধান
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৭ | সেট
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৪.৩ উৎপাদকে বিশ্লেষণ
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৪.২ ঘনফলের সূত্রাবলি ও অনুসিদ্ধান্ত
- ৮ম শ্রেণীর গণিত অনুশীলনী ১০.৩ সমাধান | বৃত্ত (ক্ষেত্রফল, পরিধি)