সাধারণ বীমা কর্পোরেশন কন্ট্রোল অপারেটর
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
Sadharan Bima Corporation (SBC) Control Operator Job Exam Question 2020
পরীক্ষার তারিখঃ ০৭/১১/২০২০
প্রতিষ্ঠানঃ সাধারণ বীমা কর্পোরেশন
সালঃ নিয়োগ পরীক্ষা 2020
পদঃ কন্ট্রোল অপারেটর (গ্রেড 16) পূর্ণমানঃ 90
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
“ক” বিভাগঃ বাংলা (মান 20)
১. স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি?
উত্তরঃ স্বরধ্বনি: ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয়। এবং সেই বাতাস ফুসফুস কণ্ঠনালী দিয়ে এসে মুখ দিয়ে বের হওয়ার পথে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বা বাঁক খেয়ে একেক ধ্বনি উচ্চারণ করে। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধা পায় না, বা ধাক্কা খায় না, তাদেরকে স্বরধ্বনি বলে। যেমন, অ, আ, ই, ঈ, উ, ঊ, ইত্যাদি। এগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস থেকে মুখের বাহিরে আসতে কোথাও ধাক্কা খায় না।
ব্যঞ্জনধ্বনি: যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও ধাক্কা খায়, বা বাধা পায়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন- ক্, খ্, গ্, ঘ্, ইত্যাদি। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস জিহবামূল বা কণ্ঠ্যে ধাক্কা খায়। তাই এগুলো ব্যঞ্জনধ্বনি।
মৌলিক স্বরধ্বনি: যে স্বরধ্বনি মূল থেকে সৃষ্টি এবং যাকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা মৌলিক স্বরধ্বনি ৭টি। সেগুলো হলো : ই, এ, অ্যা/এ্যা, আ, অ, ও, উ।
২. বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন:
ক) সার্থ, স্বার্থ (অর্থ লিখুন)
উত্তরঃ সার্থ – [বিশেষ্য পদ] সাথী, সঙ্গী, জন্তুসকল; সমূহ।
স্বার্থ – [বিশেষ্য পদ] নিজ প্রয়োজন, স্বকার্য, নিজের উদ্দেশ্য, স্বীয় অর্থ।
খ) চন্দ্র (দুটি সমার্থক শব্দ লিখুন)
উত্তরঃ চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত।
গ) সিংহাসন, পুরস্কার (সন্ধি বিচ্ছেদ করুন)
উত্তরঃ সিংহাসন = সিংহ + আসন।
পুরস্কার = পুরঃ+কার।
ঘ) অমৃত, সার্থক (বিপরীতার্থক শব্দ লিখুন)
উত্তরঃ ‘অমৃত’ এর বিপরীতার্থক শব্দ- গরল
‘সার্থক‘ এর বিপরীত শব্দ- নিরর্থক/ব্যর্থ
ঙ) রূপালি, অথবা (পদ নির্দেশ করুন)
উত্তরঃ রূপলি- বিশেষণ পদ
অথবা- অব্যয় পদ
৩. বাংলা ভাষার বৈশ্বিক অবস্থান ও গুরুত্ব বর্ণনা করুন।
খ-বিভাগঃ গণিত (মান 20)
১. চারটি শিশু নিজেদের বেশকিছু খেলনা নিয়ে একসাথে খেলতে বসেছে। মোট খেলনার দশভাগের একভাগ প্রথম শিশুটির। প্রথম শিশুর চেয়ে দ্বিতীয় শিশুর ১২টি এবং তৃতীয় শিশুর ১টি বেশি খেলনা রয়েছে। চতুর্থ শিশুর কাছে তৃতীয় শিশুর দ্বিগুণ পরিমাণ খেলনা রয়েছে। সর্বমোট খেলনার সংখ্যা কত?
২. আয়তক্ষেত্র আকৃতির একটি মাঠের ক্ষেত্রফল ৩০০ বর্গফুট ও পরিধি ৭০ ফুট। মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
৩. একজন গাড়ির দালাল গাড়ির বিক্রয় মূল্যের উপর ৬% কমিশন নেয়। একটি গাড়ি বিক্রি করিয়ে দিয়ে যদি সে ৮,৮৮০ টাকা পায়, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত?
৪. সম্প্রতি প্রথম আলো একটি জরিপ চালিয়ে বোঝার চেষ্টা করে যে তাদের পাঠকদের মধ্যে কতজন একুশে টিভি, এটিএন ও সময় টিভি দেখেন অথবা এই তিনটির কোনোটি দেখেন না। জরিপে দেখা যায় যে ৫৯% মানুষ একুশে টিভি, ৪৮% এটিএন এবং ৪৬% সময় টিভি দেখেন। ২৯% একুশে টিভি ও এটিএন, ২০% এটিএন ও সময় টিভি এবং ৩০% একুশে টিভি ও সময় টিভি দেখেন। ৯% মানুষ এই তিনটি টিভি চ্যানেলই দেখেন। জরিপে অংশ নেয়া শতকরা কতজন মানুষ এই তিনটি টিভির কোনটিই দেখেন না?
“গ” বিভাগ ইংরেজি (মান 20)
- Fill in the blanks with appropriate preposition:
- a) She was absent ____ the meeting. Ans: from
- b) He was accused ____ theft. Ans: of
- c) He left _____ home. Ans: to
- d) He prefers milk ____ tea. Ans: to
- e) You should abide ____ the rules. Ans: by
- Translate from Bangla to English.
- a) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
Ans: It is raining cats and dogs.
- b) সাতটা বাজতে দশ মিনিট বাকী।
Ans: It is seven to ten.
- c) সে দেশের জন্য মারা গেল।
Ans: He died for the country.
- d) ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল।
Ans: The patient had died before the doctor came.
- e) বাংলাদেশ উন্নতি করুক।
Ans: May Bangladesh prosper (day by day).
- Correct the sentence:
- a) He is sleeping for two hours.
Correct: He has been sleeping for two hours. (We use the present perfect continuous tense to show duration.)
- b) Neither of the boys have returned.
Correct: Neither of the boys has returned. (After ‘either’ and ‘neither’ we use a singular verb.)
- c) I have seen him yesterday.
Correct: I saw him yesterday. (We do not use the present perfect tense with past time expressions.)
- d) Would you take part of this activity?
Correct: Would you take part in this activity?
- e) We are playing tennis every day.
Correct: We play tennis every day.
- Write 5 sentences on Mujib Year.
‘ঘ’ বিভাগঃ তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান (মান 30)
১. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তরঃ মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
২.কম্পিউটারের মেমোরি কত ধরনের ও কি কি?
উত্তরঃ কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমরি থাকে – ক্যাশ মেমরি ও প্রধান মেমরি।
৩. কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে?
উত্তরঃ RAM.
৪. মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ইউটিলিটি সফটওয়্যার।
৫. কম্পিউটার Virus কি?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস এক ধরনের বিশেষ সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার ব্যবহারকারীর অজান্তেই এর ভিতরে প্রবেশ করে ক্ষতিকারক কাজ সমূহ সম্পাদন করে থাকে।
৬. বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক কত প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে?
উত্তরঃ চতুর্থ প্রজন্ম।
৭. ইন্টারনেট এর মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলে?
উত্তরঃ ই-মেইল।
৮. বাংলাদেশের উৎক্ষেপিত প্রথম উপগ্রহ (স্যাটেলাইট) এর নাম কি ও এটি কত সালে উৎক্ষেপণ করা হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, উৎক্ষেপণ করা হয় ১১ মে ২০১৮।
৯. বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেট এর কোন প্রযুক্তি বহুল ব্যবহৃত হচ্ছে?
উত্তরঃ
১০. মোবাইল ফোনে ব্যবহৃত দুটি অপারেটিং সিস্টেম এর নাম লিখুন?
উত্তরঃ অ্যানড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
১১. সাধারণ বীমা কর্পোরেশন এর ওয়েবসাইট এড্রেস কি?
উত্তরঃ http://www.sbc.gov.bd/
১২. ডিজিটলি বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়?
উত্তরঃ ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’ বা ‘রূপকল্প ২০২১’।
১৩. ডিজিটাল নিরাপত্তা আইন কি?
উত্তরঃ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।
১৪. বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস এর নাম কি?
উত্তরঃ নগদ।
১৫. কোন ডকুমেন্টকে অন্য নামে সেইভ করতে কোন কমান্ড/অপশন ব্যবহার করা হয়?
উত্তরঃ Ctrl+Shift+S.
১৬. ইন্টারনেট ওয়েবসাইট- “ফেসবুক” কি?
উত্তরঃ সামাজিক যোগাযোগ মাধ্যম।
১৭. ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটা করাকে কি নামে ডাকা হয়?
উত্তরঃ ইলেকট্রনিক কমার্স বা E-commerce.
১৮. Google Chrome কি?
উত্তরঃ ওয়েব ব্রাউজার।
১৯. ইন্টারনেটের প্রটোকল HTTP ও HTTPS এর মধ্যে কোনটি বেশি নিরাপদ?
উত্তরঃ HTTPS হচ্ছে HTTP-এর চেয়ে অধিকতর নিরাপদ।
২০. ওরাকল কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ডাটাবেইজ সফটওয়্যার।
২১. স্প্যাম মেইল কি?
উত্তরঃ ইমেইল স্প্যাম, আবর্জনা ইমেল হিসাবেও পরিচিত, ইলেকট্রনিক স্প্যাম একটি টাইপ যেখানে অযাচিত বার্তা ইমেইল দ্বারা প্রেরণ করা হয়। অনেক ই-মেইল স্প্যাম বার্তা প্রকৃতিতে বাণিজ্যিক কারণে পাঠানো হয় কিন্তু কিছু বার্তা পরিচিত ওয়েবসাইটের ছদ্মবেশেও পাঠানো হয়। কিন্তু আসলে ফিশিং ওয়েব সাইট বা ম্যালওয়ার যুক্ত সাইট এ ঐ স্প্যাম বার্তাটি নিয়ে যায়। স্প্যাম ইমেল স্ক্রিপ্ট বা অন্য এক্সিকিউটেবল ফাইল সংযুক্তি হিসেবে ম্যালওয়ার অন্তর্ভুক্ত হতে পারে। স্প্যাম মন্টি পাইথন স্কেচ যা স্প্যাম, সর্বব্যাপী অনিবার্য এবং পুনরাবৃত্তিমূলক প্রণালী দ্বারা স্প্যাম মধ্যাহ্নভোজ মাংস নামকরণ করা হয়।
২২. ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে কোন ফাইল সেইভ করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ ডাউনলোড।
২৩. বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত?
উত্তরঃ SEA -ME-WE-4 এর ল্যান্ডিং স্টেশন ঝিলিংঝা, কক্সবাজার।
SEA-ME-WE-5 এর ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা, পটুয়াখালী।
২৪. কোন ওয়েবসাইটের প্রধান ওয়েবপেজ কে কি বলে?
উত্তরঃ হোম পেইজ।
২৫. ইন্টারনেট এ সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা এড্রেস এর নাম কি?
উত্তরঃ IP অ্যাড্রেস।
নিম্নের সংক্ষেপ করা শব্দের পূর্ণরূপ লিখুন-
২৬. www= World Wide Web.
২৭. RAM= Random Access Memory.
২৮. LAN = Local Area Network.
২৯. ICT= Information & Communication Technology.
৩০. PDF= Portable Document Format.
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জীবন বীমা কর্পোরেশনের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জীবন বীমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১
- জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান-২০২১
- সাধারণ বীমার কর্পোরেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সাধারন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯