প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা স্পেশাল সাজেশন-২০২২ | Primary Teacher Exam Suggestion 2022

0
601

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা

স্পেশাল সাজেশন-২০২২

১. কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ–
ক) কর্মনিষ্ঠ
খ) কর্মোদ্যমী
গ) কর্মঠ*
ঘ) কর্মী
২. ”আটকপালে” এর অর্থ কোনটি?
ক) জ্ঞানী
খ) কারারুদ্ধ
গ) হতভাগ্য*
ঘ) সৌভাগ্যবান
৩. কোনটি বাংলা ধাতু?
ক) কৃ
খ) মাগ্‌
গ) গম্‌
ঘ) কাট্‌*
৪. ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?
ক) স্বামী-স্ত্রী
খ) পতি-পত্নী
গ) দম্পতি*
ঘ) জায়া-পতি
৫. কোন বানানটি শুদ্ধ?
ক) সুশ্রুষা
খ) শুশ্রূষা*
গ) সুশ্রুসা
ঘ) শুশ্রুষা
৬. “The baby is always smiling” এর বাংলা অনুবাদ হলে–
ক) শিশুটি সবসময় হাসছে*
খ) শিশুটি সবসময় হাসে
গ) শিশুটির মুখ হাসিতে ভরা
ঘ) শিশুটির মুখে হাসি লেগেই আছে
৭. ”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
ক) গবে + ষণা
খ) গো + এষণা*
গ) গ + এষণা
ঘ) গব + এষণা
৮. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
ক) নরসিংদী*
খ) নারায়ণগঞ্জ
গ) মুন্সীগঞ্জ
ঘ) দাউদকান্দি
৯. ”জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি?
ক) স্থাবর*
খ) অরণ্য
গ) সমুদ্র
ঘ) পর্বতই
১০. ”না” কোন জাতীয় শব্দ?
ক) সর্বনাম
খ) অব্যয়*
গ) ক্রিয়া
ঘ) বিশেষণ
১১. ”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?
ক) সাঁঝ
খ) সন্ধ্যা
গ) সন্দা
ঘ) সান্ধ্য*
১২. ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়*
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুকুমার সেন
১৩. ব্যাকরণ শব্দটি হলো–
ক) তৎসম*
খ) অর্ধ-তৎসম
গ) তদ্ভব
ঘ) দেশী
১৪. ”আশীবিষ”-এর অর্থ কি?
ক) ভুজঙ্গ*
খ) মার্তন্ডু
গ) হুতাশন
ঘ) মাতঙ্গ
১৫. ”কান পাতলা” অর্থ কী?
ক) অবিশ্বাসী
খ) বিশ্বাসপ্রবণ*
গ) বিশ্বাসী
ঘ) বিশ্বাসহীন

১৬. ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য*
গ) পাদানে শূন্য
ঘ) অধিকরণে মূন্য
১৭. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) ণিজন্ত
খ) অহরহ
গ) বিদ্যালয়*
ঘ) দুঃচিন্তা
১৮. শব্দ ও ধাতুর মূলকে বলে–
ক) প্রকৃতি*
খ) ধাতু
গ) বিভক্তি
ঘ) কারক
১৯. ”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো–
ক) সমক্ষ*
খ) পরোক্ষ
গ) প্রত্যেক্ষ
ঘ) নিরপেক্ষ
২০. ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর*
২১. ”সূর্য” -এর প্রতিশব্দ–
ক) সুধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য*

২২. ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
ক) বিসর্জন*
খ) চিত্রাঙ্গদা
গ) রক্তকরবী
ঘ) রাজা ও রাণী
২৩. কোন শব্দটি ভুল?
ক) মরূদ্যান
খ) কটূক্তি
গ) পরিপক্ক*
ঘ) অঞ্জলি
২৪. কোনটি শুদ্ধ বানান?
ক) তিতীক্ষা
খ) তীতিক্ষা
গ) তিতিক্ষা*
ঘ) তীতীক্ষা
২৫. কোনটি খাটি বাংলা উপসর্গ?
ক) অজ*
খ) অতি
গ) ফি
ঘ) খাস
২৬. ”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) রান + না
খ) রাঁদ + না
গ) রান্ন + আ
ঘ) রাঁধ্‌ + না*
২৭. কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ক) ঝম-ঝম*
খ) ভাল-ভাল
গ) রাশি-রাশি
ঘ) ঘন-ঘন
২৮. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) কর্মধারয়*
ঘ) অব্যয়ীভাব
২৯. ”অর্ঘ্য” শব্দের অর্থ কি?
ক) পূজার উপকরণ*
খ) পূজার বাদ্য
গ) পূজার মন্ডুপ
ঘ) পূজার আধার

৩০. ”জীবনতরী” কি?
ক) কাব্যগ্রন্থ
খ) ভাসমান হাসপাতাল*
গ) সিনেমা
ঘ) সংগঠন
৩১. ”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন
ক) মন্দ্র*
খ) মর্মন্তুদ
গ) মধুপ
ঘ) মন্ত্র
৩২. ”বাগধারা” কোথায় আলোচিত হয়?
ক) শব্দতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে*
গ) ধ্বনিতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
৩৩. ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
ক) ফররুখ আহমদ
খ) জীবনানন্দ দাশ*
গ) গোলাম মোস্তফা
ঘ) জসীমউদ্‌দীন
৩৪. ”প্রকৃতি” বলতে কি বুঝায়?
ক) শব্দের মূল
খ) শব্দ ও ধাতুর মূল*
গ) ধাতুর মূল
ঘ) প্রত্যয়যুক্ত শব্দ
৩৫. ”অক্টোপাস” উপন্যাসের লেখক কে?
ক) বেগম সুফিয়া কামাল
খ) শামসুর রাহমান*
গ) আল মাহমুদ
ঘ) আবুল হাসান
৩৬. কোন বানানটি শুদ্ধ?
ক) মন্ত্রিপরিসদ
খ) মন্ত্রীপরিষদ
গ) মন্ত্রিপরিষদ*
ঘ) মন্ত্রিপরিশদ

৩৭. গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৭মী*
খ) অধিকরণে ৭মী
গ) সম্প্রদানে ৭মী
ঘ) অপাদানে ৭মী
৩৮. ”উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ঊর্ধ্বটান
খ) প্রশান্ত*
গ) উঁচুনিচু
ঘ) উত্তাল
৩৯. ”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দ্বি + লোক
খ) দ্বিঃ + লোক
গ) দুঃ + লোক
ঘ) দিব্‌ + লোক*
৪০. Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি?
ক) সৎসঙ্গে স্বর্গবাস
খ) সঙ্গ দেখে লোক চেনা যায়
গ) মানিকে মানিক চেনে*
ঘ) সঙ্গদোষে নষ্ট
৪২. ”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
ক) জলধি
খ) অর্ণব
গ) অর্ক*
ঘ) রাতুল
৪৩. ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন—
ক) পীত
খ) কয়রা*
গ) ধূসর
ঘ) আরক্ত
৪৪. উপসর্গের কাজ কী?
ক) নতুন শব্দ গঠন*
খ) ভাবের পার্থক্য নিরূপণ
গ) অর্থ পরিবর্তন
ঘ) বর্ণ সংস্করণ
৪৫. ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” – পঙক্তিটির রচয়িতা কে?
ক) আব্দুল হাকিম
খ) অতুল প্রসাদ সেন
গ) রামনিধি গুপ্ত*
ঘ) শেখ ফজলুল করিম
৪৬. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর*
খ) দীনবন্ধু মিত্র
গ) কালীপ্রসন্ন সিংহ
ঘ) রাজা রামমোহন রায়
৪৭. ”কর্বুর” শব্দের অর্থ–
ক) করণীয়
খ) রাক্ষস*
গ) গন্ধদ্রব্যবিশেষ
ঘ) রাসায়নিক পদার্থ
৪৮. ”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ—
ক) অনভিজ্ঞ ব্যক্তি
খ) দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি*
গ) বিশেষজাতের কাক
ঘ) ভূষন্তী নামক স্থানের কাক
৪৯. কোনটি সন্ধিজাত শব্দ?
ক) উন্মনা*
খ) দখিনা হাওয়া
গ) মিনতি
ঘ) ফাল্গুন
৫০. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
ক) যৌগিক*
খ) মিশ্র
গ) সরল
ঘ) জটিল

সব গুলো প্রশ্ন উত্তর  পড়তে নিচের লিংক থেকে পিডিএফ
ডাউনলোড করুন।

PDF Detail  

Titleপ্রাইমারি বাংলা সাজেশন
Author
Size1 MB
Number of Pages25
CategoriesPDF Download
Downloading status FREE 

সাইজঃ- 1 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 25

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।