সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০

0
361

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০

পদের নামঃ- উপসহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখঃ- ৩১-১২-২০১০

 

বাংলা প্রশ্ন সমাধান

১. সত্য বই মিথ্যে বলবো না । এখানে ‘বই’

ক) বিশেষ্য

খ) উপসর্গ

গ) অনুসর্গ✔

ঘ) প্রত্যয়

২. ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে —

ক) তৎসম শব্দ

খ) বিদেশী শব্দ

গ) অর্ধতৎসম শব্দ

ঘ) মিশ্র শব্দ✔

৩. ‘ইনকিলাব’ শব্দের অর্থ —

ক) আন্দোলন

খ) সন্ত্রাস

গ) বিপ্লব✔

ঘ) চিরন্তন

৪. ‘না’ কোন জাতীয় শব্দ ?

ক) সর্বনাম

খ) অব্যয়✔

গ) ত্রিয়া

ঘ) বিশেষণ

৫. ‘মরুত’ শব্দের অর্থ কী ?

ক) বায়ু✔

খ) মরুময় স্থান

গ) মরুভূমি

ঘ) মরীচিকা

৬. ‘সাহিত্য বিশারদ’ হলেন–

ক) আবদুল হাকিম

খ) আবদুল করিম✔

গ) আবুল ফজল

ঘ) আবুল বাশার

৭. ‘কালকূট’ শব্দের অর্থ —

ক) ইন্ধনদাতা

খ) সংবাদদাতা

গ) তীব্রবিষ✔

ঘ) তীব্রশীত

৮. ‘অনল প্রবাহ’ গ্রস্থের রচয়িতা —

ক) কায়কোবাদ

খ) বন্দে আলী মিয়া

গ) ফররুখ আহমদ

ঘ) ইসমাইল হোসেন সিরাজী✔

৯. ‘শেষের কবিতা’ কে লিখেছে ?

ক) কাজী নজরুল ইসলাম

খ) সেলিনা হোসেন

গ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

ঘ) চন্দ্রবতী

১০. ‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ–

ক) স্ম+বিধান

খ) সং+অবিধান

গ) সম +বিধান✔

ঘ) সং + বিধান

১১. ‘কল্লোল’ পত্রিকার প্রকাশকাল —

ক) ১৯২৩✔

খ) ১৯২৮

গ) ১৯২৯

ঘ) ১৯৩৫

১২. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ?

ক) সবিতা✔

খ) অবনী

গ) কল্যানিধি

ঘ) সুধাকর

১৩. ‘চত্রবাক’ গ্রস্থটির রচয়িতা —

ক) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

খ) সুকুমার সেন

গ) কাজী নজরুল ইসলাম✔

ঘ) আবু ইসহাক

১৪. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেছেন —

ক) সুকুমার সেন

খ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

গ) মুহম্মদ শহীদুল্লাহ✔

ঘ) দানীউল

১৫. ‘কপিলা’ কোন উপন্যাসের চরিত্র ?

ক) তিতাস একটি নদীর নাম

খ) কাঁদো নদী কাঁদো

গ) পদ্মাননীর মাঝি✔

ঘ) কপালকুগুলা

১৬. কোনটি মুনীর চৌধুরী রচিত নাটক ?

ক) কবর✔

খ) রক্তকরবী

গ) নীলদর্পণ

ঘ) জমিদার দর্পণ

১৭. মরমী কবি কে ?

ক) আবদুল হাকিম

খ) সৈয়দ সুলতান

গ) আলাওল

ঘ) হাসন রাজা✔

১৮. ‘সিজাগ’ শব্দের ‘স’ উপসর্গ কোণ ভাষার ?

ক) ফারসি

খ) হিন্দি

গ) বাংলা✔

ঘ) আরবি

১৯. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন–

ক) হেমচন্দ্র

খ) নবীনচন্দ্র

গ) মাইকেল মধুসূদন দত্ত✔

ঘ) কায়কোবাদ

২০. ‘চতুরঙ্গ’ গ্রস্থটি একটি —

ক) মহাকাব্য

খ) নাট্যকাব্য

গ) ছোটগল্প

ঘ) উপন্যাস✔

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. সঠিক বানান কোনটি ?

ক) Environment✔

খ) Enviournment

গ) Envirment

ঘ) Enviroment

  1. Who calls uponthe Assembly of National parliament of Bangladesh ?

ক) Speaker

খ) Chief Whip

গ) Prime Minister

ঘ) President✔

  1. this is the fashion of the day .here fashion is a—

ক) noun✔

খ) pronoun

গ) verb

ঘ) adverb

  1. SIM–এর পূর্নরুপ কী

ক) Subscriver Identification Method

খ) Subscriver Identification Mode

গ) Subscriver Identification Module✔

ঘ) Subscriver Identification Module

  1. which one is noun?

ক) Cute                                    খ) Acute

গ) Flute✔

ঘ) Mute

  1. ‘Virtual’ means–

ক) vertical

খ) verily

গ) being in fact✔

ঘ) virtuous

  1. Fill in the gap — “Frustration results– violence”

ক) with

খ) of

গ) in✔

ঘ) at

  1. Which of the following four alternatives is not a tree ?

ক) Pagoda✔

খ) Cedar

গ) Banyan

ঘ) Birch

  1. Fill in the gap choosing appropriate prepositions out of four alternatives .”I am inclined –stick — it.

ক) to/to✔

খ) to/for

গ) for/against

ঘ) at/to

  1. What is the plural of ‘spectrum’?

ক) Spectrum’s

খ) Spectra✔

গ) Species

ঘ) Image

  1. ‘By fits and starts’ means—

ক) irregularly✔

খ) carefully

গ) regularly

ঘ) attentively

  1. ‘Penultimate’ means —

ক) final

খ) ultimate

গ) last but one✔

ঘ) penalty

  1. What is this masculine gender of ‘Mare’?

ক) Mermaid

খ) Stallion✔

গ) Dog

ঘ) Boar

  1. The word ‘Lunar’ is related to–

ক) sun

খ) light

গ) moon✔

ঘ) earth

  1. The meaning of the word ‘comprehension’s is —

ক) application

খ) apprehenion

গ) compounding

ঘ) understanding✔

  1. Which one is a reptile ?

ক) Colt

খ) Anaconda✔

গ) Vixen

ঘ) Boar

  1. Antonym of the word ‘meticulous’ is —

ক) careless✔

খ) meritorious

গ) ordinary

ঘ) careful

  1. The word ‘contemporary’ means —

ক) temporary

খ) belonging to the same time✔

গ) last

ঘ) future

  1. ‘Heptagon’ means —

ক) five sides

খ) triangle

গ) seven sides✔

ঘ) straight

  1. Which one gives the meaning of ‘out break’?

ক) break out✔

খ) break into

গ) break up

ঘ) break down

  1. Which one is not a flower ?

ক) Magnolia

খ) Cosmos

গ) Cosmic✔

ঘ) Lily

  1. Which one does not mean a ‘road’?

ক) Boulevard

খ) Track

গ) Lagoon✔

ঘ) Alley

  1. B.C stands for —

ক) Before Catastrophe

খ) Before Christ✔

গ) British Church

ঘ) Before Coronation

  1. ‘Notation’ has relevance to —

ক) legal affairs

খ) music✔

গ) sporls

ঘ) insurance

গণিত প্রশ্ন সমাধান

১. তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে ,সংখ্যা তিনটি কত?

ক) ৭, ১৩, ১১✔

খ) ৭, ১১, ১৩

গ) ১১, ৭, ১৩

ঘ) ১১, ১৩, ৭

২. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?

ক) ৯

খ) ১০

গ) ১✔

ঘ) ৫

৩. দুইটি সংখ্যার গ, সা, গু ১৫ ও ল, সা, গু ১৯২ ।একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত ?

ক) ৬০✔

খ) ৬২

গ) ৬৪

ঘ) ৬৮

৪. ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিয়ে দলকে বর্গাকারে সাজানো যাবে ?

ক) ১২৪

খ) ২২৪✔

গ) ৪২৪

ঘ) ৫০৪

৫. কোনো সম্পত্তির ৭৮৭৮ অংশের ৯২১২ টাকা ।সম্পত্তির ৩৪৩৪ অংশের মূল্য কত ?

ক) ৭৮০৬ টাকা

খ) ৭৮৯৬ টাকা✔

গ) ৭৯১৬ টাকা

ঘ) ৭৭৯৬ তাক

৬. কোণ সংখ্যার ৭৫% সমান ৯০ ?

ক) ১০০

খ) ১১০

গ) ১১৫

ঘ) ১২০✔

৭. সুদের হার ৭% থকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায় , তার মূলধন কত টাকা ?

ক) ৬০০ টাকা

খ) ৮০০ টাকা

গ) ৭০০ টাকা✔

ঘ) ১,০০০ টাকা

৮. ক ও খ -এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যেন খ, ক -এর টাকার দ্বিগুণ বেশি পায় । ক-কত টাকা পাবে ?

ক) ৪৫ টাকা

খ) ৯০ টাকা

গ) ৬০ টাকা✔

ঘ) ৮০ টাকা

৯. ১, ৯, ২৫, ৪৯, ৮১ … ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ?

ক) ১০০

খ) ১২১✔

গ) ১৪৪

ঘ) ১৪৫

১০. ࢞ABC࢞ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB=AC এবং ∠A=50°∠A=50° হলে, ∠B∠B কত হবে ?

ক) ৪৫°

খ) ৯০°

গ) ৭৫°

ঘ) ৫৬°✔

১১. একটি বৃত্তের ক্ষেত্রেফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত ?

ক) ২ মিটার✔

খ) ৩ মিটার

গ) ৪ মিটার

ঘ) ২১২ মিটার

১২. একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে, তাকে কি ত্রিভুজ বলে ?

ক) সমকোণী ত্রিভুজ

খ) বিষমবাহু ত্রিভুজ

গ) সমবাহু ত্রিভুজ✔

ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ

১৩. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে , ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?

ক) ৩৬ বর্গমিঃ

খ) ৪২ বর্গমিঃ

গ) ৪৮ বর্গমিঃ✔

ঘ) ৫০ বর্গমিঃ

১৪. ১ কোটিতে কত মিলিয়ন ?

ক) ২০ মিলিয়ন

খ) ১০ মিলিয়ন✔

গ) ১০০ মিলিয়ন

ঘ) ১০০০ মিলিয়ন

১৫. এমন একটি ধনাত্মক সংখ্যা – নির্ণয় করুন যা তার বর্গের চেয়ে ৭২ কম ?

ক) 3

খ) 6

গ) 9✔

ঘ) 12

তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান

১. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশত্তিকে কি বলে ?

ক) অপারেটিং সিস্টেম

খ) RAM

গ) হার্ডওয়্যার

ঘ) ROM✔

২. কম্পিউটার ভাইরাস কি ?

ক) কম্পিউটারের বিশেষ সমস্যা

খ) কম্পিউটারের যান্ত্রিক ক্রটি

গ) এক ধরনের বিশেষ প্রোগ্রাম✔

ঘ) কোনোটিই নয়

৩. হোম পেজ কি ?

ক) বিশেষ তথ্য

খ) এক ধরনের ব্যত্তিগত বিজ্ঞাপন

গ) ওয়েভ সার্ভার

ঘ) তথ্য পরিবেশনা✔

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয় ?

ক) ১৭ এপ্রিল ১৯৭১

খ) ১৪ এপ্রিল ১৯৭১

গ) ১০ এপ্রিল ১৯৭১✔

ঘ) ৭ এপ্রিল ১৯৭১

২. ঐতিহাসিক ছয় -দফা কোথায় ঘোষণা করা হয় ?

ক) ঢাকার পল্টন ময়দান

খ) চট্টগ্রামের লালদীঘি মাঠে

গ) লাহোরে✔

ঘ) ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে

৩. গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ কবে জারিকরা হয় ?

ক) ৯ আগস্ট ২০০৮

খ) ১৯ আগস্ট ২০০৮✔

গ) ১৯ জুন ২০০৮

ঘ) ২৯ জুন ২০০৮

৪. বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে ?

ক) ২৫ বছর

খ) ২৮ বছর

গ) ৩০ বছর

ঘ) ৩০ বছর✔

৫. তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি রাঙামাটি ,ও বান্দরবান) জেলা ও লায়রা জজ আদালত চালু হয় কবে ?

ক) ১ জানুয়ারি ২০০৮

খ) ১ জুলাই ২০০৮✔

গ) ১ জানুয়ারি ২০০৯

ঘ) ১ জুলাই

৬. দেশের সাফারি পার্ক কোথায় অবস্থিত ?

ক) চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে

খ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে

গ) কক্সবাজার জেলার ডুলাহাজরায়✔

ঘ) রাঙামাটি জেলার বেতবুনিরায়

৭. ঢাকা বিস্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৯৯৩ সালে

খ) ১৯১১ সালে

গ) ১৯২১ সালে✔

ঘ) ১৯৪২ সালে

৮. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় ?

ক) ২ জন✔

খ) ৫ জন

গ) ৬ জন

ঘ) ৭ জন

৯. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

ক) ১৯০৭

খ) ১৯১১✔

গ) ১৯১৮

ঘ) ১৯২২

১০. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

ক) ঢাকা

খ) কলম্বো

গ) নয়াদিল্লী

ঘ) কাঠমান্ড✔

১১. গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?

ক) বৃষ্টিপাত কমে যেতে পারে

খ) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

গ) উত্তাপ বৃদ্ধি পাবে

ঘ) নিম্নভূমি নিমজ্জিত হবে✔

১২. সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে ?

ক) ইসলামাবাদে

খ) ঢাকা

গ) কাঠমান্ড

ঘ) নয়াদিল্লি✔

১৩. বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংত্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি ?

ক) প্রধানমন্ত্রীর কার্যালয়

খ) অর্থ ও পরিকল্পনা

গ) পরিকল্পনা কমিশন

ঘ) জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি✔

১৪. অর্থনৈতিক বাজার বলতে কি বোঝায় ?

ক) জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান

খ) দ্রব্য বিক্রয়ের কোনো এলাকা

গ) দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে দর কষাকষির স্থান

ঘ) একটি দ্রব্য , তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য✔

১৫. জাতিসংঘের সদর দপ্ত্র কোথায় অবস্থিত ?

ক) ওয়াশিংটন ডিসি

খ) হেগ

গ) নিউইয়র্ক✔

ঘ) লন্ডন

১৬. নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী সদস্য দেশ কোণ কোণ দেশ ?

ক) জাপান ও চীন

খ) চীন ও ব্রাজিল

গ) জাপান ও ভারত

ঘ) চীন ও যুত্তরাষ্ট্র✔

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ?

ক) কেপলার

খ) জেমস ওয়াট✔

গ) নিউটন

ঘ) হাইগেন

২. সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে – এ কথা প্রথম কে বলেন ?

ক) প্লেটো

খ) গ্যালিলিও

গ) কোপার্নিকাস✔

ঘ) এরিস্টটল

৩. বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ?

ক) পড়ন্ত বস্তুর সূত্র প্রতিষ্ঠার জন্য

খ) গতির সূত্রাবলী আবিস্কারের জন্য

গ) প্লবতা সূত্র আবিস্কারের জন্য✔

ঘ) ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠার জন্য

৪. বলের একক কোনটি ?

ক) জুল

খ) ওয়াট

গ) নিউটন✔

ঘ) ওহম

৫. এক মাইল কত কিলোমিটারের সমান ?

ক) ১.৬১ কিলোমিটার✔

খ) ০.৬৫ কিলোমিটার

গ) ১.৬০ কিলোমিটার

ঘ) ১.৬৫ কিলোমিটার

৬. তেলাপোকার রক্তের রং কি ?

ক) লাল

খ) সাদা

গ) সবুজ

ঘ) বর্ণহীন✔

৭. ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি ?

ক) সাইট্রিক এসিড

খ) ফরমিক এসিড

গ) নাইট্রিক এসিড

ঘ) আসকরবিক এসিড✔

৮. রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি ?

ক) গামা রশ্মি

খ) অবলোহিত বিকিরণ

গ) মাইক্রোওয়েভ✔

ঘ) আলোক তরঙ্গ

৯. অপটিক্যাল ফাইবার কি ?

ক) খুব সরু নমনীয় কাঁচ তন্তু✔

খ) খুব সরু ও অনমনীয় আলোক তন্তু

গ) খুব মোটা ও অনমনীয় কাঁচ তন্তু

ঘ) খুব সরু ও নমনীয় প্লাস্টিক তন্তু

১০. পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ?

ক) ১০০ সিসি

খ) ২৭৩ সিসি

গ) অসীম

ঘ) শূন্য✔

১১. মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিস্কার করেন ?

ক) ১৮৭৪ সালে

খ) ১৮৮২ সালে

গ) ১৮৯০ সালে

ঘ) ১৮৯৬ সালে✔

১২. চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে ?

ক) স্থিতি জড়তা

খ) গতি জড়তা✔

গ) যাত্রীর ভারসাম্যহীনতা

ঘ) প্রতিত্রিয়া বোল

১৩. অভিকর্যজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি ?

ক) ভূ-কেন্দ্রে

খ) ভূ-পৃষ্ঠের উপরে

গ) ভূ -পৃষ্ঠে✔

ঘ) মাটির নিচে

১৪. জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরানোর জন্য কি করা হয় ?

ক) জেনারেটর ব্যবহার করা হয়

খ) পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়

গ) মোট ব্যবহার করা হয়

ঘ) পানির গতিশক্তিকে কাজে লাগানো হয়✔

১৫. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন ?

ক) মাটির পাত্রে পানি হতে তাপ শোষণ করে

খ) মাটির পাত্রে পানি বাষ্পায়নে সাহায্য করে✔

গ) মাটির পাত্র তাপ সুপরিবাহী

ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী

১৬. সেলসিয়াস স্কেলে বরফের গলনাস্ক কত ?

ক) o°C✔

খ) ১০০°C

গ) ৩২° C

ঘ) ২৭৩°C

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download