সাধারন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী
পদের পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০১৯
পদের নামঃ- উচ্চমান সহকারী
পরীক্ষার তারিখঃ- ১৯ জুলাই ২০১৯
বাংলা প্রশ্ন সমাধান
১.‘শিতকর’শব্দের অর্থ–
উত্তরঃ চাঁদ
২.‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’- চিহ্নিত শব্দটির কারক বিভক্তি হবে?
উত্তরঃ অধিকরণে ৭মী
৩.নিচের কোন বহুজ্ঞাপক শব্দ কেবল প্রাণিবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে?
উত্তরঃ শ্রেণী
৪.নিচের কোনটির পুরুষবাচক শব্দ?
উত্তরঃ শঙ্খী
৫. কোনটি শুদ্ধ?
উত্তরঃ মরু+উদ্যান = মরূদ্যান
৬. কোন শব্দটির বিশেষ্য বিশেষণ উভয়রুপে হতে পারে?
উত্তরঃ সুন্দর
৭.‘ ঠোঁটকাটা’ বাগধারাটির অর্থ কোনটি?
উত্তরঃ স্পষ্টবাদী
৮. কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?–
উত্তরঃ অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ ( অশ্ব, হয় ও তুরঙ্গ অর্থঃ ঘোড়া কিন্তু মাতঙ্গ অর্থঃ হাতি)
৯.‘ অবীরা’ বলতে কোন নারীকে বুঝায়?–
উত্তরঃ যার স্বামী, পুত্র নেই
১০. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?–
উত্তরঃ ছায়ানট, মধুমালা, ব্যথার দান ও জিঞ্জির সবগুলো কাজী নজরুল ইসলামের রচনা ( সঠিক উত্তর নাই) বিঃদ্রঃ ( অনেক বইয়ে মধুমালা উত্তর দেওয়া আছে কিন্তু মধুমালা নজরুলের নাটক)
ইংরেজি প্রশ্ন সমাধান
Fill in the blanks ( Questions 11-12)
১১. Credit TK. 12000 —–her account.
Ans: to
১২. The cat jumped — the table.
Ans: Over
১৩. The idiomatic expression ‘ hold good’ means?
Ans: valid
১৪. The negative form of sentences:He is always on time.
Ans: He is never late.
১৫. The word “colossal” is synonymous with–
Ans: Enormous
১৬. Identify the correct spelling:
Ans: Consensus
১৭. Passive form of the sentence: Manners reveal character.
Ans: Character is revealed by manners.
১৮. The direct form of the indirect speech: He said that the patient had died early in the morning.
Ans: He said, the patient died early in the morning.
Choose the correct sentences: ( questions 19-20)
১৯. They acted upon his advices.
২০. It is you who are to pay for the loss.
গণিত প্রশ্ন সমাধান
২১. একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো । দ্রব্যটির বিক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
উত্তরঃ ১৩৫
২২. একটি সংখ্যার 4 গুণ এর সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুন অপেক্ষা 5 কম । সংখ্যাটি কত —
উত্তরঃ ১৫
২৩. কোনটি সঠিক নয়—
উত্তরঃ ১ একর= ২৩.৯ বিঘা (১ একর = ৩ বিঘা ৮ ছটাক বা ১০০ শতাংশ বা ৬০.৫ কাঠা )
২৪. চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কি পরিমান কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
উত্তরঃ ১৩.০৪%
২৫. ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্ল্যাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে–
উত্তরঃ 24 সেকেন্ড
২৬. 60 লিটার মিশ্রনে সিরাপ ও পানির অনুপাত 7:3 । ওই মিশ্রণে অতিরিক্ত কি পরিমাণ পানি মেশালে সিরাপ ও পানির অনুপাত 3:7 হবে —
উত্তরঃ ৮০ লিটার
২৭. একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিনগুন বেশি ।সংখ্যাটি কত—
উত্তরঃ ৫২০
২৮. x^-3 – .001 হলে x^3 এর মান কত?
উত্তরঃ 1000
২৯. 3^x + 3^x + 3^x = ?
উত্তরঃ 3^x+1
৩০. একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তরঃ ৩৬০ ডিগ্রী
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
৩১.২০১৯-২০ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা?
উত্তরঃ ২৫০,০০০
৩২. বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতেশূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে?
উত্তরঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( International Development Association বা IDA)
৩৩. বীমা কর্পোরেশন বিল ২০১৯ জাতীয় সংসদে পাস হয়?
উত্তরঃ ৩০ এপ্রিল ২০১৯
৩৪. গ্লোবাল ডেমোক্রেসি রেংকিং২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান কততম?–
উত্তরঃ ৮৮ তম
৩৫.সাধারণ বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে–
উত্তরঃ ১৯৭৩ সালে
৩৬. ‘নয় কুড়ি ক্যান্সার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত কোনটি?
উত্তরঃ টাঙ্গুয়ার হাওর
৩৭. ডেনমার্কের মুদ্রা–
উত্তরঃ ক্রোনার
৩৮. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী–
উত্তরঃ স্থপতি এহসান খান
৩৯.‘ওয়ান গালা‘ উৎসব কাদের?
উত্তরঃ গারো
৪০. নিচের কোনটি বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদন এর সর্বোচ্চ কর্তৃপক্ষ?
উত্তরঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ( ECNEC) Full form: Executive Committee of National Economic Council)
সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি প্রশ্ন সমাধান
৪১.সমুদ্রের গভীরতা নির্ণয় যন্ত্রের নাম?
উত্তরঃ ফ্যাদোমিটার
৪২. কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়?
উত্তরঃ কালো
৪৩. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
উত্তরঃ ত্বক
৪৪. নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়া যায়?
উত্তরঃ রোদ
৪৫. মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
উত্তরঃ ৪ যথা: A, B, AB ও O। প্রত্যেক গ্রুপ আবার দুই প্রকারে বিভক্তঃ + এবং – সুতরাং মানুষের দেহে মোট আট প্রকারের রক্ত পাওয়া যায়ঃ O+, O-, A+, A-, B+, B-, AB+, AB-
৪৬. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?
উত্তরঃ বাইনারী
৪৭. নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
উত্তরঃ MS Excel
৪৮. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ কি বোর্ড
৪৯. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?
উত্তরঃ Ctrl + P
৫০. নিচের কোনটি এপ্লিকেশন সফটওয়্যার নয়?
উত্তরঃ Windows NT ( এটি একটি অপারেটিং সিস্টেম)
আরো পড়ুনঃ-
- সাধারণ বীমার কর্পোরেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সাধারণ বীমা কর্পোরেশন কন্ট্রোল অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- সাধারন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান-২০২১
- জীবন বীমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১
- ডাক জীবন বীমা এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২২
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।