সাধারন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের
লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০১৯
পদের নামঃ- উচ্চমান সহকারী
পরীক্ষার তারিখঃ- ১৯ জুলাই ২০১৯
১. বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে তারল্য সংকটঃ কারণ ও প্রতিকার শিরোনামে অনধিক 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করুন।
নিজের মত করে উত্তর করুনঃ-
২. Write an essay on “Bangladesh: A Rising economy” within 500 words.
Try yourself
৩. Translate the following sentence into Bangla
ক) I prefer reading to writing.
উত্তরঃ- আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি
খ) Investor should not pay heed to rumor.
উত্তরঃ- বিনিয়োগকারীকে গুজবে কান দেয়া উচিত নয়
গ) It is now three minutes to four.
উত্তরঃ এখন ৪টা বাজতে ৩ মিনিট বাকি
ঘ) Would that I could own a car!
উত্তরঃ আমি যদি একটি গাড়ির মালিক হতাম!
ঙ) I could not help laughing
উত্তরঃ- আমি না হেসে পারলাম না
চ) One should not speak ill of others in absence.
উত্তরঃ- কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে নিন্দা করা উচিত নয়
ছ). Honesty and Justice should be the guiding principle of our life.
উত্তরঃ- সততা এবং ন্যায়বিচার আমাদের জীবনধারণের মূলনীতি হওয়া উচিত
জ) As you sow, so shall you reap.
উত্তরঃ- যেমন কর্ম করবে, তেমন ফল পাবে
ঝ) He did nothing but sleep.
উত্তরঃ- সে কেবল ঘুমাত আর কেছুই করত না
ঞ) I took him to be a man of taste.
উত্তরঃ- আমি তাকে একজন রুচিসম্মত মানুষ মনে করেছিলাম
৪. বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে আপনার মতামত জানিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি চিঠি রচনা করুন।
নিজে চেষ্টা করুন
৫. নিচের বিষয়াবলীর উপর সংক্ষিপ্ত টীকা লিখুনঃ
ক) মূলধন বাজার
উত্তরঃ- মূলধন বাজার পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত কিছু বাজারের সমষ্টি যেখানে মধ্যম ও দীর্ঘ মেয়াদের জন্য আর্থিক পুঁজির ধার প্রদান ও ধার গ্রহণ এবং বিনিয়োগ কার্য সম্পাদিত হয়। একে পুঁজি বাজারও বলা হয়। এটাকে এভাবেও সংজ্ঞায়িত কর যায়ঃ যে বাজারে দীর্ঘ মেয়াদে আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বা পুঁজি বাজার বলে। পুঁজি বাজারের উপাদানগুলো হল- সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র।
খ) অবমূল্যায়ন
উত্তরঃ- এখানে অবমূল্যায়ন বলতে মুদ্রার অবমূল্যায়ন অবমূল্যায়ন বুঝানো হয়েছে। বিদেশী মুদ্রার বিনিময় হারের সাথে দেশীয় মুদ্রার মূল্যমান কম ধার্য করাকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়।
গ) ই-কমার্স
উত্তরঃ- ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।
ঘ) রাজস্ব নীতি
উত্তরঃ- রাজস্ব নীতি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার লক্ষ্যে রাজস্ব এবং সরকারি ব্যয়সমূহের যথাযথ ব্যবহারপ্রণালী। দেশের জনগণকে কাম্য সেবা প্রদানার্থে সম্পদ সংগ্রহ এবং সেসব সম্পদের দক্ষ অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করার জন্য রাজস্ব নীতি প্রস্ত্তত করা হয়। যেমন বাংলাদেশের রাজস্ব নীতি হলো বাংলাদেশ সরকারের আয়-ব্যয়ের সামগ্রিক দর্শন, কৌশল ও ব্যবস্থাপনা।
ঙ) মধ্যম আয়ের দেশ
উত্তরঃ- মধ্যম আয়ের দেশ—এই শ্রেণীকরণটি মূলত বিশ্বব্যাংকের। কোন দেশকে কী পরিমাণ ঋণ দেওয়া হবে, সেটি নির্ধারণ করতেই তারা দেশগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে। মোট জাতীয় উৎপাদনে (জিএনআই) মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশের এই বিভাজন করা হয়। মধ্যম আয়ের দেশকে দুভাগে ভাগ করা হয়।
নিম্ন মধ্যম আয়ের দেশঃ মাথাপিছু আয় ১০৪৬ ডলার–৪১২৫ ডলার
উচ্চ মধ্যম আয়ের দেশঃ ৪১২৬ ডলার–১২৭৪৫ ডলার
তার মানে মাথাপিছু আয় ১০৪৬ থেকে ১২৭৪৫ মার্কিন ডলার যেসব দেশের তাদেরকে মধ্যম আয়ের দেশ বলে।
৬. সাধারণ গণিত এর নীতিমালা প্রয়োগ করে নিচের অংক সমাধান করুন:
ক) বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% শিক্ষার্থী ইংরেজিতে পাস করে, 85%শিক্ষার্থী গনিতে পাশ করে এবং 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ঐ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?—
উত্তরঃ- ৪০০ জন
খ) একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 222 টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?–
উত্তরঃ- ৬%
গ) একজন দোকানদার 7.50% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হত তাহলে তার 20% লাভ হতো । দ্রব্যটির ক্রয় মূল্য কত?—
উত্তরঃ- ২০০ টাকা (প্রায়)
ঘ) 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে?
উত্তরঃ- ২৪ দিন
ঙ) কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480 টাকা। ব্যবসায় 300 টাকা লাভ হলে “গ” অপেক্ষা ‘’ক’’ কত টাকা কম পাবে ?
উত্তরঃ- 40 টাকা
আরো পড়ুনঃ-
- সাধারণ বীমার কর্পোরেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সাধারণ বীমা কর্পোরেশন কন্ট্রোল অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- সাধারন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান-২০২১
- জীবন বীমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১
- ডাক জীবন বীমা এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২২
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।