কোভিড ১৯ ইআরপিপি প্রকল্পের ওয়ার্ড বয় পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- ওয়ার্ড বয়
পরীক্ষার তারিখঃ- ১৬-০৯-২০২২
১. `নীল যে পদ্ম. নীল পদ্ম’ কোন সমাস?
ক) দ্বিগু সমাস
খ) প্রাদি সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস✔
২. ‘আপন ভালো পাগলেও বোঝে’ এখানে ভালো কোন পদ?
ক) বিশেষণ✔
খ) বিশেষ্য
গ) অব্যয়
ঘ) সর্বনাম
৩. ‘উড়নচন্ডী’ বাগধারাটির অর্থ কী?
ক) দূর্লভ বন্তু
খ) অপদার্থ
গ) অমিতব্যয়ী✔
ঘ) ভীষণ বিপদ
৪. ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) নিচয়
খ) শর্বরী
গ) অভ্র
ঘ) জলধি✔
৫. এক কথায় প্রকাশ করুন ‘ যে নারীর স্বামী ও পুত্র নেই?
ক) অনূঢ়া
খ) কুমারী
গ) নবেঢ়া
ঘ) অবীরা✔
৬. Fill up with Article : I saw ____one eyed man at the street
ক) a✔
খ) the
গ) an
ঘ) none
৭. Fill in with Preposition : He died _____Cholera.
ক) by
খ) from
গ) to
ঘ) of✔
৮. Identify Tense: The sun rises in the East
ক) Present perfect
খ) Past Perfect Continuous
গ) Future Continuous
ঘ) Simple Present✔
৯. Translate into English : চাঁদ কিরণ দেয়
ক) Moon in shining
খ) The Moon gives light✔
গ) Moon lights
ঘ) The Moon shines at night
১০. Which one id the passive : “Put the pen’
ক) Let the pen be put✔
খ) The pen is put by me
গ) Let the pen put
ঘ) The pen is put by you
১১. একটি শ্রেণিতে ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৪০ জন ও ৩০ জন হলে ছাত্রী ও ছাত্রের সংখ্যার অনুপাত কত?
ক) ৪:৩
খ) ২:৩
গ) ৩:৪✔
ঘ) ৩:২
১২. রনি পরীক্ষায় ৮০% নম্বর পেল। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে রনির প্রাপ্ত নম্বর কত?
ক) ৫৫০
খ) ৫৬০
গ) ৬৫০
ঘ) ৬৪০✔
১৩. a=1. b=2, c=3 হলে +2ab−ca2+2ab-c
ক) 1
খ) 2✔
গ) 4
ঘ) 6
১৪. (a+b) – ( a-b)= কত?
ক) 2a
খ) -2a
গ) 2b✔
ঘ) -2b
১৫. একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য ১০০ ফুট । ক্ষেত্রফল কত?
ক) ১০০০ বর্গফুট
খ) ৪০০০ বর্গফুট
গ) ৪০০০০ বর্গফুট
ঘ) ১০০০০ বর্গফুট✔
১৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ১ মার্চ, ১৯১৯
খ) ১৭ মার্চ ১৯২০✔
গ) ১৪ আগস্ট, ১৯৪৭
ঘ) ২১ জনু, ১৯৪১
১৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক) ৯
খ) ১০
গ) ১১✔
ঘ) ১২
১৮. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক) কাঁঠাল✔
খ) আম
গ) লিচু
ঘ) কলা
১৯. জাপানের মুদ্রার নাম কোনটি?
ক) উয়ান
খ) রিংগীত
গ) ইউয়ান✔
ঘ) ইয়েন
২০. পদ্মা ব্রীজের পিলার কয়টি?
ক) ৪১টি
খ) ৪২টি✔
গ) ৪৩টি
ঘ) ৪৪টি
২১. সাধারণ বর্জ্য কোন রংয়ের পাত্রে রাখতে হবে?
ক) কালো✔
খ) লাল
গ) হলুদ
ঘ) সবুজ
২২. হাসপাতালে ওয়ার্ড ব্যবস্থপনায় কোনটি অপরিহার্য?
ক) ধুলাবালি নিয়ন্ত্রণ
খ) বর্জ্য ব্যবস্থপনা✔
গ) রেকর্ড সংরক্ষণ
ঘ) রোগী পরিবহন
২৩. কোন হাসপাতাল ওয়ার্ডবয়ের দায়িত্ব নয়?
ক) রোগীকে হাসপাতালের প্রয়োজনীয় জায়গায় নিয়ে যাওয়া
খ) রোগীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষায় সাহায্য করা
গ) রোগীর গোপনীয়তা বজায় রাখা
ঘ) উপরের সব কটি✔
২৪. হাসপাতালের তরল বজ্য কোথায় ফেলা উচিত?
ক) ড্রেনে
খ) টয়লেটের কমোডো
গ) যে কোন উম্মুক্ত স্থানে
ঘ) বিনে✔
২৫. চিঠিপত্র লেখা, হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক) এডোবি ফটোশপ
খ) মাইক্রোফট এসকিউএল
গ) ওরাকল
ঘ) এমএস অফিস✔
২৬. নিচের কোনটি ই- মেইল প্রোগ্রাম নয়?
ক) জিমেইল
খ) ফায়ারফক্স✔
গ) ইয়াহু মেইল
ঘ) হট মেইল
২৭. হাসপাতাল ওয়ার্ড – এ সুপরিকল্পিত কাজের শিডিউল কে কি বলে?
ক) টাইম সিডিউল
খ) রোটেশন
গ) ডিউটি রোস্টার✔
ঘ) কোনটি নয়
২৮. ওয়ার্ডে মেঝে দিনে কতবার পরিষ্কার করা উচিৎ?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার✔
ঘ) ৪ বার
২৯. মানুষের দেহে হাড়ের সংখ্যা –
ক) ১০৬
খ) ২০৬✔
গ) ৩০৬
ঘ) ৪০৬
৩০. সামুদ্রিক মাছ, গরুর দুধ ও মাংস কিসের উৎস?
ক) খনিজ লবন
খ) আয়োডিন
গ) লৌহ
ঘ) স্নেহ পদার্থ✔
৩১. টাটকা সবুজ তরকারিতে পাওয়া যায়-
ক) খনিজ ও ভিটামিন✔
খ) ভিটামিন ও স্নেহ
গ) শর্করা
ঘ) কোনটি নয়
৩২. ডেঙ্গু জীবানু বহনকারী মশার নাম কি?
ক) এডিস✔
খ) এ্যানোফিলিস
গ) কিউলেক্স
ঘ) ম্যানসুনাইড
৩৩. পানিবাহিত রোগ কোনটি?
ক) ডিফথেরিয়া
খ) টাইফয়েড✔
গ) ম্যালেরিয়া
ঘ) যক্ষ্মা
৩৪. মানব দেহে সাধারণ তাপমাত্রা কত?
ক) ৯৪.৪০ ফারেনহাইড
খ) ৯৮.৮ ফারেনহাইড
গ) ৯৮.৪ ফারেনহাইড✔
ঘ) ৯৪.৮ ফারেনহাইড
৩৫. জরুরী বিভাগে একজন আহত রোগীর প্রাথমিক পরীক্ষায় সর্বোচ্চ কত সময় ব্যয় করা যাবে?
ক) ৫ মিনিট✔
খ) ১ মিনিট
গ) ১০ মিনিট
ঘ) ৩০ মিনিট
৩৬. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কতটি?
ক) ৩৭✔
খ) ৩৮
গ) ৩৯
ঘ) ৪০
৩৭. করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়?
ক) সাংহাই
খ) উবেন
গ) উহান✔
ঘ) জিনজিয়াং
৩৮. পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা?
ক) শিশু✔
খ) নারী
গ) বৃদ্ধ
ঘ) কিশোর
৩৯. যক্ষা শরীরের কোন অংশে হয়?
ক) চোখে
খ) গলায়
গ) জিহবায়
ঘ) ফুসফুসে✔
৪০. বাংলাদেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কোনটি?
ক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
খ) জেলা হাসপাতাল
গ) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
ঘ) কমিউনিটি ক্লিনিক✔