পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
327

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- ব্যক্তিগত কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ- ১৩ই সেপ্টেম্বর ২০১৯

১.সুলতানার স্বপ্ন লিখেছেন-

উত্তরঃ- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

২. মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত?

উত্তরঃ- প্রাচীন পুরাকীর্তি

৩. চাঁদের সমার্থক শব্দ-

উত্তরঃ- রজনীকান্ত

৪. খয়ের খাঁ বাগধারা অর্থ কি?

উত্তরঃ- তোষামোদকারী

৫. Fill in the blank: No sooner had I seen the bird—— it flew away.

উত্তরঃ- than

৬. আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- নেদারল্যান্ডসের হেগ শহরে

৭. শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ- মুমূর্ষু

৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ

উত্তরঃ- ব্যথার দান

৯. সোলায়মান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?

উত্তরঃ- ৮.৫%।

১০. রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?–

উত্তরঃ- ৮৫০০ টাকা

১১. “Apple of discord” means

উত্তরঃ- Object of dispute

১২. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি

উত্তরঃ- আলাওল

১৩. Which one of the following is correct?

উত্তরঃ- His conduct admits of no excuse.

১৪. পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ- অন্নদাশঙ্কর রায়।

১৫. কোনটি স্থানীয় সরকার?-

উত্তরঃ- উপজেলা পরিষদ

১৬. Choose the correct sentence.

উত্তরঃ- He refrained from taking any drastic action

১৭. ছায়াহরিণ কাব্যগ্রন্থটি কার লেখা?

উত্তরঃ- আহসান হাবীব

১৮. x-11<4x+1 হলে নিচের কোনটি সঠিক?

উত্তরঃ- x< -4

১৯. ফেসবুকের জনক কে?

মা উত্তরঃ- র্ক জুকারবার্গ

২০. অমর একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে?

উত্তরঃ- হাসান হাফিজুর রহমান।

২১. স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?

উত্তরঃ- ৭ জন

২২. সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে?

উত্তরঃ- ২য় ভাগে

২৩. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?

উত্তরঃ- বাগেরহাট

২৪. x2-3x+2=0 সমীকরণের মূল দুটি হবে?

উত্তরঃ- বাস্তব ও অসমান

২৫. o/o= কত?

উত্তরঃ- অনির্ণেয়

২৬. Choose the passive structure “his comment surprised me”=

উত্তরঃ- I was surprised at his comment.

২৭. কোন দেশটি এশিয়া মহাদেশের নয়?

উত্তরঃ- মিশর ( মিশর আফ্রিকার দেশ)

২৮. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ- প্রমথ চৌধুরী

২৯. বাংলা সাহিত্যের আদি নিদর্শন-

উত্তরঃ- চর্যাপদ

৩০. x2 -x -2 এর একটি উৎপাদক?

উত্তরঃ- x +1

৩১. 3x+4=3.9x হলে x= কত?

উত্তরঃ- 3

৩২. Choose the correct plural form=

উত্তরঃ-  memoranda

৩৩. চৈতন্য ভাগবত রচনা করেন কে?

উত্তরঃ- বৃন্দাবন দাস।

৩৪. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?

উত্তরঃ- বীরঙ্গনা

৩৫. মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা

৩৬. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি?

উত্তরঃ- ২০

৩৭. ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কিলোমিটার .ঢাকা থেকে ট্রেন সকাল ৬ টায় ছেড়ে ২ টায় সিলেটে পৌঁছে. ট্রেনের গতিবেগ কত?

উত্তরঃ- ৩৭.৫ কিমি/ঘণ্টা |

৩৮. পদ্মাবতী কাব্যের রচয়িতা?

উত্তরঃ- আলাওল

৩৯. মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন?

উত্তরঃ- মেজর খালেদ মোশাররফ

৪০. Which one is an example of a positive degree?

উত্তরঃ- much

৪১. একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭. অন্তরফল ৩ হলে ভগ্নাংশটি হবে-

উত্তরঃ- ৫/২

৪২. কোনটি ‘রামসার সাইট’?

উত্তরঃ- টাঙ্গুয়ার হাওর

৪৩. Log2^1/4=কত?

উত্তরঃ- 2

৪৪. What is the compound form of the sentence: She kept her promise’?

উত্তরঃ- She not only made a promise but also she kept it’

৪৫. নিচের কোনটি দেশি শব্দ নয়?

উত্তরঃ- চাবি ( চাবি পর্তুগিজ ভাষার শব্দ)

৪৬. আমার যত কথা গ্রন্থের লেখক এর নাম-

উত্তরঃ- গোলাম সারওয়ার।

৪৭. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন?

উত্তরঃ- সৈয়দ নজরুল ইসলাম

8৮. Fill in the gap with appropriate preposition : He unfortunately died— overtaking.

উত্তরঃ- from

৪৯. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোটগল্প

৫০. www এর পূর্ণরূপ=

উত্তরঃ- World wide web

৫১. বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটির রচয়িতা-

উত্তরঃ- শামসুর রহমান

৫২. Who is called an optimist in the victorian age=

উত্তরঃ- Robert Browning

৫৩. কারাগারের রোজনামচা-

উত্তরঃ- দিনলিপি

৫8. The phrase “”salt of the earth” means=

উত্তরঃ- Worthy persons

৫৫. mn√xm/xn nl√xn/xl lm√xl/xm = কত?

উত্তরঃ-  1

৫৬. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ- ইয়াংসিকিয়াং

৫৭. 3 * square root(125*9)= কত?

উত্তরঃ- 15

৫৮. নিচের কোনটি y অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে?

উত্তরঃ- x=4

৫৯. The verb form of the word “” beauty” is beautify

৬০. She told that she (visit) London next month. Here the right form of verb will be?

উত্তরঃ- would visit

৬১. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ- বন্দী শিবির থেকে

৬২. f(x) = x+3/x-1 এর Domain কত?

উত্তরঃ- { xER: x #1}

৬৩. The child shows the man as morning shows the day”—- here the sentence contains—- উত্তরঃ- Simile

৬৪. পথের দাবী উপন্যাসের লেখক-

উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬৫. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬ ডিগ্রি. ওই ত্রিভুজের অপর কোনটি কত?

উত্তরঃ- ৪২ ডিগ্রি

৬৬. Choose the correct spelling=

উত্তরঃ- Acknowledgement

৬৭. Which one is the synonyms of “” tranquil”””=

উত্তরঃ- calm

৬৮. What is the antonym of “”Shabby””=

উত্তরঃ- New

৬৯. যদি Q={x; x.9 এর গুণনীয়ক সমূহ} হলে নিচের কোনটি সঠিক?

উত্তরঃ- Q= {1.3.9}

৭০. The most famous satirist in English Literature is-

উত্তরঃ- Jonathon Swift

৭১. NATO এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- বেলজিয়ামের ব্রাসেলসে

৭২. নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন?

উত্তরঃ- জেলা ম্যাজিস্ট্রেট

৭৩. The Teacher said. “” Thank you my boys “ The indirect narration of the sentence is=

উত্তরঃ- The teacher thanked the boys.

৭৪. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে. 2. 3. 5. 6 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে।

উত্তরঃ- ৩১

৭৫. যুদ্ধ সন্ধিক্ষণের কবি?

উত্তরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৭৬. হালদা নদী কিসের জন্য বিখ্যাত?

উত্তরঃ- মাতৃ মৎস্য ভাণ্ডার

৭৭. The science of teaching is called?

উত্তরঃ- Pedagogy

৭৮. The word ” humiliation” means?

উত্তরঃ- disgrace

৭৯. x2-2x-1=0 হলে x+1/x= কত?

উত্তরঃ- খ (202)

৮০. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

উত্তরঃ- ভুটান (ভারতের ২ ঘণ্টা আগে ভুটান দিয়েছিল)।

৮১. ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? উত্তরঃ- 45 ডিগ্রি।

৮২. Which of the following is an example of an indefinite pronoun?

উত্তরঃ- any

৮৩. কোন দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?

উত্তরঃ- জাপান

৮৪. ২টি ভগ্নাংশের গুণফল ৩৮/ ৭৫ . এদের একটি ১৯/২৫ অপরটি কত হবে?

উত্তরঃ- ২/৩

৮৫. ভেনুজুয়েলা রাজধানীর নাম কি?

উত্তরঃ- কারাকাস

৮৬.নিচের কোনটি দ্বীপ দেশ?

উত্তরঃ- শ্রীলঙ্কা

৮৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে?

উত্তরঃ- 1ob + a

৮৮. Complete the sentence —– went to Dhaka.

উত্তরঃ- Not only I but also my brother

৮৯. নেপোলিয়ান বোনাপার্ট কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তরঃ- ফ্রান্স

৯০. The soldiers were rewarded for their bravery. Which class noun “bravery” belongs to?

উত্তরঃ- Abstract

৯১.3×2-16x-12 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?

উত্তরঃ- (3x +2) (x-6)

৯২. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান-

উত্তরঃ- ১৯১৩ সালে

৯৩. সুয়েজ খাল কোন দেশে?

উত্তরঃ- মিসরে

৯৪. দুই মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুটিতে H আসার সম্ভাবনা কত?

উত্তরঃ- D 1/4

৯৫.Fill the gap with suitable adverb’ He works—quickly.

উত্তরঃ- very

৯৬.বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত?

উত্তরঃ- ৪.১৫৬ কিমি

৯৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ=

উত্তরঃ- একমাত্র বংশধর

৯৮. a+b=3. ab =1 হলে a2-ab+b2 = কত?

উত্তরঃ-  6

৯৯. Cosec (90- X) = 2/ V3 হলে tanX= কত?

উত্তরঃ- Ans: 1/3

১০০. অধ্যাদেশ কে জারি করেন?

উত্তরঃ- মহামান্য রাষ্ট্রপতি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।