এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সিলেট বোর্ড ২০২২

0
188

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি

প্রশ্ন উত্তর সিলেট বোর্ড

পরীক্ষার তারিখঃ- ০৬-১১-২০২২ | বিষয় কোডঃ- ১০১

১। কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিতে না’- বলে ‘বিদ্রোহী’ কবিতার কবির কামনা?

ক) অবমানিতের

খ) অত্যাচরিতের

গ) উৎপীড়িতের

ঘ) হতদরিদ্রের

উত্তর: গ

২। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’- চরণটিতে কী বোঝানো হয়েছে?

ক) ভালোবাসা ও ঘৃণা

খ) ভালো ও মন্দ

গ) নতুন ও পুরাতন

ঘ) প্রেম ও দ্রোহ

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

মা-মরা মেয়ে রহিমাকে সত্য অনেক অত্যাচার করে। সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়। সামান্য ভুল করলেই সে রহিমাকে নির্যাতন করে। রহিমা তবুও সত্মাকে নিজের মায়ের মতোই ভালোবাসে।

৩। উদ্দীপকের সৎ মায়ের সাথে প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?

ক) উদারতায়

খ) ক্ষমাশীলতায়

গ) কর্মনিপুণতায়

ঘ) প্রতিহিংসায়

উত্তর: ঘ

৪। রহিমার মধ্যে কবি চেতনার প্রতিফলিত দিকটি হলো

  1. কর্মনিপুণতা
  2. উদারতা

iii. ক্ষমাশীলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

৫। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে?

ক) ফসলের কাজ সম্পন্ন হওয়া

খ) কর্মের পরিণতি

গ) কর্মময় জীবন ঘ) ফসল তোলার তাড়া

উত্তর: খ

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও: ‘হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগে

রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে।

৬। উদ্দীপকটি নিচের কোনটির ইঙ্গিত করে?

ক) প্রাকৃতিক সৌন্দর্য। |

খ) শীতের বিদায়

গ) বসন্তের আগমন।

ঘ) প্রিয়জন হারানোর বেদনা

উত্তর: গ

৭। উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে?

ক) প্রকৃতি ও মানব মনের সম্পর্কের

খ) প্রাকৃতিক পরিবর্তনের

গ) প্রাকৃতিক পরিপূর্ণতার

ঘ) জীবন প্রবাহের

উত্তরঃ ক

৮। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠেছে?

ক) পূর্বপুরুষ

খ) ক্রীতদাস

গ) কিংবদন্তি

ঘ) কবিতা

উত্তর: গ

৯। কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা

করেন?

ক) ঘুম নেই

খ) পূর্বাভাস

গ) ছাড়পত্র

ঘ) আকাল

উত্তরঃ ঘ

১০। নিচের কোন চরণে আঠারো বছর বয়স’ কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে?

ক) এ বয়স জানে রক্তদানের পুণ্য

খ) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

গ) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

ঘ) ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

উত্তরঃ ক

১১। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমলবন’ প্রতীকটি ব্যবহার

করেছেন?

  1. মানবিকতা
  2. কল্যাণের জগৎ

iii. পদ্মবন।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

১২। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

ক) বন্দি শিবির থেকে

খ) নিজ বাসভূমে

গ) রৌদ্র করোটিতে

ঘ) বিধ্বস্ত নীলিমা

উত্তর: খ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:

তাহেরার বিয়ে হলো তার চেয়ে কয়েকগুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিলো সে তার হবু শ্বশুত্র।

১৩। উদ্দীপকের তাহেরা লালসালু’ উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়?

ক) রহিমা

খ) জমিলা

গ) আমেনা

ঘ) তানু

উত্তর: খ

১৪। উদ্দীপকের ঘটনাটি লালসালু উপন্যাস বিস্তৃত সমাজের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

ক) বাল্য বিবাহ

খ) অসম বয়সী বিবাহ

গ) বহু বিবাহ

ঘ) বলপূর্বক বিবাহ

উত্তর: খ

১৫। উর্মিচাদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?

ক) মাদ্রাজ

খ) লাহোর

গ) কলকাতা

ঘ) পাঞ্জাব

উত্তরঃ খ

১৬। চারিত্রিক শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র”।- রায়দুর্লভের এ উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে?

ক) নির্লোভ

খ) স্বার্থপরতা

গ) দ্বিধাগ্রস্ততা

ঘ) আত্মবিশ্বাসী

উত্তর: গ

১৭। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।’- এখানে খেলোয়াড় কে?

ক) মজিদ

খ) আক্কাস

গ) সলেমনের বাপ

ঘ) তাহের-কাদেরের বাপ

উত্তর: ঘ

১৮। আমি চিরকালই ইংরেজদের বন্ধু।’- উক্তিটি কার?

ক) মিরজাফর

খ) রায়দুর্লভ

গ) উর্মিচাদ

ঘ) রাজবল্লভ

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:

শাকিল সাহেব শিক্ষিত মানুষ তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছাসত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন। কিন্তু উচ্চ শিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে।

১৯। উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিত’ গল্পের কার সাথে তুলনীয়’?

ক) অনুপমের মামা

খ) অনুপমের মা

গ) শম্ভুনাথ বাবু

ঘ) হরিশ

উত্তর: গ

২০। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়?

i.উভয় শিক্ষিত

  1. ব্যক্তিত্বসম্পন্ন

iii. বাবার আজ্ঞাবাহী নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ ক

২১। কাজী নজরুল ইসলামের মতে নিজের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?

ক) বিনয়

খ) দম্ভ

গ) পরাবলম্বন

ঘ) অসত্য

উত্তর: গ

২২। আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ …. সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য

  1. এ দম্ভ শির উঁচু করে
  2. মতে একটা ডোন্ট কেয়ার’ ভাব আসে

iii. অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

২৩। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কী বলে?

ক) আমলাতন্ত্র

খ) স্বৈরতন্ত্র

গ) শাসনতন্ত্র

ঘ) গণতন্ত্র।

উত্তরঃ ক

২৪। আবুল ফজল রচিত ‘চৌচির’ কোন ধরনের রচনা?

ক) প্ৰবন্ধ

খ) উপন্যাস

গ) নাটক

ঘ) ছোটগল্প

উত্তরঃ খ

২৫। নিচের কোনটি বর্তমানে মানব- কল্যাণের প্রধান অন্তরায়?

ক) অবিচ্ছিন্ন মানবচেতনা

খ) একীভূত মানবচেতনা

গ) সমষ্টি চেতনা

ঘ) বিচ্ছিন্ন মানবচেতনা

উত্তরঃ ঘ

২৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

ক) সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়

খ) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়

গ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

ঘ) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর: গ

২৭। ‘ওসব একরকম ছেড়ে দিয়েছে জগু’- এখানে ‘ওসব’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) মারধর করা

খ) মামলা-মোকদ্দমা করা

গ) গালমন্দ করা

ঘ) নেশা করা

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:

ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে । সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখণ সুখে আছে।

২৮। উদ্দীপকের সমীর চরিত্রের সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক) ন্যাড়া

খ) খুড়া

গ) মৃত্যুঞ্জয়

ঘ) ছোটবাবু

উত্তর: গ

২৯। উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে ‘বিলাসী’ গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো-

ক) অশিক্ষা

খ) শ্রেণিবৈষম্য

গ) নিষ্ঠুরতা

ঘ) অসমতা

উত্তর: খ

৩০। “প্রিনসিপালের কালো মুখ বেগুনি হয়”- কেন?

ক) আনন্দে

খ) বেদনায়

গ) ভয়ে

ঘ) বিষ্ময়ে

উত্তর: গ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download