সাধারণ বীমার কর্পোরেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
406

সাধারণ বীমার কর্পোরেশন এর  নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

Sadharan Bima Corporation Office Assistant Cum-Computer Typist Exam Question and Solution 2021

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১। ইউএনডিপি মানব উন্নয়ন রিপোর্ট – ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?

ক) ১২০

খ) ১২৫

গ) ১৩০

ঘ) ১৩৩

উত্তরঃ ঘ) ১৩৩

২। পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থান কততম?

ক) প্রথম

খ) তৃতীয়

গ) দ্বিতীয়

ঘ) চতুর্থ

উত্তরঃ গ) দ্বিতীয়

৩। মুজিবর্ষ কত তারিখে সমাপ্ত হবে?

ক) ৭ ডিসেম্বর, ২০২১

খ) ১০ ডিসেম্বর, ২০২১

গ) ১৬ ডিসেম্বর, ২০২১

ঘ) ২৬ মার্চ, ২০২২

উত্তরঃ গ) ১৬ ডিসেম্বর, ২০২১

৪। মুজিবনগর দিবস কত তারিখে?

ক) ১৩ এপ্রিল

খ) ১৫ এপ্রিল

গ) ১৭ এপ্রিল

ঘ) ২০ এপ্রিল

উত্তরঃ গ) ১৭ এপ্রিল

৫। সাধারণ বীমা কর্পোরেশন কোন মন্ত্রাণয়ের অধীন?

ক) বাণিজ্য মন্ত্রাণায়ল

খ) শিল্প মন্ত্রাণায়ল

গ) অর্থ মন্ত্রাণালয়

ঘ) পরিকল্পনা মন্ত্রাণালয়

উত্তরঃ গ) অর্থ মন্ত্রাণালয়

৬। রাষ্ট্র মালিকানাধীন বীমা কর্পোরেশন কয়টি?

ক) ৪টি

খ) ৩টি

গ) ২টি

ঘ) ৫টি

উত্তরঃ গ) ২টি [সাধারণ ও জীবন বীমা কর্পোরেশন]

৭। বাংলাদেশের বর্তমান ব্যাংক রেট কত?

ক) ৩%

খ) ৪%

গ) ৫%

ঘ) ৬%

উত্তরঃ খ) ৪%

৮। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিলো?

ক) ৭টি

খ) ৯ টি

গ) ১৩ টি

ঘ) ১১ টি

উত্তরঃ ঘ) ১১ টি

৯। এসডিজি-এর লক্ষ্যমাত্রা কয়টি?

ক) ১১

খ) ১৭

গ) ১৯

ঘ) ২১

উত্তরঃ খ) ১৭

১০। ‘আমার দেখা নয়া চীন’ বইটি কার লেখা?

ক) শের-ই বাংলা একে ফজলুল হক

খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তরঃ খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১১। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৫টি

উত্তরঃ খ) ২টি [আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ]

১২। কবর নাটকটি কার লেখা?

ক) জসীমউদ্দিন

খ) মুনীর চৌধুরী

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ খ) মুনীর চৌধুরী

১৩। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?

ক) নারায়ণগঞ্জ

খ) ঝালকাঠি

গ) মেহেরপুর

ঘ) ফেনী

উত্তরঃ ক) নারায়ণগঞ্জ

১৪। বাংলাদেশে বর্তমান বিভাগ কয়টি?

ক) ৭টি

খ) ৮টি

গ) ৯ টি

ঘ) ১০টি

উত্তরঃ খ) ৮টি

১৫। মিথ্যুক এর সন্ধি বিচ্ছেদ কি?

ক) মিথ্যা+ঔক

খ) মিথ্যা+উক

গ) মিথ্যা+ঈক্ষা

ঘ) মিথ্যা+ওক

উত্তরঃ খ) মিথ্যা+উক

১৬। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরি+ইক্ষা

খ) পরী+ঈক্ষা

গ) পরি+ঈক্ষা

ঘ) পরী+ইক্ষা

উত্তরঃ গ) পরি+ঈক্ষা

১৭। ‘পদ্মগন্ধি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) যে পদ্মের গন্ধ আছে

খ) পদ্মের ন্যায় গন্ধ যার

গ) পদ্মের মত গন্ধ

ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ পদ্মের ন্যায় গন্ধ যা

১৮। বাংলা শব্দের বিভক্তি কত প্রকার?

ক) ৭

খ) ৫

গ) ১০

ঘ) ৩

উত্তরঃ ক) ৭

১৯। নাসিমা ফুল তুলেছে এটি কোন কারক?

ক) অধিকরণ

খ) অপাদান

গ) কর্ম

ঘ) সম্পাদন

উত্তরঃ গ) কর্ম কারক

২০। পানির সমার্থক শব্দ কোনটি?

ক) সারঙ্গ

খ) বারি

গ) কেকা

ঘ) সম্বর

উত্তরঃ খ) বারি

২১। সংশয় এর বিপরীত শব্দ কোনটি?

ক) দ্বিধা

খ) প্রত্যয়

গ) নির্ভর

ঘ) বিষ্ময়

উত্তরঃ খ) প্রত্যয়

২২। নীচের কোনটি চলিত ভাষারীতির উদাহরণ?

ক) গতকাল খেলা দেখিয়াছিলাম

খ) রাত্রি হইয়াছে

গ) তোকে দেখে খুশি হয়েছি

ঘ) করিম তাহাকে দেখেছে

উত্তরঃ গ) তোকে দেখে খুশি হয়েছি

২৩) মৃতের মতো অবস্থা যার

ক। মুমুর্ষু

খ) মূমূর্ষ

গ) মুমূর্ষু

ঘ) মুমূর্ষ

উত্তরঃ গ) মুমূর্ষু

২৪। অভিজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি?

ক) অতিভিজ্ঞ

খ) অনভিজ্ঞ

গ) জ্ঞানশুন্য

ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ) অনভিজ্ঞ

২৫। সঠিক বানান কোনটি?

ক) সংশপ্তক

খ) সংসপ্তক

গ) সংষপ্তক

ঘ) শংষপ্তক

উত্তরঃ ক) সংশপ্তক

২৬। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?

ক) ধাতু

খ) প্রত্যয়

গ) বিভক্তি

ঘ) সমাস

উত্তরঃ ক) ধাতু

২৭। Rahim is a rich man- এই বাক্যে ‘rich’ শব্দটি কি?

ক) Noun

খ) Adjective

গ) Pronoun

ঘ) Adverb

উত্তরঃ খ) Adjective

২৮। Honesty is the best policy- বাক্যে Honesty শব্দটি কি?

ক) Pronoun

খ) Noun

গ) Verb

ঘ) Adjective

উত্তরঃ Noun

২৯। The train is running —— time

ক) on

খ) in

গ) with

ঘ) to

উত্তরঃ on

৩০। The plural form of “Oasis” is

ক) Oasis

খ) Oases

গ) Oasises

ঘ) Oaeses

উত্তরঃ Oases

৩১। He lives —– Bangladesh

ক) in

খ) of

গ) to

ঘ) with

উত্তরঃ in

৩২। Which word is correct?

ক) Lefttenant

খ) Laftenant

গ) Lieutenant

ঘ) Liautenant

উত্তরঃ Lieutenant

৩৩। “Do or die” – what type of sentence is it?

ক) Interrogative

খ) Compound

গ) Simple

ঘ) Complex

উত্তরঃ Compound

৩৪। Translate into English – সে যায়

ক) He go

খ) He goes

গ) He going

ঘ) None of them

উত্তরঃ He goes

৩৫। Time and tide ——- for none)

ক) wait

খ) waits

গ) waiting for

ঘ) None of them

উত্তরঃ wait

৩৬। The antonym of MIGHTY)

ক) Weak

খ) Tough

গ) Forceful

ঘ) None of them

উত্তরঃ Weak

৩৭। Plural number of its?

ক) Their

খ) They

গ) These

ঘ) Those

উত্তরঃ ক) Their

৩৮। The synonym of polite is –

ক) Gentle

খ) Excited

গ) Economical

ঘ) Lavish

উত্তরঃ Gentle

৩৯। ১ মিটার সমান কত ইঞ্চি?

ক) ৩৬ ইঞ্চি

খ) ৩৯)৩৭ ইঞ্চি

গ) ৩৯)৫৭ ইঞ্চি

ঘ) ৩৬)৫ ইঞ্চি

উত্তরঃ ৩৯)৩৭ ইঞ্চি

৪০। ১ কুইন্টাল সমান কত কেজি?

ক) ১০০০

খ) ১০০

গ) ২০০

ঘ) ৫০০

উত্তরঃ ১০০ কেজি

৪১। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি:, প্রস্থ ৩০ মি: হলে পরিসীমা কত?

ক) ১২০০ মিটার

খ) ১৭০ মিটার

গ) ১৪০ মিটার

ঘ) ৭০ মিটার

উত্তরঃ গ) ১৪০ মিটার

৪২। দুটি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?

ক) ৩৫

খ) ৪০

গ) ৩০

ঘ) ৫৫

উত্তরঃ ক) ৩৫

৪৩। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?

ক) ৩১

খ) ২১

গ) ৩০

ঘ) ২৯

উত্তরঃ ক) ৩১

৪৪। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?

ক) ৫%

খ) ৮%

গ) ৭%

ঘ) ১০%

উত্তরঃ ঘ) ১০%

৪৫। ১০২৪ বর্গমূল কত?

ক) ৫২

খ) ৩২

গ) ৬২

ঘ) ২২

উত্তরঃ ৩২

৪৬। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে।

ক) ৫০

খ) ৬০

গ) ৭০

ঘ) ৮০

উত্তরঃ ঘ) ৮০

৪৭। x – y = 3 এবং xy = 10 হলে (x+y)^2 এর মান কত?

ক) 69

খ) 39

গ) 59

ঘ) 49

উত্তরঃ ঘ) 49

৪৮। x + y = 7 ও x – y = 3 হলে x ও y এর মান কত?

ক) 2, 5

খ) 5, 2

গ) 6, 5

ঘ) 5, 3

উত্তরঃ খ) 5, 2

৪৯। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?

ক) ২ টি

খ) ৩ টি

গ) ১ টি

ঘ) কোনটাই নয়

উত্তরঃ ১ টি

৫০। π (পাই) এর মান কত?

ক) ৭)১৪

খ) ৩)১৪

গ) ৩)৭৫

ঘ) ৫)৫

উত্তরঃ ৩)১৪

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।