সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
পদের নামঃ- ইউনিয়ন সমাজকর্মী
পরীক্ষার তারিখঃ- ২০.০৫.২০১৬
বাংলা প্রশ্ন সমাধান
১. বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
ক) উড়িষ্যা✔
খ) তামিল
গ) নাগপুর
ঘ) মিজোরাম
২. তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক) ফরাসি
খ) আরবি✔
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
৩. রিক্সা কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি
খ) পাঞ্জাবি
গ) তুর্কি
ঘ) জাপানি✔
৪. প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?
ক) অপিনিহিত
খ) পারিভাষিক শব্দ✔
গ) রূঢ়ি শব্দ
ঘ) তৎসম শব্দ
৫. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক) ১১টি
খ) ২৫টি✔
গ) ৪০টি
ঘ) ৫০টি
৬. ব্রহ্মপুত্র শব্দের “হ্ম” যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
ক) ম+হ
খ) হ্+ম✔
গ) ক্+ষ
ঘ) ষ্+ণ
৭. উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত✔
ঘ) উপরোক্ত
৮. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) মনমরা
খ) মনহড়া
গ) মনমাঝি✔
ঘ) পরাণপ্রিয়
৯. আছো তুমি জগৎ মাঝারে । এখানে ‘মাঝারে ‘শব্দটি কোন অর্থে ব্যবহ্নত?
ক) বাইরে
খ) ব্যাপ্তি✔
গ) মধ্যে
ঘ) সঙ্গে
১০. বিশ্বজনের হিতকর এককথায় কী বলে?
ক) হিতকর
খ) বিশ্বজনহিত
গ) বিশ্বজননীন✔
ঘ) বিশ্বজনক
১১. তামার বিষ’বাগধারাটির অর্থ কী?
ক) ক্ষণস্থায়ী বস্তু
খ) অর্থের কুপ্রভাব✔
গ) তীব্রজ্বালা
ঘ) অসম্বব বস্তু
১২. একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?
ক) ড্যাস
খ) কোলন✔
গ) সেমিকোলন
ঘ) পূর্ণচ্ছেদ
১৩. ‘অন্ধবধু’ কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উ ল্লেখ আছে?
ক) কাক
খ) চোখ গেল✔
গ) কোকিল
ঘ) শালিক
১৪. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ” এটি কী?
ক) প্রবাদ✔
খ) ডাকের বচন
গ) খনার বচন
ঘ) ছড়াংশ
১৫. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক) অগ্নিবীণা✔
খ) বিষের বাশিঁ
গ) ছায়ানট
ঘ) চক্রবাক
১৬. প্রবাসের দিনগুলি ‘ গ্রন্থের রচয়িতা কে?
ক) সৈয়দ মুজতবা আলী
খ) সুফিয়া কামাল
গ) জাহানারা ইমাম
ঘ) মলয় খান✔
১৭. ‘ভানু সিংহ কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর✔
খ) প্রমথ চৌধুরি
গ) শরৎচন্দ্র
ঘ) গোলাম মোস্তফা
১৮. অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য?
ক) প্রাচীনযুগ
খ) মধ্যযুগ✔
গ) অন্ধকার যুগ
ঘ) আধুনিক যুগ
১৯. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক –
ক) মাইকেল মধুসূদন✔
খ) বঙ্কিমচন্দ্র
গ) রবীন্দ্রনাথ
ঘ) বিহারীলাল
২০. ‘যদ্যপি ‘ এর সন্ধিবিচ্ছেদ কী?
ক) যদ+পি
খ) যদি+অপি✔
গ) যদ+অপি
ঘ) যদ্য+অপি
ইংরেজি প্রশ্ন সমাধান
- কোনটি শুদ্ধ বানান?
ক) Commission✔
খ) commision
গ) comission
ঘ) comision
- people শব্দটির Adjective –
ক) popularity
খ) popularly
গ) popularise
ঘ) populous✔
- He is innocent—? the charge.
ক) of✔
খ) with
গ) to
ঘ) on
- Deny শব্দটির Noun –
ক) Denial✔
খ) Refuse
গ) Deni
ঘ) Deniable
- He has no control –? himself.
ক) on
খ) in
গ) at
ঘ) over✔
- Null and void এর বাংলা কোনটি?
ক) বাতিল✔
খ) সঠিক
গ) অবশ্যই
ঘ) পরিশেষে
- কোনটি Material Noun নয়?
ক) Ring
খ) River
গ) Book
ঘ) Paper✔
- আধুনিক ইংরেজি সহিত্যের জনক কে?
ক) Chaucer✔
খ) Johnson
গ) Shakespeare
ঘ) G.B. Shaaw
- কোনটি শুদ্ধ বানান?
ক) posesion
খ) possession✔
গ) posession
ঘ) possesion
- কোনটি verb?
ক) Cloth
খ) Blood
গ) Food
ঘ) Feed✔
- ‘May Allah Help you”- what kind of sentence?
ক) Assertive
খ) Imperative
গ) Optative✔
ঘ) Exclamatory
- Gentle এর বিপরীত কোনটি?
ক) Shrwd
খ) Naive
গ) Rude✔
ঘ) Harsh
- Homely শব্দটি কোন part of speech?
ক) Noun
খ) Adjective✔
গ) verb
ঘ) Adverb
- Thief এর plural কোনটি?
ক) Thiefes
খ) Thieves✔
গ) Thiefs
ঘ) Thives
- Students are concerned -? their result.
ক) for
খ) in
গ) on
ঘ) with✔
- Climate হলো-
ক) আবহাওয়া
খ) পরিবেশ
গ) জলবায়ু✔
ঘ) ঋতু
- কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক) Moom
খ) Queen✔
গ) Boy
ঘ) None of these
- Beautiful শব্দটি কোন part of speech?
ক) Noun
খ) Adjective✔
গ) verb
ঘ) adverb
- part of speech কয় প্রকার?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮✔
- Truth শব্দটির adjective হবে-
ক) Truly
খ) True
গ) Truism
ঘ) None of them✔
গণিত প্রশ্ন সমাধান
১. বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক) ২০০ টাকা
খ) ১৫০ টাকা✔
গ) ২৫০ টাকা
ঘ) ৩০০ টাকা
২. করিম ও রহিম এর বেতনের অনুপাত ৭ : ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?
ক) ৯০০ টাকা
খ) ১০০০ টাকা✔
গ) ১১০০ টাকা
ঘ) ১৬০০ টাকা
৩. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক) ৫৯
খ) ৫৬✔
গ) ৬০
ঘ) ৭০
৪. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২৯%✔
ঘ) ২৫%
৫. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক) ৫৩
খ) ৬৩
গ) ৩৬✔
ঘ) ৩৫
৬. x-2y=8, 3x-2y=4 সমীকরণ জোটে x এর মান কত?
ক) -5
খ) -2✔
গ) 2
ঘ) 5
৭. ১+২+৩+৪+ …………….+৯৯= কত?
ক) ৪৬৫০
খ) ৪৭৫০
গ) ৪৮৫০
ঘ) ৪৯৫০✔
৮. বড় সংখ্যাটি কত?
ক) 2(x+2) ✔
খ) 2x
গ) x+2
ঘ) 2x+1
৯. ABC ত্রিভুজের পরিসীমা কত একক?
ক) ৩✔
খ) ৪
গ) ৬
ঘ) ৯
১০. যে কোণের ডিগ্রির পরিমাপ ৯০ডিগ্রি তাকে কী বলে?
ক) সমকোণ✔
খ) স্থুলকোণ
গ) সরলকোণ
ঘ) সূক্ষ্মকোণ
১১. যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজের বলে?
ক) সমবাহু
খ) বিষমবাহু
গ) সমকোণী✔
ঘ) স্থুলকোণী
১২. ্x : y = 5 হলে 3x : 5y = ?
ক) 3 : 5
খ) 1 : 2✔
গ) 6
ঘ) 15 : 30
১৩. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?
ক) ৭৮০
খ) ৭৮২
গ) ৭৯০
ঘ) ৭৮৬✔
১৪. ৩০ থেকে ৪০-এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক) ৬✔
খ) ৩৫
গ) ৪২
ঘ) ৪৮
১৫. ৩০ থেকে ৪০ -এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক) ৫৫
খ) ৩
গ) ৬✔
ঘ) ৪৮
সাধারণজ্ঞান প্রশ্ন সমাধান
১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯০৫
খ) ১৯১৬
গ) ১৯২৩
ঘ) ১৯১১✔
২. বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ?
ক) ১৭ জানুয়ারি
খ) ১৭ মার্চ✔
গ) ১৭ মে
ঘ) ১৭ আগস্ট
৩. স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয় জন?
ক) ২ জন
খ) ৩ জন✔
গ) ৪ জন
ঘ) ৫ জন
৪. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক) পূর্বাশা
খ) নিউমুর
গ) সেন্টমার্টিন✔
ঘ) হাতিয়া
৫. বাংলাদেশের সবোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) সীতাকুণ্ড
খ) কেওক্রাডং
গ) কেওক্রাডং
ঘ) তাজিংডং✔
৬. বাংলাদেশের বেশি রেশম হয় কোন স্থানে?
ক) রাজশাহী✔
খ) রংপুর
গ) ভোলা রাঙামাটি
ঘ) রাঙামাটি
৭. বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি?
ক) পদ্মাফুল
খ) দোয়েল
গ) শাপলা✔
ঘ) বাঘ
৮. হাইতির রাজধানী-
ক) কেপটাউন
খ) পোট অব প্রিন্স✔
গ) পোট অব স্পেন
ঘ) হারারে
৯. সুইডেনের মুদ্রার নাম কি?
ক) পাউন্ড
খ) ডলার
গ) ক্রোনা✔
ঘ) পেসো
১০. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
ক) আমাজন
খ) ভলাগা
গ) নীলনদ✔
ঘ) দানিয়ুব
১১. প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে?
ক) ১৯১৪✔
খ) ১৯১৫
গ) ১৯৩৯
ঘ) ১৯৪১
১২. টি -২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?
ক) ভারত
খ) নিউজিল্যান্ড
গ) ওয়েস্ট ইন্ডিজ✔
ঘ) পাকিস্তান
১৩. আন্তজাতিক প্রতিবন্ধী দিবস কোনটি?
ক) ৭ জানুয়ারি
খ) ২০ ফ্রেরুয়ারি
গ) ৬ জুলাই
ঘ) ৩ ডিসেম্বর✔
১৪. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
ক) উথান্ট
খ) বান কি মুন✔
গ) দ্যাগ হ্যামর শোল্ড
ঘ) ট্রিগভেলাই
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
ক) ১৬ ডিসেম্বর
খ) ১২ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর✔
ঘ) ১৪ র
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন
- সমাজসেবা অধিদপ্তরের হাউজ প্যারেন্ট কাম টিচার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- সমাজসেবা অধিদপ্তরের অধীন ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১৮
- সমাজসেবা অধিদপ্তর এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- সমাজসেবা অধিদপ্তর এর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- সমাজসেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৩
- সমাজসেবা অধিদপ্তর এর সমাজসেবা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০
- সমাজসেবা অধিদপ্তর এর সমাজসেবা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬
- সমাজসেবা অধিদপ্তর এর উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫
- সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯