একাদশ-দ্বাদশ শ্রেণির ICT কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কি অধ্যায়ের সকল প্রশ্ন উত্তর

0
462

একাদশ-দ্বাদশ শ্রেণির ICT কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কি

এর বহুনির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

দ্বিতীয় অধ্যায়ঃ- কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কি

বহুনির্বাচনী প্রশ্ন

১. ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ৫টি

২. কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলে?

ক) কম্পিউটার নেটওয়ার্ক

খ) ডেটা কমিউনিকেশন

গ) কমিউনিকেশন

ঘ) টপোলজি

সঠিক উত্তর: ডেটা কমিউনিকেশন

৩. নিচের কোনটি কমিউনিকেশন মাধ্যম নয়?

ক) মোবাইল ফোন

খ) ই-মেইল

গ) ইন্টারনেট

ঘ) বিমান

সঠিক উত্তর: বিমান

৪. মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভূক্ত?

ক) Simplex Mode

খ) Half Duplex

গ) Full Duplex Mode

ঘ) Simple Mode

সঠিক উত্তর: Full Duplex Mode

৫. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?

ক) অপটিক্যাল ফাইবার

খ) টুইস্টেড পেয়ার

গ) কো-এক্সিয়াল

ঘ) হাব

সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার

৬. যে প্রক্রিয়ার সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কী বলে?

ক) কম্পিউটার সিস্টেম

খ) কমিউনিকেশন সিস্টেম

গ) মোবাইল সিস্টেম

ঘ) মেইলিং সিস্টেম

সঠিক উত্তর: কমিউনিকেশন সিস্টেম

৭. টেলিকমিউনিকেশন অর্থ কী?

ক) কাছের যোগাযোগ

খ) দূরবর্তী যোগাযোগ

গ) কথোপকথন

ঘ) যোগাযোগ

সঠিক উত্তর: দূরবর্তী যোগাযোগ

৮. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?

ক) Optical Communication System

খ) Radioi Communication System

গ) Duplex Communication System

ঘ) Digital Communication System

সঠিক উত্তর: Digital Communication System

৯. নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়?

ক) অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম

খ) রেডিও কমিউনিকেশন সিস্টেম

গ) ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম

ঘ) সবগুলো

সঠিক উত্তর: অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম

১০. যে কমিউনিকেশনের সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে কী বলে?

ক) কৌশলগত কমিউনিকেশন সিস্টেম

খ) হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম

গ) ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম

ঘ) রেডিও কমিউনিকেশন সিস্টেম

সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম

১১. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

সঠিক উত্তর: ৫টি

১২. ট্রান্সমিশন সিস্টেম হলো?

ক) মাধ্যম

খ) প্রাপক

গ) প্রেরক

ঘ) গন্তব্য

সঠিক উত্তর: প্রেরক

১৩. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে?

ক) মডুলেটর

খ) ডিমডুলেটর

গ) ডিকোডার

ঘ) মডেম

সঠিক উত্তর: মডুলেটর

১৪. নিম্নের কোনটি তথ্যের উৎস?

ক) কম্পিউটার

খ) টেলিফোন

গ) স্যাটেলাইট

ঘ) টেলিফোন লাইন

সঠিক উত্তর: কম্পিউটার

১৫. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রুপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?

ক) রাউটিং

খ) মডুলেশন

গ) সুইচিং

ঘ) নেটওয়ার্কিং

সঠিক উত্তর: মডুলেশন

১৬. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগ কে কী বলে?

ক) মডেম

খ) নেটওয়ার্ক

গ) ফ্যাক্স

ঘ) হাইওয়ে

সঠিক উত্তর: নেটওয়ার্ক

১৭. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?

ক) ব্যান্ড

খ) উইডথ

গ) ব্যান্ড উইডথ

ঘ) ভয়েস ব্যান্ড

সঠিক উত্তর: ব্যান্ড উইডথ

১৮. ডেটা ট্রান্সমিশন গতি কত প্রকার?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ৫টি

১৯. নিচের কোনটি কমিউনিকেশন সিস্টেম বহির্ভূত?

ক) যোগাযোগ নেটওয়ার্ক

খ) তথ্য বিনিময় সিস্টেম

গ) তথ্য বিনিময় কেন্দ্র

ঘ) গাড়ি চালানো

সঠিক উত্তর: তথ্য বিনিময় সিস্টেম

২০. ন্যারো ব্যান্ডের গতি-

ক) 9600bps

খ) 45bps

গ) 1 gbps

ঘ) 5 gbps

সঠিক উত্তর: 45bps

২১. Bandwidth এর একক কোনটি?

ক) Hz

খ) Cycle/sec

গ) bit/s

ঘ) m/s

সঠিক উত্তর: bit/s

২২. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ৩টি

২৩. ডেটা রিসিভার A এর জন্য ব্যবহৃত বাইনারি মান কোনটি?

ক) 10000001

খ) 1000001

গ) 01000010

ঘ) 11000001

সঠিক উত্তর: 1000001

২৪. নিম্নের কোনটির প্রেরক স্টেশনের সাথে একটি প্রাইমারী স্টোরেজের প্রয়োজন হয়?

ক) সিনক্রোনাস ট্রান্সমিশন

খ) আইসোক্রোনাস ট্রান্সমিশন

গ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

ঘ) আইসিক্রোনাস ট্রান্সমিশন

সঠিক উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন

২৫. ডেটা প্রবাহের দিকে উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে

খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে

ঘ) ৫ ভাগে

সঠিক উত্তর: ৩ ভাগে

২৬. প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?

ক) এসিনক্রোনাস

খ) আইসোক্রোনাস

গ) সিনক্রোনাস

ঘ) বিসিনক্রোনাস

সঠিক উত্তর: এসিনক্রোনাস

২৭. ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?

ক) ট্রান্সমিশন স্পীড

খ) ডেটা কমিউনিকেশন

গ) কম্পিউটার মোড

ঘ) ডেটা ট্রান্সমিশন মোড

সঠিক উত্তর: কম্পিউটার মোড

২৮. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কী বলে?

ক) সিনক্রোনাম ট্রান্সমিশন

খ) এসিনক্রোনাম ট্রান্সমিশন

গ) আইসোক্রানাস ট্রান্সমিশন

ঘ) বিসিনক্রোনাস ট্রান্সমিশন

সঠিক উত্তর: এসিনক্রোনাম ট্রান্সমিশন

২৯. ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় কোন মোডে?

ক) হাফ ডুপ্লেক্স

খ) সিমপ্লেক্স

গ) ডুপ্লেক্স

ঘ) ফুল ডুপ্লেক্স মোড

সঠিক উত্তর: সিমপ্লেক্স

৩০. সিমপ্লেক্স মোডের উদাদহরণ-

ক) মোবাইল ফোন

খ) টেলিফোন

গ) ওয়াকিটকি

ঘ) রেডিও

সঠিক উত্তর: রেডিও

৩১.ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে?

ক) Synchronous

খ) Isochronous

গ) Asychronous

ঘ) কোনাটিই নয়।

সঠিক উত্তর: Asychronous

৩২. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেট কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে?

ক) ৮০-১৩২ ক্যারেক্টার

খ) ৮০-১২০ ক্যারেক্টার

গ) ১২০-১৩২ ক্যারেক্টার

ঘ) ১০০-১১২ ক্যারেক্টার

সঠিক উত্তর: ৮০-১৩২ ক্যারেক্টার

৩৩. নেটওয়ার্ক লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক) 5 ভাগে

খ) ৪ ভাগে

গ) ৩ ভাগে

ঘ) ২ ভাগে

সঠিক উত্তর: ২ ভাগে

৩৪. কেবল একদিকে ডেটা প্রেরনের মোডকে কী বলে?

ক) ডুপ্লেক্স

খ) হাফ ডুপ্লেক্স

গ) ফুল ডুপ্লেক্স

ঘ) সিমপ্লেক্স

সঠিক উত্তর: সিমপ্লেক্স

৩৫. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

ক) 0-5GHz

খ) 5-10MHz

গ) 0-5MHz

ঘ) 0-5KHz

সঠিক উত্তর: 0-5KHz

৩৬. টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরী করা হয় কী ধরনের উপাদান দিয়ে?

ক) Iron

খ) Copper

গ) Glass

ঘ) Gold

সঠিক উত্তর: Copper

৩৭. STP ক্যাবলের সর্বোচ্চ ব্যান্ডউইথড কত?

ক) 1Mbps

খ) 10Mbps

গ) 2Mbps

ঘ) 20Mbps

সঠিক উত্তর: 20Mbps

৩৮. UTP ক্যাবলের কতটি কপার তার থাকে?

ক) ২টি

খ) ৪টি

গ) ৮টি

ঘ) ১৬টি

সঠিক উত্তর: ৮টি

৩৯. ডেটা কমিউনিকেশনে কয় প্রকারের মাধ্যম রয়েছে?

ক) ২প্রকার

খ) ৩প্রকার

গ) ৪প্রকার

ঘ) ৫প্রকার

সঠিক উত্তর: ২প্রকার

৪০. কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার করা হয়?

ক) উপগ্রহ

খ) রেডিওওয়েভ

গ) ক্যাবল

ঘ) স্যাটেলাইট

সঠিক উত্তর: ক্যাবল

৪১. নিম্নের কোনটির মাধ্যমে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব?

ক) শেয়ার টুইস্টেড পেয়ার ক্যাবল

খ) টুইস্টেড পেয়ার ক্যাবল

গ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ

ঘ) টেবেস্টোরিয়েল মাইক্রোওয়ব।

সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ

৪২. STP- এর পূর্ণরুপ কী?

ক) Share Twisted Pair

খ) Shielded Twin Pair

গ) Shielded Tower phone

ঘ) Shielded Twisted Pair

সঠিক উত্তর: Shielded Twisted Pair

৪৩. নিম্নে কোনটিতে ডেটা ট্রান্সমিশন হার 100mbps থেকে 2gbps?

ক) টুইস্টেড পেয়ার ক্যাবল

খ) আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল

গ) কো-এক্সিয়াল ক্যাবল

ঘ) অপটিক্যাল ফাইবার ক্যাবল।

সঠিক উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল।

৪৪. অপটিক্যাল ফাইবার জ্যাকেটের ব্যাস কোনটি?

ক) 200µm

খ) 300 µm

গ) 400 µm

ঘ) 100 µm

সঠিক উত্তর:400 µm

৪৫. অপটিক্যাল ফাইবার ক্যাবল কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশে দুটি হলো প্রেরক যন্ত্র ও গ্রাহক যন্ত্র এবং অপরটি-

ক) মডেম

খ) মাধ্যম

গ) তার

ঘ) ডিটেক্টর

সঠিক উত্তর: মাধ্যম

৪৬. রেডিও তরঙ্গ সংগঠিত হয় কোথায়?

ক) মোটামুটি দূরত্ব

খ) কয়েক কিলোমিটার

গ) খুবই অল্প দূরত্ব

ঘ) ১ কিলোমিটার

সঠিক উত্তর: কয়েক কিলোমিটার

৪৭. কোন যন্ত্রটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?

ক) ব্লুটুথ

খ) রেডিও

গ) টেলিভিশন

ঘ) কম্পিউটার

সঠিক উত্তর: ব্লুটুথ

৪৮. কোন প্রযুক্তি ব্যবহার করে শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে?

ক) Wi-Max

খ) Wifi

গ) Bluetooth

ঘ) GPS

সঠিক উত্তর:Wi-Max

৪৯. বেতার তরঙ্গের সীমা কত?

ক) 20km-30km

খ) 1km-50km

গ) 1mm-10km

ঘ) 50km-100km

সঠিক উত্তর: 1mm-10km

৫০. ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?

ক) স্যাটেলাইট মাইক্রোওয়েভ

খ) রেডিও মাইক্রোওয়েভ

গ) টিভি মাইক্রোওয়েভ

ঘ) টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

সঠিক উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

৫১. কোনটি ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগের পদ্ধতি-

ক) WWAN

খ) WMAN

গ) WPAN

ঘ) WLAN

সঠিক উত্তর: WPAN

৫২. কয়েকটি wireless LAN মিলে নিম্নের কোনটি গঠিত হয়?

ক) WWAN

খ) WMAN

গ) WPAN

ঘ) WLAN

সঠিক উত্তর: WMAN

৫৩. কোনটিতে Wi-Max প্রযুক্তি ব্যবহার করা হয়?

ক) WWAN

খ) WMAN

গ) WPAN

ঘ) WLAN

সঠিক উত্তর: WMAN

৫৪. দূরে গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিপর্যয় পর্যবেক্ষন কাজ- এ নিম্নের কোনটির ব্যবহার করা হয়?

ক) রেডিও ওয়েভ

খ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ

গ) টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

ঘ) ওয়্যারলেস

সঠিক উত্তর: স্যাটেলাইট মাইক্রোওয়েভ

৫৫. বর্তমানে মোবইল ফোনে ওয়্যারলেস প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ক) ওয়াই-ফাই

খ) তার মাধ্যমে

গ) অপটিক্যাল ফাইবার

ঘ) কো-এক্সিয়াল

সঠিক উত্তর: ওয়াই-ফাই

৫৬. LMR-এর পূর্ণরুপ কী?

ক) Local Mobile Radio

খ) Local Mobile Resister

গ) Land Mobile Radio

ঘ) Local Mbality Radio

সঠিক উত্তর: Land Mobile Radio

৫৭. SMR- এর পূর্ণরুপ কী?

ক) Specialized Mobile Radio

খ) Speed Mobile Radio

গ) Special Mobile Radio

ঘ) Social Mobile Radio

সঠিক উত্তর: Specialized Mobile Radio

৫৮. গাড়ির চালকের গতিবিধি বা কোথায় রয়েছে তা জানার উপায় কোনটি?

ক) জিপিএস

খ) মোবাইল

গ) ফেসবুক

ঘ) ব্লুটুথ

সঠিক উত্তর: জিপিএস

৫৯. WAN- এর পূর্ণরুপ কী?

ক) World Area Network

খ) Wide Area Network

গ) World After Network

ঘ) World After Nature

সঠিক উত্তর: Wide Area Network

৬০. ড. মার্টিন কুপার যে মোবাইলটি ১৯৭৩ সালে সর্ব প্রথম প্রদর্শন করেন তার ওজন কত ছিল?

ক) ২৫০ কেজি

খ) ৫.০০ গ্রাম

গ) ১ কেজি

ঘ) ১.৫ কেজি

সঠিক উত্তর: বিট

৬১. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরী হয়?

ক) PAN

খ) LAN

গ) WAN

ঘ) MAN

সঠিক উত্তর: PAN

৬২. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?

ক) টেলিকম

খ) হার্ড এল্ড্রিসন

গ) এরিকসন

ঘ) আইবিএম

সঠিক উত্তর: এরিকসন

৬৩. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?

ক) ১৯৮০ সালে

খ) ১৯৯৪ সালে

গ) ১৯৬২ সালে

ঘ) ২০০৪ সালে

সঠিক উত্তর: ১৯৯৪ সালে

৬৪. Bluetooth Special interest group এর সদস্য কত?

ক) প্রায় ১৭০০০

খ) প্রায় ১২০০০

গ) প্রায় ২০০০০

ঘ) প্রায় ২৫০০০

সঠিক উত্তর: প্রায় ১৭০০০

৬৫. দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের পদ্ধতিকে কী বলে?

ক) মোবাইল ফোন

খ) কম্পিউটার

গ) ওয়্যারলেস কমিউনিশেন

ঘ) স্মার্টফোন

সঠিক উত্তর: ওয়্যারলেস কমিউনিশেন

৬৬. নিম্নশক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম যে যন্ত্র তার নাম-

ক) ইনফ্রারেড

খ) ব্লুটুথ

গ) মোবাইল ফোন

ঘ) রেডিও

সঠিক উত্তর: ব্লুটুথ

৬৭. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে?

ক) 10cm-10m

খ) 1km-10km

গ) 10m-20m

ঘ) 10cm-40m

সঠিক উত্তর: 10cm-10m

৬৮. ব্লুটুথের ফলে কোন নেটওয়ার্ক তৈরী হয়?

ক) PAN

খ) LAN

গ) WAN

ঘ) MAN

সঠিক উত্তর: PAN

৬৯. ব্লুটুথ উদ্ভাবন করেন কে?

ক) টেলিকম

খ) হার্ড এন্ড্রিসন

গ) এরিকসন

ঘ) টেলিকম এরিকসন

সঠিক উত্তর: এরিকসন

৭০. কত সালে ব্লুটুথ উদ্ভাবন করা হয়?

ক) ১৯৮০

খ) ১৯৯৪

গ) ১৯৬২

ঘ) ২০০৪

সঠিক উত্তর: ১৯৯৪

৭১. লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে-

ক) অফিসভিত্তিক নেটওয়ার্ক

খ) রুমভিত্তিক নেটওয়ার্ক

গ) জেলাভিত্তিক নেটওয়ার্ক

ঘ) বিভাগীয় নেটওয়ার্ক

সঠিক উত্তর: অফিসভিত্তিক নেটওয়ার্ক

৭২. Wi-fi- এর স্ট্যান্ডার্ড হচ্ছে-

ক) IEEE 80.211

খ) IEE 802.11

গ) IEEE 802.11

ঘ) IEE 80.211

সঠিক উত্তর: IEEE 802.11

৭৩. IEEE এর পূর্ণরুপ কী?

ক) Institute of Electrical and Electronics Engineers

খ) Institute of Electrical and Electronics Engineers

গ) Impact of Electrical and Electronics Engineers

ঘ) Institute of Electrical and Electronics Engineers

সঠিক উত্তর: Institute of Electrical and Electronics Engineers

৭৪. Wi-Max এর প্রধান অংশ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ৩টি

৭৬. ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত কোনটি?

ক) Wi-Max রিসিভার

খ) Max  বেস স্টেশন

গ) Wi-Max বেস স্টেশন

ঘ) Wi-Fi    রিসিভার

সঠিক উত্তর: Wi-Max বেস স্টেশন

৭৬. Wi-Max নেটওয়ার্কে ১০ কিলোমিটারের মধ্যে গতি কত?

ক) 1 mbps

খ) 20 gbps

গ) 10 mbps

ঘ) 2 gbps

সঠিক উত্তর: 10 mbps

৭৭. বাংলাদেশে কে প্রথম ওয়াইমাক্স সুবিধা প্রদান করেন?

ক) Banglalion

খ) Ollo

গ) Qubee

ঘ) Augure

সঠিক উত্তর: Qubee

৭৮. ওয়াই-মাক্স এর ডেটা প্রবাহের হার কত?

ক) ১০ মেগাবাইট/সেকেন্ড

খ) ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড

গ) ৬০ মেগাবাইট/সেকেন্ড

ঘ) ১ মেগাবাইট/সেকেন্ড

সঠিক উত্তর: ৩০-৪০ মেগাবাইট/সেকেন্ড

৭৯. ২০১১ সালে স্থির স্টেশনগুলোতে তথ্য ট্রান্সমিশনের হার সেকেন্ডে কত করা হয়েছে?

ক) ১ জিবি

খ) ৫১২ এমবি

গ) ২ জিবি

ঘ) ২৫৬ এমবি

সঠিক উত্তর: ১ জিবি

৮০. কোন প্রজন্মের মোবাইল সিস্টেমে NMT ব্যবহার শুরু হয়?

ক) ১ম প্রজন্ম

খ) ২য় প্রজন্ম

গ) ৩য় প্রজন্ম

ঘ) ৪র্থ প্রজন্ম

সঠিক উত্তর: ১ম প্রজন্ম

৮১. ব্যাংকের শাখা অফিসের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক পদ্ধতি গড়ে উঠে সেই নেটওয়ার্কের নাম কী?

ক) MAN

খ) LAN

গ) PAN

ঘ) CAN

সঠিক উত্তর: MAN

৮২. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্যে কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়?

ক) হাব

খ) রাউটার

গ) সুইচ

ঘ) নিক

সঠিক উত্তর: রাউটার

৮৩. NTTC সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে-

প্রথম প্রজন্মে

ক) তৃতীয় প্রজন্মে

খ) দ্বিতীয় প্রজন্মে

গ) চতুর্থ প্রজন্মে

ঘ) সঠিক উত্তর: দ্বিতীয় প্রজন্মে

৮৪. দ্বিতীয় প্রজন্ম হলো-

ক) নেটওয়ার্ক

খ) ইনফ্রারেড

গ) তারবিহীন নেটওয়ার্ক

ঘ) ব্লুটুথ

সঠিক উত্তর: ব্লুটুথ

৮৫. কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত হয়-

ক) দুটি কম্পিউটার

খ) দুই বা ততোধিক কম্পিউটার

গ) একটির সাথে অন্যটি

ঘ) তিনটি কম্পিউটার

সঠিক উত্তর: দুই বা ততোধিক কম্পিউটার

৮৬. নেটওয়ার্ক হলো-

ক) কম্পিউটারে তথ্য সংরক্ষন করা

খ) ডাক যোগাযোগ

গ) কম্পিউটারের আন্তঃসংযোগ

ঘ) কম্পিউটারে তথ্য বিন্যাস

সঠিক উত্তর: কম্পিউটারের আন্তঃসংযোগ

৮৭. সর্বনিম্ন কয়টি কম্পিউটারের মধ্যে ক্যাবল যুক্ত করে নেটওয়ার্কিং করা যায়?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ২টি

৮৮. নিচের কোনটি নেটওয়ার্ক শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়?

ক) হার্ডওয়ার ও সফটওয়ার

খ) তথ্য বিনিময় ও সফটওয়ার

গ) তথ্য বিনিময় ও হার্ডওয়ার

ঘ) তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার

সঠিক উত্তর: তথ্য বিনিময়, হার্ডওয়ার ও সফটওয়ার

৮৯. নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরস্পরের মধ্যে কম্পিউটার— কে ভাগাভাগি করে ব্যবহার করা।

ক) কম্পিউটার

খ) রিসোর্স

গ) মডেম

ঘ) সার্ভার

সঠিক উত্তর: রিসোর্স

৯০. PAN নেটওয়ার্ক তৈরী করা যায়-

ক) বাড়ি,অফিস,গাড়ি

খ) বাড়ী,অফিস,জেলা

গ) বাড়ি,গাড়ি,শহর

ঘ) অফিস,কলেজ,অন্যদেশ

সঠিক উত্তর: বাড়ি,অফিস,গাড়ি

৯১. LAN WAN সাধারণত গড়ে উঠে— সীমানার মধ্যে।

ক) ১০ কিঃমিঃ

খ) ১ কিঃমিঃ

গ) ১০০ মিঃ

ঘ) ১০০ কিঃমিঃ

সঠিক উত্তর: ১০০ মিঃ

৯২. LAN ও MAN নিয়ে গঠিত হয়-

ক) WAN

খ) PAN

গ) CAN

ঘ) VAN

সঠিক উত্তর: WAN

৯৩. লোকাল এরিয়া নেটওয়ার্ক —

ক) খুব কাছাকাছি নয় এরুপ কম্পিউটারের মধ্যে

খ) খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারের মধ্যে

গ) কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ

ঘ) পাশাপাশি দেশের কম্পিউটারের মধ্যে

সঠিক উত্তর: কাছাকাছি দেশের মধ্যে কম্পিউটারের সংযোগ

৯৪. NIC এর পূর্ণরুপ কী?

ক) Network Net Card

খ) Network Interface Card

গ) Neutal Interface Card

ঘ) New International Card

সঠিক উত্তর:Network Interface Card

৯৫. হাবের গতি অপেক্ষা সুইচের গতি-

ক) কম

খ) অনেক বেশি

গ) বেশি

ঘ) সমান

সঠিক উত্তর: কম

৯৬. অধিক ক্ষমতাযুক্ত হাব কে কী বলে?

ক) কম মেধাযুক্ত হাব

খ) বুদ্ধিমান হাব

গ) বোকা হাব

ঘ) চালাক হাব

সঠিক উত্তর: বুদ্ধিমান হাব

৯৭. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

ক) রাউটার

খ) ব্রাউটার

গ) রাউটিং

ঘ) হাব

সঠিক উত্তর: রাউটিং

৯৮. রাউটিং এর জন্য যে হার্ডওয়ার ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক) ব্রাউটার

খ) রাউটার

গ) গেটওয়ে

ঘ) হাব

সঠিক উত্তর: রাউটার

৯৯. কোনো ব্যবহারকারী নেটওয়ার্কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহার করতে পারবে?

ক) ফটোকপিয়ার

খ) টেলিফোন

গ) স্ক্যানার

ঘ) মোবাইল

সঠিক উত্তর: স্ক্যানার

১০০. নেটওয়ার্ক ফাংশনের প্রধান কাজ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: ৩টি

১০১. কোন টপোলজি বৃত্তাকার?

ক) হাইব্রিড টপোলজি

খ) স্টার টপোলজি

গ) রিং টপোলজি

ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: রিং টপোলজি

১০২. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার টপোলজিকে কী বলে?

ক) বাস টপোলজি

খ) রিং টপোলজি

গ) স্টার টপোলজি

ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: স্টার টপোলজি

১০৩. কোন টপোলজির নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারেনা?

ক) স্টার টপোলজি

খ) রিং টপোলজি

গ) শংকর টপোলজি

ঘ) শাখা-প্রশাখা টপোলজি

সঠিক উত্তর: স্টার টপোলজি

১০৪. স্টার টপোলজির সম্প্রসারিত রুপ কী?

ক) রিং টপোলজি

খ) শাখা-প্রশাখা টপোলজি

গ) বাস টপোলজি

ঘ) ট্রি টপোলজি

সঠিক উত্তর: শাখা-প্রশাখা টপোলজি

১০৫. কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অপরিহার্য?

ক) বাস টপোলজি

খ) রিং টপোলজি

গ) স্টার টপোলজি

ঘ) পরস্পর সম্পর্কযুক্ত টপোলজি

সঠিক উত্তর: স্টার টপোলজি

১০৬. হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি?

ক) মডেম

খ) ইন্টারনেট

গ) সার্ভার

ঘ) মোবাইল ফোন

সঠিক উত্তর: ইন্টারনেট

১০৭. ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়-

(i) ফাইবার অপটিক্স

(ii) ক্যাবল

(iii) মডেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর:i, ii ও iii

১০৮. ডেটা কমিউনিকেশনের উৎস হলো-

(i) কম্পিউটার

(ii) টেলিফোন

(iii) ক্যাবল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

১০৯. কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়-

(i) ই-বিজনেস

(ii) তথ্য বিনিময়

(iii) শিক্ষার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

১১০. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো হচ্ছে-

(i) Asyncronous

(ii) Synchronous

(iii) Isochronous

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

১১১. Asynchronous এর সুবিধা হচ্ছে-

(i) বেশি পরিমান ডেটা ট্রান্সফার করা যায়

(ii) সময় কম প্রয়োজন হয়

(iii) খরচ কম লাগে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ii ও iii

১১২. সিনক্রোন ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ঠ্য-

(i) তুলনামূলক খরচ

(ii) তুলনামূলক সহজ

(iii) ট্রেইলার ব্লক ব্যবহারিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর:ii ও iii

১১৩. টুইস্টেড পেয়ার ব্যবহৃত হয়-

(i) টেলিফোন নেটওয়ার্কিং-এ

(ii) গ্রাম্য যোগাযোগের ক্ষেত্রে

(iii) ডিশ এন্টেনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও iii

১১৪. অপটিক্যাল ফাইবার তৈরীতে ব্যবহৃত হয়-

(i) কাঁচ

(ii) প্লাস্টিক

(iii) ইস্পাত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

১১৫. Wi-Max এর অংশ-

(i) Wi-Max বেস স্টেশন

(ii) Wi-Max রিসিভার

(iii) Wi-Max ট্রান্সরিসিভার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

১১৬. Wi-Max এর অংশ –

(i) Wi-Max বাড়ীতে বা মোবাইলে ইন্টারনেটে সংযোগ দিয়ে থাকে

(ii) দূরবর্তী স্থানে ক্ষেত্রে আমরা Wi-Max ব্যবহার করতে পারি

(iii) Wi-Max এ যোগাযোগ সহজ নয়।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

১১৭. কয়েকটি সাধারণ নেটওয়ার্ক-

(i) PNA

(ii) MAN

(iii) KAN

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

১১৮. PNA ডিভাইসের উদাহরণ-

(i) ল্যাপটপ

(ii) মডেম

(iii) মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ

…………………………………… নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৯, ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:

এস.এম. আলমগীর তা ইংলান্ড প্রবাসী বোন শেখ তাহমিনা আক্তারের সাথে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করে।

১১৯. আলমগীর কর্তৃক ব্যবহৃত ইন্টারনেট কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ?

ক) তার মাধ্যমে

খ) তারবিহীন মাধ্যমে

গ) টেলিফোন

ঘ) ধাতব

সঠিক উত্তর: তারবিহীন মাধ্যমে

১২০. সোহেল কোনো ই-মেইল করলে সে কমিউনিকেশন সিস্টেমের কোন উপাদান হবে?

ক) প্রেরক

খ) প্রাপক

গ) প্রটোকল

ঘ) গন্তব্য

সঠিক উত্তর: প্রেরক

১২১. আলমগীরের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের কোন ধরনের উপাদান?

ক) Protocol

খ) Destination

গ) Receiver

ঘ) Medium

সঠিক উত্তর: Medium

নিচের উদ্দীপকটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও:

কোনো একটি মডেল কলেজে ৫ম তলা বিশিষ্ঠ ভবনে বিভিন্ন তলায় স্থাপিত কম্পিউটারসমূহকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

১২২. তাদের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে?

(i) ক্যাবলের মাধ্যমে

(ii) রেডিও লিংকের মাধ্যমে

(iii) WAN এর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

১২৩. তাদের কম্পিউটারগুলো নেটওয়ার্ক করার ফলে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-

(i) তথ্য আদান-প্রদান

(ii)ই-মেইল আদান-প্রদান

(iii)প্রিন্টার শেয়ার করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর:i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:

তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব উভয়ের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে তার হলে অনেক অসুবিধার সম্মুক্ষিন হতে হয়।

১২৪. উদ্দীপকে তারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-

(i) অপটিক্যাল ফাইবার

(ii) টুইস্টেড পেয়ার কেবল

(iii) কো-এক্সিয়াল কেবল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

১২৫. পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক?

ক) কো-এক্সিয়াল

খ) অপটিক্যাল ফাইবার

গ) ওয়্যারলেস

ঘ) টুইস্টেড পেয়ার

সঠিক উত্তর: ওয়্যারলেস

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও:

শিক্ষা মন্ত্রাণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্ভোবন করা হলো। উক্ত অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?

১২৬. শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে কারা অংশগ্রহন করতে পারবেন?

ক) ঢাকা শহরের সকল কলেজের

খ) রাজশাহী বোর্ডের কলেজর

গ) শুধুমাত্র নির্দিষ্ট কলেজ

ঘ) নেটওয়ার্কের অধীনের সকল কলেজ

সঠিক উত্তর: শুধুমাত্র নির্দিষ্ট কলেজ

১২৭. উদ্দীপকে যে মোড হিসেবে ডেটা প্রেরণ করা হবে তা হলো-

ক) ইউনিকস্ট মোড

খ) মাল্টিকাস্ট মোড

গ) ব্রডকাস্ট মোড

ঘ) হাফ ডুপ্লেক্স মোড

সঠিক উত্তর: মাল্টিকাস্ট মোড

 

 

দ্বিতীয় অধ্যায়ঃ- কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কি

জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. v-32 কী?

উত্তরঃ- একটি সাধারন মডেম যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়।

২. ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি কত?

উত্তরঃ- ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি 450bps থেকে 300bps পর্যন্ত।

৩. BPS কী?

উত্তরঃ- প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সফার হয় তাকে bps দিয়ে bit per second বোঝান হয়।

৪. থিকনেট কি?

উত্তরঃ- থিকনেট হলো ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া।

৫. ভিডিও কনফারেন্স‌িং এ কোন ধরনের ডেটা ট্রান্সমিশন করা হয়?

উত্তরঃ- মাল্টিকাস্ট মোড ব্যবহার করা হয়।

৬. ক্লাডিং কী?

উত্তরঃ- ক্লাডিং অপটিক্যাল ফাইবারের একটি অংশ যা কাচ বা প্লাস্টিকের তৈরী।

৭. UTP কী?

উত্তরঃ- UTP হলো Unshielded Twisted Pair ।

৮. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি কত?

উত্তরঃ- টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ

৯. DECT কী?

উত্তরঃ- DECT হলো ডিজিটাল ইনহেন্স কর্ডলেস টেলিকমিউনিকেশন।এটি এক ধরনের কর্ডলেস ফোন।

১০. অ্যামচার কী?

উত্তরঃ- অ্যামচার এক ধরনের রেডিও সেবা।

১১. STP কী?

উত্তরঃ- STP হলো Shielded Twiested Pair ।

১২. ফটো ডিটিকটর কী?

উত্তরঃ- ফটো ডিটিকটর অপটিক্যাল ফাইবার থেকে ডেটা করে।

১৩. IC কী?

উত্তরঃ- IC হলো Integrated Circuit, এটি এক ধরনের চিপ।

১৪. হটস্পট কী?

উত্তরঃ- পরস্পর সংযুক্ত ইন্টারনেট প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে।

১৫. GPS কী?

উত্তরঃ- GPS হলো Global Positioning System এর সাহায্যে গাড়ির চালক, নৌকা ও জাহাজের নাবিক, বিমানের পাইলটের গতি জানা যায়।

১৬. মডেম কোন গতিতে ডেটা পাঠায়?

উত্তরঃ- মডেম bit per second গতিতে ডেট পাঠায়।

১৭. বেতার তরঙ্গ কত প্রকার?

উত্তরঃ- বেতার তরঙ্গ দুই প্রকার।

১৮. ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যালের ক্ষমতা কত?

উত্তরঃ- ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যালের ক্ষমতা মিলিওয়াট।

১৯. ইন্টারনেট কোন ধরনের টপোলজি?

উত্তরঃ- ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজি।

২০. জ্যাকেট এর ব্যাস কত?

উত্তরঃ- জ্যাকেট এর ব্যাস 8০০ মাইক্রোমিটার।

২১. IMSI কী?

উত্তরঃ- IMSI হলো স্যাটেলাইট ফোন ডিভাইসগুলোর একটি একক identity নম্বর।এর দ্বারা International Mobile Subscriber Identity বোঝানো হয়।

২২. WWAN কী?

উত্তরঃ- WWAN হলো Wireless Wide Area Network ।

২৩. কমিউনিকেশন সিস্টেমের উপাদান কী?

উত্তরঃ- কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো হলো কমিউনিকেশনের একটি পদ্ধতি যেমন-খেলাধুলা সম্প্রচার, গণমাধ্যম, সাংবাদিকতা ইত্যাদি।

২৪. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি ও কি কি?

উত্তরঃ- কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান পাঁচটি যথা- ১.উৎস ২.প্রেরক ৩.মাধ্যম ৪.গ্রাহক ব প্রাপক ৫. গন্তব্য।

২৫. মাধ্যম কাকে বলে?

উত্তরঃ- যার মাধ্যমে ডেটাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে মাধ্যম বলে।

২৬. প্রাপক কাকে বলে?

উত্তরঃ- যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে।প্রাপক যন্ত্র হিসেবে মডেম ব্যবহার করা হয়।গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।

২৭. মডেম কিভাবে কাজ করে?

উত্তরঃ- মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে।গ্রাহক কম্পিউটারের ব্যবহারপোযোগী করে। প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তে মডেম ব্যবহার করেন।

২৮. কমিউনিকেশন সিস্টেম কী?

উত্তরঃ- কমিউনিকেশন সিস্টেম হলো একক সংগ্রহ যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন, রিলে স্টেশন, উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে ডেটা আদান-প্রদান করা।

২৯. ডেটা ট্রান্সমিশন স্পিড কী?

উত্তরঃ- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।

৩০. ব্যান্ড উইডথ কাকে বলে?

উত্তরঃ- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।আর এ ট্রান্সমিশন স্পীডকে ব্যান্ড উইডথ বলে।

৩১.বিট সিনক্রোনাইজেশন কাকে বলে?

উত্তরঃ- সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহ্রত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে।

৩২. এসিনক্রোনাস কাকে বলে?

উত্তরঃ- যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে এসিনক্রোনাস বলে।

৩৩. সিনক্রোনাস কাকে বলে?

উত্তরঃ- ডেটাসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতি বারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।

৩৪. সিমপ্লেক্স মোড কী?

উত্তরঃ- যে পদ্ধতিতে ডেটা শুধু এক দিক থেকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে।

৩৫. হাফ ডুপ্লেক্স মোড কী?

উত্তরঃ- হাফ ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু এক সাথে আদান-প্রদান সম্ভব নয়।

৩৬. ফুল ডুপ্লেক্স মোড কী?

উত্তরঃ- ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়। অর্থাৎ প্রেরণ ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান প্রদান করতে পারে।

৩৭. ইউনিকাস্ট মোড কাকে বলে?

উত্তরঃ- সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে।

৩৮. ব্রডকাস্ট মোড কী?

উত্তরঃ- নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করে। যেমন-টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে।

৩৯. মাল্টিকাস্ট মোড কী?

উত্তরঃ- মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহন করতে পারেনা।শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রাহক বা সদস্য গ্রহন করতে পারে।

৪০. চ্যানেল কাকে বলে?

উত্তরঃ- প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে চ্যানেল বলে।

৪১. ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী?

উত্তরঃ- চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া বলে।

৪২. কো-এক্সিয়াল ক্যাবলের কয়টি অংশ?

উত্তরঃ- কো-এক্সিয়াল ক্যাবলের অংশ ৪টি।

৪৩. টুইস্টেড পেয়ার ক্যাবল কী?

উত্তরঃ- দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে এ ধরনের ক্যাবল তৈরী করা হয়।

৪৪. অপটিক্যাল ফাইবার ক্যাবল কী?

উত্তরঃ- অপটিক্যাল ফাইবার ক্যাবল হচ্ছে কাঁচের তন্তুর তৈরী এক ধরনের ক্যাবল যার মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয়।

৪৫. ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন কী?

উত্তরঃ- ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন মোবাইল কম্পিউটিং এর একটি সাধারণ উপাদান।

৪৬. বেতার তরঙ্গ কী?

উত্তরঃ- বেতার তরঙ্গ এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যার তরঙ্গ দৈর্ঘ্যরে সীমা মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত।

৪৭. ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ- সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ৩ ভাগে ভাগ করা যায়।

৪৮. মাইক্রোওয়েভ এর কাজ কী?

উত্তরঃ- কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব।

৪৯. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহ্রত হয়।

উত্তরঃ- টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রযুক্তিতে ভূ-পৃষ্ঠেই ট্রান্সমিটার বসানো হয়।এতে মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়।

৫০. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে কোন উপগ্রহের সহায়তা নিতে হয়?

উত্তরঃ- স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে যোগাযোগ উপগ্রহের সহায়তা নিতে হয়।

৫১. ইনফ্রারেড কত দূরত্বের মধ্যে ডেটা প্রেরণ করে?

উত্তরঃ- সাধারণত দশমিক ৭ থেকে ৩০০ মাইক্রোমিটার দূরত্বের ডিভাইসের মধ্যে ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করা যায়।

৫২. ওয়্যারলেস প্যান কী?

উত্তরঃ- ব্লুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগ পদ্ধতি হলো ওয়্যারলেস প্যান।

৫৩. ওয়্যারলেস ল্যান কী?

উত্তরঃ- ওয়্যারলেস ল্যান পদ্ধতিতে প্রতিটি কম্পিউটারের সাথে একটি রেডিও মডেম এবং এন্টেনা থাকে যার সাহায্যে প্রতিটি কম্পিউটার অপর কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।

৫৪. ওয়াইম্যাক্স কী?

উত্তরঃ- ওয়াইম্যাক্স হলো একটি টেলিকমিউনিকেশন প্রোটোকল যা মোবাইল ইন্টারনেটে ব্যবহ্রত হয়।

৫৫. রেডিওলিনজা কী?

উত্তরঃ- ১৯৯১ সালে ফিনল্যান্ডের রেডিওলিনজা নামক একটি GSM2G  অপারেটর সর্বপ্রথম ব্যবসায়িকভাবে এবং GSM2G স্ট্যান্ডার্ডে 2G তারবিহীন নেটওয়ার্ক চালু করেছিল।

৫৬. TDMA প্রযুক্তি কয়টি মহাদেশে ব্যবহৃত হচ্ছে?

উত্তরঃ- TDMA প্রযুক্তি ইউরোপের হলেও ৬টি মহাদেশের প্রায় সকল দেশেই এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

৫৭. CDMA প্রযুক্তি কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ- প্রযুক্তি আমেরিকা ও এশিয়ার অংশ বিশেষে ব্যবহৃত হয়।

৫৮. নেটওয়ার্ক কী?

উত্তরঃ- কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার এক সাথে যুক্ত থাকে।

৫৯. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তরঃ- অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতকগুলো ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়্যার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়্যার্কে বিদ্যমান বিভিন্ন সম্পদ ভাগাভাগি করতে পারে।

৬০. ডেটা কমিউনিকেশন সিস্টেম কী?

উত্তরঃ- যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে, এক দেশ হতে অন্য দেশে, তথ্য আদান প্রদান করা যায় তাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়।

৬১. ডেটা ট্রান্সমিশন মেথড কী?

উত্তরঃ- এক কম্পিউটার থেকে দূরবর্তী কোন কম্পিটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তা-ই ডেটা ট্রান্সমিশন মেথড।

৬২. কো-এক্সিয়াল কাকে বলে?

উত্তরঃ- কো-এক্সিয়াল ক্যাবল চার স্তর বিশিষ্ট।এ ক্যাবল দুটো পরিবাহী বা কন্ডাক্টর ও অপরিবাহী বা পরা বৈদ্যূতিক পদার্থের সাহায্যে তৈরী।

৬৩. টুইস্টেড পেয়ার ক্যাবল কী?

উত্তরঃ- টুইস্টেড পেয়ার ক্যাবল হলো দুটো পরিবাহী তামার তার যা এক সাথে সুষমভাবে প্যাঁচানো এবং তার দুটোকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ দ্বারা আবদ্ধ একটি পরিবাহী তার।

৬৪. অপটিক্যাল ফাইবার কী?

উত্তরঃ- অপটিক্যাল ফাইবার হলো সর্বপ্রথম আবিস্কৃত তার যার মধ্যে দিয়ে আলোকে তরঙ্গ প্রবাহিত হয়। অপটিক্যাল ফাইবার মূলত কোর, ক্লাডিং, এবং বাফার আবরণ এ তিনটি উপাদানে দিয়ে গঠিত।

৬৫. রেডিও ওয়েভ কাকে বলে?

উত্তরঃ- রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ হলো ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণনালি।

৬৬. মাইক্রোওয়েভ কাকে বলে?

উত্তরঃ- মাইক্রোওয়েভ হলো এক ধরনের তরঙ্গ যা ১ মিলি মিটার থেকে ১ মিটার দৈর্ঘ্যওে হতে পারে। অথবা ০.৩ মেগাহার্জ থেকে ৩০০ গেগাহার্জ বিশিষ্ট কম্পাংক হতে পারে । মাইক্রোওয়েভের সাহায্যে ছবি, শব্দ, ও তথ্য সরবরাহ করা সম্ভব।

৬৭. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কী?

উত্তরঃ- ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এমন এক ধরনের নেটওয়ার্ক সিস্টেম যেখানে কোনো ক্যাবল বা তার ব্যবহার করা হয় না।কাজেই বলা যায় এটি একটি তারবিহীন মাধ্যম।

৬৮. ব্লুটুথ কী?

উত্তরঃ- দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ পদ্ধতি হচ্ছে ব্লুটুথ।ব্লুটুথ হলো ক্ষুদ্র দূরত্বের জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রযুক্তি। টেলিকম ভেওর এরিকসন ১৯৯৪ সালে এটি উদ্ভাবন করেন এবং দশম শতাব্দীতে ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর ন্মা অনুসারে এ প্রযুক্তির নামকরণ করা হয়।এটি ক্ষুদ্র পাল্লার বেতার তরঙ্গের মাধ্যমে প্রয়োগ করা হয়।

৬৯. ওয়াই-ফাই কাকে বলে?

উত্তরঃ- ওয়াই-ফাই হলো একটি প্রচলিত তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বেতার তরঙ্গ ব্যবহার কওে তারবিহীন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে।ওয়াই-ফাই বলতে আমরা তারবিহীন লোক্যাল এরিয়া নেটওয়ার্ক কে বুঝে থাকি, যা তৈরী করা হয়েছে ইন্সটিটিউট অফ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারর্স।

৭০. মোবাইল যোগাযোগ কী?

উত্তরঃ- আমরা সবাই মোবাইল ফোন চিনি এবং ব্যবহার করে থাকি।মোবাইল ফোনকে সেলুলার ফোন বা সেলফোন বা মুঠোফোন বলে।

৭১. মডেম কাকে বলে ?

উত্তরঃ- মডেম শব্দটির পূর্ণরুপ হলো মডুলেটর-ডিমডুলেটর ।মডুলেটর ডিজিটাল সংকেত কে অ্যানালগ সংকেতে রুপান্তরিত কওে আর ডিমডুলেটর অ্যানালগ সংকেত কে টুইস্টড পেয়ার ক্যাবল বা ফাইবার অপটিকের সাথে যুক্ত করা যায়।এটি একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইসের মতো কাজ করে।কোনো একটি পোর্টে তথ্য আসার সাথে সাথে কপি করা যায় এবং ইথারনেট ডিভাইসগুলোকে তথ্য সরবরাহ করে থাকে।

৭২. হাব কী?

উত্তরঃ- হাব হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা অনেকগুলো পোর্ট নিয়ে গঠিত এবং ইথারনেট ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করার জন্য অনেকগুলো টুইস্টেড পেয়ার বা ফাইবার অপটিকের সাথে যুক্ত করা যায়।এটি একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইসের মতো কাজ করে।কানো একটি পোর্টে তথ্য আসার সাথে সাথে কপি করা যায় এবং ইথারনেট ডিভাইসগুলোকে তথ্য সরবরাহ করে থাকে।

৭৩. রাউটার কী?

উত্তরঃ- রাউটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস।রাউটার কম্পিউটার নেটওয়ার্কেও মধ্যে ইন্টার নেটওয়ার্ক সৃষ্টি করে তথ্য সঞ্চালন করে থাকে।

৭৪. গেটওয়ে কী?

উত্তরঃ- গেটওয়ে হলো ইন্টারনেটের প্রবেশপথ।কয়েকটি কম্পিউটারের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগকারী ডিভাইসকে গেটওয়ে বলা হয়।

৭৫. নেটওয়ার্ক টপোলজি কাকে বলে?

উত্তরঃ- একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেই নেটওয়ার্ক টপোলজি বলে।

৭৬. বাস টপোলজি কাকে বলে?

উত্তরঃ- একটি সংযোগ লাইনে কয়েকটি কম্পিউটার নোড বা সংযোজক যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে বাস টপোলজি বলে।

৭৭. মেশ টপোলজি কাকে বলে?

উত্তরঃ- যে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে সে নেটওয়ার্ক সিস্টেম ই মেশ টপোলজি।

৭৮. রিং টপোলজি

উত্তরঃ- যে নেটওয়ার্কে কম্পিউটার বৃত্তাকাওে সজ্জিত থাকে তাকে রিং টপোলজি বলে।

৭৯. স্টার টপোলজি কাকে বলে?

উত্তরঃ- যে নেটওয়ার্কে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।