শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
পদের নামঃ-ডাটা এন্ট্রি অপারেটর
পরীক্ষার তারিখঃ-১৯/১১/২০২১
বাংলা প্রশ্ন সমাধান
১. ”পদ্ধতি”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:পদ্ + হতি।
২. ‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:মনস + ঈষা
৩. বিলাতি>বিলিতি কি ধরণের ধ্বনি বিপর্যয়? উত্তর:স্বরসঙ্গতি
৪. নিচের কোনটি পরাশয়ী বর্ণ? উত্তর: ৎ
৫. রুপক কর্মধারায় এর উদাহরণ কোনটি?উত্তর:ক্রোধানল
৬. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর:হাতেখড়ি
৭. তার যেন সেখানে যাওয়া হয়- বাক্যটি কোন বাচ্য? উত্তর:
৮. বরীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন? উত্তর:১৯১৩
৯. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত বরীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? উত্তর:ঘরে বাইরে
১০. আমি তাঁকে সভায় উপস্থিত দেখেছিলাম-এ বাক্যটি ক্রিয়ার কোন কালের অর্ন্তভুক্ত? উত্তর:সাধারণ অতীত
১১. উপসংহার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর:তৎসম
১২. তিনি শিক্ষিত অথচ সৎ ব্যাক্তি নন – এ বাক্যে অথচ হল? উত্তর: সংকোচক
১৩. ‘ পর্বত ‘ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর: শৈল
১৪. কান্ডারী হুশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যেগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর: সর্বহারা
১৫. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমুহের মধ্যে নিচের কোনটি কাব্যেগ্রন্থ নয়? উত্তর:কুহেলিকা
১৬. সাত সাগরের মাঝি,মুহুর্তের কবিতা,নৌফেল ও হাতেম কাব্যগ্রন্থগুলো কার লেখা?উত্তর:ফররুখ আহমদ
১৭. মুক্তিযুদ্ধ ভিত্তিকগ্রন্থ ’নিষিদ্ধ লোবান’ কার লেখা? উত্তর:সৈয়দ শামসুল হক
১৮. প্রথম প্রহর,বিমর্ষ রাত্রি,তৃষা্ঞা,আগুন পাখি গ্রন্থ সমুহের রচয়িতা কে? উত্তর:হাসান আজিজুল হক
১৯.কিশোর কবি বলা হয় কাকে? উত্তর:সুকান্ত ভট্টাচার্য
২০. জ্ঞানে বিমল আনন্দ হয় – বাক্যটিকে জ্ঞান কোন কারক? উত্তর: অপাদান
তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান
২১. কম্পিউটারের heart বলা হয় কোনটিকে? উত্তর: CPU
২২. Website এর মূল page কে কি বলা হয়? উত্তর: home page
২৩. নিচের কোনটি Input device নয়? উত্তর: speaker
২৪. RAM কী? উত্তর: Extra memory
২৫. MS Windows এর একটি page select করতে হলে control চেপে কী চাপতে হয়? উত্তর: A
২৬. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কী? উত্তর: Artificial Intelligence
২৭. IBM কী? উত্তর: International Business Machines
২৮. C++ কোন প্রজন্মের ভাষা? উত্তর: তৃতীয়
২৯. কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে? উত্তর:হার্ডওয়্যার
৩০. নিম্নে কোনটি হার্ডওয়্যার নয়? উত্তর: উইন্ডোজ
৩১. নিচের কোনটি application package? উত্তর:LOTUS
৩২. Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? উত্তর: ৮
৩৩. Memory এবং ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? উত্তর: কন্ট্রোল ইউনিট
৩৪. পার্সোনাল কম্পিউটার এর মেইন সার্কিট বোর্ড নিচের কোনটি? উত্তর: Motherboard
৩৫. Ctrl+ P কোন সময় ব্যবহার করা হয়? উত্তর:Print করতে
৩৬. কম্পিউটার সিস্টিমে কয়টি অংশ থাকে? উত্তর:৪টি
৩৭. CPU এর পূর্ণ রুপ কী? উত্তর: Central Processing Unit
৩৮. প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি? উত্তর:HTML
৩৯. Save এবং Save as এর মধ্যে পার্তক্য কী? উত্তর:
৪০. Search Engine কী? উত্তর: ইন্টারনেটে তথ্য খুজতে সাহাজ্য করে।
৪১ একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটি? উত্তর: MS DOS
৪২. Pentium কোনটির সাথে সম্পর্কিত? উত্তর:
৪৩. Webcam কী কাজে লাগে? উত্তর: ভিডিও কল করতে
৪৪. Portrait ও Landscape কোন কাজে লাগে? উত্তর: Page Setup
৪৫. কম্পিউটারের মূল Memory তৈরী হয় কি দিয়ে? উত্তর: সিলিকন
৪৬. বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা কে? উত্তর:সজীব ওয়াজেদ জয়
৪৭. নিচের কোন Data সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহার হয় না? উত্তর: পেন ড্রাইভ
৪৮. MS Word এর কোন মেন্যুতে Mail Merge কমান্ড থাকে? উত্তর:Mailing
৪৯. কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার নয়? উত্তর: MS Word
৫০. MS Word এর কোন মেন্যুতে প্রিন্ট কমান্ট থাকে? উত্তর: File
ইংরেজি প্রশ্ন সমাধান
৫১. May God bless you কোন ধরণের Sentence উত্তর: Optative
৫২. ইংরেজীতে Syllable কত প্রকার? উত্তর: চার
৫৩. নিচের কোনটি ব্যাতিক্রম? উত্তর: Feminine
৫৪নিচের কোনটি article নয়? উত্তর: To
৫৫. What part of speech is “scarcity”? উত্তর: Noun
৫৬. `None but Allah can help us’ what kind of pronoun ‘None’ is? উত্তর: Indefinite
৫৭. ….. Andamans are in….. Indian ocean. উত্তর: The
৫৮. He takes pride…. his wealth. উত্তর: in
৫৯. Each …… a trophy for …… achievement. উত্তর: got, his
৬০. I …… breakfast before I started for office. উত্তর:had had
৬১.Which one is the correct passive voice? উত্তর: two ciminal were arrested and one was released
৬২. Which one is the correct sentece? উত্তর: he proclaimed his innocence
৬৩. আমার যাওয়ার কথা ছিল- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি? উত্তর: I was to go
৬৪. Which one is the correct spelling? উত্তর: Orthopedic
৬৫. The synonym of the world `intimidate’ is উত্তর: frighten
৬৬. The antonym of `diligent’ is উত্তর: indolent
৬৭. Call to mind means উত্তর: remember
৬৮….. work without any delay. উত্তর: Set on
৬৯. The verb form of dear is উত্তর:endear
৭০. She said to him, “ Are you an engineer”? its indirect speech is উত্তর: She asked him if he was an engineer.
গণিত প্রশ্ন সমাধান
৭১. এক গ্রাম= কত?উত্তর:
৭২. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০টাকা হবে? উত্তর:১০%
৭৩.১ কাঠা= কত? উত্তর:৭২০ বর্গফুট
৭৪. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাক এ ২৪ চক্কর দৌড়ালে , সে কত দূরত্ব দৌড়াল? উত্তর:৯.৬ কি.মি
৭৫. একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?উত্তর: ৭৬৩ সমস্ত ৮/৯
৭৬. একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ এবং হরের সাথে ২ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত?উত্তর: ৩/৪
৭৭. সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের সমষ্টি-উত্তর: সমকোণ
৭৮. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলামিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? উত্তর:৩০০ বার
৭৯. x-y=3 এবং xy=10 হলে, (x+y)2 এর মান-উত্তর:49
৮০. a + b = 8, ab = 15 হলে a² – b² এর মান কত? উত্তর:সঠিক উত্তর হবে 16
৮১. 3×2 +x-10 এর উৎপাদক কত? উত্তর:(x+2), (3x-5)
৮২. a+b =3 হলে এবং ab=2 হলে a3+b3 এর মান নিনর্য় কর?উত্তর: 9
৮৩. x/x-y, y/x+y এবং z/x(x+y) এর সাধারণ হর কত?উত্তর:
৮৪. 7+12+17…… ধারাটির প্রথম ৩০ টি পদের সমষ্টি কত?উত্তর:
৮৫. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুন। এর ক্ষেএফল ২১৬ বর্গমিটার হলে,তার পরিসীমা কত?উত্তর: ৬০ মিটার।
৮৬. নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?উত্তর: প্রত্যেকটি বাহুই সমান
৮৭. একটি বৃত্তাকার শিটের পরিধি ১৫৪ সে.মি হলে এর ব্যাসার্ধ? উত্তর:২৪.৫
৮৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে. মি. হলে ক্ষেত্রফল কত হবে? উত্তর:24 বর্গ সেমি
৮৯. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত ৫° হলে ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তর:
৯০. এক বর্গ ইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার? উত্তর:৬.৪৫
আরো পড়ুনঃ-
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ পিডিএফ ডাউনলোড
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।