HSC Bangla 2nd Paper Question Solution 2022 Sylhet Board

0
276

এইচএসসি  বাংলা ২য় পত্র  বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ২০২২ সিলেট বোর্ড

বিষয় কোড: ১০২ সময়: ২ঘন্টা পূর্ণমান- ৫০

০১. যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ ।

শ্রমজিবী – শ্রমজীবী

ফটোষ্ট্যাট – ফটোস্ট্যাট

মরিচীকা – মরীচিকা

পানিনী – পাণিনি

সহযোগীতা – সহযোগিতা

ইতিমধ্যে – ইতোমধ্যে

উচ্ছাস – উচ্ছ্বাস

২. ক. সংজ্ঞা ও উদাহরণসহ ক্রিয়াপদেও শ্রেণিবিভাগ আলোচনা কর ।

খ. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি) :

রাজপথ _ পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)

অনাশ্রিত _ নয় আশ্রিত (নঞ তৎপুরুষ সমাস)

গ্রামান্তর _ অন্য গ্রাম (নিত্য সমাস)

দিগ্বিদিক – দিক ও বিদিক (ছন্দ সমাস)

উপনদী _ ক্ষুদ্র নদী (অব্যয়ীভাব সমাস)

সেতার  সে (ভিন) আছে যে যন্ত্রের [সংখ্যাবাচক বহুরীহি]

অহিনকুল _ অহি ও নকুল (বিরোধার্ঘক দ্নৃদ্ধ সমাস)

উদ্বেল _ বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

৩. ক. বাক্য কাকে বলে? একটি আদর্শ বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ আলোচনা কর।

খ. যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ:

১. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত ।

২. তাহারা মাঠে খেলা করছে।

শুদ্ধ: তারা মাঠে খেলা করছে।

৩. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।

শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র ।

৪. বিরাট গরু-ছাগলের হাট ।

শুদ্ধ: গরু-ছাগলের বিরাট হাট ।

৫. প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছি।

শুদ্ধ: প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছি।

৬. বুক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।

শুদ্ধ: বৃক্ষটি সমুল উৎপাটিত হয়েছে বা বৃক্ষটি মুলসহ উৎপাটিত হয়েছে।

৭. গাছে কাঁঠাল মাথায় তেল।

শুদ্ধ: গাছে কাঁঠাল গৌঁফে তেল ।

৮. সে সভায় উপস্থিত ছিলেন।

শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন ।

০8. নিচের যে কোনো পাঁচটি শব্দের পারিভাষিক রূপ লেখ:

Auction – নিলাম

Dialect – উপভাষা

Urban – পৌর

Copyright – লেখস্বত্ব

Prepaid – আগাম প্রদত্ত

Booklet – পুস্তিকা

Nursery – শিশুশালা; তরুশালা

Xerox –আলোকচিত্র  প্রভিলিপি

আরো পড়ুনঃ-

HSC বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর ২০২২ ঢাকা বোর্ড