১০ম থেকে ৩৮ তম বিসিএস প্রিলির সকল বাংলা প্রশ্ন
সমাধান একসাথে দেখে নিন
১ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ
২ “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা মাহবুব উত্তরঃ আলম চৌধুরী
৩ ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তরঃ শুল্ক
৪ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল
উত্তরঃ অবচেতন
৫ ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ প্রজ্ঞা
৬ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হূমায়ুন আজাদ
৭ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
৮ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ
৯ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান
১০ ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
১১ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধনি
১২ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
উত্তরঃ দেশি উপসর্গ
১৩ ‘কবর’ নাটক কার রচনা?
উত্তরঃ মুনীর চৌধুরী
১৪ ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
১৫ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
১৬ ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১৭ ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
১৮ ‘জলে-স্থলে’ কী সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
১৯ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তরঃ আলালের ঘরের দুলাল।
২০ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন
উত্তরঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।
২১ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ?
উত্তরঃ ঠোটের পরশে পান লাল হইল।
২২ ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ? প্র
উত্তরঃ মথ চোধুরী
২৩ ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?
উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
২৪ ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
২৫ ‘প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা’,’নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা
উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ
২৬ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২
২৮ ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ উদাসীন
২৯ ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি
উত্তরঃ সরল বাক্য
৩০ ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা
উত্তরঃ মাওলানা আকরাম খাঁ
৩১ ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
উত্তরঃ মাছ+উয়া(ও)
৩২ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
৩৩ ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে
উত্তরঃ আরবি ভাষা থেকে
৩৪ ‘সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার কে?
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
৩৫ ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন?
উত্তরঃ চণ্ডীদাস
৩৬ ‘সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তরঃ সিকান্দার আবু জাফর।
৩৭ ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
৩৮ ‘সােনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তরঃ আল মাহমুদ
৩৯ ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম
উত্তরঃ ফররুখ আহমদ
৪০ “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
৪১ “চাঁদের হাট’ অর্থ কী?
উত্তরঃ প্রিয়জন সমাগম
৪২ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা উত্তরঃ শিখা
৪৩ “তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? ‘ এই প্রবাদটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
৪৪ “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
৪৫ “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪৬ “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বিষাদ সিন্ধু
৪৭ “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৪৮ “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
৪৯ “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” রচয়িতা
উত্তরঃ অতুল প্রসাদ সেন
৫০ “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”এই উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চেীধুরী
৫১ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৫২ ”মিলির হাতে স্টেনগান” গল্পটি কার লেখা?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
৫৩ Ballad কি?
উত্তরঃ গাথা
৫৪ Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
উত্তরঃ ভোগ্যপণ্য
৫৫ Excise duty পরিভাষা কোনটি
উত্তরঃ আবগারি শুল্ক
৫৬ Intellectual’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ বুদ্ধিজীবী
৫৭ Null and void এর পরিভাষা
উত্তরঃ বাতিল
৫৮ Ode কী?
উত্তরঃ খন্ড কবিতা
৫৯ The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৬০ অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল
উত্তরঃ সমক্ষ
৬১ অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস
৬২ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ নঞর্থক
৬৩ ‘অনলপ্রবাহ’ রচনা করেন
উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৬৪ ‘অপ’ কী ধরনের উপসর্গ ?
উত্তরঃ সংস্কৃত
৬৫ অপলাপ শব্দের অর্থ কী?
উত্তরঃ অস্বীকার
৬৬ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল
উত্তরঃ অন্ত্যমিল নেই
৬৭ অর্ধচন্দ্র’ এর অর্থ
উত্তরঃ গলাধাক্কা দেওয়া
৬৮ অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
৬৯ আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী।
৭০ আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা
উত্তরঃ প্রলয়োল্লাস
৭১ আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তরঃ নীরদচন্দ্র চৌধুরী
৭২ ‘আধ্যাত্মিক। ‘উপন্যাসের লেখক কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিএ
৭৩ আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে
উত্তরঃ পর্তুগীজ ভাষা হতে
৭৪ আনোয়ারা গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ নজিবর রহমান
৭৫ আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তরঃ ১৯৯৯
৭৬ আবোল তাবোল’ কার লেখা?
উত্তরঃসুকুমার রায়
৭৭ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা
উত্তরঃ আবুল মনসুর আহমদ
৭৮ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
৭৯ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহামুদ
৮০ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়
উত্তরঃ ভারতচন্দ্র রায়।
৮১ আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থণাটি করেছে
উত্তরঃ ঈশ্বরী পাটনী
৮২ আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
৮৩ আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
৮৪ ইউসুফ জোলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
৮৫ ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
উত্তরঃ ঐচ্ছিক
৮৬ ইয়ং বেঙ্গল কি?
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
৮৭ ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তরঃ জ্ঞানা্ঙ্কুর
৮৮ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তরঃ সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
৮৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?
উত্তরঃ কমেডি অব এররস
৯০ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
উত্তরঃ প্রত্যয়জনিত
৯১ উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ রশীদ করিম
৯২ উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
৯৩ উপরোধ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ অনুরোধ
৯৪ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য
উত্তরঃ উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
৯৫ উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে লাঠি ও ভাঙ্গে
৯৬ এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষনের অতিশায়ন
৯৭ এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?
উত্তরঃ বিশেষণ
৯৮ এক কথায় প্রকাশ কর: ‘যা বলা হয় নি
উত্তরঃ অনুক্ত
৯৯ একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?
উত্তরঃ সোনার তরি
১০০ একাত্তরের চিটি কোন জাতিয় রচনা?
উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
১০১ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
উত্তরঃ সৌভাগ্যের বিষয়।
১০২ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
১০৩ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?
উত্তরঃ কবিগান
১০৪ কখনো উপন্যাস লেখেননি
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
১০৫ কত খ্রিস্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?
উত্তরঃ ( ১৯২৩ – ৮০)
১০৬ কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?
উত্তরঃ রোমান্সমূলক উপন্যাস
১০৭ কবর নাটকটির লেখক
উত্তরঃ মুনির চৌধুরী
১০৮ কবি আলাওলের জন্মস্থান কোনটি?
উত্তরঃ চট্রগ্রামের জোবরা
১০৯ কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১১০ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
১১১ কবি গানের প্রথম কবি
উত্তরঃ গোঁজলা পুট
১১২ কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং
১১৩ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
১১৪ কর্মে যার ক্লান্তি নেই’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ অক্লান্ত কর্মী
১১৫ কল্লোল প্রকাশিত হয়
উত্তরঃ ১৯২৩
১১৬ ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
১১৭ কাক ভূষণ্ডির অর্থ কী?
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
১১৮ কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১১৯ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
আনন্দময়ীর আগমনে।
১২০ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?
উত্তরঃ পত্রিকা
১২১ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তরঃ বাউণ্ডুলের আত্মকাহিনী।
১২২ কার মাথায় হাত বুলিয়েছে। এখানে মাথা শব্দের অর্থ
উত্তরঃ ফাঁকি দেওয়া
১২৩ কার সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
১২৪ কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
১২৫ কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন
১২৬ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক
উত্তরঃ রামরাম বসু।
১২৭ কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?
উত্তরঃ ব্রাসি হ্যালহেড।
১২৮ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা
উত্তরঃ লালন শাহ্
১২৯ ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার।
১৩০ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
উত্তরঃ ভুসুকুপা
১৩১ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
১৩২ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
১৩৩ কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৩৪ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ নীলদর্পণ
১৩৫ কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তরঃ হাজী শরিয়তউল্লাহ।
১৩৬ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
১৩৭ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে
১৩৮ কোনটি ‘কোলন’
উত্তরঃ :
১৩৯ কোনটি বাক্যের গুণ নয়?
উত্তরঃ আসক্তি
১৪০ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
উত্তরঃ বীরাঙ্গনা
১৪১ কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
উত্তরঃ মনীষা মঞ্জুষা
১৪২ কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
উত্তরঃ মরুভাস্কর
১৪৩ কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৩ সালে
১৪৪ ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়
উত্তরঃ ধাতু
১৪৫ ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১৪৬ ক্রিয়াপদের মূল অংশকে বলে
উত্তরঃ ধাতু।
১৪৭ ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন
উত্তরঃ ক্ষমার্হ
১৪৮ ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধমান
১৪৯ গাছপাথর’ বাগধারাটির অর্থ হিসাব-
উত্তরঃ নিকাশ
১৫০ গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
উত্তরঃ W B Yeats
১৫১ গৃহী এর বিপরীত শব্দ
উত্তরঃ সন্ন্যাসী
১৫২ গোঁফ খেজুরে’ এ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নিতান্ত অলস
১৫৩ ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৪ চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১৫৫ চন্দ্রাবতী
উত্তরঃ কাব্য
১৫৬ নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৫৭চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তরঃ মাত্রাবৃত্ত
১৫৮ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উত্তরঃ মনসামঙ্গল
১৫৯ চাঁদমুখ এর ব্যাসবাক্য হল
উত্তরঃ চাঁদের মত মুখ
১৬০ চাচা কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলি।
১৬১ চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
উত্তরঃ সংস্কৃত +আরবি
১৬২ জঙ্গম এর বিপরীত শব্দ কী?
উত্তরঃ স্থবির
১৬৩ জজ সাহেব কোন ধরনের সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
১৬৪ জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ?
উত্তরঃ জন+এক
১৬৫ জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ সারেং বৌ
১৬৬ জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ রাখালী
১৬৭ জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
১৬৮ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ বরিশাল জেলা
১৬৯ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৭০ জ্যোৎস্নারাত কোন সমাসের দুষ্টান্ত ?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
১৭১ টা,টি,খানা ইত্যাদি পদাশ্রিত
উত্তরঃ নিদের্শক
১৭২ ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য
উত্তরঃ জীবনানুভূতির গভীরতায়
১৭৩ ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?
উত্তরঃ আলালের ঘরের দুলাল
১৭৪ ‘ঠাকুরমার ঝুলি ‘কী জাতীয় রচনার সংকলন ?
উত্তরঃ রুপকথা
১৭৫ ঠোঁটকাটা’ বলতে কী বোঝায়?
উত্তরঃ স্পষ্টভাষী
১৭৬ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত
উত্তরঃ ভাষাতত্ত্ববিদ
১৭৭ ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
১৭৮ ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
উত্তরঃ ক্রান্তি
১৭৯ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ
উত্তরঃ তোষামুদে
১৮০ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?
উত্তরঃ তৎসম
১৮১ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী?
উত্তরঃ সাধু রীতি
১৮২ তত্ত্ববােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়
উত্তরঃ ১৮৪৩ সালে
১৮৩ তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।
১৮৪ তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?
উত্তরঃ গিরিশচন্দ্র সেন
১৮৫ তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ
উত্তরঃ শৈত্য
১৮৬ ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য।
১৮৭ তামোর সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি’ রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তরঃ শেষলেখা
১৮৮ তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা?
উত্তরঃ শামসুর রাহমান
১৮৯ তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য?
উত্তরঃ মিশ্র বা জটিল
১৯০ তুমি এতক্ষন কি করেছো’ এই বাক্যে ‘কি’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম
১৯১ তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কী অর্থে?
উত্তরঃ হ্যাঁ-বাচক
১৯২ তোহফা কাব্যটি কে রচনা করেন ?
উত্তরঃ লাওল
১৯৩ দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?
উত্তরঃ সিন্ধুহিন্দোল
১৯৪ দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়
১৯৫ দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।
১৯৬ দেয়াল রচনাটি কার?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
১৯৭ দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
উত্তরঃ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
১৯৮ ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তরঃ দুল + না
১৯৯ দ্বৈপায়ন এর সন্ধিবিচ্ছেদ
উত্তরঃ দ্বীপ+অয়ন
২০০ দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা
উত্তরঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
২০১ দ্যুলােক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দিব্+লোক
২০২ দ্রোপদী কে?
উত্তরঃ মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
২০৩ ধ্বনি নির্দেশক প্রতীক
উত্তরঃ ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
২০৪ নদী ও নারী’ কার রচনা?
উত্তরঃ হুমায়ুন কবির
২০৫ নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সন্ধি।
২০৬ নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে
উত্তরঃ নশ্বর
২০৭ নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে
উত্তরঃ কল্যাণীয়েষু।
২০৮ নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
২০৯ নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?
উত্তরঃ নীলকরদের অত্যাচার
২১০ নীলদর্পন নাটক
ঢাকা থেকে প্রকাশিত।
২১১ নেমেসিস’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ নাটক
২১২ নেমেসিস’ নাটকে নুরুল মােমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
২১৩ পথের দাবি উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১৪ ‘পদ’ বলতে কি বোঝায়?
উত্তরঃ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
২১৫ পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
উত্তরঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
২১৬ পদাবলী লিখেছেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২১৭ পদাবলীর প্রথম কবি কে?
উত্তরঃ চণ্ডীদাস
২১৮ পরশ্ব অর্থ কি?
উত্তরঃ পরশু
২১৯ পাখি সব করে রব রাতি পােহাইল’পংক্তির রচয়িতা কে?
উত্তরঃ মদন মোহন তর্কালংকার ।
২২০ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
উত্তরঃ দৌলত কাজী
২২১ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে
উত্তরঃ দুটোই অশুদ্ধ।
২২২ ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তরঃ সঞ্জয় ভট্রাচার্য
২২৩ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ পর্তুগিজ
২২৪ প্র,পরা,অপ কি
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
২২৫ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ উত্কর্ষ
২২৬ প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়?
উত্তরঃ উপমেয়
২২৭ প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন
উত্তরঃ অশোক মুখোপাধ্যায়
২২৮ প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তরঃ কৃষ্ণকুমারী
২২৯ প্রাচিনতম বাঙ্গালি মুসলমান কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
২৩০ প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তরঃ দোহাকোষ
২৩১ প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
উত্তরঃ শাহ্ মুহাম্মাদ সগীর
২৩২ প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে’ ।গীতিকার কে?
উত্তরঃ শেখ ওয়াহিদ
২৩৩ প্রাতঃরাশ এর সন্ধি –
উত্তরঃ প্রাতঃ+রাশ
২৩৪ ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ সাত সাগরের মাঝি
২৩৫ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়
উত্তরঃ ১৮০১ সালে
২৩৬ ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম কেরি
২৩৭ বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’ এই কবিতাংশটুকুর কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২৩৮ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম
উত্তরঃ গোবিন্দলাল ও রোহিনী
২৩৯ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
২৪০ ‘বচন’ অর্থ কী?
উত্তরঃ সংখ্যার ধারণা
২৪১ বটতলার পুঁথি বলতে বোঝায়
উত্তরঃ দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
২৪২ বত্রিশ সিংহাসন কার রচনা?
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২৪৩ বনফুল’ কার ছদ্মনাম?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
২৪৪ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?
উত্তরঃ ব্ +ন্+ধ্+ন
২৪৫ ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
উত্তরঃ জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
২৪৬ বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ
২৪৭ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে?
উত্তরঃ আহমদ শরীফ
২৪৮ বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫
২৪৯ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম
উত্তরঃ উত্তরাধিকার
২৫০ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থবেদ
২৫১ বাংলা ছন্দ কত রকমের?
উত্তরঃ তিন রকমের
২৫২ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
২৫৩ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
উত্তরঃ ১০টি
২৫৪ বাংলা বর্নমালায় স্বরবর্ণ কয়টি?
উত্তরঃ ১১ টি।
২৫৫ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি
উত্তরঃ ৭ টি।
২৫৬ বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে?
উত্তরঃ একুশ
২৫৭ বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?
উত্তরঃ ৩
২৫৮ বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
২৫৯ বাংলা ভাষায় প্রথম ব্যাকরন রচনা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন
২৬০ বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তরঃ দিক দর্শন।
২৬১ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
উত্তরঃ ১৯০৭
২৬২ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মােক্ত একটি ভাষা থেকে
উত্তরঃ প্রাকৃত
২৬৩ বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
উত্তরঃ রামনারায়ন তর্করত্ন
২৬৪ বাংলা লিপির উৎস কী?
উত্তরঃ ব্রাহ্মী লিপি
২৬৫ বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়?
উত্তরঃ উনিশ শতকে
২৬৬ বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
উত্তরঃ সবুজপত্র
২৬৭ বাংলা সাহিত্যর আদি কবি কে?
উত্তরঃ লুইপা
২৬৮ বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য
২৬৯ বাংলা সাহিত্যর প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উত্তরঃ মীর মোশারফ হোসেন।
২৭০ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
২৭১ বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল
উত্তরঃ ১২০১-১৩৫০
২৭২ বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুইপা
২৭৩ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
উত্তরঃ মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
২৭৪ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
উত্তরঃ দীনেশচন্দ্র সেনগুপ্ত
২৭৫ বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৭৬ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?
উত্তরঃ দিনেশচন্দ্র সেন
২৭৭ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
উত্তরঃ ৬৫০-১২০০
২৭৮ বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা
উত্তরঃ গীতিকবিতা
২৭৯ বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তরঃ সেলিম আল দীন
২৮০ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা
২৮১ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
উত্তরঃ গিরিশ চন্দ্র সেন।
২৮২ বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক?
উত্তরঃ বিষ্ণু দে
২৮৩ বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
২৮৪ বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বসন্ত কুমারি
২৮৫ বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
উত্তরঃ শব্দ
২৮৬ বাক্যের তিনটি গুন কি কি?
উত্তরঃ আসত্তি-যোগ্যতা
২৮৭ ‘বাগড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ
উত্তরঃ বাক্+আড়ম্বর
২৮৮ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
উত্তরঃ মুহাম্মদ শহীদুল্লাহ
২৮৯ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন?
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
২৯০ ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
উত্তরঃ নীহার রঞ্জন রায়
২৯১ বাবা কোন ভাষার শব্দ
উত্তরঃ তুর্কি শব্দ
২৯২ বামেতর শব্দটির অর্থ
উত্তরঃ ডান
২৯৩ বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ?
উত্তরঃ জ+ঞ
২৯৪ বিদ্যাপতি মিথিলা।
২৯৫ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
উত্তরঃ মিথিলার
২৯৬ বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে
উত্তরঃ পদ
২৯৭ বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তরঃ প্রাতিপদিক
২৯৮ বিষাদ সিন্ধু’ কার রচনা?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
২৯৯ বিষাদসিন্ধু একটি
উত্তরঃ ইতিহাস আশ্রিত উপন্যাস
৩০০ বীরবল ছদ্ম নাম
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৩০১ ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন ?
উত্তরঃ প্রমথ চৌধুরী
৩০২ বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ দ্বিরুক্ত শব্দ
৩০৩ বৈরাগ্য সাধনে ______ সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
উত্তরঃ মুক্তি
৩০৪ ব্যক্ত এর বিপরীত শব্দ
উত্তরঃ গুঢ়
৩০৫ ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?
উত্তরঃ অসম্ভব ঘটনা
৩০৬ ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
মৈথিলী ভাষার একটি উপভাষা
৩০৭ ভানু সিংহ ঠাকুরের পদাবলী’র রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩০৮ ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের
৩০৯ ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
উত্তরঃ কৃষ্ণ নগর রাজসভা
৩১০ ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
উত্তরঃ কবর
৩১১ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৩১২ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩১৩ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন
উত্তরঃ প্রমথ চৌধুরি
৩১৪ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?
উত্তরঃ ধ্বনি
৩১৫ ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ! এই বাক্যের কীএর অর্থ
উত্তরঃ বিরক্তি
৩১৬ মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
উত্তরঃ ভারতচন্দ্ররায়গুণাকর
৩১৭ মতিচুর
উত্তরঃ প্রবন্ধ
৩১৮ মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি”। কবিতার এই অংশবিশেষের রচিয়তা-
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৩১৯ মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’
উত্তরঃ পত্রকাব্য
৩২০ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম
উত্তরঃ ্রীচৈতন্য
৩২১ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০সালে
৩২২ ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয় ?
উত্তরঃ অনন্বয়ী।
৩২৩ মহুয়া’ পালাটির রচয়িতা?
উত্তরঃ দ্বিজ কানাই
৩২৪ মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
উত্তরঃ কাব্য
৩২৫ মাটির ময়না চলচিত্রের নির্মাতা কে?
উত্তরঃ তারেক মাসুদ
৩২৬ মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য জেলে-
উত্তরঃ জীবেনর বিচিত্র সুখ-দুঃখ।
৩২৭ মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’ এ পঙক্তিটি কার রচনা?
উত্তরঃ শেখ ফজলুল করিম
৩২৮ মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯২৭
৩২৯ ‘মাসেলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তরঃ মোজাম্মেল হক
৩৩০ মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর?
উত্তরঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
৩৩১ মীর মশাররফ হােসেনের জন্ম মৃত্যু সাল ?
উত্তরঃ ১৮৪৭- ১৯১২
৩৩২ মুখরা রমনী বশীকরণ
উত্তরঃ অনুবাদ নাটক
৩৩৩ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
উত্তরঃ ইউসুফ জুলেখা
৩৩৪ মুসলমান নারী জাগরনের কবি কে?
উত্তরঃ বেগম রোকেয়া
৩৩৫ মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
৩৩৬ মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
উত্তরঃ সমাপ্তি
৩৩৭ মেঘনাদ বধ কাব্য
উত্তরঃ ১৮৬১ সালে
৩৩৮ মৌলিক স্বরধ্বনি কতটি?
উত্তরঃ ৭
৩৩৯ যত বড় মুখ নয় তত বড় কথা’ – এখানে মুখ’ বলতে কী বোঝায়?
উত্তরঃ শক্তি
৩৪০ যা কিছু হারায় গিন্নি বলেন,কেষ্টা বেটাই চোর’ এখানে হারায় কোন ধাতু?
উত্তরঃ প্রযোজক ধাতু
৩৪১ যা চিরস্থায়ী নয়
উত্তরঃ নশ্বর
৩৪২ যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কী হবে?
উত্তরঃ ভূতপূর্ব
৩৪৩ যা সহজে অতিক্রম করা যায় না’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ দুরতিক্রম্য
৩৪৪ যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
উত্তরঃ ঢাকের বাঁয়া
৩৪৫ যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ মাত্রাবৃত্ত
৩৪৬ যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়
উত্তরঃ স্বরবৃত্ত
৩৪৭ যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়
উত্তরঃ ক্রিয়া বিশেষণ
৩৪৮ যে ভূমিতে ফসল জন্মায় না
উত্তরঃ ঊষর।
৩৪৯ যে সমাসের পূর্বাপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে?
উত্তরঃ দ্বিগু সমাস
৩৫০ যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়
উত্তরঃ নিত্য সমাস
৩৫১ যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’ এটি কোন জাতীয় বাক্য?
উত্তরঃ মিশ্র বাক্য।
৩৫২ যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল
৩৫৩ যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন।
৩৫৪ রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ
উত্তরঃ রত্ন + আকর
৩৫৫ রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রবি + ইন্দ্র
৩৫৬ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ বসন্ত
৩৫৭ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
উত্তরঃ ১৯১০
৩৫৮ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
উত্তরঃ ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
৩৫৯ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
৩৬০ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
উত্তরঃ শেষের কবিতা
৩৬১ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল-
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
৩৬২ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস কোথায়?
উত্তরঃ খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভাগে গ্রামে।
৩৬৩ রবীন্দ্রনাথের ‘সোনার তরী। ‘কবিতা কোন ছন্দে রচিত ?
উত্তরঃ মাএাবৃত্ত
৩৬৪ রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ আনোয়ার পাশা।
৩৬৫ রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক
উত্তরঃ শরৎচন্দ্র
৩৬৬ রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ?
উত্তরঃ রামরাম বসু
৩৬৭ রাজা রামমােহন রচিত বাংলা ব্যাকরনের নাম কি?
উত্তরঃ গৌড়িয় ব্যাকরণ
৩৬৮ রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?
চির অশান্তি
৩৬৯ রামগরুড়ের ছানা কথাটির অর্থ
উত্তরঃ গোমড়ামুখো লোক
৩৭০ রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভারে’ কার রচনা?
উত্তরঃ চন্ডীদাস
৩৭১ রূপসী বাংলার কবি
জীবনানন্দ দাশ
৩৭২ রোহিনী,বিনোদিনী, কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন।
৩৭৩ লবণ’ শব্দের বিশেষ্য কোনটি ?
উত্তরঃ ‘লবণ’ শব্দটি নিজেই বিশেষ্য
৩৭৪ ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?
উত্তরঃ ব্যাতিহার বহুব্রীহি সমাস
৩৭৫ লোকসাহিত্য কাকে বলে?
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
৩৭৬ লৌকিক কাহিনীর প্রখম রচয়িতা কে?
উত্তরঃ দৌলত কাজী
৩৭৭ শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ক্রিতদাসের হাসি
৩৭৮ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়
উত্তরঃ তিন ভাগে।
৩৭৯ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
উত্তরঃ অনিলাদেবী
৩৮০ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
উত্তরঃ রাম প্রসাদ সেন
৩৮১ শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
উত্তরঃ ফেরদৌসী
৩৮২ শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছােট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? উত্তরঃ সমাপ্তি
৩৮৩ শূন্যপুরাণ’ রচনা করেছেন
উত্তরঃ রামাই পন্ডিত
৩৮৪ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
উত্তরঃ প্রেমরস
৩৮৫ শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত
উত্তরঃ উপন্যাসের নাম
৩৮৬ ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শিরলিখে রেখ, একবিন্দু দিলেম শিশির’। এ অংশটুকুর মূল পতিপাদ্য
উত্তরঃ অকৃতজ্ঞতা
৩৮৭ শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়
উত্তরঃ শ্রৎ + √ধা + অ + আ
৩৮৮ শ্রীকৃষ্ণ কাব্যর বড়াই কোন ধরনের চরিত্র?
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমের দূতি
৩৮৯ শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ নাট গীতি।
৩৯০ ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ
উত্তরঃ ষট্ + ঋতু।
৩৯১ ‘সংশপ্তক’ কার রচনা?
শহীদুল্লাহ কায়সার
৩৯২ সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ প্রত্যয়
৩৯৩ সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
৩৯৪ সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মোহাম্মদ নাসির উদ্দিন
৩৯৫ সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি এ চরণদ্বয়ের লেখক
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
৩৯৬ সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯৭ ‘সততা সর্ব উৎকৃস্ট পন্থা’ কোনটির অনুবাদ?
Honesty is the best policy
৩৯৮ সদ্যোজাত সন্ধিবিচ্ছেদ
উত্তরঃ সদ্য+ জাত।
৩৯৯ সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসুধন দত্ত
৪০০ ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
৪০১ সন্ধির প্রধান সুবিধা কি?
উত্তরঃ উচ্চারণের সুবিধা
৪০২ সন্ধ্যাভাষা
উত্তরঃ চর্যাপদ
৪০৩ সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তরঃ বলাকা
৪০৪ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কার-
কাহ্নপা
৪০৫ সবাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্ম কারকে শূন্য
৪০৬ সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯১৪
৪০৭ সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ?
উত্তরঃ জন ক্লার্ক মার্সম্যান
৪০৮ সমাস ভাষাকে কী করে?
উত্তরঃ সংক্ষেপ করে
৪০৯ সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
৪১০ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ফররুখ আহমেদ
৪১১ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য?
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
৪১২ সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
উত্তরঃ নাটকের সংলাপে
৪১৩ সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
উত্তরঃ শেখ আবদুর রহিম
৪১৪ ‘সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি ?
উত্তরঃ সহচর+য
৪১৫ সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ চরণ দুটি কার লেখা?
উত্তরঃ শেখ ফজলল করিম
৩৯ ও ৪০ বিসিএস প্রিলির সকল বাংলা প্রশ্ন সমাধান পেতে নিচের লিংকে ক্লিক করুন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Direct Download