নোবেল প্রাইজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু
প্রশ্ন সমাধান
প্রশ্নঃ মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্ত্মি)।
প্রশ্নঃ নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি?
উঃ ৪টি।
প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:সুইডিস একাডেমী।
প্রশ্নঃ শান্ত্মির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
প্রশ্নঃ পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
প্রশ্নঃ একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
উত্তর:৩ জন।
প্রশ্নঃ কোন নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
উত্তর:শান্ত্মিতে।
প্রশ্নঃ নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না
উত্তর:কোন মৃত ব্যক্তিকে।
প্রশ্নঃ তা সত্ত্বেও মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে?
উত্তর:এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)।
প্রশ্নঃ অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয়?
উত্তর:১৯৬৯ সালে।
প্রশ্নঃ ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
উত্তর:সাহিত্যে।
প্রশ্নঃ শান্ত্মিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি প্রত্যাখান করেন।
প্রশ্নঃ অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
উত্তর:ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
উত্তর:ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)।
প্রশ্নঃ প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)।
প্রশ্নঃ প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে?
উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।
প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে?
উত্তর:থিওডর রম্নজভেল্ট (১৯০৬ সাল)।
প্রশ্নঃ প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)।
প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:পাকিস্ত্মানের আব্দুস সালাম (১৯৭৯ সাল)।
প্রশ্নঃ প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:মিশরের ‘আহমেদ এইচ. জেবাইল’ (১৯৯৯ সাল)।
প্রশ্নঃ নোবেল বিজয়ী প্রথম নারী কে?
উত্তর:ফ্রান্সের ‘মাদাম কুরী’ (১৯০৩ সাল)।