Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড

0
640

Subject ও Predicate বলতে কি বুঝায়? পিডিএফ

ডাউনলোড উদাহরণ সহ

Subject এবং predicate কাকে বলে ? উদাহরণ সহ ?

The boy plays Cricket.The horse is a useful animal.

উপরের প্রথম Sentence এ  The boy সম্পর্কে  বলা হচ্ছে। আর দ্বিতীয় Sentence এ The horse সম্পর্কে কিছু বলা হয়েছে। উপরের Sentence দু’টি থেকে দেখা যায় প্রতিটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে ।

আবার উপরের  Sentence এ The boy সম্পর্কে যা বলা হয়েছে তা হলো “ plays Cricket ” এবং দ্বিতীয় Sentence এ The horse সম্পর্কে যা বলা হয়েছে তা হলো “ is a useful animal ”  এভাবে প্রতিটি Sentence এ Subject সম্পর্কে কিছু বলা হয়ে থাকে।

উপরের প্রথম Sentence দুটি The boy এবং The horse যথাক্রমে Subject এবং plays Cricket ও useful animal Predicate.

একটি Sentence এ দুটি অংশ থাকে। একটি Subject অপরটি Predicate.

Subject : Sentence এ কোন ব্যক্তি বা বস্তু কে উদ্দেশ্য করে যখন কোন কিছু বলা বা লিখা হয় তখন তাকে Subject(উদ্দেশ্য) বলে।

কোন Sentence – এ যাকে ( ব্যাক্তি, প্রাণী, বস্তু ) উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে।

যার দ্বারা sentence এর কাজটি সম্পন্ন হয়ে থাকে তাকে subject  বলে।

সহজ কথায়, বাক্যে যে কাজ করে তাকে Subject  বলে।

প্রশ্নঃ subject: subject কোথায় থাকে?

উঃ subject sentence এর প্রথমে থাকে,তবে  যখন Grammar এর ভিতর যখন পুরোপুরি আপনার মনোনিবেশ ঘটবে তখন আপনি নিজেই sentence দেখে বুঝে যাবেন subject কোনটি।যাই হোক এখন আপাতত মনে রাখেন যে sentence শুরুতে যে word থাকবে সেটাই subject।

উদাহরণঃ-

I am a Student.

He is a Businessman.

They are going to university.

Roni reads in class nine.

এই ভাবে Sentence এর শুরুতে যে word থাকবে সেই টা হবে subject হবে মনে রাখবেন। যেমন উপরে দিয়ে দিয়েছি I am a student [ এর  I হলো subject. He is a businessman এর He হলো subject. They are going to University এখানে They হলো subject. Roni read in class nine এর Roni হলো subject.

এই ভাবে sentence শুরুতে যে word থাকবে সেই গুলো  subject  হবে মনে রাখতে হবে।

প্রশ্নঃ subject দেখতে কেমন হবে?

Ans :- I,we,you,he,she,it,they,father,mother.the boy,the girl,the teacher.the dog,the cat,the maid,father said.teacher said, এই ভাবে noun বা pronoun যেকোন ভাবে থাকতে পারে, সেই গুলো হল subject. [subject বাক্যের প্রথমে বা মাঝে যেকোন জায়গায় থাকতে পারে।  আশাকরি subject কি,কেমন,কিভাবে থাকে বুঝতে পেরেছেন।]

Predicate : Sentence এ Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate (বিধেয়) বলে।

Subject যে বা যাকে নিয়ে কোন কাজ করে তাই Object.

Predicate তিনটি অংশ থাকতে পারে। যেমন : 1.Verb  2.Object  3.Extension

  1. Rahim reads a book. ( রহিম বই পড়ে )
  2. They play football. ( তারা ফুটবল খেলে )
  3. I have a pen. ( আমার একটি কলম আছে )

সাধারণত Verb কে “কে”  দ্বারা করলে Subject পাওয়া যায়। তবে Verb টি যদি Have verb হয় সে ক্ষেত্রে verb কে “কার” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়।

1.কে বই পড়ে —Rahim এখানে Rahim Subject.

2.কে খেলে —They (তারা) এখানে They Subject.

3.কার কলম আছে— I (আমার) এখানে I Subject.

Sentence এর Subject বাদে বাকি অংশ               Object।

Example

SUBJECT            PREDICATE

  1. I                    read in this Madrasa.
  2. They             know you.
  3. She               reading a book.
  4. This              is a toy.
  5. Man              is mortal.
  6. I                     have a horse.
  7. Mother         cooks rice.

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।