গ্রামীন ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
Grameen bank Question Solution 2023
পদের নামঃ- শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক
পরীক্ষার তারিখঃ- ১৭-০২-২০২৩
১। The poem “Vision of the Past’ is written by
ক. Lord Byron
খ. Michael Madhusudam Dutt
গ. Willam Blacke
ঘ. Rabindranah Tagore
উত্তর: খ
২। Meaning of WARRIOR is-
ক. Soldier
খ. Sailor
গ. Pirate
ঘ. Spy
উত্তর: ক
৩। Are you attending reception today?
ক. a
খ. an
গ. the
ঘ. no article
উত্তর: গ
৪। An antonym of the word “Equivocal’ is
ক. Remain steadey
খ. Unambiguous
গ. Unnecessary
ঘ. Suppress
উত্তর: খ
৫। The man is true his word.
ক. to
খ. with
গ. about
ঘ. for
উত্তর: ক
৬। The quote “All that glitters is not gold’ is from which play of Shakespeare?
ক. The Merchant of Venice
খ. Romeo and Juliet
গ. Hamlet
ঘ. othello
উত্তর: ক
৭। “Hold water’ means?
ক. keep water
খ. bear examination
গ. drink water ঘ. store water
উত্তর: খ
৮। ‘বাতিটি নিভাও’ Chooose the correct translation
ক. Put on the lamp
খ. Put out the lamp
গ. Put off the lamp
ঘ. Put up the lamp
উত্তর: খ
৯। A place where everything is perfect.
ক. Cosmos
খ. Utopia
গ. Platoon
ঘ. Utillitarian
উত্তর: গ
১০। The dog is running the fox. Here the right word for the gap is
ক. at
খ. Tor
গ. to
ঘ. Off
উত্তর: খ
১১। “অথৈ জল” কথাটির বাগধারা কী?
ক. সাংঘাতিক
খ. অর্তি
গ. তীষণ বিপদ
ঘ. অক্যোজো
উত্তর: গ
১২। কোন দেশের রাজধানী নেই?
ক. সুইজারল্যান্ড
খ. নাউরু
গ. ইথিওপিয়া
ঘ. কোরিয়া
উত্তর: খ
১৩। “প্রদীপ নিভে গেল” বাক্যটি কোন কালের?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. সাধারণ অতীত
গ. পুরঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
উত্তর: খ
১৪। ‘ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু” গানটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ববীন্দ্রনাথ ঠাকুর
গ. হাছন রাজা
ঘ. লালল শাহ
উত্তর: খ
১৫। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
ক. বরিশাল
খ. খুলনা
গ. নারায়ণগঞ্জ
ঘ. ভৈরব
উত্তর: গ
১৬। নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ -এর রচনা নয়?
ক. বাংলা ব্যাকরণ
খ. পথ্য প্রদান
গ. বাংলা সাহিত্যের কথা
ঘ. ভাষাতন্ত্ব
উত্তর: ক
১৭। নিচের কোনটি Non-Scheduled ব্যাংক নয়?
ক. Grammen Bank
খ. Ansar VDP Unnayan Bank
গ. Probashi Kollayan Bank
ঘ. Karmashangosthan bank
উত্তর: গ
১৮। “ছন্দের যাদুকর” নিচের কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সমর সেন
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জসীম উদ্দীন
উত্তর: গ
১৯। Gigabyte is equal to ……. ?
ক. 1024 megabytes
খ. 1000 megabytes
গ.1024 kilobytes
ঘ. 1024 bits
উত্তরঃ ক
২০। Central Processing Unit (CPU) consists 01
ক. Control unit
খ. arithmetic and logic unit
গ. main store
ঘ. all of the above
উত্তর: ঘ
২৩। তিন জনের গড় বয়স ২৪ বছর। যদি কোন একজনের ও বয়স ২১ বছরের নীচে না হয় তবে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?
ক. ২৫ বছর
খ. ৩০ বছর
গ. ৫৮ বছর
ঘ. ৩২ বছর
উত্তর: খ
২৪। একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা মজুরী পায়। দৈনিক ১০ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরী কত?
ক. ১১ টাকা
খ. ১২ টাকা
গ. ১২.৫০ টাকা
ঘ. ১৩ টাকা
উত্তর: ক
২৫। ১ মিটার সমান কত ইঞ্চি?
ক. ৩৭.৩৯ ইঞ্চি
খ. ৩৯.৩৭ ইঞ্চি
গ. ৩৯. ৩৭ ইঞ্চি
ঘ. ৩৮.৫৫ ইঞ্চি
উত্তর: খ
২৬। একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয়। সকাল ১০.০০ টায় সময় ব্যাকটেরিয়ার সংখ্যা ৩,০০,০০০ থাকলে সকাল ১১.৩০ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে?
ক. ৪৮,০০,০০০
খ. ২৪,০০,০০০
গ. ১৬, ০০,০০০
ঘ. ১২,০০,০০০
উত্তরঃ খ
২৭। টাকায় ৫টি করে কিনে ১৫ টাকায় ৬টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত?
ক. ৫০%
খ. 8০%
গ. ২৫%
ঘ. ৩৫%
উত্তর: ক
২৮. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
ক. ৪৯৯৯
খ. ৫৫০১
গ. ৫০৫০
ঘ. ৫০০১
উত্তর: গ
২৯। একটি সংখ্যা ৬৫০ হতে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত ?
ক. ৭৩৫০
খ. ৮৩৫
গ. ৮০০
ঘ. ৭৩৫
উত্তর: ঘ
৩০। করিম ও রহিম এর বেতনের অনুপাত ৭১৫, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি৷ রহিমের বেতন কত?
ক. ৯০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১১০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তর: খ
খ. বর্ণনামূলক প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান – ১০
১) “আমাদের দেশের উন্নয়নে মূল অন্তরায় দুনীতি” উক্তিটির উপর তোমার মতামত ব্যক্ত কর।
২) প্রাচীন অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা — বিষয়ের উপর আলোচনা কর।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- গ্রামীণ ব্যাংক এর প্রবেশনারী অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
- গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১