প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত স্পেশাল সাজেশন-২০২২ | Primary Teacher Exam Suggestion 2022

0
526

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত

স্পেশাল সাজেশন-২০২২

১. (x-2) (x-3)<0 এর সমাধান সেট কত?
ক) কোনোটিই নয়
খ) x > 2
গ) 2 < x < 3✔
ঘ) x < 3
২. খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ঃ ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
ক) ৪৮
খ) ৬৫
গ) ৪০✔
ঘ) ৬০
৩. ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ——ধারাটির একাদশতম পদ কত?
ক) ৬৬✔
খ) ৫৬
গ) ৪৬
ঘ) ৭৬
৪. a + b =11, a-b=7 হলে, ab= কত?
ক) 15
খ) 16
গ) 18✔
ঘ) 12
৫. F(x) = (x-1)2 হলে, F(5) = ?
ক) 36
খ) 16✔
গ) 35
ঘ) 28
৬. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
ক) ৩৬
খ) ৭২✔
গ) ১২০
ঘ) কোনোটিই নয়
৭. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
ক) অর্ধেক
খ) সমান
গ) দ্বিগুণ✔
ঘ) তিনগুণ
৮. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
ক) ১/২( ভূমি * উচ্চতা)
খ) দৈর্ঘ্য * প্রস্থ
গ) ২(দৈর্ঘ্য * প্রস্থ )
ঘ) ভূমি * উচ্চতা✔
৯. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
ক) ৪৩ বছর✔
খ) ৩৩ বছর
গ) ৫৩ বছর
ঘ) ৬৩ বছর
১০. আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
ক) ৫৪ বছর
খ) ৪৫ বছর✔
গ) ৫০ বছর
ঘ) ৪৩ বছর
১১. x+y=12 এবং xy=60 হলে (x-y)2 = কত?
ক) 7✔
খ) 8
গ) 9
ঘ) 10
১২. a+b=6 এবং ab=8 হলে (a-b)2 = কত?
ক) 8
খ) 6
গ) 4✔
ঘ) 2
১৩. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
ক) ১০০০ টাকা
খ) ৮০০ টাকা
গ) ৭০০ টাকা✔
ঘ) ৬০০ টাকা
১৪. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
ক) ৫৪,০০০ টাকা
খ) ৮১,০০০ টাকা✔
গ) ১৫,০০০ টাকা
ঘ) ৫৮,০০০ টাকা
১৫. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
ক) ৭০০০
খ) ৮৯৬০✔
গ) ৬৫০০
ঘ) ৮০০০
১৬. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক) ৬টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি✔
১৭. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
ক) ৩০০০
খ) ২৮০০
গ) ২৫০০✔
ঘ) ২০০০
১৮. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
ক) ১৩ ঘণ্টা
খ) ১১ ঘণ্টা✔
গ) ১০ ঘণ্টা
ঘ) ৯ ঘণ্টা
১৯. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
ক) ১৮✔
খ) ১৬
গ) ১৫
ঘ) ২১
২০. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
ক) ২ গ্রাম
খ) ৩ গ্রাম
গ) ৬ গ্রাম
ঘ) ৮ গ্রাম✔
২১. ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
ক) ৮৮৮ টাকা
খ) ৭৭৭ টাকা✔*
গ) ৫৫৫ টাকা
ঘ) ৩৩৩ টাকা
২২. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক) ২৪
খ) ২৩
গ) ২২✔
ঘ) ২১
২৩. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় —
ক) সূক্ষ্মকোণ✔
খ) স্থূলকোণ
গ) সমকোণ
ঘ) সরলকোণ

২৪. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে —-
ক) ভূমি
খ) কর্ণ✔
গ) মধ্যমা
ঘ) উচ্চতা
২৫. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত —-
ক) ৩
খ) ৫
গ) ২৫/৯
ঘ) ২২/৭✔
২৬. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮৯
খ) ৭০✔
গ) ১৭০
ঘ) ১৪২
২৭. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
ক) ৩০ দিনে✔
খ) ৩৫ দিনে
গ) ৪০ দিনে
ঘ) ২৫ দিনে
২৮. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
ক) সন্নিহিত কোণ
খ) সরল কোণ
গ) সম্পূরক কোণ✔
ঘ) পূরক কোণ
২৯. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে —
ক) ১০ ঘণ্টা
খ) ৯ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা
ঘ) ৬ ঘণ্টা✔
৩০. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ মিটার হলে পরিসীমা কত?
ক) ৯৬ মিটার✔
খ) ৯৮ মিটার
গ) ১০০ মিটার
ঘ) ১২০ মিটার
৩১. x+y=6 এবং xy=8 হলে (x-y)2 এর মান কত?
ক) 8
খ) 6
গ) 4✔
ঘ) 12
৩২. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
ক) 70
খ) 35✔
গ) 144
ঘ) 140
৩৩. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ।
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ১৬✔
৩৪. ADB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
ক) PB = PD✔
খ) PC = PD
গ) PB = PC
ঘ) PB = PA
৩৫. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
ক) ১০০
খ) ১২০✔
গ) ১৫০
ঘ) ১৮০
৩৬. একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
ক) ৬০ মিটার
খ) ১২০ মিটার
গ) ১৮০ মিটার
ঘ) ৩৬০ মিটার✔
৩৭. ০.৩ * ০.০৩ * ০.০০৩ = কত?
ক) ০.০০০০২৭✔
খ) ০.০০০২৭
গ) ০.০০২৭
ঘ) ০.০২৭
৩৮. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে ৪-এর বর্গ হবে?
ক) ১৬
খ) ২৫
গ) ৩৬✔
ঘ) ৯
৩৯. ৪,৬,৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?
ক) ৫.৫
খ) ৫✔
গ) ৪.৫
ঘ) ৬
৪০. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
ক) ২ ঘণ্টা✔
খ) ৩ ঘণ্টা
গ) ৪ ঘণ্টা
ঘ) ৬ ঘণ্টা
৪১. একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক) ৫০০ টাকা
খ) ৬০০ টাকা
গ) ৭০০ টাকা✔
ঘ) ৮০০ টাকা
৪২. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
ক) ৬০ বছর
খ) ৪০ বছর✔
গ) ৩০ বছর
ঘ) ২০ বছর
৪৩. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে —
ক) সরল কোণ
খ) সমকোণ
গ) সূক্ষ্মকোণ
ঘ) স্থুল কোণ✔

৪৪. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার , ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৬৪৩✔
খ) ৩২৩
গ) ১৯২
ঘ) ৬৪
৪৫. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
ক) ১২ দিনে
খ) ১০ দিনে
গ) ৪৩৪ দিনে
ঘ) ১১ ১৪ দিনে✔
৪৬. পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
ক) ৮
খ) ১২
গ) ২৪✔
ঘ) ৩৬
৪৭. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল —
ক) ৪% কমবে✔
খ) ৪% বাড়বে
গ) ২% কমবে
ঘ) অপরিবর্তিত থাকবে
৪৮. ৭/১৭ এর হরএবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
ক) ৭
খ) ৮✔
গ) ৬
ঘ) ১৩
৪৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
ক) ৯০ মিটার
খ) ৭০ মিটার
গ) ৭৫ মিটার
ঘ) ৮০ মিটার✔
৫০. a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
ক) 4✔
খ) 5
গ) 3
ঘ) 2

সব গুলো প্রশ্ন উত্তর  পড়তে নিচের লিংক থেকে পিডিএফ
ডাউনলোড করুন।

PDF Detail  

Titleপ্রাইমারি গণিত সাজেশন
Author
Size1 MB
Number of Pages31
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 1 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 31

পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।