একাদশ-দ্বাদশ শ্রেণির ICT ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর সকল প্রশ্ন উত্তর

0
479

একাদশ-দ্বাদশ শ্রেণির ICT ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

এর বহুনির্বাচনী ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

চতুর্থ অধ্যায়ঃ- ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

বহুনির্বাচনি প্রশ্ন

  1. HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

ক) ওয়েব

খ) ওয়েব পেইজ

গ) পেইজ

ঘ) ওয়েব সাইট

সঠিক উত্তর: ওয়েব পেইজ

  1. ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-

ক) ডেটা থাকে

খ) ওয়েব সাইট থাকে

গ) বিভিন্ন উপকরন থাকে

ঘ) তথ্য থাকে

সঠিক উত্তর: তথ্য থাকে

  1. ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।

ক) টেলিভিশন দ্বারা

খ) মোবাইল দ্বারা

গ) কম্পিউটার দ্বারা

ঘ) ইন্টারনেট দ্বারা

সঠিক উত্তর: কম্পিউটার দ্বারা

  1. ওয়েব সাইট সাধারণত হতে পারে-

ক) স্ট্যাটিক

খ) ডাইনামিক

গ) স্ট্যাটিক ও ডাইনামিক

ঘ) ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক

সঠিক উত্তর: স্ট্যাটিক ও ডাইনামিক

  1. HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?

ক) জানুয়ারি ২০০৭

খ) জানুয়ারি ২০০৮

গ) ফেব্রুয়ারি ২০০৭

ঘ) ফেব্রুয়ারি ২০০৮

সঠিক উত্তর: ফেব্রুয়ারি ২০০৮

  1. HTTP এর পূর্ণ নাম কী?

ক) Hyper Text Top Protocol

খ) Hyper Technical Transfer Protocol

গ) Hyper Text Top Protocol

ঘ) Hyper Text Transfer Protocol

সঠিক উত্তর: Hyper Text Transfer Protocol

  1. গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?

ক) এরিক বিনা

খ) টিম বার্নাস লি

গ) মার্ক অ্যান্ডারসেন

ঘ) বিল গেটস

সঠিক উত্তর: টিম বার্নাস লি

  1. W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।

ক) ১৯৮৯ সালে

খ) ১৯৯০ সালে

গ) ১৯৯৩ সালে

ঘ) ১৯৯৪ সালে

সঠিক উত্তর: ১৯৯৩ সালে

  1. ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?

ক) http

খ) ftp

গ) UDP

ঘ) UCP

সঠিক উত্তর: http

  1. Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

ক) URL

খ) http

গ) TCP/IP

ঘ) Wab page

সঠিক উত্তর: Wab page

  1. HTML মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?

ক) নোটপ্যাড

খ) এম এস ওয়ার্ড

গ) টেক্সট এডিট

ঘ) মাউস প্যান

সঠিক উত্তর: নোটপ্যাড

  1. HTML এ ট্যাগ এর বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটি?

ক) Attribute

খ) Program

গ) Value

ঘ) Align

সঠিক উত্তর: Attribute

  1. ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি?

ক) URL

খ) WWW

গ) HTML

ঘ) HTTP

সঠিক উত্তর: HTML

  1. HTML কোন ধরনের ল্যাঙ্গুয়েজ?

ক) সাধারণ

খ) ওয়ার্ড

গ) প্রোগ্রামিং

ঘ) ওয়েব ডেভেলপমেন্ট

সঠিক উত্তর: ওয়েব ডেভেলপমেন্

  1. কোনটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন টুল?

ক) ড্রিমওয়েবার

খ) কোরলড্র

গ) HTML

ঘ) JSP

সঠিক উত্তর: HTML

  1. ডাইনামিক ওয়েব পেইজ তৈরিতে ব্যাহৃত সফটওয়্যার কোনটি?

ক) Layout

খ) Syntax

গ) Formatting

ঘ) Pert

সঠিক উত্তর: Pert

  1. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম কতটি রং বা কালারের নামকে HTML ও CSS এর জন্য তালিকাভূক্ত করেছে।

ক) ১০টি

খ) ২০টি

গ) ৫০টি

ঘ) ১৬টি

সঠিক উত্তর: ১৬টি

  1. HTML কী ধরনের ল্যাংঙ্গুয়েজ?

ক) একমূখী

খ) দ্বিমূখী

গ) বহুমূখী

ঘ) উভমূখী

সঠিক উত্তর: বহুমূখী

  1. HTML এর সর্বশেষ ভার্সন নিচের কোনটি?

ক) HTML.3

খ) HTML.4

গ) HTML.5

ঘ) HTML.6

সঠিক উত্তর: HTML.5

  1. HTML এর সর্বশেষ ভার্সন HTML.৫ পরিচিতি লাভ করে কত সালে?

ক) ২০০৮ সালে

খ) ২০০৯ সালে

গ) ২০১০ সালে

ঘ) ২০১১ সালে

সঠিক উত্তর: ২০১০ সালে

  1. WWW এর পূর্ণ নাম কী?

ক) World Web Wide

খ) Web World Web

গ) World Wide Web

ঘ) World Web World

সঠিক উত্তর: World Wide Web

  1. WWW কে ইন্টারনেটের কী বলা হয়?

ক) রিজার্ভেশন সিস্টেম

খ) বুলেটিন বোর্ড

গ) বুদ্ধিমত্তা

ঘ) সৃজনশীল

সঠিক উত্তর: বুলেটিন বোর্ড

  1. মোজাইক নামে ব্রাউজার তৈরি হয় কত সালে?

ক) ১৯৯০ সালে

খ) ১৯৯৩ সালে

গ) ১৯৯৪ সালে

ঘ) ১৯৮৯ সালে

সঠিক উত্তর: ১৯৯৩ সালে

  1. একটি ওয়েবসাটের সকল বিষয়বস্ত ও উপস্থাপনার কার্যগত অবকাঠামোই-

ক) ওয়েব সাইট

খ) ওয়েব পেইজ

গ) ওয়েব সাইটের কাঠামো

ঘ) মূল পেইজ

সঠিক উত্তর: ওয়েব সাইটের কাঠামো

  1. মূলত হোম পেইজ হচ্ছে-

ক) এক ধরনের বিষয়

খ) এক ধরনের সূচি

গ) মূল বিষয়

ঘ) কাঠামোর সূচি

সঠিক উত্তর: এক ধরনের সূচি

  1. একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েব সাইট ডিজাইন করা হয় তাকে কী বলে?

ক) Hierarchical স্ট্রাকচার

খ) Network স্ট্রাকচার

গ) Linear স্ট্রাকচার

ঘ) Combination স্ট্রাকচার

সঠিক উত্তর: Combination স্ট্রাকচার

  1. HTML প্রাথমিক রূপ লাভ করে কখন?

ক) ১৯৭০ সালে

খ) ১৯৯৫ সালে

গ) ১৯৮০ সালে

ঘ) ১৯৯৪ সালে

সঠিক উত্তর: ১৯৭০ সালে

  1. সরাসরি ওয়েব সাইট তৈরির জন্য নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

ক) HTML Editor

খ) Macromedia Firework

গ) Macromedia Dreamweaver

ঘ) Flash

সঠিক উত্তর: Macromedia Dreamweaver

  1. নিচের কোন স্ট্রাকচারটি সবচেয়ে জটিল প্রকৃতির?

ক) Tree Structure Site

খ) Web-Linked Structure Site

গ) Sequence Structure Site

ঘ) Star Structure Site

সঠিক উত্তর: Tree Structure Site

  1. ≺h1≻ অর্থ কী?

ক) একটি প্যারাগ্রাফ বর্ণনা করা

খ) একটি হরিজন্টাল রুল বর্ণনা করা

গ) এক লাইন ফাঁকা তৈরি করা

ঘ) একটি কমান্ড বর্ণনা করা

সঠিক উত্তর: একটি প্যারাগ্রাফ বর্ণনা করা

  1. কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিএসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয় এগুলোকে কী বলে?

ক) ট্যাগ

খ) বর্ণ

গ) ফন্ট

ঘ) হেডিং

সঠিক উত্তর: ট্যাগ

  1. HTML লিংকের সিনটেক্সে url এর স্থলে কী দিতে হয়?

ক) পূর্ণ ঠিকানা

খ) বর্ণ

গ) ফন্ট

ঘ) হেডিং

সঠিক উত্তর: পূর্ণ ঠিকানা

  1. ≺tr≻ ট্যাগ হলো-

ক) Table

খ) Tab Row

গ) Table Repeat

ঘ) Table Row

সঠিক উত্তর: Table Row

  1. ১৯৮০ সালে HTML রচনা করেন কে?

ক) টিম লি

খ) রবার্ট টিমলি

গ) টিম বার্নার লি

ঘ) রবার্ট লি

সঠিক উত্তর: টিম বার্নার লি

  1. HTML.5 ভার্সন প্রকাশিত হয় কখন?

ক) ১৯৯১ সালে

খ) ২০০০ সালে

গ) ২০১২ সালে

ঘ) ১৯৯৪ সালে

সঠিক উত্তর: ২০১২ সালে

  1. সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য কী লিখতে হয়?

ক) অল্প কোড

খ) একটি কোড

গ) প্রচুর কোড

ঘ) দুটি কোড

সঠিক উত্তর: প্রচুর কোড

  1. HTML এর নিরাপত্তা ব্যবস্থা কেমন?

ক) দুর্বল

খ) সবল

গ) খুব দুর্বল

ঘ) খুব সবল

সঠিক উত্তর: খুব দুর্বল

  1. HTML এর ট্যাগগুলো কী দ্বারা বেষ্টিত থাকে?

ক) ( )

খ) { }

গ)

ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর:

  1. ওয়েব পেইজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলে?

ক) Layout

খ) Sintax

গ) Copy

ঘ) Formatting

সঠিক উত্তর: Formatting

  1. নিচের কোনটি Empty ট্যাগ?

ক) ≺title/≻

খ) ≺Blockquote/≻

গ) ≺LI/≻

ঘ) ≺Meta/≻

সঠিক উত্তর: ≺LI/≻

  1. HTML এ ডকুমেন্ট টাইটেল থাকে কোন সেকশনে?

ক) Body Section

খ) Paragaph Section

গ) Head Section

ঘ) Hyperlink Section

সঠিক উত্তর: Head Section

  1. একটি ডকুমেন্টের সাথে আরেকটি ডকুমেন্টের সংযোগ স্থাপন করা হয় নিচের কোন ট্যাগ ব্যবহার করে?br>

ক) মেটা ট্যাগ

খ) স্টাইল ট্যাগ

গ) বেস ট্যাগ

ঘ) লিংক ট্যাগ

সঠিক উত্তর: লিংক ট্যাগ

  1. টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?

ক) ≺tr/≻

খ) ≺table/≻

গ) ≺td/≻

ঘ) ≺hr/≻

সঠিক উত্তর: ≺table/≻

  1. টেবিলের প্রতিটি কলামের উপরের অংশে তথ্যে শিরোনামকে কী বলে?

ক) টেবিল হেডিং

খ) বডি

গ) কলাম

ঘ) সারি

সঠিক উত্তর: টেবিল হেডিং

  1. টেবিলের সারি ও কলামের সংযোগস্থলকে কী বলে?

ক) সারি

খ) সংযোগস্থল

গ) কলাম

ঘ) সেল

সঠিক উত্তর: সেল

  1. ইমেজ লোড না হলে টেক্সট দেখাবে নিচের কোন অ্যাট্রিবিউট?

ক) img

খ) src

গ) alt

ঘ) align

সঠিক উত্তর: alt

  1. একটি ফ্রোম অপর ফ্রেম কেমন?

ক) আলাদা                      খ) ভিন্ন

গ) স্বাধীন

ঘ) মুক্ত

সঠিক উত্তর: স্বাধীন

  1. প্রতিটি ফ্রেম সেট নির্ধারণ করে কোনটি?

ক) একটি সারি

খ) একটি সারি বা কলাম

গ) একটি কলাম

ঘ) একটি টেবিল

সঠিক উত্তর: একটি সারি বা কলাম

  1. HTML ৫ এ লে-আউটকে সাধারণত কয়টি ট্যাগের মাধ্যমে করা হয়?

ক) ২টি

খ) ৪টি

গ) ৩টি

ঘ) অসংখ্য

সঠিক উত্তর: ২টি

  1. HTML হেডিং কোনটি?

ক) ≺h1≻ to ≺h5≻

খ) ≺h1≻ to ≺h4≻

গ) ≺h1≻ to ≺h6≻

ঘ) ≺h1≻ to ≺h7≻

সঠিক উত্তর: ≺h1≻ to ≺h6≻

  1. হাইপারলিংক নির্দেশ দেওয়ার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কী বলে?

ক) হাইপারলিংক সিস্টেম

খ) হাইপারলিংক

গ) হাইপার মিডিয়া

ঘ) মিডিয়া

সঠিক উত্তর: হাইপারলিংক সিস্টেম

  1. HTML এ লিংককে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ভাগে

খ) ৩ভাগে

গ) ৪ভাগে

ঘ) ৫ভাগে

সঠিক উত্তর: ২ ভাগে

  1. ইমেজের বামে ও ডানে কী পরিমাণ জায়গা রাখতে চাই তা লেখার জন্য ব্যবহৃত হয় কোনটি?

ক) vaspace

খ) haspace

গ) border

ঘ) alt

সঠিক উত্তর: border

  1. JPES ফরম্যাটে কত বিট কালার সাপোর্ট পাওয়া যায়।

ক) ৪ বিট

খ) ৮ বিট

গ) ১৬ বিট

ঘ) ২৪ বিট

সঠিক উত্তর: ১৬ বিট

  1. কোনটি গ্রাফিক্স সফটওয়্যার না?

ক) Adobe Photoshop

খ) PHP

গ) Adobe Illustrator

ঘ) Coral Draw

সঠিক উত্তর: PHP

  1. HTML এর ওপেনিং ট্যাগ কোনটি?

ক) ≺html/≻

খ) ≺html≻

গ) ≺htl/≻

ঘ) ≺htl/≻

সঠিক উত্তর: ≺htl/≻

  1. HTML এর ক্লোজিং ট্যাগ কোনটি?

ক) ≺/htl≻

খ) ≺htl/≻

গ) ≺/html≻

ঘ) ≺/htlm/≻

সঠিক উত্তর: ≺/html≻

  1. কোন স্ট্রকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?

ক) লিনিয়ার

খ) হায়ারকি

গ) নেটওয়ার্ক

ঘ) কম্বিনেশন

সঠিক উত্তর: হায়ারকি

  1. নিচের কোনটি দিয়ে স্ট্যাকি ওয়েব পেইজ তৈরি করা হয়?

ক) PHP

খ) ASP

গ) JSP

ঘ) HTML

সঠিক উত্তর: HTML

  1. ইন্টারনেট সেবা প্রধানকারী প্রতিষ্ঠান কোনটি ?

ক) isp

খ) ups

গ) ips

ঘ) aps

সঠিক উত্তর: isp

  1. নিচের কোনটি INTERNAT EXPLORER বলা হয়?

ক) Browser

খ) Oracle

গ) Database

ঘ) pase

সঠিক উত্তর: Browser

  1. Google.com/yahoo কী?

ক) Engine

খ) Search Engine

গ) Protocol

ঘ) Email Address

সঠিক উত্তর: Search Engine

  1. একটি ডোমইন নেম এর ডট এর পর শেষ অংশকে কী বলে?

ক) টপ লেবেল

খ) টপ ডোমেইন

গ) Last লেবেল ডোমেইন

ঘ) Last ডোমেইন

সঠিক উত্তর: টপ লেবেল

  1. টপ লেভেল ডোমেন সমূহেকে কয় ভাগে ভাগে করা যায়?

ক) ২ভাগে

খ) ৩ভাগে

গ) ৪ভাগে

ঘ) ৫ভাগে

সঠিক উত্তর: ৫ ভাগে

  1. Webpase.FIP ইত্যাদি কে কী বলা হয়?

ক) ওযাই-ফাই

খ) নেটওয়ার্ক

গ) টপোলজি

ঘ) ইন্টারনেট ডকুমেন্ট

সঠিক উত্তর: ইন্টারনেট ডকুমেন্ট

  1. ডোমেইন নেম এর সাথে নিচের কোনটি থাকলে শিক্ষা প্রতিষ্টান বোঝায়?

ক) .ac

খ) .gov

গ) .com

ঘ) .edu

সঠিক উত্তর: .edu

বহুপদী সমাপ্তি সূচক

  1. ডাইনামিক ওয়েব পেইজের সাথে সম্পর্কযুক্ত হলো-
  2. PHP
  3. ASP

iii. JSP

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. ওয়েব সাইটের কাঠামো-
  2. Home Page
  3. Main Sections

iii. Sub Sections

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. মূল পেইজ যুক্ত থাকে-
  2. মূল প্রোগ্রাম
  3. ব্যানার

iii. অ্যানিমেশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. ওয়েব সাইটের কাঠামোর সেকশন হলো-
  2. মূল পেইজ
  3. মূল সেকশন

iii. উপ সেকশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. HTML এর ক্ষেএে –
  2. ইন্টারনেটের সাথে সংযুক্ত এরূপ কোন তথ্য রাখার পেইজকে ওয়েব পেইজ বলে।
  3. মূল সেকশন

iii. উপ সেকশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. HTML এ –
  2. প্রতিটি ডকুমেন্ট ফ্রেম বলে।
  3. লিংকের সিনটেক্স url এর স্থলে পূর্ণ ঠিকানা দিতে হয়।

iii. ≺hr> ট্যাগটি দ্বারা এক লাইন ফাকা করা হয়।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

  1. HTML ব্যবহৃত হয়-
  2. ইন্টারনেট তৈরিতে
  3. ইন্টারনেট পেইজ তৈরিতে

iii. ওয়েব সাইট তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. HTML এর ক্ষেএে –
  2. HTML এ নিরাপত্তা ব্যবস্থা খুব শক্তিশালী।
  3. সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয।

iii. বড় কোড লেখাযুক্ত ওয়েব পেইজ চালানো বেশীরভাগ ক্ষেএে জটিলতার সৃষ্টি করে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ii ও iii

  1. ট্যাগ-
  2. আরম্ভ, ট্যাগ ≺h1>
  3. সমাপ্তি ট্যাগ≺h1>

iii. জটিল প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

  1. কিছু কিছু ট্যাগ-
  2. বৈশিষ্ট্য প্রকাশ করে।
  3. Empty ট্যাগ ব্যবহার করে।

iii. প্রতিটি ট্যাগ শুরু হয় চিহ্ন দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. HTML লে আউট এর গুরুত্বপূর্ণ –
  2. Header
  3. Footer

iii. Page Nunber

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. হেডিং এর ট্যাগ-

i.≺h1> Biggest heading ≺/h1>

  1. ≺h2> Smallest heading ≺/h2>

iii. ≺h1> ≺/h6>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. টেবিল তৈরির সাথে সংশ্লিষ্ট কয়েকটি ট্যাগ হল-
  2. ≺th>
  3. ≺tr>

iii. ≺thead>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. ওয়েব পেইজ ডিভাসের জন্য ফাইলের বর্ধিতাংশ
  2. .htm
  3. .html

iii. .doc

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

  1. HTML এ-
  2. HTML সহজে ব্যবহার ও অনুধাবন করা যায়
  3. সকল ব্রাউজার HTML কে সমর্থন করে না

iii. HTML বিনামূল্য ব্যাহার করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i ও iii

  1. নিচের তথ্যগুলো লক্ষ্য করি:
  2. একটি ডেটা সেলে ইমেজ, টেক্সট, ফটোগ্রাফ ইত্যাদি ব্যবহার করা যায় না
  3. টেবিলের প্রতিটি কলামের উপরের অংশে তথ্য শিরোনামকে টেবিল হেডিং বলে

iii. টেবিলে সারি ও কলামের সংযোগস্থলকে সেল বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ii ও iii

  1. HTML এ-
  2. HTML কে ওয়েব পেইজ তৈরির সবচেয়ে বিমুদ্ধ ল্যাংঙ্গুয়েজ বলা হয়
  3. যেকোন অপারেটিং সিস্টেমের সাথে Notepad অথবা Wordpad নামক সাধারণ টেক্সট এডিটর সার্ভিস প্রোগ্রাম হিসেবে থাকে

iii. HTML কে তৈরি করেছেন টিম বার্নাস লি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

  1. আইপি অ্যাড্রেস সাধারণত লিখা হয়-
  2. নম্বর দ্বারা
  3. টেক্সট দ্বারা

iii. ক্যারেক্টার দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ

………………………………………

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৬ – ৯০ নং প্রশ্নগুলোর উওর দাও:

একটি ওষুধ কোম্পানি তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব সাইট তৈরি করলো। কিন্তু Google সার্চে ওয়েব পেইজ পাওয়া যাচ্ছে না।

  1. ওয়েব সাইটটিতে কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়নি?

ক) SEARCH

খ) META

গ) BODY

ঘ) HEAD

সঠিক উত্তর: i, ii ও iii

  1. নিচের কোনটি সার্চ ইঞ্জিন

ক) Yahoo

খ) Nortoni

গ) Microsoft

ঘ) Amazon

সঠিক উত্তর: Yahoo

  1. নতুন Browser Window তে Page খোলার জন্য কোন Command টি প্রযোজ্য?

ক) target = “-Self”

খ) target = “-blank”

গ) target = “-Parent”

ঘ) target = “-top”

সঠিক উত্তর: target = “-blank”

  1. টেবিলে কয়টি বর্ডার দেওয়া হয়েছে?

ক) ২টি

খ) ৩টি

গ) ১টি

ঘ) কোনো বর্ডার নেই

সঠিক উত্তর: কোনো বর্ডার নেই

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯১-৯৩ নং প্রশ্নগুলোর উওর দাও:

বর্তমানে আমাদের দেশে বেকার সমস্যা মারাত্বক সামাজিক ব্যাধি। প্রায় প্রতিটি সমাজেই এ ব্যাধিতে আক্রান্ত। বেকার সমস্যা দূর করতে বর্তমানে HTML, CSS, JAVA Script সহ বিভিন্ন ধরনের CMS সফটওয়্যার এর মাধ্যমে ওয়েব ডিজাইন করে বেশ অর্থ উপার্জন করছে।

  1. CSS- এর পূর্ণরূপ কী?

ক) Caseding Style Sheet

খ) Compund Style Sheet

গ) Compund Shorting System

ঘ) Cacacing Simple Sheet

সঠিক উত্তর: Caseding Style Sheet

  1. কত সালে তাদের প্রতিযোগিতামূলক ব্রাউজার রিলিজ করে?

ক) ১৯৯৫ সালে

খ) ১৯৯৬ সালে

গ) ১৯৯৭ সালে

ঘ) ১৯৯৮ সালে

সঠিক উত্তর: ১৯৯৬ সালে

  1. অনেক বেশি তথ্যের ডিজাইনের ক্ষেএে নিচের কোনটি ভালো?

ক) HTML

খ) Java Script

গ) CSS

ঘ) RGB

সঠিক উত্তর: CSS

আইসিটি অধ্যায়- ৪ : ওয়েব ডিজাইন পরিচিতি এইচ.টি.এম.এল

Introduction to Web Design & HTML

জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

০১. ওয়েব পেইজ কী?

উত্তরঃ ওয়েব পেজ হলো এক ধরণের ওয়েব ডকুমেন্ট যা World Wide Web(WWW) ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেধের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে।

ওয়েবপেজের প্রকারভেদঃ অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজ দু‘প্রকার। যথা-

ক) লোকাল ওয়েবপেজ ও

খ) রিমোট ওয়েবপেজ

ক) লোকাল ওয়েবপেজঃ স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েবপেজগুলোকে লোকাল ওয়েবপেজ বলা হয়। লোকাল ওয়েবপেজগুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়। এ ধরণের ওয়েবপেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

খ) রিমোট ওয়েবপেজঃ দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত ওয়েবপেজগুলোকে রিমোট ওয়েবপেজ বলা হয়। রিমোট ওয়েবপেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এ ধরণের ওয়েবপেজ ব্রাউজিং করার জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়।

০২. ওয়েব কী?

উত্তরঃ ওয়েব হলো ইন্টারনেট ব্যাবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন।

ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ.টি.এম.এল

০৩. ডোমেইন নেম কী?

উত্তরঃ ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এরুপ নামকে ডোমেইন নেম বলে।

০৪. টপ লেভেল ডোমেইন কাকে বলে?

উত্তরঃ ডোমেইন নেমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়।

০৫. edu দ্বারা কী বোঝায়?

উত্তরঃ edu দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান বুঝায়।

০৬. ওয়েব পেইজ ডিজাইন কী?

উত্তরঃ ওয়েব পেজ হলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত বিভিন্ন সার্ভারে (বড় ক্ষমতাসম্পন্ন কম্পিউটার) রক্ষিত ফাইল, যা হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজের (HTML) ওপর ভিওি করে তৈরিকৃত ডকুমেন্ট। ওয়েব ডিজাইন হলো নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবপেজ প্রদর্শণ-এ তিনটি বিষয়ের সম্মিলিত রূপ।

০৭. ওয়েব সাইটের কাঠামো কাকে বলে?

উত্তরঃ যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্ত উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলো।সমগ্র বিশ্বের নেটওয়ার্কের সাথে তোমার ওয়েবসাইটের নেটওয়ার্কও একই বন্ধনে বাঁধা।

০৮. মূল পেইজ কী?

উত্তরঃ মূল পেইজ বা Home Page বলতে আমরা বুঝি, কোন ওয়েব সাইটে প্রবেশের পর প্রথম যে পেজ আমরা দেখতে পাই তাই হলো মূল পেইজ বা Home Page ।

০৯. ডোমেইন নেম কী?

উত্তরঃ ডোমেইন নেম (Domain Name) আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজী অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।

একটি ডোমেইন নেইমের বিভিন্ন অংশ দেখানো হলো।

যেমন- https://chakritips.com

এখানে http-Protocol,

www-Host name/server,.

dshe- Domain Name/Second Level Domain

.gov- Top level Domain/Domain type,

.bd-Country domain

ইন্টারনেটের ডোমেইন নামসমূহকে অনেকগুলি জেনেরিক টাইপে ভাগ করা হয়েছে। এসব ডোমেইনকে টপ লেভেল ডোমেইন বলা হয়। বর্তমানে প্রচলিত জনপ্রিয় ৭টি জেনেরিক ডোমেইন নেইম হলো- com, net, edu, gov, int, mil, org.

১। com-Commercial organization (বাণিজ্যিক প্রতিষ্ঠান)

২। edu- Edicational institution (শিক্ষা প্রতিষ্ঠান)

৩। gov-Government (রাষ্ট্রীয় প্রতিষ্ঠান)

৪। int- International organization (আন্তর্জাতিক প্রতিষ্ঠান)

৫। mil- U.S armed forces (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরকার)

৬। org-Non profit organization (অলাভজনক প্রতিষ্ঠান)

৭। net- Network and Internet Organization (নেটওর্য়াক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান)

১০. Browser কী?

উত্তরঃ ওয়েব ব্রাউজার হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যেকোন ওয়েব-পেইজ, ওয়ার্ল্ড-ওয়াইড-ওয়েবে (W.W.W.) অথবা লোকাল-এরিয়া-নেটওয়ার্কে অবস্থিত কোন ওয়েব-সাইটের যেকোনো তথ্য দেখতে ও অনুসন্ধান করতে পারে।এক কথায় বলা যায় ওয়েব ব্রাউজার হল একটা ওয়েব পেজ দেখার বাহক মাত্র।

১১. ফরম্যাটিং কাকে বলে?

উত্তরঃ সঠিক এবং উপস্থাপন যোগ্য লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে, দৃষ্টিনন্দন করে, উপস্থাপন করে, একটি ওয়েব পেজকে ফুটিয়ে তোলার চেষ্টাকে ফরম্যাটিং বলে।

১২. হাইপারলিং কী?

উত্তরঃ ওয়েবের ভাষায় বলতে গেলে হাইপারলিং হলো ওয়েবের একটি রিসোর্স অবস্থিত কোন রেফারেন্স (কোন ঠিকানা) যার সাহায্য পাঠক সরাসরি বা স্বতঃর্স্ফুতভাবে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবে।

১৩. www কী?

উত্তরঃ সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগত ভাবে “World Wide Web” বা WWW বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেইজ।

১৪. ওয়েবসাইট কাকে বলে?

উত্তরঃ কোনো ওয়েব সার্ভারের রাখা ওয়েব পেইজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

ওয়েবপেজ তৈরির পর সংশ্লিষ্ট ওয়েবপেজগুলোকে যখন একটি নির্দিষ্ট ঠিকানার অধীনে ইন্টারনেটে ব্যবহার করা হয় তখন উক্ত ঠিকানাকে ওয়েবসাইট বলা হয়। অনেকগুলো ওয়েবপেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত। যেমন- www.chakritips.com.com একটি ওয়েবসাইট।

অক্সফোর্ড ডিকশনারী অনুসারে ওয়েবসাইট হলো- “A location connected to the internet that maintains one or more webpages”. (ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েবপেজ সংরক্ষণ করে রাখা হয় তাহাই হলো ওয়েবসাইট।)

ওয়েবসাইটের প্রকারভেদ লিখ।

উত্তরঃ গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট দু‘প্রকার। যথা-

ক) স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন: যে সকল ওয়েবসাইটের তথ্যগুলো সাধারণত চালু করার পর পরিবর্তন করা যায় না সে ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন বলে। এ পেজের তথ্যগুলো আগে থেকেই তৈরি করা থাকে এবং কোনো পরিবর্তন করা য়ায় না। স্ট্যাটিক ওয়েবসাইটে তথ্য কম থাকে ও ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রয়োজন হয় না। সকল ইউজারের কাছে একই তথ্য প্রদর্শন করে। এ ধরণের পেজ তৈরি করা সহজ কিন্তু আপডেট করা জটিল। সাধারণত স্ট্যান্ডার্ড HTML ভাষা দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়।

স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন শিখতে সাধারণত নিচের ল্যাংগুয়েজ ও সফ্টওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হয়-

1| HTML

2| CSS(Cascading Style Sheet)

3| Adobe Dream weaver

4| Adobe Flash

5| Adobe Photoshop

6| Adobe Illustrator

খ) ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন: যে সকল ওয়েবসাইটের তথ্যগুলো সাধারণত চালু করার পর পরিবর্তন করা যায় সে ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন বলে। ডাইনামিক ওয়েবসাইটগুলি ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে পরিদর্শিত হয়। এই সাইটগুলি আপডেট করা খুব সহজ।

১৫. স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে?

উত্তরঃ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।

১৬. স্ট্যাটিক ওয়েব পেইজের ফাইলের নামের বর্ধিতাংশ কী?

উত্তরঃ স্ট্যাটিক ওয়েব পেইজের ফাইলের নামের বর্ধিতাংশ “htm” অথবা “html”।

১৭. ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে?

উত্তরঃ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।

১৮. ডাইনামিক ওয়েব পেইজের ফাইলের নামের বর্ধিতাংশ কী?

উত্তরঃ ডাইনামিক ওয়েব পেইজের ফাইলের নামের বর্ধিতাংশ PHP, ASP, JSP।

১৯. বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটকে চারভাগে ভাগ করা যায়।

২০. লিনিয়ার স্ট্রাকচার কী?

উত্তরঃযখন কোন ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলে।

২১. ট্রি বা হায়ারারকিক্যাল স্ট্রাকচার কী?

উত্তরঃযখন কোন ওয়েবসাইটের কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্নাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে সেই স্ট্রাকচার বা কাঠামোকে ট্রি বা হায়ারারকিক্যাল স্ট্রাকচার বলে।

২২. হাইব্রিড বা মিশ্র স্ট্রাকচার কী?

উত্তরঃযখন একাধিক কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় সেই স্ট্রাকচার বা কাঠামোকে হাইব্রিড বা মিশ্র স্ট্রাকচার বলে।

২৩. ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার কী?

উত্তরঃযখন ওয়েবসাইটে প্রতিটি পেইজের মধ্যে অন্য পেইজগুলো নিঙ্ক করা থাকে সেই স্ট্রাকচার বা কাঠামোকে হাইব্রিড বা মিশ্র স্ট্রাকচার বলে।

২৪. ইন্টারনেট বুলেটিন বোর্ড কী?

উত্তরঃ WWW কে ইন্টারনেটের বুলেটিন বোর্ড বলা হয়।

২৫. HTML কী?

উত্তরঃ ওয়েব পেইজ তৈরিতে একটি সাধারন এবং সবচেয়ে বহুল ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। ১৯৮০ সালে টিম বার্নারস লি HTML রচনা করেন। তখন শুধুমাএ একটি পাতার সাথে আর একটি পাতার সংযোগ ঘটানো হতো। ১৯৮৫ সালে এ পদ্ধতির নাম ছিল SGML । পরবর্তী সময়ে এ ভাষার উন্নতির সাথে সাথে এতে নির্মিত ফাইল পড়ার উপযোগী ব্রাউজারের উন্নতি ঘটতে লাগলো বেশ দ্রুত। প্রথম দিকে Linux, VMS অপারেটিং সিস্টেমে। ১৯৯৫ সালে মাইক্রোসফ্ট কোম্পানি Internet Explorer বাজারজাত করেন ওয়েব পেইজ ব্রাউজিং এর জন্য।

২৬. HTML এর মৌলিক বিষয় কয়টি ও কী কী?

উত্তরঃ HTML এর মৌলিক বিষয় ২টি। যথা – ট্যাগ ও অ্যাট্রিবিউট।

২৭. HTML 4.0 এর সংস্করন কবে বের হয়?

উত্তরঃ  HTML 4.0 এর সংস্করন কবে April 1998 তে বের হয়।

২৮. কে HTML নিয়ে চিন্তা ভাবনা করেন?

উত্তরঃ Sir Tim Berners Lee ওয়েব ডিজাইন ল্যাংগুয়েজ HTML নিয়ে চিন্তা ভাবনা করেন।

২৯. কত সালে HTML নিয়ে চিন্তা ভাবনা করেন?

উত্তরঃ ১৯৮৯ সালে Sir Tim Berners Lee ওয়েব ডিজাইন ল্যাংগুয়েজ HTML নিয়ে চিন্তা ভাবনা করেন।

৩০. ট্যাগ কী?

উত্তরঃ ফাইল তৈরী করা হয় কিছু ট্যাগ ও অ্যাট্রিবিউটের সমম্বয়ে। ট্যাগ যেকোন নির্দেশন সুনির্দিষ্ট করে দেয়।

৩১. অ্যাট্রিবিউ কী?

উত্তরঃ ট্যগের নির্দেশন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে অ্যাট্রিবিউট।

৩২. ফন্ট ফ্যামিলি কী?

উত্তরঃ একাধিক ফন্ট একই নামের ভিন্নতর সংস্করন হিসেবে প্রকাশ করলে একটি ফন্ট ফ্যামিলি সৃষ্টি হয়।

৩৩. ওপেনিং ট্যাগ কী বোঝায়?

উত্তরঃ HTML কে ট্যাগের ভাষাও বলা হয় কারণ বিভিন্ন ট্যাগের সমন্বয়েই ডকুমেন্ট তৈরি হয়। প্রতিটি ট্যাগ তার নিজস্ব নাম অনুসারণ করে কৌনিক (< >) ব্রাকেটে শুরু বা ওপেন করতে হয় এবং একে শুরু বা ওপেনিং ট্যাগ বলে।

৩৪. হাইপারলিংক কী?

উত্তরঃ হাইপারলিংক হলো একটি ওয়েবপেইজের কোন অংশের সাথে বা পেইজের অন্য অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করে ।

৩৫. ওয়েব ব্রাউজিং কী?

উত্তরঃ www হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেইজ। এই ওয়েব পেইজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে।

৩৬. HTML এর পূর্ণনাম কী?

উত্তরঃ HTML এর পূর্ণনাম Hyper Text Markup ।

৩৭. URL এর পূর্ণনাম কী?

উত্তরঃ URL এর পূর্ণনাম Uniform Resource Locator ।

৩৮. URL কাকে বলে?

উত্তরঃ URL হলো কোন ওয়েব সাইটের অ্যাড্রেস কে বুঝায়।

৩৯. Search কী?

উত্তরঃ ওয়েব পেইজ থেকে কোন কিছু খোঁজাকে Search বলে।

৪০. ফ্রেম কী?

উত্তরঃ প্রতিটি HTML ডকুমেন্ট ফ্রেম বলা হয়।

৪১. ফ্রেম সেট কী?

উত্তরঃ উইন্ডোতে কীভাবে ফ্রেম বিভক্ত করা হবে তা নির্ধারণ করতে “ফ্রেম সেট” ট্যাগ ব্যবহার করা হয়।

৪২. ফ্রেম ট্যাগ কী?

উত্তরঃ HTML ডকুমেন্ট প্রতিটি ফ্রেমের মধ্যে কী রাখা হবে তা “ফ্রেম” ট্যাগ ব্যবহার করে নির্ধারণ করা হয়।

৪৩. হেডিং ট্যাগ কী?

উত্তরঃ HTML হেডিং ট্যাগের মাধ্যমে ফন্টকে বড় বা ছোট রুপ দেয়া যায়। এখানে ৬টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। হেডিং ১ হচ্চে সবচেয়ে বড় এবং এর ক্রমান্বয়ে হেডিং ৬ সবচেয়ে ছোট।

৪৪. ওয়েব সাইট পাবলিশিং কী?

উত্তরঃ কোনো ওয়েব সাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েব সাইট পাবলিশিং বলে।

৪৫. পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটকে তৈরি করাকে কী বলে?

উত্তরঃ পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটকে ডিজাইন করাকে ওয়েব ডিজাইন বলে।

৪৬. ওয়েবসাইটকে তৈরি হয় কী নিয়ে?

উত্তরঃ ওয়েবসাইটকে তৈরি হয় ওয়েব পেজ নিয়ে।

৪৭. দুটি জনপ্রিয় ব্রাউজারের নাম লিখ?

উত্তরঃ দুটি জনপ্রিয় ব্রাউজারের নামঃ

গুগোল ক্রম

মজিলা ফায়ার ফক্স

৪৮. ওয়েব সার্ভার কী?

উত্তরঃ ওয়েব সার্ভার হলো বিশেষ ধরণের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।