শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
388

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ-কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ-১২/১১/২০২১

১. মাইক্রোসফ্ট প্রতিষ্ঠিত হয় কবে?

ক) ৫ এপ্রিল ১৯৭৫

খ) ৪ এপ্রিল ১৯৭৫✔

গ) ৪ এপ্রিল ১৯৭৬

ঘ) ৫ এপ্রিল ১৯৭৬

২. টাচ স্ক্রিন কোন ধরণের ডিভাইস?

ক) ইনপুট ডিভাইস

খ) আউটপুট ডিভাইস

গ) ইনপুট ও আউটপুট ডিভাইস✔

ঘ) কোনটিই নয়

৩. সাধারণত হার্ডডিস্ক ড্রাইভ নির্দেশ করা হয়

ক) C বর্ণ দ্বারা✔

খ) B বর্ণ দ্বারা।

গ) C++ বর্ণ দ্বারা

ঘ) কোনটিই নয়।

৪. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৮৮

খ) ১৯৮৯

গ) ১৯৯০✔

ঘ) ১৯৯১

৫. CTR এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় কত সালে?

ক) ১৯২৩

খ) ১৯২৪✔

গ) ১৯২২

ঘ) ১৯২৫

৬. B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা শুরু করে কোন সালে?

ক) ১৯৯১

খ) ১৯৯২

গ) ১৯৯৩

ঘ) ১৯৯৪

৭. Serial Port এ পিন সংখ্যা কত?

ক) ৩

খ) ৬

গ) ৯✔

ঘ) ১২

৮. কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?

ক) F✔

খ) G

গ) H

ঘ) K

৯. ১০১০১ বাইনারি সংখ্যাটির দশমিক মান কত?

ক) ১৯

খ) ২৩

গ) ২২

ঘ) ২১✔

১০. বিশ্বের কোন প্রতিষ্ঠানকে ‘বিগ ব্লু’ বলা হয়?

ক) HP

খ) DELL

গ) Microsoft

ঘ) IBM✔

১১. Mark-1 কোন প্রজন্মের কম্পিউটার?

ক) First✔

খ) Second

গ) Third

ঘ) Fourth

১২. Weight of ENIAC was—-

ক) 20 tons

খ) 30 tons ✔

গ) 40 tons

ঘ) 50 tons

১৩. পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রােগ্রাম বিশিষ্ট ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি?

ক) Z-3

খ) UNIVAC-1

গ) EDSAC✔

ঘ) Mark-1

১৪. কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে?

ক) এনালগ✔

খ) ডিজিটাল

গ) হাইব্রিড

ঘ) কোনটি নয়

১৫. বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?

ক) পিপিডি-১

খ) পিটিপি-১

গ) পিডিপি-১✔

ঘ) ভিপিপি-১

১৬. এনালগ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র নয় কোনটি?

ক) রাসায়নিক শিল্প

খ) পেট্রোলিয়াম শিল্প

গ) মুদ্রণ শিল্প✔

ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প

১৭. VLSI এর পূর্ণরূপ

ক) Very Large System Integration

খ) Very Large Scale Integration✔

গ) Very Long System Integration

ঘ) Very Long System Input

১৮. LAN কার্ডের অন্য নাম কি?

ক) Internet Card

খ) Net Connector

গ) NCI

ঘ) NIC✔

১৯. Which type of ROM is used in pen drive?

ক) Mask ROM

খ) PROM

গ) CD ROM

ঘ) EE PROM✔

২০. Who invented the QWERTY keyboard?

ক) Steve Jobs

খ) Christoher Latham Sholes✔

গ) Brain Sams

ঘ) Anderson Palimar

২১. SVGA এর পূর্ণরূপ কি?

ক) Super Virtual Graphics Array

খ) Super Video Graphic Array

গ) Super Visual Graphical Array

ঘ) Super Video Graphics Array✔

২২. ডট পিচ (Dot Pitch) কে নীচের কোন এককে প্রকাশ করা হয়?

ক) মিলিমিটার✔

খ) সেন্টিমিটার

গ) হার্টজ

ঘ) পিস্কেল

২৩. প্লটার কয় ধরণের?

ক) পাঁচ ধরণের

খ) তিন ধরণের

গ) চার ধরণের

ঘ) দুই ধরণের✔

২৪. Commercial Software এর অন্য নাম কি?

ক) Secondary Software

খ) Peripheral Software

গ) Packaged Software✔

ঘ) System Software

২৫. Which one is an application package?

ক) DOS

খ) Lotus✔

গ) Linux

ঘ) Ubuntu

২৬. Portrait and Landscape are…..

ক) Page Orientation✔

খ) Paper Size

গ) Page Layout

ঘ) All of the above

২৭. নীচের কোন সিস্টেমটি IBM তৈরি করেছে?

ক) OS-2✔

খ) Windows

গ) Dos

ঘ) UNIX

২৮. Python প্রাগ্রাম তৈরি করেন কে?

ক) Python Van Rossum

খ) Guido Van Rossum✔

গ) Dennis Ritchie

ঘ) Martin Cooper

২৯. AND গেইটে A ও B এর মান 0 হলে আউটপুট কত?

ক) 0. ✔

খ) 1.

গ) 10

ঘ) 01

৩০. বাংলাদেশ কোন সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত?

ক) LASH

খ) SEA-ME-WE4✔

গ) SPLASH

ঘ) SEA-EM-WEB

৩১. “তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাটতেন”- এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) নিত্যবৃত্ত অতীত✔

ঘ) পুরাঘটিত অতীত

৩২. দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হলো

ক) দুম্ + পাচ্য

খ) দোষ + পাচ্য

গ) দুঃ + পাচ্য✔

ঘ) দুষৎ + পাচ্য

৩৩. সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা?

ক) দু’টোই রবীন্দ্রনাথ ঠাকুরের

খ) দ’টোই কাজী নজরুল ইসলামের

গ) প্রথমটি কাজী নজরুল ইসলামের, দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের

ঘ) প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের✔

৩৪. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

ক) ভাদ্রার্জুন✔

খ) নীল দর্পণ

গ) শর্মিষ্ঠা

ঘ) চন্ডালিকা

৩৫. পল্লীকবি জসীম উদ্‌দীন রচিত গ্রন্থ নয় কোনটি?

ক) সুচয়নী

খ) মাটির কান্না

গ) ধানক্ষেত

ঘ) মায়াকাজল✔

৩৬. সত্য> সইত্য- ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?

ক) অপনিহিতি✔

খ) স্বরসঙ্গতি

গ) বিপ্রকর্ষ

ঘ) অসমীকরণ

৩৭. তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক) নিমরাজি

খ) আনমানা

গ) অভিমুখ✔

ঘ) আগাছা

৩৮. নীচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক) পূর্বাহু।

খ) বাকপটু

গ) রাজপুত্র

ঘ) জলদ✔

৩৯. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- এখানে কিংবা হলো

ক) সংকোচক অব্যয়

খ) অনন্বয়ী অব্যয়

গ) সংযোজক অব্যয়

ঘ) বিয়োজক অব্যয়✔

৪০. কোনটি যোগরুঢ় শব্দের উদাহরণ?

ক) দৌহিত্র

খ) মহাযাত্রা✔

গ) তৈল

ঘ) নায়ক

৪১. নীচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?

ক) মুষলধারে বৃষ্টি হচ্ছে।

খ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

গ) রাজায়-রাজায় লড়াই চলছে।✔

ঘ) আমার যাওয়া হবে না।

৪২. এ জিনিস বেশিদিন টেকে না-এ বাক্যটি কোন বাচ্য?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য✔

৪৩. প-বর্গের বর্ণসমূহ কোন ধরণের বর্ণ?

ক) ওষ্ঠ্য বর্ণ✔

খ) কণ্ঠ্য বর্ণ

গ) তালহা বর্ণ

ঘ) দন্ত্য বর্ণ

৪৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান?

ক) সংস্কৃত কলেজ✔

খ) শান্তিনিকেতন

গ) ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ) প্রেসিডেন্সি কলেজ

৪৫. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি নাটক?

ক) পোস্টমাস্টার

খ) মালিনী✔

গ) শান্তি

ঘ) মহামায়া

৪৬. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?

ক) শিখা

খ) নবযুগ✔

গ) সৈনিক

ঘ) সংবাদ প্রভাকর।

৪৭. যিনি ন্যায় শাস্ত্রে পন্ডিত- এর এক কথায় প্রকাশ হলাে:

ক) নৈয়ায়িক✔

খ) ন্যায়বান

গ) নিয়ামক

ঘ) ন্যায়পাল

৪৮. নীচের কোন বানানটি অশুদ্ধ?

ক) মধ্যাহ্ন

খ) অপরাহ্ন✔

গ) প্রকাণ্ড

ঘ) গ্রহণেচ্ছু

৪৯. ‘পাথার’ শব্দের প্রতিশব্দ হলো…

ক) পৃথিবী

খ) পর্বত

গ) বন।

ঘ) সমুদ্র✔

৫০. ময়ুর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যমপন্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য?

ক) অন্নদা মঙ্গল

খ) মনসা মঙ্গল

গ) চন্ডী মঙ্গল

ঘ) ধর্ম মঙ্গল✔

৫১. যদি a = √3 + √2 হয়, তবে a3 + 1/a3 এর মান কত হবে?

ক) 2√2

খ) 9√2

গ) 15√3

ঘ) 18√3✔

৫২. একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক) ৪২ টাকা

খ) ৪৮ টাকা✔

গ) ৫৬ টাকা

ঘ) ৬০ টাকা

৫৩. 5√5 এর 5 ভিত্তিক লগ কত?

ক) 5/2

খ) ½

গ) 3/2 ✔

ঘ) 3/5

৫৪. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি, ত্রিভুজ ক্ষেত্রফল 810 বর্গ সে.মি হলে

এর উচ্চতা কত?

ক) 21 সে.মি.

খ) 27 সে.মি. ✔

গ) 33 সে. মি.

ঘ) 36 সে.মি.

৫৫. কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√2 সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?

ক) 336 ঘ. সে.মি.

খ) 428 ঘ. সে. মি.

গ) 476 ঘ. সে. মি.

ঘ) 512 ঘ. সে. মি.✔

৫৬. অনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

ক) 2500 টাকা

খ) 2700 টাকা

গ) 2800 টাকা

ঘ) 2900 টাকা✔

৫৭. 4% হার মুনাফায় কোন টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?

ক) 625 টাকা✔

খ) 640 টাকা

গ) 720 টাকা

ঘ) 750 টাকা

৫৮. y2- 4ax = 0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে?

ক) বৃত্ত

খ) উপবৃত্ত

গ) প্যারাবোলা✔

ঘ) গোলক।

৫৯. নাইম এর বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইম এর বর্তমান মাসিক বেতন কত?

ক) ৬৬,১৯৩ টাকা

খ) ৬৫,০০০ টাকা

গ) ৭০,৮৫০ টাকা✔

ঘ) ৭২,২০০ টাকা

৬০. একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করলে। এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মােট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলাে। নীচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ?

ক) y/1-x

খ) 100y/100-y

গ) 100/100-y

ঘ) 100y/100-x

৬১. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

ক) 3.2 মিটিার

খ) 4 মিটিার

গ) 4.8 মিটিার

ঘ) 5.5 মিটিার✔

৬২. cos^-1x + cos^-1y = হলে x2 + y2 = কত?

ক)  ½

খ) √3/2

গ) 1 ✔

ঘ) 0

৬৩. ৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কতদিনে করতে পারবে?

ক) ৪ দিনে✔

খ) ৫ দিনে

গ) ৬ দিনে

ঘ) ৭ দিনে

৬৪. একটি নৌকা দাড় বেয়ে স্রেতের অনুকুলে ঘন্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকুলে যায় ঘন্টায় 5 কি.মি হলে নৌকায় বেগ কত?

ক) 4 কি.মি.

খ) 10 কি.মি.✔

গ) 12 কি.মি.

ঘ) 15 কি.মি.

৬৫. একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মন অংশের সাথে 30°কোন উৎপন্ন করে খুঁটির 10 মিটার দুরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

ক) 36 মিটার

খ) 35.6 মিটার

গ) 37.32 মিটার✔

ঘ) 38.30 মিটার

৬৬. একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হল তার দেড়গুণ কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হল, এই দলে কতজন কট আউট হলো?

ক) ২ জন

খ) ৩ জন✔

গ) ৪ জন

ঘ) ৫ জন।

৬৭. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি?

ক) ৭ ও ১১

খ) ১২ ও ১৮

গ) ১০ ও ২৪

ঘ) ১০ ও ১৬✔

৬৮. x-1/x= 4 হলে x^4+1/x^4 এর মান কত?

ক) 246

খ) 286

গ) 322✔

ঘ) 354

৬৯. কোন বৃত্তের 10 সে.মি. দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে. মি. দূরে অবিস্থত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?

ক) 13✔

খ) 14.5

গ) 9.

ঘ) 15

৭০. ক, খ ও গ একজাতীয় রাশি। কঃখ=3:4, খঃগ= 6:7 হলে কঃখঃগঃ= কত?

ক) 3:4:5

খ) 5:7:10

গ) 7:9:11

ঘ) 9: 12:14✔

৭১. He runs fast. Here the ‘fast’ is

ক) Verb

খ) Adverb✔

গ) Adjective

ঘ) Conjunction

৭২. Down went the Titanic. The word “down’ is

ক) Noun

খ) Preposition

গ) Adjective

ঘ) Adverb✔

৭৩. Only Subarna can do this. Make it negative without changing the meaning.

ক) Subarna cannot do this.

খ) Only Subarna cannot do this.

গ) None but Subarna can do this. ✔

ঘ) None but Subarna cannot do this.

৭৪. He loves the opposite market.

ক) at

খ) to ✔

গ) in

ঘ) with

৭৫. I want my breakfast—–

ক) to serve

খ) served✔

গ) to serving

ঘ) had served

৭৬. Seeing is——-

ক) to believe

খ) believed

গ) believing✔

ঘ) how to believe

৭৭. Kamal entered the room, sat and——– his book.

ক) has opened

খ) had opened

গ) got opened

ঘ) opened✔

৭৮. “Boot leg’ means–

ক) import

খ) export

গ) distribution

ঘ) smuggle✔

৭৯. What is the correct synonym of ‘Abolish’?

ক) perform

খ) cancel✔

গ) create

ঘ) generate

৮০. “লোকটি মরমর অবস্থা” Translate it into English.

ক) The man is to die.

খ) The man is about to die. ✔

গ) The man had died.

ঘ) The man was to die.

৮১. “তেল পানিতে ভাসে” Translate it into English.

ক) Oil is floating on water.

খ) The oil floats over water.

গ) Oil floats on Water. ✔

ঘ) The oil floats on Water.

৮২. The idioms “put up with’ means?

ক) stay together

খ) tolerate ✔

গ) keep trust

ঘ) protect

৮৩. “To get along with’ means?

ক) to adjust✔

খ) to accompany

গ) to interest

ঘ) to walk

৮৪. When he is pragmatic, he is being

ক) wasteful

খ) productive

গ) practical✔

ঘ) powerful

৮৫. Could you tell me—

ক) where is he?

খ) where was he?

গ) where he is? ✔

ঘ) where did he?

৮৬. He is —FRCS.

ক) an✔

খ) a

গ) the

ঘ) no article

৮৭. The verb of the word “Strong’ is—

ক) strength

খ) strengthened

গ) strengthen✔

ঘ) strong

৮৮. The antonym of ‘Patriot is

ক) fraud

খ) tout

গ) traitor✔

ঘ) criminal

৮৯. In spite of my request, he didn’t

ক) give in✔

খ) fall in

গ) get off

ঘ) give forth

৯০. Choose the correct spelling.

ক) Propritor

খ) Propitor

গ) Proprietor✔

ঘ) Proprietore

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।