৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার
প্রশ্ন ও সমাধান ২০১৩ (কলেজ পর্যায়)
9th NTRCA College Lecturer Registration Exam Question and Solution 2013
পরীক্ষার তারিখঃ ২৪.০৮.২০১৩
বাংলা অংশ
১. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় —-
সাধু ভাষা
প্রমিত ভাষা✔️
আঞ্চলিক ভাষা
উপভাষা
২. ‘এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে’ —এর চলিতরূপ লিখুন।
এইরূপ সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে✔️
এরকম সাদৃশ্য অনেকগুলি চোখে পড়বে
এ রকম সাদৃশ্য অনেকগুলো চক্ষে পড়বে
৩. চলিত ভাষার বৈশিষ্ট্য নয় —
সহজবোধ্যতা
ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য
ভদ্র সমাজে ব্যবহারোপযোগিতা
সংস্কৃত শব্দের বহুল ব্যবহার✔️
৪. ‘কিয়ৎক্ষণ’ শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
কিছুক্ষণ✔️
কিছু সময়ে
কয়েকক্ষণে
কয়েক মুহূর্ত
৫. কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত?
তার বাহিরে যাবার সময় হয়েছে
সে এখন স্কুলে যাবে✔️
তার বিবাহ হয় নাই
তাহারা রওয়ানা হলো
৬. ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?
সম্ভাষণ
প্রাপকের ঠিকানা
মঙ্গলসূচক শব্দ
পত্র লেখকের স্থান ও তারিখ✔️
৭. গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
তিন
দুই✔️
পাঁচ
চার
৮. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
অর্থদ্যোতকতা
ইশারা বা অঙ্গভঙ্গি✔️
মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
জনসমাজে ব্যবহার যোগ্যতা
৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০
৯. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন —
দেবেন্দ্রনাথ ঠাকুর
অক্ষয়কুমার দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔️
রাজা রামমোহন রায়
১০. প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম —
তত্ত্ববোধিনী
সবুজপত্র✔️
কল্লোল
ধূমকেতু
১১. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
দাঁড়ি
প্রশ্ন চিহ্ন
কোলন✔️
বিস্ময় চিহ্ন
১২. রাবণের চিতা অর্থ কী?
চির শান্তি
চির অশান্তি✔️
চির নিদ্রা
চির সুখী
১৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
শান্তনা
সান্ত্বনা✔️
সান্তনা
শান্ত্বনা
১৪. ‘বীণাপানি’ কোন সমাস?
বহুব্রীহি✔️
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
১৫. কোন বাক্যটি শুদ্ধ?
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত✔️
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
১৬. ‘শর্বরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
দিবস
সকাল
সন্ধ্যা
রাত্রি✔️
১৭. নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
ড্যাস
হাইফেন✔️
কোলন
সেমিকোলন
১৮. ‘নদের চাঁদ’ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে —-
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
দুর্বল ও ব্যক্তিত্বহীন
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ✔️
গম্ভীর অথচ কর্মপটু
১৯. ‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। –কোন বাক্য?
নির্দেশাত্মক বাক্য
বিস্ময়বোধক বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য✔️
২০. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
দ্বন্দ্ব সমাস✔️
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
প্রাদি সমাস
২১. ভাব-সম্প্রসারণে ভাবের —-
পরিবর্তন ঘটে
অলঙ্করণ ঘটে
সম্প্রসারণ ঘটে✔️
সংকোচন ঘটে
২২. ‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’। –এ মতের প্রবক্তা কে?
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়✔️
২৩. সমার্থক শব্দ ব্যবহার করলে —
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়✔️
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
২৪. অব্যয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ —
পরিবর্তিত হয়
প্রধান থাকে✔️
সংকুচিত হয়
বৃদ্ধি ঘটে
২৫. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
অনুসর্গ✔️
বিশেষ্য
অব্যয়
উপসর্গ
ইংরেজী অংশ
- How many parts are there in a letter?
One
Two
Four
Six✔️
- Which one is the correct passive form of the sentence, “Buy me a pen”.
Let me buy a pen
Let a pen be bought for me✔️
Let a pen be bought by me
Let me a pen be bought
- Select the correct linking word to fill in the gap.”Read attentively ——-you should fail in the examination”.
or
until
lest✔️
till
- Which one is very important in a ‘News Report’?
An introduction
A short eye-catching head line✔️
A description
Conclusion
- Cohesion and coherence is essential in :
Letter
Narration
Preposition
Paragraph✔️
- I heard the little boy—
cry
crying✔️
cried
is crying
- Select the correct Bangla translation of : “There is no room in the bench”.
এ রুমে কোনো বেঞ্চ নাই।
এ জায়গায় কোনো বেঞ্চ নাই।
এ বেঞ্চে কোনো জায়গা নাই।✔️
এ বেঞ্চে কোনো কক্ষ নাই।
- Do not run—-debt.
to
with
from
into✔️
- Choose the correct sentence :
He lives here for five months.
He is living here for five months.
He has been living here for five months. ✔️
He lived here for five months.
- ‘Advice’ is a —
verb
noun✔️
adjective
adverb
- Synonym of ‘Notable’ is —-
novelty
notion
prominent✔️
ordinary
- Select the correct English translation of : “The boy takes after his father”.
ছেলেটি তার পিতার দেখাশুনা করে।
ছেলেটি তার পিতার অনুকরণ করে।
ছেলেটি তার পিতার পদাংক অনুসরণ করে।
ছেলেটি দেখতে তার পিতার মত।✔️
- It is high time we —–our attitude.
changed✔️
should change
have to change
change
- The verb of the word fool is —-
fool
befool✔️
foolish
foul
- What you (to do ) last night?
What did you do last night? ✔️
What you did last night?
What had you done last night?
What have you done last night?
- ‘Bill of fare’ is —–
a chart of bus fare
a price list
a valuable document
a list of dishes at a restaurant✔️
- Choose the correct sentence :
He is confident to get a scholarship
He is confident to getting a scholarship
He is confident in getting a scholarship✔️
He is confident at getting a scholarship
- Which of the following is the correct indirect form of the given direct speech? “What do you want?” He said to me.
He asked me what I wanted. ✔️
He asked me what I had wanted.
He asked me what want.
He asked me what do you want.
- Choose the right form of verb : It’s many years since I (meet) you.
met✔️
meeting
shall meet
can meet
- No animal is so big—–the blue whale.
than
from
but
as✔️
- I cannot help—–there.
to go
went
going✔️
have gone
- Della stood—–the window.
by✔️
on
up
for
- The adjective of the word Humanity is —-
Human
Humane✔️
Humen
In human
- He divided the money—the two brothers.
between✔️
among
in between
over
- Slow and steady—-the race.
win
won
has won
wins✔️
৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন সমাধান
গনিত অংশ
১. ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
২০% ক্ষতি
২০% লাভ
২৫% ক্ষতি
২৫% লাভ✔️
২. কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?
২৫ বছর✔️
৩০ বছর
২৪ বছর
২৬ বছর
৩. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
৪টি✔️
৫টি
৬টি
১০টি
৪. একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুণের সমান হয়। সংখ্যাটি কত?
৭
৮
৯✔️
১০
৫. ত্রিভুজ হওয়ার শর্ত কি?
যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর
যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর✔️
তিনটি বাহুর দৈর্ঘ্য সমান
একটি কোণ সমকোণ
৬. যদি A={ 2, 3}, B={1, 2} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x>y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি —
{(2,1) (2,2) (3,2)}
{(2,1) (3,1) (3,2)} ✔️
{(1,2) (3,1) (3,2)}
{(1,2) (1,3) (2,3)}
৭. একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৫ এবং অন্তরফল ১ ভগ্নাংশটি কত?
১/৪
২/৩
৩/২✔️
৪/৫
৮. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৪ হলে, সংখ্যা দুটির ল. সা. গু কত?
১৪৪
১৪২
১৪০✔️
১২০
৯. পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালটির ওজন কত?
৫ কেজি
৭ কেজি
২ কেজি✔️
১ কেজি
১০. ABC ত্রিভুজের AB=AC এবং <a= ৮০=”” ডিগ্রী=”” হলে,=”” <b=”কত?</a”></a=>
৪০ ডিগ্রী
৫০ ডিগ্রী✔️
৬০ ডিগ্রী
৮০ ডিগ্রী
১১. রহিম একটি কাজ ২০ দিনে, করিম ঐ কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
৬ দিন
১২ দিন✔️
১৮ দিন
৮ দিন
১২. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
২১%✔️
২৩%
২০%
২২%
১৩. ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
১৪ টি
১৮টি
১৫টি✔️
২০টি
১৪. নিচের কোনটি মূলদ সংখ্যা?
২
৮৩
৯৩
৮২
১৫. x2+x-(a-1)(a+2) কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
(x+a+2)(x-a-1)
(x+a-1)(x+a+2)
(x+a+2)(x-a-1)
(x+a+1)(x-a-2)
১৬. r ব্যাসার্ধবিশিষ্ট্য বৃত্তের পরিধি কোনটি?
4πr2
πr2
2πr
2πr2
১৭. log327
এর মান কত?
10
9
3✔️
27
১৮. x+1x=2 হলে x4+1×4=?
2-✔️
4
2
14
১৯. x+y=2, x2+y2=4 হলে, x3+y3= কত?
9
16
25
8✔️
২০. -273=?
-9
-3✔️
9
3
২১. log2 5400=x হলে, x এর মান কত?
45
4✔️
5
25
২২. tanθ=34হলে,sinθ এর মান কত?
5/4
3/5✔️
4/3
5/3
২৩. ৩৪,২5,১৬ও ৫৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?
৫৮✔️
১৬
২৫
৩৪
২৪. কোনটি বৃত্তের সমীকরণ?
y2=ax
ax2+bx+c=0
3×2+3y2=15
y2=4x+4
২৫. ab+b2ab÷a+ba= কত?
a+ba2
ab
1✔️
a-ba2
সাধারণ জ্ঞান অংশ
১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন —-
তোফায়েল আহমেদ
আব্দুল গাফফার চৌধুরী
সুনীল গঙ্গোপাধ্যায়
এম. আর. আখতার মুকুল✔️
২. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক্যাপ্টেন এম. মনসুর আলী
তাজউদ্দীন আহমদ
খন্দকার মোশতাক আহমদ
এ. এইচ. এম. কামারুজ্জামান✔️
৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
খাগড়াছড়ি
বান্দরবান✔️
রাঙ্গামাটি
৪. কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?
আইভরি কোস্ট
লাইবেরিয়া
সিয়েরা লিওন✔️
মিশর
৫. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭২ সালে
১৯৭৪ সালে✔️
১৯৮০ সালে
১৯৮২ সালে
৬. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ✔️
সচিবালয়
অছি পরিষদ
৭. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
মূল মধ্যরেখা
আন্তর্জাতিক তারিখ রেখা
মকর ক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা✔️
৮. ২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে —-
৪০ জন
৪৬ জন✔️
৪৯ জন
৫১ জন
৯. এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন —-
অধ্যাপক কবীর চৌধুরী
হুমায়ূন আহমেদ
সৈয়দা রিজওয়ানা হাসান✔️
অধ্যাপক মোজাফ্ফর আহমদ
১০. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে —
রিও ডি জেনিরোতে✔️
টোকিওতে
মেক্সিকো সিটিতে
জাকার্তায়
১১. সুনামির কারণ হলো —–
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
সমুদ্র তলদেশের ভূমিকম্প✔️
ঘূর্ণিঝড়
১২. নারিকা-১ কি?
খরা সহিষ্ণু গম
খরা সহিষ্ণু ধান✔️
উন্নত জাতের কলা
উন্নত জাতের পেয়ারা
১৩. UNIX কি?
এক ধরনের সফ্টওয়্যার
একটি অপারেটিং সিস্টেম✔️
একটি গ্রাফিক্স প্রোগ্রাম
এক ধরনের প্যাকেজ প্রোগ্রাম
১৪. ‘ডটা অব পাকিস্তান ‘ বলা হয় কাকে ?
বেনজীর ভূট্টো
শিরিন এবাদি
মালালা ইউসুফজাঈ✔️
নূরজাহান
১৫. ইনসোমনিয়া একটি —
নিদ্রাহীনতাজনিত রোগ✔️
স্নায়ুরোগ
চোখের রোগ
কোনোটিই নয়
১৬. বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?
কুতুবদিয়া
হাতিরদিয়া
মংলা
সোনাদিয়া✔️
১৭. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ব্রাজিল
আর্জেন্টিনা
পেরু
পানামা✔️
১৮. রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
১৮ তম
১৯ তম
২০ তম✔️
২১ তম
১৯. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়?
২১ মার্চ
২১ জুন✔️
২৩ জুলাই
২১ সেপ্টেম্বর
২০. কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
ভাইরাস
ব্যাকটেরিয়া✔️
ছত্রাক
প্রোটোজোয়া
২১. সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
মালদ্বীপ✔️
ভুটান
নেপাল
আফগানিস্তান
২২. ‘শাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
হামিদুজ্জামান
মৃনাল সেন
শামিম শিকদার
নিতুন কুণ্ডু✔️
২৩. পানির ঘনত্ব সবচেয়ে বেশি —-
৩ ডিগ্রী C তাপমাত্রায়
৪ ডিগ্রী C তাপমাত্রায়✔️
৫ডিগ্রী C তাপমাত্রায়
৬ ডিগ্রী C তাপমাত্রায়
২৪. ‘লৌহ মানবী’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
৮ মার্চ ২০১৩
১৮ মার্চ ২০১৩
৮ এপ্রিল ২০১৩✔️
১৮ এপ্রিল ২০১৩
২৫. CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
মেলবোর্ন
জাকার্তা
ঢাকা✔️
দিল্লী
৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১২ (কলেজ পর্যায়)
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।