পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা পরিদর্শিকা
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- পরিবার পরিকল্পনা পরিদর্শিকা
পরীক্ষার তারিখঃ- ১৮-০২-২০২৩
১. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. মহাজন
খ. পাইকারি
গ. প্রতিঘাত
ঘ. গ্রহীতা
উত্তর: ক
২. ‘পৃথিবী’র প্রতিশব্দ কোনটি?
ক. বসুমতি
খ. পতি
গ. মনোহর
ঘ. জলধি
উত্তর: ক
৩. ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
ক. অত্যন্ত গরিব
খ. সামান্য ব্যক্তি
গ. খুব অলস
ঘ. চাটুকার
উত্তর: ক
৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। “তখনকার’ শব্দটি কোন কারক?
ক. অপাদান
খ. করণ কারক
গ. কর্তা কারক
ঘ. সম্বন্ধ কারক
উত্তর: ঘ
৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
ক. সরল
খ. যৌগিক
গ. জটিল
ঘ. অধীন
উত্তর: ক
৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
ক.শাক্য
খ.বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়
উত্তর: ক
৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?
ক. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
খ. তারা মাঠে খেলছিল
গ. আমরা রংপুর যাব
ঘ. ভালোভাবে পৌঁছে যেও
উত্তর: ক
৮. নিচের কোনটি একবচন?
ক. আমি
খ. বইগুলি
গ. মাঝিরা
ঘ. কলম গুলো
উত্তর: ক
৯. কোনটি নির্দেশক নয়?
ক. টা
খ. তম
গ. উ
ঘ. খানা
উত্তর: খ
১০. যোজক কাকে যুক্ত করে?
ক. পদ
খ. ব
গ. বাক্য
ঘ. সবগুলো
উত্তর: ঘ
১১. অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর: ক
১২. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরণ?
ক. শর্ত
খ. ভূত
গ. ভাবী
ঘ. সবগুলো
উত্তর: ঘ
১৩. ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষষ্+থ
খ. ষষ্ +ঠ
গ. ষস্+থ
ঘ.ষশ্+থ
উত্তর: ক
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-
ক. বিনোদিনী
খ. হৈমন্তী
গ. আশালতা
ঘ. চারুলতা
উত্তর: ঘ
১৫. ‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?
ক. জগন্নাথ
খ. বিষ্ণ
গ. প্রজাপতি
ঘ. শিব
উত্তর: ঘ
১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
ক. কবর
খ. বহিপীর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী
উত্তর: খ
১৭. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. জন ক্লার্ক মাশম্যান
খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
গ. উইলিয়াম কেরী
ঘ. ডেভিড হেয়ার
উত্তর: ক
১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. সবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহ্নপা
উত্তর: ঘ
১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
ক. কৃষ্ণকুমারী
খ. শমিষ্ঠা
গ. সধবার একাদশী
ঘ. নীল দর্পণ
উত্তর: ক
২০. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক. রাহু চন্ডালের হাড়
খ. কৈবর্ত খন্ড
গ. ফুল বউ
ঘ. অলীক মানুষ
উত্তর: ঘ
- Paediatrics relates to the treatment of –
ক. Adults
- Children
গ. Women
ঘ. Old people
উত্তর: খ
- One should be careful about his ——duty
ক. his
খ.her
গ. one’s
ঘ. the
উত্তর: গ
- Lady Chatterley’s lover’ was written by the author of
ক. Lord Jim
খ. A passage to India
গ. Ulysses
ঘ. The Rainbow
উত্তর: ঘ
- Which is the noun of the word ‘beautiful’
ক. Beauty
খ. Beautify
গ. Beauteous
ঘ. Beautifully
উত্তর: ক
- SHIELD : SOLDIER
ক. Helmet : Rider
খ. Book : Author
গ. Advocate : Court
ঘ. None
উত্তর: ক
- The word ‘least’ is the superlative degree of
ক. Little
খ. loss
গ. None
ঘ. lesser
উত্তর: ক
- Which one is the exact synonym for the word extempore?
ক. improvised
খ. impromptu
গ. immediate
ঘ. planned
উত্তর: খ
- We read novels -— passive voice form
ক. Novels is read by us
খ. Novels are read by us
গ. Novels are read by we
ঘ. Novels are being read by us
উত্তর: খ
- Shakespeare is known mostly for his
ক. Poetry
খ. Plays
গ. Novels
ঘ. Autobiography
উত্তর: খ
- ‘Few and far between’ means
ক. distant things
খ. in frequent
গ. very few
ঘ. in between
উত্তর: গ
- Which is the plural form of mouse?
ক. Mouses
খ. mice
গ. mouse
ঘ. Mices
উত্তর: খ
- Rule of thumb means
ক. a rule based on science
খ. a bad rule
গ. a rule the must be obeyed
ঘ. a rule based on past on past experience rather than on theory
উত্তর: ঘ
- We sat —- the teacher
ক. besides
খ. beside
গ. to
ঘ. for
উত্তর: খ
34.1 had a talk with him. Here ‘talk’ is a
ক. verb
খ. noun
গ. pronoun
ঘ. adverb
উত্তর: খ
- Five miles —- a long distance
ক. are
খ. were
গ. is
ঘ. have
উত্তর: of
- Maiden speech means
- a) farewell speech
- b) late speech
- c) last speech
- d) first speech
Ans. D
- Select the right compound structure of the sentence “Though he is poor, he is honest’
- a) He is poor and honest.
- b) As he is poor, he is honest.
- c) He is poor but honest.
- d) Since he is poor, he is honest.
Ans. C
- If you work hard you will succeed in life.
- a) simple
- b) Negative
- c) Complex
- d) Compound
Ans. C
- ‘Slow and steady … the race.”
- a) win
- won
- c) has won
- d) wins
Ans. D
- ‘Pros and cons’ means-
- Advantages
- Merits and demerits
- Gladstone
- All
Ans. B
৪১. পেনিসিলিনের আবিষ্কারক কে?
ক. আলেকজেন্ডার ফ্লেমিং
খ. লুই পাস্তর
গ. লিয়েন ছক
ঘ. রবার্ট ছক
উত্তর: ক
৪২. ‘এইচআইভি’ কি?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. রোগের নাম
ঘ. ফসলের জাত
উত্তর: ক
৪৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
ক. ইউক্যালিপ্টাস
খ. সিনকোনা
গ. সিডার
ঘ. নিম
উত্তর: খ
৪৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
ক. ৭ এপ্রিল
খ. ৭ মার্চ
গ. ৭ মে
ঘ. ৭ জুন
উত্তর: ক
৪৫. এডিস মশা কিসের জীবাণু বহন করে?
ক. ডায়রিয়া
খ. কলেরা
গ. ম্যালেরিয়া
ঘ. ডেঙ্গুজুর
উত্তর: ঘ
৪৬. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
ক. ভিটামিন বি-২
খ. ভিটামিন বি-৬
গ. ভিটামিন বি-১২
ঘ. ভিটামিন বি-১
সঠিক উত্তর: ভিটামিন বি-৯
৪৭। কোনটি শিশুর জন্মগত ক্রটিজনিত রোগ?
ক্. হাম
খ. পোলিও
গ. হেপাটাইটিস
ঘ. রুবেলা
উত্তর: ঘ
৪৮. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. বসন্ত
খ. জন্ডিস
গ. হাম
ঘ. বসন্ত
উত্তর:
ব্যাখ্যা: সবগুলোই ভাইরাসজনিত রোগ।
৪৯. অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয়?
ক. লাইকোজেন
খ. লাইগেজ
গ. ইনসুলিন
ঘ. এমিনো এসিড
উত্তর: গ
৫০. বাংলা নববর্ষ হলো ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন কে?
ক. স্রমাট বাবর
খ. ইলিয়াস শাহ
গ. স্রমাট আকবর
ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ্
উত্তর: গ
৫১. কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
ক. সাধুভাষা
খ. লেখ্য ভাষা
গ. প্রমিত ভাষা
ঘ. যান্ত্রিক ভাষা
উত্তর: ঘ
৫২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
ক. ১৭ মার্চ
খ. ১৭ জানুয়ারি
ঘ. ১৭ নভেম্বর
গ. ১৭ জুলাই
উত্তর: ক
৫৩. স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক. ৭ জন
খ. ৬৮ জন
গ.১৭৬ জন
ঘ. ৬৭৬ জন
উত্তর: ক
৫৪. বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
ক. যশোর
খ. ঢাকা
গ. বরিশাল
ঘ. বগুড়া
উত্তর: ক
৫৫. স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন?
ক. এম এ হান্নান
খ. আবুল কাশেম
ঘ. হায়দার আলী
গ. ফজলুল হক
উত্তর: ক
৫৬ . শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
ক. ৫০০০
খ. ৭৫০০
গ. ৬০০০
ঘ. ৬৫০০
উত্তর: ক
৫৭. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
ক. ৮০
খ.৮২
গ.৮৪
ঘ. ৮৬
উত্তর: গ
৫৮. ১ মিটার সমান কত ইঞ্চি?
ক. ৩৯.৩৭ (প্রায়)
খ. ৪০.৪৩ (প্রায়)
গ. ৪১.৬৩ (প্রায়)
ঘ. ৪২.৬৫ (প্রায়)
উত্তরঃ ক
৫৯. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়ালো?
ক. ৯.৬ কি.মি.
খ. ৯.৯ কি.মি.
গ. ৯.৭ কি.মি.
ঘ. ৯.৮ কি.মি.
উত্তর: ক
৬০. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
ক. ৩ ঘন মিটার
খ. ৬ ঘন মিটার
গ. ৯ ঘন মিটার
ঘ. ১২ ঘন মিটার
উত্তর: ক