৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার
প্রশ্ন ও সমাধান ২০১২ (কলেজ পর্যায়)
8th NTRCA College Lecturer Registration Exam Question and Solution 2012
পরীক্ষার তারিখঃ ০১.০৯.২০১২
বাংলা অংশ
১. ‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক)কুটুম
খ)দীপ্তি*
গ)দৃষ্টি
ঘ)উজ্জ্বল
২. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের —
ক)অর্থ পরিবর্তিত হয়
খ)অর্থের অবনতি ঘটে
গ)সৌন্দর্য বৃদ্ধি পায়*
ঘ)সৌন্দর্য হ্রাস পায়
৩. ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
ক)পৃথ্বী
খ)মেদিনী
গ)প্রাণদ*
ঘ)ধরিত্রী
৪. বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের —
ক)আভিধানিক অর্থ প্রকাশ করে
খ)বিশেষ অর্থ প্রকাশ করে*
গ)আক্ষরিক অর্থ প্রকাশ করে
ঘ)অতিরিক্ত অর্থ প্রকাশ করে
৫. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক)পরপদ*
খ)পূর্বপদ
গ)উভয়পদ
ঘ)অন্যপদ
৬. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক)কমা
খ)ড্যাশ
গ)সেমিকোলন
ঘ)প্রশ্নচিহ্ন*
৭. ’সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
ক)রাজা মনি মোহন রায়
খ)রাজা রামমোহন রায়
গ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর*
ঘ)অক্ষয় কুমার দত্ত
৮. ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
ক)সুখের পায়রা
খ)খোদার খাসি*
গ)যক্ষের ধন
ঘ)বসন্তের কোকিল
৯. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই–
ক)গবেষণাপত্র
খ)প্রতিবেদন
গ)সার সংক্ষেপ
ঘ)ভাবসম্প্রসারণ*
১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক)সূর্য উদয় হয়েছে?
খ)তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ)যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি*
ঘ)বিধি লঙ্গন হয়েছে
১১. ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
ক)লঙ্কা ও বাটা
খ)যা লঙ্কা তাই বাটা
গ)লঙ্কার বাটা
ঘ)বাটা যে লঙ্কা*
১২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
ক)মাগধী প্রাকৃত
খ)গৌড়ীয় প্রাকৃত*
গ)মহারাষ্ট্রী প্রাকৃত
ঘ)অর্ধ মাগধী প্রাকৃত
১৩. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
ক)গুরুদেব*
খ)মৌমাছি
গ)মহাজন
ঘ)কাঁচামিঠে
১৪. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
ক)অব্যয়ীভাব
খ)দ্বিগু*
গ)বহুব্রীহি
ঘ)কর্মধারয়
১৫. ‘উদ্ধত্য’ শব্দের বিপরীত শব্দ কী?
ক)সরল
খ)মহানুভব
গ)বিনয়*
ঘ)জ্ঞানী
১৬. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?
ক)বিশেষ্য
খ)সর্বনাম
গ)অব্যয়*
ঘ)ক্রিয়া
১৭. যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
ক)সমস্ত পদ
খ)সমস্যমান পদ*
গ)পূর্বপদ
ঘ)উভয়পদ
১৮. ‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে’—
ক)নির্দেশক বাক্য
খ)সরল বাক্য
গ)যৌগিক বাক্য
ঘ)জটিল বাক্য*
১৯. ‘হরতাল’ কী ধরনের শব্দ?
ক)তুর্কি
খ)চীনা
গ)পাঞ্জাবি
ঘ)গুজরাটি*
৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০
২০. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়–
ক)উপমান কর্মধারয়
খ)উপমিত কর্মধারয়*
গ)রুপক কর্মধারয়
ঘ)মধ্যপদলোপী কর্মধারয়
২১. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি — এক কথায় কী হবে?
ক)ঐতিহাসিক
খ)ইতহাসবিদ
গ)ইতিহাস রচয়িতা
ঘ)ইতিহাসবেত্তা*
২২. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
ক)আসত্তি
খ)আকাঙ্ক্ষা*
গ)যোগ্যতা
ঘ)আসক্তি
২৩. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়–
ক)পত্রগর্ভ
খ)শিরোনাম*
গ)সম্ভাষণ
ঘ)মূল বক্তক্য
২৪. ভাষার মূল উপকরণ কী?
ক)ধ্বনি
খ)বাক্য*
গ)শব্দ
ঘ)বর্ণ
২৫. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক)দুইটি
খ)তিনটি
গ)চারটি
ঘ)পাঁচটি*
ইংরেজী অংশ
- which one is the correct passive form of the sentence” Let Rahim tell the truth.”
ক)Let the truth be told by him
খ)Let the truth be told by Rahim*
গ)Let the truth is told by Rahim
ঘ)Let Rahim the truth be told
- Choose the right Bangla translation of ” It is now fifteen minutes past four.”
ক)এখন চারটা বেজে পনের মিনিট*
খ)এখন চারটা বাজতে পনের মিনিট
গ)এখন চারটা বেচে পাঁচ মিনিট
ঘ)এখন চারটা বাজতে পাঁচ মিনিট
- Your conduct admits —- no excuse.
ক)to
খ)for
গ)of*
ঘ)off
- Choose the correct English translation of ” ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই”।
ক)Pride goeth before fall.
খ)III got ill spent .
গ)Small boast, big roast.
ঘ)Big boast, small roast.*
- Mukta Knows — sing .
ক)well to
খ)to
গ)herself to
ঘ)how to*
- Synonym of ‘Candid’ is —
ক)devious
খ)artful
গ)frank*
ঘ)cordinl
- Th main idea of a paragraph lies in its—.
ক)first sentence
খ)topic sentence*
গ)body
ঘ)conclusion
- Hardly had he entered the room than electricity ——
ক)went off*
খ)went of
গ)went away
ঘ)went out
- A report is usually written in—-
ক)indirect speech
খ)direct speech
গ)short speech
ঘ)implicit language*
- What is the antonym of ‘Zeal’?
ক)Apathy*
খ)interest
গ)enthusiasm
ঘ)sympathy
- Linkers are used in —-
ক)Report
খ)Short story
গ)Essay
ঘ)Paragraph*
- which one is the correct sentence?
ক)I am more senior to Rahim.
খ)I am senior than Rahim.
গ)I am senior to Rahim*
ঘ)I am more senior than Rahim.
- Which one of the following options is neded to complete the sentence: ‘ I don’t mind —– a cup of tea’.
ক)to take
খ)took
গ)for taking
ঘ)taking*
- Choose the right form of verb in the bracket: If you wanted, I ( help) you.
ক)will help
খ)would help*
গ)would helped
ঘ)would have helped
- what is the noun form of the word ‘save’?
ক)savage
খ)secured
গ)safety*
ঘ)suggest
- select the correct preposition to complete the sentence: I went —– great sufferings.
ক)on
খ)for
গ)through*
ঘ)with
- choose the correct sentence:
ক)We should inform the police of the theft.*
খ)We must inform the theft of the police.
গ)We must inform the police for the theft.
ঘ)We should inform the police for the theft.
- which of the following is the correct indirect form of the given direct speech: How long will you carry me? He said to me.
ক)He asked me how long he will carry me.
খ)He asked me how long he would carry me.*
গ)He asked me how long would he carry me.
ঘ)He asked me how long he should carry me.
- choose the adjective of the word ‘Contribution’.
ক)Contributative
খ)Contributory
গ)Contributional*
ঘ)contribute
- choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes as ten past,—?
ক)doesn’t it
খ)shall we*
গ)will you
ঘ)don’t we
- He has come here with a view to (negotiate) with me.
ক)negotiate
খ)negotiates
গ)negotiated
ঘ)negotiating*
- choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer ——- you may wait for a better job.
ক)till
খ)until
গ)or*
ঘ)but
- The client lodged a complaint —– the cashier.
ক)Against*
খ)for
গ)with
ঘ)by
- Select the correct English translation of ” তিনি পদত্যাগ করেছেন।”
ক)He has resigned of his post.
খ)He has resigned his post.
গ)He has resigned his post.*
ঘ)He has been resigned his post
- How many parts are there in a paragraph?
ক)one
খ)two
গ)three*
ঘ)four
গনিত অংশ
১. শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
ক)১০%
খ)১২%
গ)১৫%
ঘ)২০%*
২. যদি A এবং B দুইটি সেট হয় তবে A n(A U B) = A u(AnB) = কত?
ক)A U B
খ)A
গ)∩B
ঘ)A*
B
৩. x+2y =4 এবং x/y=2 হলে, x এর মান কত?
ক)০
খ)12
গ)1
ঘ)2*
৪. ত্রিভুজ ABC-এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। <a=৬০ ডিগ্রী=”” ,=”” <b=”৯০ডিগ্রী” হলে=”” <acd=”?</a”></a=৬০>
ক)৯০ ডিগ্রী
খ)১২০ ডিগ্রী
গ)১৫০ ডিগ্রী*
ঘ)১৬০ ডিগ্রী
৫. ৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ. সা. গু কত?
ক)৬০
খ)৩০
গ)১/৩০
ঘ)১/৬০*
৬. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
ক)৪০
খ)৫০
গ)৬০*
ঘ)৭০
৭. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
ক)১৮২ বর্গমিটার
খ)১৮৬ বর্গমিটার
গ)১৯২ বর্গমিটার*
ঘ)১৯৬ বর্গমিটার
৮. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক)০.০০৯৯
খ)০.১০০*
গ)৯/১০০
ঘ)৯/১০০০
৯. ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে?
ক)৯টি
খ)৭টি
গ)৮টি*
ঘ)১০টি
১০. 3x-4y =10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত?
ক)(০,- ৫/২)
খ)(৩,০)
গ)(২, ১)
ঘ)কোনোটিই নয়*
১১. y=4ax সমীকরণ দ্বারা কি বুঝায়?
ক)পরাবৃত্ত
খ)অধিবৃত্ত
গ)মূল বিন্দুগামী সরলরেখা*
ঘ)কোনোটিই নয়
১২. x-y=1, xy=56 হলে x+y= কত?
ক)১৬
খ)১৫*
গ)২২৫
ঘ)২২১
১৩. p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?
ক)p+q+1
খ)p+q*
গ)কোনোটিই নয়
ঘ)p+q-1
১৪. ত্রিভুজ ABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়োনো হলো। ∠A=60°,∠B=90° হলে,∠ACD=?
ক)90°
খ)120°
গ)150°*
ঘ)160°
১৫. (3×5)4 এর মান কত?
ক)30
খ)60
গ)225*
ঘ)115
১৬. ত্রিভুজ ABC এর BC=CA=AB =5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক)2534
খ)2536
গ)2532
ঘ)2537
১৭. sin221°+sin269°= কত?
ক)-1
খ)1*
গ)1/2
ঘ)12
১৮. 3.2n-4.2n-2= কত?
ক)2n+1
খ)2n-1
গ)3
ঘ)2n
১৯. 4a2+9b2 রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
ক)6ab
খ)12ab*
গ)18ab
ঘ)24ab
২০. log162= কত?
ক)8*
খ)6
গ)9
ঘ)4
২১. x3-x-6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
ক)(x+2)(x2+2x+3)
খ)(x-2)(x2+2x+3)
গ)(x-2)(x2-2x+3)
ঘ)(x+2)(x2-2x+3)
২২. x=3+2 হলে, x2+1/x2 এর মান কত?
ক)9
খ)10*
গ)12
ঘ)কোনোটিই নয়
২৩. যদি 3x+2=81 হয় তবে 3x-2=কত?
ক)1*
খ)৩0
গ)4
ঘ)3
২৪. tanθ=34হলে, cosecθ এর মান কত?
ক)3/5
খ)5/3*
গ)4/3
ঘ)5/4
২৫. log25400=x হলে x এর মান কত?
ক)400
খ)10
গ)4*
ঘ)25
সাধারণ জ্ঞান অংশ
১. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘ শহীদ সাগর’ কোথায় অবস্থিত?
ক)বরগুনা
খ)নোয়াখালী
গ)খুলনা
ঘ)নাটোর*
২. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
ক)নিশাত মজুমদার*
খ)শিরিন সুলতানা
গ)তানজিনা নিশাত
ঘ)ওয়াফিয়া নাজরীন
৩. ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
ক)জহির রায়হান
খ)আলমগীর কবীর
গ)গীতা মেহতা
ঘ)তারেক মাসুদ*
৪. ২০১২ সালের জি-৮ শীর্য সম্মেলন কততম?
ক)৩৮ তম*
খ)৩৫ তম
গ)৩৯ তম
ঘ)৩১ তম
৫. কোন সালে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়?
ক)১৯৪৮ সালে
খ)১৯৫২ সালে
গ)১৯৫৫ সালে*
ঘ)১৯৬৯ সালে
৬. ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল?
ক)পাকিস্তান
খ)সিরিয়া
গ)মিসর*
ঘ)ভারত
৭. নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
ক)জর্ডান
খ)ভারত*
গ)ইরাক
ঘ)ইরান
৮. যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
ক)১৮৬২ সালে
খ)১৮৬৩ সালে*
গ)১৮৬৪ সালে
ঘ)১৮৬৫ সালে
৯. ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় —
ক)৫ জুন*
খ)৬ জুন
গ)৫ মে
ঘ)৬ মে
১০. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক)ঢাকা
খ)করাচী
গ)থিম্পু
ঘ)কাঠমন্ডু*
১১. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
ক)হেমন্ত সেন
খ)ধর্মপাল*
গ)গোপাল
ঘ)শশাংক
১২. কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ?
ক)ঢাকা*
খ)চট্রগ্রাম
গ)রাজশাহী
ঘ)খুলনা
১৩. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
ক)১১ তম
খ)১২ তম*
গ)১০ তম
ঘ)১৩ তম
১৪. নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই?
ক)লাওস
খ)সোমালিয়া
গ)কিউবা
ঘ)তাইওয়ান*
১৫. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক)টি এস পি
খ)ইউরিয়া*
গ)সবুজ সার
ঘ)মিউরেট অব পটাশ
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক)১৯০৫
খ)১৯১১
গ)১৯৩৫
ঘ)১৯২১*
১৭. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
ক)লর্ড মাউন্টব্যাটেন
খ)লর্ড ক্লাইভ
গ)লর্ড মিন্টো
ঘ)লর্ড কর্নওয়ালিশ*
১৮. জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
ক)IUCN
খ)IPCC*
গ)UNOCC
ঘ)SANDEE
১৯. শ্বেত বামন কি?
ক)ইউরোপের একটি উপজাতি
খ)একটি উপন্যাস
গ)মৃততারা*
ঘ)একটি পাহাড়ের নাম
২০. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
ক)১ : ৭০০*
খ)১ : ১০০
গ)১ : ৫০০
ঘ)১ : ১২০
২১. গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?
ক)লৌহের অভাবে
খ)ফসফরাসের অভাবে*
গ)গ্লুকোজের অভাবে
ঘ)কোনোটিই নয়
২২. ‘ওয়াল স্ট্রীট’ কোথায় অবস্থিত ?
ক)নিউইয়র্ক*
খ)ওয়াশিংটন
গ)চীন
ঘ)লন্ডন
২৩. থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম কি?
ক)থাকসিন সিনাওয়াত্রা
খ)ভূমিবল
গ)প্রাইউথ শান ওশা*
ঘ)লুরা সিনচিলা
৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন সমাধান
২৪. জাপানের পার্লামেন্টের নাম কি?
ক)নেসেট
খ)ডায়েট*
গ)কোকেটিং
ঘ)মিরমি
২৫. ‘ওয়াল স্ট্রীট’ কোথায় অবস্থিত?
ক)নিউইয়র্ক*
খ)ওয়াশিংটন
গ)চীন
ঘ)লন্ডন
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।