১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন
পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৪
10th NTRCA College Lecturer Exam Question and Solution 2014
পরীক্ষার তারিখঃ ৩১.০৫.২০১৪
বাংলা অংশ
১. শুদ্ধ বানান কোনটি?
অপরাহ্ন
অপরাহ্ণ✔️
অপরাণ্য
অপরান্য
২. ‘উগ্র’ এর বিপরীত শব্দ—-
অনুগ্র
সৌম্য✔️
ধীর
স্থির
৩. বাংলা উপসর্গ সংখ্যা কত?
বিশটি
একুশটি✔️
বাইশটি
তেইশটি
৪. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
ঢাকা + ই
মিশ্ + উক✔️
চোর + আ
সোনা + আলি
৫. ‘ঋজু’ শব্দের বিপরীত —
সোজা
বাঁকা✔️
কঠিন
তরল
৬. ‘দ্যুলোক’ শব্দের অর্থ —
আকাশ✔️
বাতাস
পৃথিবী
পাতাল
৭. কারক নির্ণয় করুন –‘লোভে’ পাপ ‘পাপে’ মৃত্যু।
কর্মকারক
সম্প্রদান কারক
অপাদান কারক✔️
অধিকরণ কারক
৮. সমাস নির্ণয় করুন — বেআইনি
অব্যয়ীভাব
নঞ তৎপুরুষ✔️
উপপদ তৎপুরুষ
নিত্য সমাস
৯. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
দাঁড়ি✔️
কমা
কোলন
ড্যাস
১০. ‘গাড়ি স্টেশন ছাড়লো’ –কোন কারক?
অধিকরণ কারক
করণ কারক
অপাদান কারক✔️
কর্মকারক
১১. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ —-
সুসময়✔️
দুঃসময়
অলীক বস্তু
শেষ রক্ষা
১২. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
চার
পাঁচ✔️
ছয়
সাত
১৩. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ধূমকেতু✔️
সবুজপত্র
ভারতী
সওগাত
১৪. বাংলা গদ্যের জনক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔️
বিহারীলাল চক্রবর্তী
১৫. ‘ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ —
বদ্ধুভাবাপন্ন
শত্রু
রাবণের ভাই
যে গৃহ বিবাদ করে✔️
১৬. ‘টীকা ভাষ্য’ অর্থ —
ব্যাখ্যা বিশ্লেষণ✔️
সারকথা
উৎস খোঁজা
নির্ঘণ্ট
১৭. কণ্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি —-
ক
ঙ✔️
হ
ঝ
১৮. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল —
বাংলা
সংস্কৃত
আরবি
ফারসি✔️
৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০
১৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব —
সংস্কৃত থেকে
গৌড়ীয় প্রাকৃত থেকে✔️
মাগধী প্রাকৃত থেকে
মৈথিলী থেকে
২০. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
গাম্ভীর্য
প্রমিত উচ্চারণ✔️
তৎসম শব্দের বহুল ব্যবহার
ব্যাকরণ অনুসরণ করে চলে
২১. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
কুরঙ্গ
ভুজঙ্গ
করী✔️
কেশরী
২২. কোন শব্দযুগল সমার্থক নয়?
অটবি, বিটপী✔️
হেম, সুবর্ণ
তটিনী, ঝর্ণা
ধরা, মেদিনী
২৩. শুদ্ধ বানান কোনটি?
ব্যাকরণবিদ
বৈয়াকরণ✔️
ব্যাকরণিক
বৈয়াকরণিক
২৪. ‘ইউনেস্কো’ কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ?
১৯৯৮
১৯৯৯✔️
২০০০
২০০৫
২৫. কোনটি ‘ সুর্য’ এর সমার্থক শব্দ নয়?
তপন
প্রভাকর
অর্ক
অর্ণব✔️
ইংরেজী অংশ
- Complete the sentence : When my friend arrived I was about to —-
be leaving
leave✔️
left
go
- Choose the correct sentence :
One of the most beautiful girls has come✔️
One of the most beautiful girl has come
One of the most beautiful girls have come
One of the beautiful girl are come
- Find out correct synonym of ‘hazard’.
Impartial
Static
Immobile
Danger✔️
- Choose the correct sentence :
I have been lived here since five years
I am living here for five years
I have been living here for five years✔️
I live here for five years
- Everyday —-begins at 9 O’clock and ends at 3 O’clock .
college
a college
the college✔️
colleges
- Which one is the correct passive form of the sentence, “Panic seized me”.
I was seized by panic
I was seized for panic
I was seized from panic
I was seized with panic✔️
- I don’t hanker—wealth.
for
on
over
after✔️
- Select the correct Bangla translation of : ‘It is a long story’.
সে অনেক দিনের কথা
সে অনেক কথা✔️
সে লম্বা গল্প করেছিল
সে অনেক বড় কথা বলেছিল
- She could not but—-there.
help going
goes
has gone
go✔️
- Noun of the word ‘free’ is—-
freeness
freely
freedom✔️
freedomness
- ‘Take one to tasks’ means—-
imitate
rebuke✔️
resume
restain
- The dog was—in front of the door.
lain
lying✔️
lied
laid
- Which one is the correct English translation of ‘এখন আমার হাত খালি’?
I am empty hand now✔️
I am empty pocket
I am hand up now
I am without money now
- The verb of ‘sure’ is—–
surely
surety
ensure✔️
none of these
- Rahim went—-hospital as patient.
the
a
an
no article✔️
- ‘Writing is better than reading’–Negative form of this sentence is —–
Writing is not as good as reading
Reading is not as good as writing✔️
Nothing is as good as writing
No other thing is as good as reading
- Which one is a compound noun?
Comprehension
Holiday
Entertainment
Hair-brush✔️
- We eat—–we may live.
for
because
so that✔️
lest
৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন সমাধান
- Which one is the correct passive form of the sentence ‘I know you’?
You are known by me
You are known to me✔️
You are unknown by me
You are known with me
- What is the adjective of ‘purify’?
Purity
Pureful
Pure✔️
Purifying
- ‘শব্দটি কেটে দাও’–এর শুদ্ধ ইংরেজি–
Pen through the word✔️
Cut the word
Cut through the word
Cut out the word
- Select the correct Bangla translation of : “There is no room in the bench”.
এ রুমে কোনো বেঞ্চ নেই
এ বেঞ্চে কোনো কক্ষ নেই
এ বেঞ্চে কোনো জায়গা নেই✔️
কোথাও কোনো বেঞ্চনেই
- It is high time we—our eating habits.
changed✔️
should change
have changing
change
- Syntax is concerned with—-
word
letter
passage
sentence✔️
- Rana’s father wants him to be an engineer—a doctor.
instead
instead of
expecting
expect to
গণিত অংশ
১. একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
১২ বর্গ সে.মি. ✔️
৬ বর্গ সে.মি.
২৮ বর্গ সে.মি.
২৪ বর্গ সে.মি.
২. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন হবে?
৬ঃ৫ঃ৪
৩ঃ৪ঃ৫
১২ঃ৮ঃ৪✔️
৬ঃ৪ঃ৩
৩. একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রী হলে, গাছটির উচ্চতা কত?
১৭.৩২ মি. ✔️
১৭.৭২ মি.
১৬.৬৫ মি.
১৭.৭৫ মি.
৪. দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ ৬০ ডিগ্রী। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে?
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থূলকোণ✔️
প্রবৃদ্ধ কোণ
৫. x+y=7 এবং xy=10 হলে (x-y)2 এর মান কত?
৬
৩
৯✔️
১২
৬. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
২৩০০ টাকা
৩০০০ টাকা
৪৫০০ টাকা✔️
২০০০ টাকা
৭. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের ল. সা. গু ১২০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?
৪✔️
৫
৬
৮
৮. চিনির মূল্য ২০% কমে গেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
৫% কমলো
৫% বাড়লো
৪% কমলো✔️
৪% বাড়লো
৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১২ (কলেজ পর্যায়)
৯. ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
৪৫%✔️
৩০%
৫৫%
৪০%
১০. ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
২১৬ দিন✔️
৫৪ দিন
২৪ দিন
২৪৩ দিন
১১. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক ৩ হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?
৩৯
৯৩✔️
৩১
১৩
১২. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?
৪৩
৪৫
৪১
৪৭✔️
১৩. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত ?
৩০ বছর✔️
২৫ বছর
২৮ বছর
৩২ বছর
১৪. ধানে চাল ও তুষের অনুপাত ৭ : ৩ হলে এতে কি পরিমাণ চাল আছে?
৫০%
৬০%
৭০%✔️
৮০%
১৫. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
১২.৫০ টাকা
২৫ টাকা✔️
২০ টাকা
১৫ টাকা
১৬. সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
৭৫ ডিগ্রী
৬০ ডিগ্রী✔️
৯০ ডিগ্রী
১৮০ ডিগ্রী
১৭. 16-4×2 এবং 6×21+24x+24 এর গ.সা.গু কত?
(x+2)
x+4
(x+2)2
2(x+2)
১৮. xy=23 হলে 6x+y3x+2y = কত?
5
6
5/4✔️
3/4
১৯. a333 কত?
a
a13
1
a3
২০. 3.27x=9x+4 হলে x এর মান কত?
9
3
7✔️
1
২১. x2-y2+2y-1 এর একটি উৎপাদক-
x+y+1
x+y-1
x-y
x-y-1
২২. সমবাহু ত্রিবুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
32a2
34a2
34a
72a2
২৩. নিচের কোনটি উৃপবৃত্তের সমীকরণ?
x232+y242=1
x232+y232=1
y2=4ax
x2a2-y2b2=1
২৪. cosec (90°-θ)=2 হলে cosθ= কত?
2
32
12
12
২৫. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে?
৬: ৫: ৪
৩: ৪: ৫
১২: ৮: ৪✔️
৬: ৪: ৩
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে✔️
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
খুলনা বিশ্ববিদ্যালয়ে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
২. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
১৭ মার্চ✔️
২৭ মার্চ
১৭ অক্টোবর
২৭ অক্টোবর
৩. বাংলাদেশের প্রথম ‘সার্চ ইঞ্জিন’–
পিপীলিকা✔️
ফড়িং
মৌমাছি
দোয়েল
৪. কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
তিস্তা
করতোয়া
তিতাস
হালদা✔️
৫. ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
কুমিল্লা
বগুড়া
ময়মনসিংহ✔️
ফরিদপুর
৬. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে?
১০ এপ্রিল ১৯৭১✔️
১১ এপ্রিল ১৯৭১
১২ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
৭. ২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল?
২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন✔️
২ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন
২ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন
২ লক্ষ ৫৩ হাজার ৬৮০ জন
৮. ‘অরুণ আলো’ ও ‘রাঙা প্রভাত’ কী?
বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ✔️
নতুন দুটি পিকনিক স্পট
দুটি যাত্রীবাহী জাহাজ
৯. FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম✔️
প্যারিস
নিউইয়র্ক
১০. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি
বিশ্বস্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক রেডক্রস✔️
বিশ্ব খাদ্য সংস্থা
আন্তর্জাতিক আদালত
১১. আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ঢাকা✔️
বেইজিং
নিউইয়র্ক
প্যারিস
১২. বিশ্ব পানি দিবস—
২২ এপ্রিল
২১ মে
২২ জুন
২২ মার্চ✔️
১৩. ২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮তম দেশ হিসেবে ‘ইউরো’ মুদ্রা চালু করে?
গ্রীস
মাল্টা
লাটভিয়া✔️
রুমানিয়া
১৪. বিশ্বকাপ ফুটবল ২০১৪’র জন্য নির্মিত বলের নাম কি?
জাবুলানি
ব্রাজুকা✔️
ব্রাজিলা
ব্রাজিলিয়া
১৫. বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
দাইউ
ফিনিক্স
ফোর্ড
বোয়িং✔️
১৬. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর —
থায়ামিন
টায়ালিন
মেলানিন✔️
নিয়াসিন
১৭. নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
সিপিইউ
কী বোর্ড✔️
প্রিন্টার
মনিটর
১৮. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জিনগত নকশা’ উন্মোচন করেছেন?
গরু
ভেড়া
ছাগল
মহিষ✔️
১৯. পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
সমাক্ষ রেখা
নিরক্ষ রেখা✔️
মেরু রেখা
দ্রাঘিমা রেখা
২০. মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়?
সেরিকালচার
টিস্যুকালচার
এপিকালচার✔️
পিসিকালচার
২১. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
ভিটামিন ‘এ’
ভিটামিন ‘বি’
ভিটামন ‘সি’✔️
ভিটামিন ‘ডি’
২২. ডেঙ্গু জ্বরের বাহক —-
কিউলেক্স মশা
এনোফিলিস মশা
এডিস মশা✔️
পুরুষ মশা
২৩. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?
ইউনিসেফ
ইউএনডিপি
ইউনেস্কো✔️
আইএমএফ
২৪. ২০১৩ সালে UNESCO’র ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
মসলিন
জামদানি✔️
নকশীকাঁথা
রিক্স নকশা
৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৩ (কলেজ পর্যায়)
২৫. কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
আকবর
শাহজাহান
জাহাঙ্গীর
আওরঙ্গজেব✔️
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।