প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন-২০২২|Primary Teacher Exam Suggestion 2022

0
600

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান

স্পেশাল সাজেশন-২০২২

১. নিম্নের কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত?
ক) প্রবাসী কর্মী
খ) পাট
গ) রেডিমেট গার্মেন্টস*
ঘ) চামড়া

২. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—

ক) ১০৫ ডিবি*

খ) ৭৫ ডিবি

গ) ৯০ ডিবি

ঘ) ১২০ ডিবি

৩. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

ক) চট্টগ্রাম

খ) রাঙামাটি

গ) চাঁপাইনবাবগঞ্জ*

ঘ) জামালপুর

৪. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

C++

Pascal

Fortran

ADA*

৫. ”হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?

ক) নেত্রকোণা

খ) মৌলভীবাজার*

গ) সুনামগঞ্জ

ঘ) হবিগঞ্জ

৬. ”শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে?

ক) ১৫ জানুয়ারি

খ) ২০ জানুয়ারি*

গ) ২৫ জানুয়ারি

ঘ) ৩০ জানুয়ারি

৭. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল—-

ক) গৌড়*

খ) সোনরগাঁ

গ) জাহাঙ্গীর নগর

ঘ) ঢাকা

৮. রাশিয়ার মুদ্রার নাম —

ক) পেসো

খ) ইউরো

গ) রুবল*

ঘ) লিরা

৯. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?

ক) মস্কো

খ) প্যারিস

গ) কায়রো

ঘ) ইস্তাম্বুল*

১০. ”শাহনামা” কোন ভাষায় রচিত?

ক) আরবি

খ) ফারসি*

গ) উর্দু

ঘ) ফরাসি

১১. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

ক) পদ্মা*

খ) মেঘনা

গ) বঙ্গোপসাগর

ঘ) ব্রহ্মপুত্র

১২. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

ক) বিষুব রেখা

খ) মকর রেখা

গ) কর্কট রেখা*

ঘ) দ্রাঘিমা রেখা

১৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?

ক) শালবন বিহার*

খ) সীতাকোট বিহার

গ) আনন্দ বিহার

ঘ) সোমপুর বিহার

১৪. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক—

ক) ঠিক থাকে

খ) কম হয়

গ) বেশি হয়*

ঘ) কোনোটিই নয়

১৫. Seismograph কি?

ক) পানির প্রবাহ মাপার যন্ত্র

খ) বায়ু মাপার যন্ত্র

গ) ভূমিকম্প মাপার যন্ত্র*

ঘ) বৃষ্টিপাত মাপার যন্ত্র

১৬. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

ক) মূল মধ্যরেখা

খ) কর্কটক্রান্তি রেখা*

গ) মকরক্রান্তি রেখা

ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

১৭. ব্রিকস এর মূলমন্ত্র কি?

ক) সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*

খ) সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা

গ) সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি

ঘ) সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান

১৮. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

ক) পাকিস্তান ও ইরান

খ) জাপান ও ফিলিপাইন*

গ) মিয়ানমার ও রাশিয়া

ঘ) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

১৯. কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?

ক) বাংলাদেশ

খ) পাকিস্তান*

গ) ভারত

ঘ) থাইল্যান্ড

২০. ৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

ক) স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা*

খ) পুনরায় নির্বাচন দাবি

গ) সামরিক আইন জারি করা

ঘ) অনশন ধর্মঘট আহবান

২১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

ক) এএইচ এম কামারুজ্জামান

খ) তাজউদ্দীন আহমদ

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান*

ঘ) সৈয়দ নজরুল ইসলাম

২২. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) মালদ্বীপ

খ) সন্দ্বীপ

গ) হাতিয়া

ঘ) বরিশাল*

২৩. মহাস্থানগড়ের পুরাতন নাম কি?

ক) সুবর্নগ্রাম

খ) পুন্ড্রবর্ধন*

গ) চন্দ্রদ্বীপ

ঘ) সিংহজানী

২৪. NAFTA-এর সদস্য সংখ্যা কত?

ক) ৫

খ) ৮

গ) ৩*

ঘ) ৪

২৫. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

ক) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

খ) জাতিপুঞ্জ সৃষ্টি করা

গ) অটোম্যানদের জায়গা দখল করা

ঘ) ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন*

২৬. ”অ্যাবাকাস” কী?

ক) হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ

খ) এক প্রকার সুমিষ্ট ফল

গ) এক প্রকার গণনা যন্ত্র*

ঘ) ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ

২৭. কম্পিউটারে কোনটি নেই?

ক) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা

খ) নির্ভুল কাজ করার ক্ষমতা

গ) স্মৃতি

ঘ) বুদ্ধি*

২৮. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

ক) সোহরাওয়ার্দী উদ্যান*

খ) শিশুপার্ক

গ) লালদিঘী ময়দান

ঘ) রমনা পার্ক

২৯. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

ক) শব্দ শক্তিতে*

খ) আলোক শক্তিতে

গ) তাপ শক্তিতে

ঘ) রাসায়নিক শক্তিতে

৩০. মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো–

ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে*

খ) এশিয়া ও আফ্রিকার মাঝে

গ) আটলান্টিকের পূর্বে

ঘ) এশিয়া ও ইউরোপের মাঝে

৩১. মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?

ক) উইং কমান্ডার এম কে বাশার*

খ) মেজর কাজী নুরুজ্জামান

গ) মেজর এম আবদুল জলিল

ঘ) মেজর কে এম শফিউল্লাহ

৩২. কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে–

ক) খাগড়াছড়ি

খ) বান্দরবান

গ) সিলেট

ঘ) রাঙামাটি*

৩৩. ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?

ক) বিল্ডিং অধ্যাদেশ

খ) বিল্ডিং কোড*

গ) ভবন অননিয়ম

ঘ) ভবন আইন

৩৪. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত–

ক) শিল্পী

খ) সাহিত্যিক

গ) কবি

ঘ) বৈজ্ঞানিক*

৩৫. ”রয়টার্স” কি?

ক) একটি পত্রিকা

খ) বেতার সংস্থা

গ) ক্লাব

ঘ) সংবাদ সংস্থা*

৩৬. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?

ক) প্রোটোপ্লাজম

খ) ক্রোমোজোম

গ) মাইটোকন্ড্রিয়া*

ঘ) নিউক্লিয়াস

৩৭. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক—

ক) ১০০ কোটি বছর আগে*

খ) ১০ লক্ষ বছর আগে

গ) ১০ কোটি বছর আগে

ঘ) ১ কোটি বছর আগে

৩৮. হর্স পাওয়ার হলো—

ক) শক্তি পরিমাপের একক

খ) ক্ষমতা পরিমাপের একক*

গ) চাপ পরিমাপের একক

ঘ) কাজ পরিমাপের একক

৩৯. কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন—-

ক) ১০০ নিউটন

খ) ৯.৮ নিউটন

গ) ১০ নিউটন

ঘ) ৯৮ নিউটন*

৪০. পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?

ক) ড. অটো*

খ) জেমস ওয়াট

গ) কেলভিন

ঘ) কার্নো

৪১. টলেমী কে ছিলেন?

ক) ঐতিহাসিক

খ) দার্শনিক

গ) জ্যোতির্বিদ*

ঘ) চিকিৎসক

৪২. ”ইন্টারনেট” কবে চালু হয়?

ক) ১৯৬০ সালে

খ) ১৯৬৯ সালে*

গ) ১৯৭০ সালে

ঘ) ১৯৮১ সালে

৪৩. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?

ক) প্রেসিডেন্সি কলেজ

খ) বিদ্যাসাগর কলেজ

গ) কলিকাতা বিশ্ববিদ্যালয়

ঘ) সংস্কৃত কলেজ*

৪৪. আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?

ক) পারস্য উপসাগর*

খ) আরব সাগর

গ) বঙ্গোপসাগর

ঘ) ক্যারিবিয়ান সাগর

৪৫. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

ক) জাপান

খ) চীন

গ) মালয়েশিয়া*

ঘ) ইন্দোনেশিয়া

৪৬. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি—

ক) কমে

খ) বাড়ে*

গ) প্রথমে বাড়ে পরে কমে

ঘ) অপরিবর্তিত থাকে

৪৭. মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?

ক) ৫ প্রকার

খ) ৪ প্রকার

গ) ২ প্রকার

ঘ) ৩ প্রকার*

৪৮. জেনেটিক কোডের আবিষ্কারক কে?

ক) ড. এম স্বামীন খান

খ) জোহানসন

গ) ড. খোরানা*

ঘ) ড. রোনাল্ড রস

৪৯. পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ–

ক) ৫ লিটার*

খ) ৭ লিটার

গ) ৮ লিটার

ঘ) ১০ লিটার

৫০. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো–

ক) দর্পণের কাজ করে

খ) প্রিজমের কাজ করে*

গ) লেন্সের কাজ করে

ঘ) আতসী কাঁচের কাজ করে

সব গুলো প্রশ্ন উত্তর  পড়তে নিচের লিংক থেকে পিডিএফ

ডাউনলোড করুন।

PDF Detail  

Titleপ্রাইমারি সাধারণ জ্ঞান সাজেশন
Author
Size1 MB
Number of Pages26
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 1 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 26

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।