HSC বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর ২০২২ ঢাকা বোর্ড

0
251

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর ২০২২ ঢাকা বোর্ড

বিষয় কোড: ১০২

সময়: ২ঘন্টা

পূর্ণমান- ৫০

১. খ. প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

২. ক. সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

খ. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি) :

কালান্তর _ অন্য কাল (নিত্য সমাস)

মিশকালো _ মিশির ন্যায় কালো (উপমান কর্মধারয় সমাস)

সিংহাসন _ সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)

প্রভাত – প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (প্রাদি সমাস)

হাতেখড়ি _ হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোগী বনুরীহি)

তেপায়া _ তিন পায়া যার (সংখ্যাবাচক বন্ুরীহি সমাস)

উপকণ্ঠ ল কণ্ঠের সমীপে (অব্যয়ীভাব সমাস)

রাজপুত্র _ রাজার পুত্র (ষষ্ঠী তৎপুরুষ সমাস)

খ. যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :

১. তার বৈমান্রেয় সহোদর ডাক্তার |

শুদ্ধ: তার বৈমাত্রেয় ভাই ডাক্তার ।

২. সাবধান পূর্বক চলবে ।

শুদ্ধ: সাবধানে চলবে ।

৩. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

শুদ্ধ: উপর্যুক্ত/ উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।

৪. আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।

শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত |

৫. কাব্যটির উতৎকর্ষতা প্রশংসনীয়

শুদ্ধ: কাব্যটির উৎকর্ষ / উৎকুষ্টতা প্রশংসনীয় ।

৬. কৃপুরুষের মতো কথা বলছো কেন?

শুদ্ধঃ কাপুরুষের মতো কথা বলছো কেন?

৭. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।

শুদ্ধ: বৃক্ষটি সমূল উতৎ্পাটিত হয়েছে বা বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।

৮. তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।

শুদ্ধ: তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয়

  1. ক. যে কোনো পাঁচটি শব্দের পারিভাষিক রূপ লেখ :

Acting – ভারপ্রাপ্ত ।

Ballot – গোপন নির্বাচন ।

Cartoon – ব্যঙ্জচিত্র

Deed – দলিল ।

Public Works  – গণপূর্ত ।

Hood _ ঢাকনা ।

Light year – আলোকবর্ষ ।

Sabotage – অন্তর্থাত।

আরো পড়ুনঃ- 

এইচএসসি  বাংলা ২য় পত্র  বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ২০২২ সিলেট বোর্ড