এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর কুমিল্লা বোর্ড-২০২২

0
101

HSC Bangla 1st paper MCQ Question Solution Comilla Board 2022

০১। ‘অপরিচিতা’ গল্পে ‘কল্যাণী’ বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে ?

ক. হলুদ

খ. বেগুনি

গ. নীল

ঘ. লাল

উত্তর: ঘ

০২। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই । অনুপমের এই উক্তির মধ্যদিয়ে কী প্রকাশ পেয়েছে?

  1. অনুশোচনা

i i. অসহায়ত্ব

i i. ক্ষোভ

নিচের কোনটি সঠিক?

ক. i  ও i i i

খ. i ও i i

গ. i i ও i i i

ঘ. i, i i ও i i i

উত্তর: খ

০৩। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে ‘বন্তুটি’ বলতে “বিনাসী” গল্পে কী বোঝানো হয়েছে?

ক. মানবতা

খ. প্রেম

গ. লৌকিকতা

ঘ. সম্পদের লোভ

উত্তর খ

০৪ । “বিলাসী” গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?

ক. সরকারকে

খ. ব্রাহ্মণকে

গ. ইংরজেকে

ঘ. ক্ষত্রিয়কে

উত্তর: গ

০৫ | আপন করিতে কীদিয়া বেড়াই ষে মোরে করেছে পর। পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

ক. ক্ষমাশীলতা

খ. মানবপ্রীতি

গ. আন্তরিকতা

ঘ. আত্মতুষ্টি

উত্তর; খ

০৬ । নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?

ক. আত্মনির্ভ্রতা

খ. সক্রিয়তা

গ. অটুট বিশ্বাস

ঘ. আগুনের সন্মার্জনা

উত্তর গ

০৭। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কী বলেছেনঃ

ক. দাম্ভিকতা

খ. ভণ্ডামি

গ. অসংকোচ

ঘ. উচদ্বাস

উত্তর: খ

০৮। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে?

  1. মর্যাদাবোধ i i. প্রচুর ধন-সম্পদ i i i. মানবিক চেতনার বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও i i

খ. i ও i i i

গ. i i ও i i i

ঘ. i, i i ও i i i

উত্তর: খ

০৯। প্রাবন্ধিক আকুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন?

ক. ১৯৭৭

খ. ১৯৭৩

গ. ১৯৭৪

ঘ. ১৯৭৫

উত্তর; ক

১০। “বজ্জাত হোক, খুনি হোক, জামাই তো ।”- “মাসি-পিসি” গল্পে পিসির এই উক্তির মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে-

ক. সামাজিকতা ও দায়িত্ববোধ

খ. মানবিকতা ও কল্যাণবোধ

গ. সৌজন্য ও আত্মীয়তা

ঘ. চাতুর্য ও কৌশল

উত্তর ক

নিজের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নৎ প্রশ্নের উত্তর দাও:

“মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল এন্ড কলেজ’ এর নবম শ্রেণির ছাত্রী লায়লা কিছু দুষ্ট লেকের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লায়লাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না।

১১। উদ্দীপকে দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে?

ক. রহমান

খ. গোকুল

গ. জাগু

ঘ. কৈলাশ

উত্তর: খ

১২। উদ্দীপকের মূলভাবটি “মাসি-পিসি” গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে?

ক. দায়িত্ববোধ ও বন্ধুত্ব

খ. সামাজিকতা ও দায়িত্ববোধ

গ. ন্যায় ও কল্যাণ

ঘ.এক্য ও সাহস

উত্তর ঘ

১৩। সুকান্ত ভষ্টাচার্য ফ্যাসিবাদী বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কী কাব্যগ্রথ সম্পাদনা করেনঃ?

ক. মিঠেকড়া

খ. হরতাল

গ. অভিযান

ঘ.আকাল উত্তর: ঘ

১৪। বিপদের মুখে “আঠারো বছর বয়স” কেমন?

ক. সাহসী

খ. ত্যাগী

গ. অগ্রলী

ঘ. উদ্যোমী

উত্তর গ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও: মালিক পক্ষের নিপীড়ন আর শোষণ বঞ্চনা বন্ধের দাবিতে “হাওলাদার কটন মিল” এর শ্রমিকগণ আমরণ অনশন-ধর্মঘট শুরু করে। তাদের কথা- অত্যাচার ও শোষণের অবসান না হলে আমৃত্যু

অনশন চালিয়ে যাবে।

১৫। উদ্দীপকের মালিক পক্ষের সাথে “বায়ান্নর দিনগ্ডলো’ রচনার কীসে মিল রয়েছে?

ক. জেল কর্তৃপক্ষের

খ. কারা পুলিশের

গ. পাকিস্তান সরকারের

ঘ. জেলের কয়েদিদের

উত্তর গ

১৬। উদ্দীপকের মুলভাব “বায়ান্নর দিনগুলো’ রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

ক. অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শাস্তি আছে

খ. তাদের কথা হলো …… মরতে দেব না’।

গ. মুক্তি দিলে খাব, না দিলে খাব না।

ঘ. এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে?

উত্তর ক

১৭। “পরপারে দেখি আকা তরুছায়া মসী-মাখা ।’- “মসী-মাখা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. কালো রং দিয়ে মাখানো

খ. অস্পষ্ট মহাকাল

গ. মসী দ্বারা অস্পষ্ট

ঘ. মসী দ্বারা মাখা

উত্তর; খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও

শিক্ষক: বাংলাদেশের একটি নান্দনিক ছ্থাপত্যকর্মের নাম বল।

শিক্ষার্থীগণ: বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।

শিক্ষক: সংসদ ভবনের হ্থপতি কে?

শিক্ষার্থীগণ: জানি না স্যার ।

শিক্ষক: লুই আই কান। দেখ, তোমার সৃষ্টিকে চেন, শরষ্টাকে নয়।

১৮। উদ্দীপকের লুই আই কান “সোনার তরী* কবিতার কিসের সাথে তুল্য?

ক. সোনার ফসল

খ. কৃষক

গ. মহাকাল

ঘ. ছোট খেথ

উত্তর: খ

১৯। উদ্দীপকের মর্মার্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছেঃ

ক. একখানি ছোট খেত, আমি একেলা

খ. আমার সোনার ধানে গিয়েছে ভব্রি

গ. ঠাই নাই ঠাই নাই ছোট দে তরী

ঘ. শুন্য নদীর তীরে রহিনু পড়ি

উত্তর: গ

২০। “ফেব্রুয়ারি ১৯৬৯, কবিতায় কে শুন্যে ফ্ল্যাগ তোলে?

ক. বরকত

খ. রফিক

গ. জব্বার

ঘ্:সালাম

উত্তর; ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:

আজ কবিতা উত্সব ॥ দেশের গ্রধান কবি হাসান বশির অনুষ্ঠানের প্রধান অতিথি । চারদিকে হৈ হৈ রব। এর মধ্যে খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আয়োজকগণ অনুষ্ঠানে স্থগিত করার প্রস্তুতি নিচ্ছেন । কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দীড়িয়ে তিনি বললেন, আমার নাতনি দুর্ঘঠনা কবলিত হওয়ায় আমি গণ্তীরভাবে শোকাহত । কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক।

২১। উদ্দীপকের আয়োজকগণ “তাহারেই পড়ে মনে কবিতার কার সাথে তুল্য?

ক. কবি

খ. কবি-ভক্ত

গ; বসন্তবরণ

ঘ. খতুরাজ উত্তর: ক

২২। উদ্দীপকের কবি হাসান বশির এবং “তাহারেই পড়ে মনে’ কবিতার কবি চিন্তা-চেতনায় প্রকাশ পেয়েছে-

i . স্মৃতিকাতরতা . i i  মানবমনের রহস্যময়তা . i i i  বৈপরীত্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও i i

খ. i ও i i i

গ. i i ও i i i

ঘ.  i, i i ও i i i

উত্তর: খ

২৩। “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতার বৈশিষ্ট্য-

  1. দেশপ্রেম i i. গণজাগরণ i i i. সংগ্রামী চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও i i

খ. i ও i i i

গ. i i ও i i i

ঘ. i, i i ও i i i

উত্তর: ঘ

২৪। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় “জননীর আশীর্বাদ” কাকে দীর্ঘায়ু করবে?

ক. যে গাভীর পরিচর্ধা করে

খ. যে মৎস্য পালন করে

গ. যে লৌহ খগ্ডকে প্রজ্বলিত করে

ঘ. যে কর্ষণ করে

উত্তর: ক

২৫। উদ্দীপকে মিঠ চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. মোহাম্মদি বেগ

খ. মির জাফর                 গ. মিরন

ঘ. ঘসেটি বেগম

উত্তরঃ ক

২৬। উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কী?

ক. বিশ্বাসঘাতকতা

খ. অশিক্ষা

গ. অপরিণামদশী

ঘ. সুচতুর

উত্তর: ক

২৭। ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি কোম্পানির টাকার জন্য । তা রলে বাঙালি কাপুরুষ নয় ।’- ওয়ালি

খানের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. দেশপ্রেম

খ. কৃতজ্ঞত

গ. জাতীয়তাবোধ

ঘ. সাহস

উত্তর: গ

২৮ । মজিদ জমিলার মধে খোদাভীতি জাগাতে চায় যে কারণে-

  1. জমিলাকে বশ করতে i i. স্বীয় আধিপত্য বিস্তার করতে i i i. স্রষ্টার সন্তুষ্টির জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও i i

খ. i ও i i i

গ. i i ও i i i

ঘ. i, i i ও i i i

উত্তর ক

২৯। “সে যেন খাচায় ধরা পড়েছে ।’- কে খাচায় ধরা পড়েছে?

ক. রহিমা

খ. জমিলা

গ. আমেনা

ঘ. হাসুনির মা

উত্তরঃ খ

৩০। “পাথর এবার হঠাৎ নড়ে ।’- এখানে “পাথর’ কে?

ক. মজিদ

খ. আমেনা বিবি

গ. রহিমা

ঘ. জমিলা

উত্তরঃ ক

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download