Thursday, April 18, 2024
HomePDF ডাউনলোডসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পিডিএফ ডাউনলোড

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পিডিএফ ডাউনলোড

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

পিডিএফ ডাউনলোড

১) ইন্টারনেট ব্যাবহার সূচকে বাংলাদেশের অবস্থান কততম.?

উত্তরঃ  ৪৬তম।

 

২) জাতীয় ভোটার দিবস কবে-

উত্তরঃ ১ মার্চ

 

৩) জাতীয় গণহত্যা দিবস কবে –

উত্তরঃ  ২৫ মার্চ

 

৪) স্বাধীনতা দিবস কবে-

উত্তরঃ  ২৬ মার্চ

 

৫) ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ  ১২ ডিসেম্বর

 

৬) সম্প্রতি দেশের প্রথম জাতীয় ফল কাঁঠাল এর ভাস্কর্য স্থাপন করা হয়-

উত্তরঃ  গাজীপুর জেলার শ্রীপুরে (স্থপতি: মিলন রব)

 

৭) Smart Card এর মেয়াদ কত দিন?   

উত্তরঃ  ১০ (কিন্তু জাতীয় পরিচয়পত্রের মেয়াদ- ১৫ বছর)

 

৮) Smart Card তৈরি করা হয়-

উত্তরঃ  ফ্রান্সে

 

৯) সম্প্রতি বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত চীনে নির্মিত দুটি যুদ্ধ জাহাজ-

উত্তরঃ  সংগ্রাম ও প্রত্যাশা।

 

১০) ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত হিসাবে GDP প্রবৃদ্ধি –

উত্তরঃ  ৭.৮৬%

 

১১) ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত হিসাবে মুদ্রাস্ফীতি এর পরিমাণ-

উত্তরঃ  ৫.৭৮%

 

১২) ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে-

উত্তরঃ  ৫.৮১%

 

১৩) ২০১৭-১৮ অর্থ বছরে রপ্তানি আয়ে তৈরি পোশাকের অবদান-

উত্তরঃ  ৮৩.৪৭%

 

১৪) বাংলাদেশে বর্তমানে দারিদ্যের হার-

উত্তরঃ  ২১.৮%

 

১৫) বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার-

উত্তরঃ  ১১.৩%।

 

১৬) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ:

উত্তরঃ  ৫০ বছর (কিন্তু পদ্মা সেতুর মেয়াদ ১০০ বছর)

 

১৭) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ভেটো প্রদানকারী দেশ-

উত্তরঃ  চীন ও রাশিয়া।

 

১৮) বাংলাদেশের শীতলতম জেলা কোনটি.? –

উত্তরঃ  সিলেট।

 

১৯)  রোহিঙ্গাদের বিয়ে করলে বাংলাদেশিরা নাগরিকত্ব হারাবে আইনটি হয় কত সালে? –

উত্তরঃ  ২০১৪ সালে।

 

২০) সাইবার “ক্রাইম আইন” অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কত বছর?-

উত্তরঃ  ১৪ বছর কারাদন্ড।

 

২১) পাটজাত মোড়ক ব্যাবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টি পণ্যের জন্য.?  

উত্তরঃ  ৬টি।

 

২২) পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিলে “ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড” গঠন করেছে কোন দেশ.?

 উত্তরঃ  বাংলাদেশ।

 

২৩) স্মার্ট কার্ড কত ধরনের নিরাপত্তা দিবে.?

 উত্তরঃ  ২৫

 

২৪) ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নিয়েছে?  

উত্তরঃ  ১০টি।

 

২৫) বাংলাদেশে শিক্ষা বোর্ড কতটি?-

উত্তরঃ  ১১ টি

 

২৬) বাংলাদেশের শিক্ষা স্তর কতটি?

উত্তরঃ  ৪টি

 

২৭) দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ  ৩৯ টি

 

 

২৮) বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তরঃ  ৪টি

 

২৯) দেশের জৈব সার কারখানা কতটি?

উত্তরঃ  ১ টি

 

৩০) আমাদের দেশে পানি জাদুঘর কতটি?   

উত্তরঃ  ১টি

 

৩১) দেশে মোট সরকারি ডেন্টাল কলেজ কতটি?   

উত্তরঃ  ১ টি

 

৩২) সরকারি মেডিকেল কলেজ কতটি?   

উত্তরঃ  ৩৬ টি

 

৩৩) পরিবেশ আদালত কতটি?   

উত্তরঃ  ৩টি

 

৩৪) অস্ত্র কারখানা কতটি?- 

উত্তরঃ  ১ টি ( বাংলাদেশ সমরাস্ত্র কারখানা )

 

৩৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ?

উত্তরঃ  তাজউদ্দিন আহমদ।

 

৩৬) বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা অবস্থিত –

উত্তরঃ  গাজীপুরে ।

 

৩৭) সাড়াজাগানো মাটির ময়না চলচ্চিত্রটি নির্মান করেন-

উত্তরঃ  তারেক মাসুদ।

 

৩৮) জাতিসংঘ কতটি দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল?  

উত্তরঃ  ৫১

 

৩৯) শহীদ চান্দু স্টেডিয়াম –

উত্তরঃ  বগুড়া শহরে অবস্থিত।

 

৪০) CNG-এর অর্থ কী? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস

 

৪১) নদী বন্দর – ৩০ টি / সমুদ্র বন্দর – ৩ টি / স্থল বন্দর – ২৩ টি/ গ্যাস ক্ষেত্র – ২৭ টি / সার কারখানা – ১৫ টি / সরকারি সার কারখানা – ৮ টি / সরকারি বস্ত্র কল – ১৮ টি

৪২) পরিবেশ বান্ধব পোশাক কারখানা – ২৬ টি / সিমেন্ট কারখানা – ১৪ টি / সরকারি সিমেন্ট কারখানা – ৫ টি / সরকারি চিনি কল – ১৫ টি

 

৪৩) চা বাগান – ১৬৬ টি / কাগজের কারখানা – ৭ টি / কয়লা ক্ষেত্র – ৫ টি / সরকারি পাটকল – ২৬ টি / তাঁত প্রশিক্ষন একাডেমী – ১ টি

 

৪৪) নন জুট মিল – ৩ টি / ইপিজেড – ১০ টি, সরকারি – ৮টি / ইপিজেড বিনিয়োগকারী দেশ – ৩৭ টি / তেল শোধনাগার – ১ টি / জাহাজ নির্মাণ কারখানা – ৩ টি

 

৪৪) রেয়ন মিল – ১ টি / পরিবেশ আদালত – ৩ টি / আবহওয়া কেন্দ্র – ৪ টি / পরমানু চিকিৎসা কেন্দ্র – ২৩ টি

 

৪৫) বিভাগ – ৮ টি / জেলা – ৬৪ টি / বৃহত্তর জেলা – ১৯ টি / সিটি কর্পোরেশন – ১২ টি / উপজেলা – ৪৯৩ টি / পৌরসভা – ৩২৭ টি / থানা – ৬৪০ টি / ইউনিয়ন – ৪৫৬২ টি / গ্রাম – ৮৭৩৭২ টি

 

৪৬) ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ –

১৭.৯২%(আপডেট তথ্য)

 

৪৭) ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?

খোন্দকার নুরুল আলম

 

৪৮)  বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় ?  

উত্তরঃ  ওমান  কাতার ( ২য়)

 

৪৯) সবজি চাষে বিশ্বে বাংলাদেশ কততম?

উত্তরঃ  ৩য়

 

৫০) রেণু ও পোনা উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?

 উত্তরঃ  যশোর

 

৫১) দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি?  

উত্তরঃ  রুপপুর পারমানবিক প্রকল্প

 

৫২) সুরের রাজধানী ও সংস্কৃতির রাজধানী নামে পরিচিত বাংলাদেশের কোন জেলা ?  

উত্তরঃ  ব্রাহ্মণবাড়িয়া

 

৫৩) বাংলা সঙ্গীতের পঞ্চপাণ্ডব /পঞ্চভাস্কর বলে খ্যাত কারা ?  

উত্তরঃ  ১. রবী, ২.নজরুল ৩. রজনীকান্ত ৪. দ্বিজেন্দ্রলাল ৫.অতুল প্রসাদ

 

৫৪)  বাংলাদেশের সংরক্ষিত এলাকা কয়টি?

উত্তরঃ  ৩৮টি

 

৫৫) বাংলাদেশে ধান উৎপাদন শীর্ষ জেলা কোনটি?

উত্তরঃ  ময়মনসিংহ ( দেশের মোট ধান উত্পাদনের ১০.৫%)

 

৫৬) বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তরঃ  ফরিদপুর (দেশের মোট গম উত্পাদনের ১৪.৩৭%)

৫৭) ২০১৬সালে উইজডেন ইন্ডিয়ার অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হন কে?

উত্তরঃ  বাংলাদেশের মাশরাফি বিন মোর্তজা।

 

৫৮) ময়ুরপঙ্খী , মেঘদূত কি?

উত্তরঃ  বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ

 

৫৯) বাংলাদেশের প্রথম নারী বন্যবিদ কে?

উত্তরঃ  ড. নূরজাহান সরকার ।

 

৬০) স্বাধীনতা ও প্রত্যয় কি?

উত্তরঃ  নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ জাহাজ

 

৬৯) বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?

উত্তরঃ  ১,৪৫,৭৭, ৭৭১ হেক্টর

 

৭০) বাংলাদেশে কৃষির জমির পরিমাণ কত?

উত্তরঃ  ১,২১,৭৬,৯০৪হেক্টর(৮৩.৫৩%)

 

৭১) বাংলাদেশে ফসলি বা আবাদযোগ্য জমির পরিমাণ কত?

উত্তরঃ  ৮৭,৫১, ৯৩৭ হেক্টর(৬৪.০৪%)

 

৭২) বাংলাদেশ অকৃষি জমির পরিমাণ কত? –

উত্তরঃ  ২৪, ০০, ৮৬৭ হেক্টর (১৬.৪৭%)

 

৭৩) বাংলাদেশে বিমান বাহিনীর নতুন পদবি কি?

উত্তরঃ  এয়ার চিপ মার্শাল

 

৭৪) বাংলাদেশে নৌ বাহিনীর নতুন পদবি কি?

উত্তরঃ  এডমিরাল

 

৭৫) বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

উত্তরঃ  অ্যালিসন ব্লেইক

 

৭৬) বাংলাদেশে বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তরঃ  ৮৯টি।

 

৭৭) বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?

উত্তরঃ  ৭ম।

 

৭৮) স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?  

উত্তরঃ  ৪র্থ।

 

 

৭৯) চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?  

উত্তরঃ  ৬ষ্ঠ।

 

৭৮) ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?  

উত্তরঃ  ৪র্থ।

 

৭৯) জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের ১নং জনবহুল শহর কোনটি?  

উত্তরঃ  ঢাকা।

 

৮০) জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর ? 

উত্তরঃ  ১৬তম মেগাসিটির দিক থেকে ১১তম ।

 

৮১) ভালো দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?  

উত্তরঃ  ১১৭তম  শীর্ষ সুইডেন।

 

৮২) বাংলাদেশের মোট ভূ-খণ্ডের কত % বনভূমি রয়েছে ?

উত্তরঃ  (ফাউ-এর রিপোর্ট)  ১১% । ১৪, ২৯, ০০০ হেক্টর। হেক্টর প্রতি ২০০-৩০০টি গাছ রয়েছে।

 

৮৩) টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

উত্তরঃ  ১১৮ ( ১৪৯টি দেশের মধ্যে)।

 

৮৪) বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

উত্তরঃ  ১০৪তম ।

 

৮৫) ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?

উত্তরঃ  ৩৪২৪কোটি মার্কিন ডলার।

 

৮৬) সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও ভ্যাক্সিন আবিষ্কার করে?

উত্তরঃ  রোটা।

 

৮৭) বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?

উত্তরঃ  ৩৮জন ।

 

৮৮) বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?

উত্তরঃ  ১০৮৬টি (প্রায়)।

 

৮৯) বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?

উত্তরঃ  ১৭টি।

 

৯০) বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?

উত্তরঃ  ২০টি।

 

 

৯১) বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ?

উত্তরঃ  ৩টি সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।

 

৯২) বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?

উত্তরঃ  ১১৯০ মার্কিন ডলার।

 

৯৩) বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?

উত্তরঃ  গলফার সিদ্দিকুর রহমান।

 

৯৪) মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা –

উত্তরঃ  আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে

 

৯৫) চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম-

উত্তরঃ  জয়যাত্রা ও নবযাত্রা

 

৯৬) আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে-

উত্তরঃ  ২০২৪ সালে

 

৯৭) পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-

উত্তরঃ  ৭ দফা

 

৯৮) সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে-

উত্তরঃ  ১১৮ অনুচ্ছেদে

 

৯৯) যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যাত্রাবিরতি করে-

উত্তরঃ  তুর্কমেনিস্তান

 

১০০) ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-

উত্তরঃ  রুশনারা আলী

 

                    ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
 
 
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

    এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের                          দেওয়া লিংকে ক্লিক করুন

 
 
 
 
 

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!