Family Planning MCQ Exam Question Solution 2023

0
207

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা পরিদর্শিকা

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- পরিবার পরিকল্পনা পরিদর্শিকা

পরীক্ষার তারিখঃ- ১৮-০২-২০২৩

১. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. মহাজন

খ. পাইকারি

গ. প্রতিঘাত

ঘ. গ্রহীতা

উত্তর: ক

২. ‘পৃথিবী’র প্রতিশব্দ কোনটি?

ক. বসুমতি

খ. পতি

গ. মনোহর

ঘ. জলধি

উত্তর: ক

৩. ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?

ক. অত্যন্ত গরিব

খ. সামান্য ব্যক্তি

গ. খুব অলস

ঘ. চাটুকার

উত্তর: ক

৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। “তখনকার’ শব্দটি কোন কারক?

ক. অপাদান

খ. করণ কারক

গ. কর্তা কারক

ঘ. সম্বন্ধ কারক

উত্তর: ঘ

৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?

ক. সরল

খ. যৌগিক

গ. জটিল

ঘ. অধীন

উত্তর: ক

৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?

ক.শাক্য

খ.বাক্যাংশ

গ. উদ্দেশ্য

ঘ. বিধেয়

উত্তর: ক

৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?

ক. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো

খ. তারা মাঠে খেলছিল

গ. আমরা রংপুর যাব

ঘ. ভালোভাবে পৌঁছে যেও

উত্তর: ক

৮. নিচের কোনটি একবচন?

ক. আমি

খ. বইগুলি

গ. মাঝিরা

ঘ. কলম গুলো

উত্তর: ক

৯. কোনটি নির্দেশক নয়?

ক. টা

খ. তম

গ. উ

ঘ. খানা

উত্তর: খ

১০. যোজক কাকে যুক্ত করে?

ক. পদ

খ.  ব

গ. বাক্য

ঘ. সবগুলো

উত্তর: ঘ

১১. অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উত্তর: ক

১২. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরণ?

ক. শর্ত

খ. ভূত

গ. ভাবী

ঘ. সবগুলো

উত্তর: ঘ

১৩. ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষষ্‌+থ

খ. ষষ্‌ +ঠ

গ. ষস্+থ

ঘ.ষশ্+থ

উত্তর: ক

১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-

ক. বিনোদিনী

খ. হৈমন্তী

গ. আশালতা

ঘ. চারুলতা

উত্তর: ঘ

১৫. ‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?

ক. জগন্নাথ

খ. বিষ্ণ

গ. প্রজাপতি

ঘ. শিব

উত্তর: ঘ

১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?

ক. কবর

খ. বহিপীর

গ. পায়ের আওয়াজ পাওয়া যায়

ঘ. ওরা কদম আলী

উত্তর: খ

১৭. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. জন ক্লার্ক মাশম্যান

খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন

গ. উইলিয়াম কেরী

ঘ. ডেভিড হেয়ার

উত্তর: ক

১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

ক. লুইপা

খ. সবরপা

গ. ভুসুকুপা

ঘ. কাহ্নপা

উত্তর: ঘ

১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?

ক. কৃষ্ণকুমারী

খ. শমিষ্ঠা

গ. সধবার একাদশী

ঘ. নীল দর্পণ

উত্তর: ক

২০. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

ক. রাহু চন্ডালের হাড়

খ. কৈবর্ত খন্ড

গ. ফুল বউ

ঘ. অলীক মানুষ

উত্তর: ঘ

  1. Paediatrics relates to the treatment of –

ক. Adults

  1. Children

গ. Women

ঘ. Old people

উত্তর: খ

  1. One should be careful about his ——duty

ক. his

খ.her

গ. one’s

ঘ. the

উত্তর: গ

  1. Lady Chatterley’s lover’ was written by the author of

ক. Lord Jim

খ. A passage to India

গ. Ulysses

ঘ. The Rainbow

উত্তর: ঘ

  1. Which is the noun of the word ‘beautiful’

ক. Beauty

খ. Beautify

গ. Beauteous

ঘ. Beautifully

উত্তর: ক

  1. SHIELD : SOLDIER

ক. Helmet : Rider

খ. Book : Author

গ. Advocate : Court

ঘ. None

উত্তর: ক

  1. The word ‘least’ is the superlative degree of

ক. Little

খ. loss

গ. None

ঘ. lesser

উত্তর: ক

  1. Which one is the exact synonym for the word extempore?

ক. improvised

খ. impromptu

গ. immediate

ঘ. planned

উত্তর: খ

  1. We read novels -— passive voice form

ক. Novels is read by us

খ. Novels are read by us

গ. Novels are read by we

ঘ. Novels are being read by us

উত্তর: খ

  1. Shakespeare is known mostly for his

ক. Poetry

খ. Plays

গ. Novels

ঘ. Autobiography

উত্তর: খ

  1. ‘Few and far between’ means

ক. distant things

খ. in frequent

গ. very few

ঘ. in between

উত্তর: গ

  1. Which is the plural form of mouse?

ক. Mouses

খ. mice

গ. mouse

ঘ. Mices

উত্তর: খ

  1. Rule of thumb means

ক. a rule based on science

খ. a bad rule

গ. a rule the must be obeyed

ঘ. a rule based on past on past experience rather than on theory

উত্তর: ঘ

  1. We sat —- the teacher

ক. besides

খ. beside

গ. to

ঘ. for

উত্তর: খ

34.1 had a talk with him. Here ‘talk’ is a

ক. verb

খ. noun

গ. pronoun

ঘ. adverb

উত্তর: খ

  1. Five miles —- a long distance

ক. are

খ. were

গ. is

ঘ. have

উত্তর: of

  1. Maiden speech means
  2. a) farewell speech
  3. b) late speech
  4. c) last speech
  5. d) first speech

Ans. D

  1. Select the right compound structure of the sentence “Though he is poor, he is honest’
  2. a) He is poor and honest.
  3. b) As he is poor, he is honest.
  4. c) He is poor but honest.
  5. d) Since he is poor, he is honest.

Ans. C

  1. If you work hard you will succeed in life.
  2. a) simple
  3. b) Negative
  4. c) Complex
  5. d) Compound

Ans. C

  1. ‘Slow and steady … the race.”
  2. a) win
  3. won
  4. c) has won
  5. d) wins

Ans. D

  1. ‘Pros and cons’ means-
  2. Advantages
  3. Merits and demerits
  4. Gladstone
  5. All

Ans. B

৪১. পেনিসিলিনের আবিষ্কারক কে?

ক. আলেকজেন্ডার ফ্লেমিং

খ. লুই পাস্তর

গ. লিয়েন ছক

ঘ. রবার্ট ছক

উত্তর: ক

৪২. ‘এইচআইভি’ কি?

ক. ভাইরাস

খ. ব্যাকটেরিয়া

গ. রোগের নাম

ঘ. ফসলের জাত

উত্তর: ক

৪৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?

ক. ইউক্যালিপ্টাস

খ. সিনকোনা

গ. সিডার

ঘ. নিম

উত্তর: খ

৪৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?

ক. ৭ এপ্রিল

খ. ৭ মার্চ

গ. ৭ মে

ঘ. ৭ জুন

উত্তর: ক

৪৫. এডিস মশা কিসের জীবাণু বহন করে?

ক. ডায়রিয়া

খ. কলেরা

গ.  ম্যালেরিয়া

ঘ. ডেঙ্গুজুর

উত্তর: ঘ

৪৬. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?

ক. ভিটামিন বি-২

খ. ভিটামিন বি-৬

গ. ভিটামিন বি-১২

ঘ. ভিটামিন বি-১

সঠিক উত্তর: ভিটামিন বি-৯

৪৭। কোনটি শিশুর জন্মগত ক্রটিজনিত রোগ?

ক্. হাম

খ. পোলিও

গ. হেপাটাইটিস

ঘ. রুবেলা

উত্তর: ঘ

৪৮. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক. বসন্ত

খ. জন্ডিস

গ. হাম

ঘ. বসন্ত

উত্তর:

ব্যাখ্যা: সবগুলোই ভাইরাসজনিত রোগ।

৪৯. অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয়?

ক. লাইকোজেন

খ. লাইগেজ

গ. ইনসুলিন

ঘ. এমিনো এসিড

উত্তর: গ

৫০. বাংলা নববর্ষ হলো ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন কে?

ক. স্রমাট বাবর

খ. ইলিয়াস শাহ

গ. স্রমাট আকবর

ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ্‌

উত্তর: গ

৫১. কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?

ক. সাধুভাষা

খ. লেখ্য ভাষা

গ. প্রমিত ভাষা

ঘ. যান্ত্রিক ভাষা

উত্তর: ঘ

৫২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?

ক. ১৭ মার্চ

খ. ১৭ জানুয়ারি

ঘ. ১৭ নভেম্বর

গ. ১৭ জুলাই

উত্তর: ক

৫৩. স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?

ক. ৭ জন

খ. ৬৮ জন

গ.১৭৬ জন

ঘ. ৬৭৬ জন

উত্তর: ক

৫৪. বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?

ক. যশোর

খ. ঢাকা

গ. বরিশাল

ঘ. বগুড়া

উত্তর: ক

৫৫. স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন?

ক. এম এ হান্নান

খ. আবুল কাশেম

ঘ. হায়দার আলী

গ. ফজলুল হক

উত্তর: ক

৫৬ . শতকরা বার্ষিক ৮  টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

ক. ৫০০০

খ. ৭৫০০

গ. ৬০০০

ঘ. ৬৫০০

উত্তর: ক

৫৭. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

ক. ৮০

খ.৮২

গ.৮৪

ঘ. ৮৬

উত্তর: গ

৫৮. ১ মিটার সমান কত ইঞ্চি?

ক. ৩৯.৩৭ (প্রায়)

খ. ৪০.৪৩ (প্রায়)

গ. ৪১.৬৩ (প্রায়)

ঘ. ৪২.৬৫ (প্রায়)

উত্তরঃ ক

৫৯. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়ালো?

ক. ৯.৬ কি.মি.

খ. ৯.৯ কি.মি.

গ. ৯.৭ কি.মি.

ঘ. ৯.৮ কি.মি.

উত্তর: ক

৬০. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

ক. ৩ ঘন মিটার

খ. ৬ ঘন মিটার

গ. ৯ ঘন মিটার

ঘ. ১২ ঘন মিটার

উত্তর: ক

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download