Monday, September 9, 2024
Homeসাধারণ জ্ঞাননোবেল প্রাইজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান

নোবেল প্রাইজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান

নোবেল প্রাইজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু

প্রশ্ন সমাধান

প্রশ্নঃ মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্ত্মি)।
প্রশ্নঃ নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি?
উঃ ৪টি।
প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:সুইডিস একাডেমী।
প্রশ্নঃ শান্ত্মির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
প্রশ্নঃ পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
প্রশ্নঃ একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
উত্তর:৩ জন।
প্রশ্নঃ কোন নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
উত্তর:শান্ত্মিতে।
প্রশ্নঃ নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না
উত্তর:কোন মৃত ব্যক্তিকে।
প্রশ্নঃ তা সত্ত্বেও মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে?
উত্তর:এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)।
প্রশ্নঃ অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয়?
উত্তর:১৯৬৯ সালে।
প্রশ্নঃ ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
উত্তর:সাহিত্যে।
প্রশ্নঃ শান্ত্মিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি প্রত্যাখান করেন।
প্রশ্নঃ অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
উত্তর:ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে?
উত্তর:ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)।
প্রশ্নঃ প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তর:মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)।
প্রশ্নঃ প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে?
উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।
প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে?
উত্তর:থিওডর রম্নজভেল্ট (১৯০৬ সাল)।
প্রশ্নঃ প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)।
প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:পাকিস্ত্মানের আব্দুস সালাম (১৯৭৯ সাল)।
প্রশ্নঃ প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী কে?
উত্তর:মিশরের ‘আহমেদ এইচ. জেবাইল’ (১৯৯৯ সাল)।
প্রশ্নঃ নোবেল বিজয়ী প্রথম নারী কে?   
উত্তর:ফ্রান্সের ‘মাদাম কুরী’ (১৯০৩ সাল)।
 
 
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!